Equity for Nurses

Equity for Nurses This page is specially for Nursing Fraternity . It focuses on a lots of important topics, standard and ethical issues related to nursing profession...

18/08/2025

Hospital এ সব কাহিনী এক দিকে,
দুর্গাপূজা কালী পূজার Duty roster একদিকে ....
Puja roster মানেই লম্ফ ঝম্ফ, সারা হাসপাতালে রে রে রব।
পূজাতে যারা ছুটি চায়, তার থেকে ছুটি যে দেবে তার বড় চ্যালেঞ্জ থাকে।
পূজা মানে একমাস আগে প্রস্তুতি.... কে আগে request khata তে নিজের request দেবে!
এভাবে আমি দুর্গাপূজা তে ছুটি নেব ও ভাবে আমি কালি পূজা ভাই ফোঁটা তে ছুটি নেব!
সব থেকে কষ্ট তার হয় যার দুটোতে" Night duty "
কিছু জন ভাবে আমি আগে বার দুর্গাপূজাতে ছুটি পেয়েছি, এবছর আমি আর ছুটি পাবো না ❌
কিছু জন ভাবে senior রা আগে ছুটি নিয়ে নেবে আমার আর পাওয়া হবে না ❌
সিনিয়র আবার আমারতো ছেলে মেয়ে এই সময় ছুটি থাকে আমি দুর্গাপূজাতে ই ছুটি নেব।
সদ্য বিবাহিত Nursing staff শশুরবাড়ি থেকে পরিষ্কার বলে দিয়েছে "" দেখ বৌমা তোমার প্রথম পূজা তোমাকে বাড়িতে থাকতেই হবে,এই সময় ডিউটি যাওয়া যাবে না "
আর ছুটি পাবে কি পাবে না অনিশ্চিয়তা নিয়ে request দেওয়া।
Duty roster নিয়ে staff nurse, sister incharge.madam office ছোটাছুটি... একবার পেন্সিল একবার পেন... কা টা কা টি ,মোছামুছি....
গত বছরের ধূলোমাখা duty roster নামানো হয়
এক বিস্তর আলাপ আলোচনা করে ...
এক স্টাফ এর কান্নাকাটি... অন্য স্টাফ এর হাসি.....
সব নিয়ে বানানো হয় Duty roster ..
কিন্তু এদিকে CL.CCL .D/off.DDoff . night off জমেছে....
সেগুলো কবে প্রাপ্তি হবে কেউ জানে না!
আবার জমে যাবে খান কতক pL puja leave...
কারণ দুর্গাপূজা আপনাদের আমাদের তো ডিউটি...
Collected

28/07/2025

👩‍⚕️ আমি নার্স… রোগীর আত্মীয়দের ভাষা আমাদের সিলেবাস এই ছিল না! 😂

তবে হাসপাতালে কাজ করতে করতে বুঝে গেছি, রোগীর অবস্থা যত না জটিল, আত্মীয়দের ব্যাখ্যা তার চেয়েও বেশি 'ক্রিয়েটিভ'!
প্যাথোফিজিওলজি, এনাটমি, মেডিসিন — সব তুচ্ছ লাগে যখন শুনি👇👇 --

🗣️ রোগীর পরিজন বলে :--

1. আমার রুগী টা আলাচালা করছে 🤔🤔
– মানে বুঝলেন? Discomfort /Uneasiness 🤯

2. কাঁচের ঘর
– ওহ, মানে ICU/CCU/SNCU 💐

3. আলোর ঘর
– Oncology department যেন লাইটিং এর শো-রুম 😵‍💫

4. ফুলের ঘর = Ovary/Placenta
– ফুল মানেই যা ভাবছেন তা নয়… 🙈

5. পেটের ছবি
– USG, আর কিছুই না! 📸

6. হাতের ছুঁচ
– Jelco বা ক্যানুলা। 😵

7. পেট ধুমাচ্ছে
– একেবারে Pain in Abdomen!

8. হাতি ঘর
– মানে OPD! হাতি মানেই বড় কিছু! 🐘

9. বোতল ঝুলায় দেন
– Fluid infusion, বাহ! কল্পনাশক্তি তুঙ্গে!

10. ভাল্লে নাই, চোখ খুলতেছে না
– Clinical description: Can’t open eyes 😶

11. বুকের ছবি তোলেন
– X-ray, modelling না!😜

12. টানা গ্যাস / ধুঁয়া গ্যাস দেন
– Nebulizer 🌼

13. ঢুস দেন ঢুস!
– E***a! বসে থাকেন!🔰

14. জল ভেঙ্গে গেছে
– Premature Rupture of Membrane!🫤

15. গ্যাস মাথায় উঠে গেছে!
– Stroke বা CVA 😅

16. শিরার উপর শিরা উঠে গেছে
– Muscle cramps! একদম ছবি আঁকা!🤠

17. সাঁড়াশি দিয়ে বাচ্চা বের করেছে
– Forcep Delivery 🙏🏻🙏🏻

18. রুগীটা আটুপাটু করছে
—Respiratory distress হচ্ছে🙃

19. বাচ্চার ঘর
— Uterus 🌼

20. খ্যাঁচ হচ্ছে
—Convulsion 😛

21. পেটে বাজছে
—না গান নয়, Pain in Abdomen 😬

22. এমারো করতে দিয়েছে
—MRI 🙃🙏🏻

23. ডাইনোসর করতে নিয়ে যাবো
—Dialysis 🙏🏻🙏🏻

24. রুগীটা আনচান করছে
—ওই আরকি, discomfort 😺

25. রুগীটা তনছট করছে
—Sorry, আমি জানিনা এটা কি 😹

26. দিদিমনি চ্যালেঞ্জ টা খারাপ হয়ে গেছে
—IV Channel / Jelco ✅

27. রুগী কুঁয়া তে চলে গেছে
—COMA তে আছে ❇️

28. নাকের নল
— NG Tube 💫

29. পেচ্ছাপ এর নল পরানো আছে
— Folly's Catheter🔥

30. বাচ্চা মায়ের পেটে উল্টো হয়েছে
— Breech Presentation 🙃

👩‍⚕️ নার্সিং পড়েছি ঠিকই, কিন্তু আত্মীয়দের ভাষা বুঝতে এখন ও একটা আলাদা ডিপ্লোমা কোর্স দরকার! 😅

🙃 আপনি যদি নার্স হন, আপনি বুঝবেন…
😂 রোগী এক, ভাষা হাজার। 😅😅😅😅
কমেন্ট করে জানাবেন, আপনি ও কি এইরকম ভাবে অভিজ্ঞ। ©️
Collected from Runa Sahana didi

singcare #নার্স_হয়ে_গর্বিত

19/06/2025

তুমি যাকে সিস্টার বলো,
নাইটে যাকে ওয়ার্ডে দেখো।
তার জীবনে ঝড়।

তোমার খাতার মুখোমুখি,
আমার পেনের দল, সেনসাস মেলানোর লড়াই।
আমার পেশেন্ট খোয়া গেছে,
একটা লেখার ভুল, কোথায় দাঁড়াই।

খাতার ওপর কেবল খাতা,
সিলিং ছুঁতে চায়।
নিজের হাতের লেখার বদল,
লাগছে অসহায়।

হাতের লেখা, তুমি অন্য কারুর পেনে লেখো গান।
হাতের লেখা, তুমি অন্য কারুর পেনে লেখো গান।

🖊️ ঈশিতা।

টিকাদান প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি মূল উপাদান এবং একটি অনস্বীকার্য মানবাধিকার। টিকা মানবজাতির অন্যতম বৃহৎ সাফল্য। গত ৫...
27/04/2025

টিকাদান প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি মূল উপাদান এবং একটি অনস্বীকার্য মানবাধিকার। টিকা মানবজাতির অন্যতম বৃহৎ সাফল্য। গত ৫০ বছরে, প্রয়োজনীয় টিকা কমপক্ষে ১৫৪ মিলিয়ন জীবন বাঁচিয়েছে। অর্থাৎ পাঁচ দশক ধরে প্রতিদিন প্রতি মিনিটে ৬টি জীবন । সরকার, বিভিন্ন সংস্থা, বিজ্ঞানী, স্বাস্থ্যসেবা কর্মী এবং অভিভাবকদের মধ্যে দশকের পর দশকের সহযোগিতামূলক প্রচেষ্টা আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে -- এমন একটি বিশ্ব যেখানে আমরা গুটিবসন্ত নির্মূল করেছি, পোলিও প্রায় নির্মূল করেছি এবং ৩০টিরও বেশি টিকা-প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছি।
বিশ্ব টিকাদান সপ্তাহ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা অনুষ্ঠানগুলির মধ্যে একটি । বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় সংস্থার সহযোগিতায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বব্যাপী এই অনুষ্ঠানটি পালন করে মানুষকে টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এবং যেসব প্রাণঘাতী রোগের জন্য টিকাদান উপলব্ধ, সেগুলি থেকে তাদের রক্ষা করতে।
এটি সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহে পালন করা হয়। এই বছর, বিশ্ব টিকাদান সপ্তাহ ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পালিত হবে। ২০১২ সালে প্রথম বিশ্ব টিকাদান সপ্তাহটি পলিত হয় সকলের মধ্যে টিকাদানের গুরুত্ব প্রচার, স্থানীয়, জাতীয় এবং বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচিকে সমর্থন, শিশুদের জীবন রক্ষা, বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে কাজ করা এবং টিকা গ্রহণে দ্বিধা দূর করার লক্ষ্যে । এতে ১৮০ টির ও বেশী দেশ অংশগ্রহণ করে।
এই বছর বিশ্ব টিকাদান সপ্তাহের থিম: "সকলের জন্য টিকাদান মানবিকভাবে সম্ভব" । থিমটি বিশেষভাবে জোর দেয় যে প্রতিটি মানুষের, বয়স বা অবস্থান নির্বিশেষে, জীবন রক্ষাকারী টিকা পাওয়ার অধিকার রয়েছে।'সকলের জন্য টিকাদান মানবিকভাবে সম্ভব' এই ব্যানারের অধীনে, বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৫ এর লক্ষ্য হল আরও বেশি সংখ্যক শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক দের টিকাকরন এবং টিকা-প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখা।

-পেশেন্ট পার্টি ঝামেলা করেছে , নতুন রেজিস্টার বানাও।-ডক্টরস্ রুমের এসি খারাপ, নতুন রেজিস্টার বানাও।-সুইপার ঝাঁট দিচ্ছে ন...
19/04/2025

-পেশেন্ট পার্টি ঝামেলা করেছে , নতুন রেজিস্টার বানাও।
-ডক্টরস্ রুমের এসি খারাপ, নতুন রেজিস্টার বানাও।
-সুইপার ঝাঁট দিচ্ছে না। নতুন রেজিস্টার বানাও।
-অ্যাক্সিডেন্ট পেশেন্ট ভর্তি হবে। গাড়ির চাকা গুনে সেনসাস করার জন্য নতুন রেজিস্টার বানাও।
-পেশেন্ট ওয়ার্ড থেকে পালিয়ে গেছে। সিকিউরিটিকে প্রশ্ন না করে নতুন রেজিস্টার বানাও।
-সিলিং ফ্যান ঘুরতে ঘুরতে খুলে পড়ে গিয়েছে, নতুন রেজিস্টার বানাও।
-সারাদিনের সমস্ত পেশেন্টর মেল ফিমেল হিসেব করা হয়ে গেলে বয়স অনুযায়ী ভাগ করার জন্য নতুন রেজিস্টার বানাও।
হাসপাতালগুলোতে যখন নার্সিং কেয়ারের থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে হিসেবে নিকেশ , তখন সবথেকে বেশি ভুক্তভোগী হন পেশেন্ট। কারন দিনের শেষে ওই হিসেবে নিকেশের খাতাগুলোই উপর মহলে গুরুত্ব পাবে। আসলে এখানে ক্ষমতার অপব্যবহার হয়ে চলছে বরাবরই। উপরমহল অযৌক্তিকভাবে চাপ দিয়ে খাতার পরিমাণ বাড়িয়ে চলেছে। আর কুমিরের ছানার মতো একখানা পেশেন্টকেই বিভিন্ন খাতায় বিভিন্ন আঙ্গিকে পেশ করা হচ্ছে। অস্বীকার করার উপায় নেই যে এতো পাহাড় প্রমাণ খাতা টপকে আমরা পুরোপুরিভাবে পেশেন্টের কাছে পৌঁছতে পারছি না। বইয়ের পাতায় পড়া "Nurse patient relationship" আজ সত্যিই সেভাবে গড়ে উঠছে না, বলা ভালো গড়ে তোলার সুযোগ দেওয়া হচ্ছে না। কারন ডিউটি আওয়ার্সের বেশিরভাগ সময় আর গুরুত্ব নিয়ে নিচ্ছে আমাদের ওপরে চাপানো একরাশ রেজিস্টার। আমাদের উপরমহল হয়তো এটা বারবার ভুলে যাচ্ছেন অথবা ভুলে থাকতে চাইছেন, আমরা নার্স,আমরা নার্সিং কেয়ারের জন্য নিযুক্ত হয়েছিলাম ক্ল্যারিকাল কাজের জন্য নয়। তাই আমাদের নার্সিং কেয়ারটুকুই দিতে দিন।

🖊️ ঈশিতা।

02/11/2024

সাইক্লোন দানার হানার পরেই কি ফের বঙ্গোপসাগর কাঁপাবে সাইক্লোন, তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন

17/09/2024

দীর্ঘ বৈঠকের পর বিরাট সিদ্ধান্ত মমতার! কলকাতার পুলিশ কমিশনার বদল! কে হচ্ছেন নতুন কমিশনার?

17/09/2024
09/09/2024

মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফেরা' প্রসঙ্গে মন্তব্য নির্যাতিতার মায়ের


বিস্তারিত পড়ুন: https://shorturl.at/j3huC

09/09/2024

আরজি কর কাণ্ডে বারবার নিশানায় কলকাতার পুলিশ কমিশনার! দাবির মুখে পদত্যাগও করতে চান বিনীত গোয়েল! কিন্তু ফিরিয়ে দেন মুখ্যমন্ত্রী! অবশেষে জানা গেল কারণ

😭
30/08/2024

😭

Ar koto????
28/08/2024

Ar koto????

ফের হাসপাতালে লালসার শিকার নারী, পড়ুন কমেন্ট বক্সের লিঙ্কে 👇

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Equity for Nurses posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram