Dr Indranil Saha

Dr Indranil Saha Dr. Indranil Saha’s focus is on providing the best medical care for hopeful couples.
(2)

শুভ সপ্তমী
29/09/2025

শুভ সপ্তমী

29/09/2025

সাজেশন মেলেনি

পড়েছিল শর্মা
মেরে দিলো ভার্মা

ভারতের কপালের তিলক, পাকিস্থানের গলার কাঁটা।ছবি: পার্থ বসু
28/09/2025

ভারতের কপালের তিলক, পাকিস্থানের গলার কাঁটা।
ছবি: পার্থ বসু

বোধনের আগেই মায়ের বিসর্জন।  অসমের ঘটনা। চা বাগানের কর্মীর মেয়ে ক্লাস থ্রির ছাত্রী রিকিতা মা বাবার সাথে ২২ সেপ্টেম্বর গ...
28/09/2025

বোধনের আগেই মায়ের বিসর্জন। অসমের ঘটনা। চা বাগানের কর্মীর মেয়ে ক্লাস থ্রির ছাত্রী রিকিতা মা বাবার সাথে ২২ সেপ্টেম্বর গায়ক জুবিন গার্গের স্মরণে এক অনুষ্ঠানে গেছিল। কিন্তু ভিড়ে মা বাবার সাথে ছাড়াছাড়ি হবার পর রিকিতাকে খুঁজে পাওয়া যায় না। পরদিন সকালে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় । প্রাথমিক তদন্তে জানা যায় কিছু জানোয়ার তার ওপর অমানুষিক অত্যাচার করে। দুজন গ্রেফতার হয়েছে, পুলিশ সন্দেহ করছেন আরো লোক এত জড়িয়ে আছে।
মানুষ কতটা জানোয়ার হয়ে গেলে এইসব করে , কারন দৃষ্টান্তমূলক শাস্তি কেউ পায় না।

ভগবান শক্তি দিক পরিবারকে।

"

পুজোয় মাত্র চারটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে।দর্শকরা ঘুরিয়ে ফিরিয়ে তাদের ইচ্ছামত সিনেমা। কিন্তু সমাজমধ্যম খুললেই দেখ...
28/09/2025

পুজোয় মাত্র চারটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে।দর্শকরা ঘুরিয়ে ফিরিয়ে তাদের ইচ্ছামত সিনেমা। কিন্তু সমাজমধ্যম খুললেই দেখা যাচ্ছে এ সিনেমার অভিনেতা, অভিনেত্রী ,পরিচালক অন্য সিনেমার সম্বন্ধে গালাগাল দিচ্ছে বা তাদের ফ্যানেরা উল্টোপাল্টা বলছে। আর চলছে পেড প্রমোশন বা পেড খারাপ কথা বলা। এরকম করলে পেটপাতলা বাঙালির পেট খারাপ হবে আর বারবার নিজেকে হালকা করতে দৌড়াতে হবে। তখন বাংলা সিনেমার পাশে দাঁড়াবার সময় কী করে পাবে? এতদিন এই রাজ্য থেকে বুঝলো না, মিলেমিশে ভাগ করে খেলে কতটা উন্নতি হতে পারে!

#ইন্দ্রনীল

28/09/2025

আজকাল সব সময় আমাদের হাতে মোবাইল ফোন। কখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি আর কখন ফোন আমাদের ব্যবহার করছে এই তফাৎটা কী করে বুঝবো? আপনার কী মোবাইল ফোনের নেশা হচ্ছে? এই সিমটমসগুলো কী মিলে যাচ্ছে?

#ইন্দ্রনীল

(বাদাম বাদাম সুরে...)সাবান সাবান, দাদা কাঁচা সাবান,মার্গোর মধ্যে পাবেন দাদা নিমের বাগান।নি-মে-র বাগান ( লেখা: শব্দবাজি)প...
28/09/2025

(বাদাম বাদাম সুরে...)
সাবান সাবান, দাদা কাঁচা সাবান,
মার্গোর মধ্যে পাবেন দাদা নিমের বাগান।
নি-মে-র বাগান ( লেখা: শব্দবাজি)
পুজোয় খাবার লিস্ট : ফুচকা,রোল, চাওমিন, বিরিয়ানি; কিন্তু শুরুটা করবেন মার্গো দিয়ে। নিমপাতা প্রথম পাতে খেতে হয়।
শহর জুড়ে একটা দৃশ্যদূষণ ছিলো, 'বলো কথা কেশরী' এখন এই সাবানটা যোগ হলো। অপেক্ষায় আছি আবার কবে পাবো একটা 'বঙ্গ জীবনের অঙ্গ'।

মা দুর্গাকে দেখার জন্য মণ্ডপে মন্ডপে ঘুরতে হয় না। আমাদের ঘরেই বহুরুপে মা দুর্গা রয়েছেন, খালি চিনে নিতে হয়।সঞ্চিতা যাদ...
27/09/2025

মা দুর্গাকে দেখার জন্য মণ্ডপে মন্ডপে ঘুরতে হয় না। আমাদের ঘরেই বহুরুপে মা দুর্গা রয়েছেন, খালি চিনে নিতে হয়।

সঞ্চিতা যাদব দের পেজ থেকে নেওয়া তার জীবনের কথা। দেখতে দেখতে ১১ বছর হয়ে গেলো, দিনটা ছিল ২২শে সেপ্টেম্বর ২০১৪ মহালয়ার আগের দিন আজ দিনটি পড়লো মহালয়া পরের দিন। সেই দিনটির কথা মনে পড়লে চোখ দিয়ে জল বেরিয়ে আসে কত কষ্টই না হয় বলে বোঝানো যায়না। কত স্বপ্নই না ছিল সেই গুলো ফেলে এসেছি হামলা হওয়ার পর, চোখ, নাক ও মুখের সৌন্দর্য নষ্ট হয়েছে কিন্তু মনটা ঠিক আছে। রূপ দিয়েই সব কিছু হয় এখন সমাজে তাও কিছু কিছু ক্ষেত্রে রূপ দেখে না। এই ১১ বছরে কত কিছুই না দেখে শুনে সহ্য করে এসেছি। পাশে পেয়েছি অনেককে এখনো সাথে আছে। মাকে পেয়েছিলাম সবসময় পাশে সেও চলে গেলো,এখন শশুড়বাড়ির সবাইকে পাশে পেয়েছি।এখন মা হয়েছি ওকে দেখেই সব দুঃখ কষ্ট ভুলে যাই।


ফেসবুক ইন্দ্রনীল ' পেসেন্ট ইনফরমেশন লিফলেট ',শব্দটার সাথে প্রথম পরিচয় যখন ইংল্যান্ডে কাজ করার জন্য PLAB পরীক্ষা দিতে যা...
27/09/2025

ফেসবুক ইন্দ্রনীল
' পেসেন্ট ইনফরমেশন লিফলেট ',শব্দটার সাথে প্রথম পরিচয় যখন ইংল্যান্ডে কাজ করার জন্য PLAB পরীক্ষা দিতে যাই। ' পেশেন্ট কাউন্সিলিং' প্রশ্নের উত্তরে বলতে হতো পেশেন্টকে সব কিছু বুঝিয়ে একটা ইনফরমেশন লিফলেট দেওয়া হবে যেখানে তার রোগ সম্বন্ধে তথ্য থাকবে। এটাই পেশেন্ট ইনফরমেশন লিফলেট। দেখা গেছে চেম্বারে যা বলা হয় তার মাত্র ১০% রোগীর মাথায় থাকে, বাকি সব ভুলে যান। তাই তাকে যদি এই লিফলেট দেওয়া হয় সে বাড়ি ফিরে এই লিফলেট পড়ে আরো অনেক কিছু জানতে পারবে বা যে প্রশ্নগুলো তার মাথায় আসেনি সেগুলো করতে পারবে। ইংল্যান্ডের প্রায় সব বিষয়ে পেশেন্ট ইনফর্মেশন লিফলেট থাকত যা কনসালটেশনের শেষে রোগীকে দেওয়া হতো। দেশে ফিরে ভাবলাম বাংলাতে এরকম পেসেন্ট ইনফরমেসন লিফলেট করব। কষ্ট করে বাংলায় লেখালেখি করলাম, নিজের পয়সায় ছাপালাম, চেম্বারে রেখে দিলাম যেখানে রোগীরা বসেন ।আমাদের চেম্বারে সকালে নন্দিতা বসে বাচ্চাদের দেখতো। একদিন সকালবেলায় গিয়ে দেখি এক বাচ্চা চেম্বারে পায়খানা করেছে আর তার মা পেশেন্ট ইনফরমেশন লিফলেটগুলো দিয়ে নিয়ে সেই পায়খানা পরিষ্কার করছে। বুঝতে পারলাম এভাবে বেশি দিন এগোতে পারা যাবে না ।😀

তারপর সোশ্যাল মিডিয়া এলো ।ফেসবুকে প্রেগনেন্সি আর ইনফার্টিলিটির নানা সমস্যা নিয়ে লিখতে লাগলাম। একদিন সুন্দরবনে এক সমাজসচেতন মূলক কাজ করতে গিয়ে বুঝলাম যা লেখালেখি করছি তা অত্যন্ত গ্রামে মেয়েদের কাছে পৌঁছতে পারছে না, কারণ তারা পড়তেই জানে না। কিন্তু তারা ফোনে অনেকক্ষণ সময় কাটায়। শুরু হলো আমাদের ইউটিউব চ্যানেল আর কারো কিছু বছর বাদে রীলস তৈরি করা। এই ভিডিওগুলো আমাদের বক্তব্যকে অবশেষে আমাদের 'টার্গেট অডিয়েন্স' এর কাছে পৌঁছে দিলো। পোস্টপার্টাম ডিপ্রেশনের ভিডিও দেখে গ্রামের মেয়ে বুঝতে পেরেছি তারই মন খারাপ, আত্মহত্যার ইচ্ছা, কান্নাকাটি স্বাভাবিক নয় তাকে ডাক্তার দেখাতে হবে। যে মেয়েটা কাজের সূত্রে আরও প্রবাসী কিন্তু সেখানকার ভাষা ভালো বুঝতে পারে না সেও রিলিজ দেখে প্রেগনেন্সি নানা সমস্যা আমাদেরকে জিজ্ঞেস করে।অনেকেই অনেক প্রশ্ন করেন যেগুলো ডাক্তারের সামনে মুখোমুখি করতে পারেন না বা লজ্জাবোধ করেন। কেউ আবার জিজ্ঞেস করে প্রেগনেন্সির সময় শাশুড়ি খেতে দিচ্ছে না তাকে কিভাবে জব্দ করা যায়। যেহেতু রিলসে একদম মিনিটে খুব বেশি কিছু বলা যায় না তাই আমরা শুরু করেছি আমাদের নিজেদের বটকাস্ট। প্রথমে ইনফিনিটি আর প্রেগনেন্সি নিয়ে ছিল এখন আমরা মানসিক রোগ নিয়েও বলতে শুরু করেছি যা সাধারণত লোকে এড়িয়ে যায়। ডাক্তারি ছাড়াও সাধারণ মানুষ হিসেবে সমাজের বিভিন্ন সমস্যা নিয়েও সাহস করে সামাজিক মাধ্যমে বলা যায়। এইভাবেই চলছে ফেসবুক, ইউ টিউব, ইনস্টার সংসার ।কেউ ডাক্তারবাবু বলে, কেউবা দাদা, কখনো কখনো ডাক্তার দাদুও শুনতে হয়। এরাই জন্মদিনে উইশ করে, বাইরে যাবার আগে ভুল বানানে লিখে দেয় হ্যাপি জার্নি। বানান যাই হোক ভালোবাসা অফুরান।
অনেকে ভাবেন সমাজমাধ্যমের এই কাজকর্ম "রোগী বাড়াবার ধান্দা।' ভগবানের আশীর্বাদে এটা করার আমার কোন প্রয়োজন নেই। আর একটা অভিযোগ আসে ফেসবুক করছেন কিন্তু পেশেন্টদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না ।পেশেন্ট এর প্রশ্নের উত্তর দেওয়াটা আমার কাজের মধ্যে পড়ে এবং দিনে মনে হয় না ১৪ ঘণ্টার বেশি কাজ করা সম্ভব নয় তাই এই সময়ের মধ্যে যতটা সম্ভব উত্তর আমরা দিয়ে দি। প্রত্যেকটা ব্যক্তির পেশার বাইরে একটা ব্যক্তিগত জীবন আছে যেটা সে নিজের মতো করে যা ভালো লাগে তাই করে কাটাবে। আপনাদের ভালোবাসায় কিছুটা পরিচিতি বেড়েছে। তাই একই নামের দুজন ডাক্তার ইন্দ্রনীলকে তফাৎ করতে গিয়ে সিনিয়র ডাক্তার উপাধি দিয়ে দেন ' ফেসবুক ইন্দ্রনীল'। আর এখানেই আমার কাজের সার্থকতা। যখন সহকর্মীদের নজরেও এই প্রচেষ্টা চোখে পড়ে 😜

নিচের পডকাস্টের লিংক প্রথম কমেন্টে দেওয়া রইলো।
#ইন্দ্রনীল

26/09/2025

পুজোর সময় সব মহিলাই সুন্দর ভাবে সাজতে চান। কিন্তু যখন প্রেগনেন্সি চলে তখন মনে নানা রকম প্রশ্ন আসে। তার এই সাজ বাচ্চার কোনো ক্ষতি করবে না তো? যে দুটো প্রশ্ন বারবার বহু গর্ভবতী মহিলা আমাদেরকে মেসেঞ্জারে পাঠিয়েছেন তাই আলোচনা করা হলো।

#ইন্দ্রনীল

26/09/2025

পড়াশোনার ফাঁকে ফাঁকে মোবাইল হাতে নেওয়া — এটা কি সত্যিই সাহায্য করে, নাকি মনোযোগ আরো ভেঙে দেয়? 🤔

👉 ছোট ছোট ব্রেক নিয়ে মোবাইল দেখা কি সত্যিই কাজে আসে?
👉 সোশ্যাল মিডিয়া স্ক্রল করার পর কি আবার সহজে ফোকাস করা যায়?
👉 নাকি মোবাইলই হয়ে যায় সবচেয়ে বড় ডিস্ট্রাকশন?

🔹 আপনার অভিজ্ঞতা কী বলে?

#পড়াশোনারটিপস #মনোযোগ #পড়াশোনা #বাংলা_মানসিকস্বাস্থ্য #স্ক্রিনআসক্তি #মোবাইলআসক্তি #ডিজিটালআসক্তি #মানসিকস্বাস্থ্য #কিশোরসমস্যা #ডিজিটালডিটক্স #স্ক্রিনটাইম #মানসিকস্বাস্থ্যসচেতনতা #বাচ্চাদেরআসক্তি #সোশ্যালমিডিয়াআসক্তি

পুজোর বাজার এবারের পুজোতেও কলসেন্টার বা শপিংমলে কাজ করা ছেলে মেয়েগুলো একটা দামী শাড়ি বা জামা বাবা মায়ের জন্য কিনে আনব...
25/09/2025

পুজোর বাজার
এবারের পুজোতেও কলসেন্টার বা শপিংমলে কাজ করা ছেলে মেয়েগুলো একটা দামী শাড়ি বা জামা বাবা মায়ের জন্য কিনে আনবে। জামা কাপড় থেকে দামটা তুলে দিয়ে কম দাম বলবে। যাতে ওনারা আলমারিতে তুলে না রেখে পুজোর সময় ওগুলো পড়েন। বাবা মায়ের চোখে মিথ্যাটা ধরা পড়ে কিন্তু চোখের জলে যে আশীর্বাদ ঝরে পড়ে তাতে মিথ্যে বলার সব দোষ মুছে যায়। ছেলেটা এবারে প্রথম ডলারের মাইনে পেল, এবার প্রথম কলকাতার পুজোয় থাকবে না সেও এবার পুজোয় প্রথম শাড়ি কিনলো। অ্যামাজনের একটা গরদের শাড়ি ঠিক সপ্তমীর সন্ধ্যায় পৌঁছে যাবে অষ্টমীতে মা অঞ্জলি দেবে না! মধ্য বয়স্ক ভদ্রলোক নতুন শাড়ি নিয়ে আজ তৃতীয়ার দিন হাসপাতালে মাকে দেখতে এসেছেন। মা ভেন্টিলেটরে।শাড়িটা মায়ের পায়ে ছুঁইয়ে প্রণাম করল।জানেন না এবারের ঘট বসা অবধি মা নিঃশ্বাস নেবে কিনা।এই শাড়িতে জামায় কোন সুগন্ধি লাগাতে হয় না। শিউলির গন্ধ,ভালোবাসার গন্ধ, মনখারাপের গন্ধ,বিষাদের গন্ধ - সব মাখানো আছে। সবার পুজো ভালো কাটুক।

শুভ শারদীয়া।

ছবিতে লন্ডনের নীল সাদা আকাশ। কতো প্রতিশ্রুতি বয়ে নিয়ে আসে।
#ইন্দ্রনীল

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Dr Indranil Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Indranil Saha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram