
04/03/2025
১লা মার্চ প্রতুলদার স্মরণ সভা অনুষ্ঠিত হল শিশির মঞ্চে।
মানুষটি চলে গেছেন ১৫ই ফেব্রুয়ারি। রাস্তা ঘাটে দেখা হলে বড় মিষ্টি করে হাসতেন। উনি এই কাঁকুড়গাছিতেই থাকতেন। হরিয়ানা ভবনে। ওনার গান বাংলার মুখ। কিন্তু উনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির নাম সহ অন্যান্য সব কিছুতে বাংলার কোন ঠাঁই নেই। সব হিন্দীতে লেখা।