18/08/2025
Hospital এ সব কাহিনী এক দিকে,
দুর্গাপূজা কালী পূজার Duty roster একদিকে ....
Puja roster মানেই লম্ফ ঝম্ফ, সারা হাসপাতালে রে রে রব।
পূজাতে যারা ছুটি চায়, তার থেকে ছুটি যে দেবে তার বড় চ্যালেঞ্জ থাকে।
পূজা মানে একমাস আগে প্রস্তুতি.... কে আগে request khata তে নিজের request দেবে!
এভাবে আমি দুর্গাপূজা তে ছুটি নেব ও ভাবে আমি কালি পূজা ভাই ফোঁটা তে ছুটি নেব!
সব থেকে কষ্ট তার হয় যার দুটোতে" Night duty "
কিছু জন ভাবে আমি আগে বার দুর্গাপূজাতে ছুটি পেয়েছি, এবছর আমি আর ছুটি পাবো না ❌
কিছু জন ভাবে senior রা আগে ছুটি নিয়ে নেবে আমার আর পাওয়া হবে না ❌
সিনিয়র আবার আমারতো ছেলে মেয়ে এই সময় ছুটি থাকে আমি দুর্গাপূজাতে ই ছুটি নেব।
সদ্য বিবাহিত Nursing staff শশুরবাড়ি থেকে পরিষ্কার বলে দিয়েছে "" দেখ বৌমা তোমার প্রথম পূজা তোমাকে বাড়িতে থাকতেই হবে,এই সময় ডিউটি যাওয়া যাবে না "
আর ছুটি পাবে কি পাবে না অনিশ্চিয়তা নিয়ে request দেওয়া।
Duty roster নিয়ে staff nurse, sister incharge.madam office ছোটাছুটি... একবার পেন্সিল একবার পেন... কা টা কা টি ,মোছামুছি....
গত বছরের ধূলোমাখা duty roster নামানো হয়
এক বিস্তর আলাপ আলোচনা করে ...
এক স্টাফ এর কান্নাকাটি... অন্য স্টাফ এর হাসি.....
সব নিয়ে বানানো হয় Duty roster ..
কিন্তু এদিকে CL.CCL .D/off.DDoff . night off জমেছে....
সেগুলো কবে প্রাপ্তি হবে কেউ জানে না!
আবার জমে যাবে খান কতক pL puja leave...
কারণ দুর্গাপূজা আপনাদের আমাদের তো ডিউটি...
Collected