J N RAY Hospital

J N RAY Hospital TOTALY CASHLESS,WBHS. Modern OT/ICCU/EYE/CT Scan/DIALYSIS/ICU AMBULANCE
পয়সা প্রাণ দুটোই বাঁচায়

Express gratitude for their guidance and inspiration, share a specific memory, or deliver a classic "Happy Teacher's Day...
05/09/2025

Express gratitude for their guidance and inspiration, share a specific memory, or deliver a classic "Happy Teacher's Day"

 ুধু_উত্তম_কুমারের_জন্মদিন_নয়ফাঁসির মঞ্চে প্রথম শহীদ  #ক্ষুদিরাম_বসুর এর কাজটি তার করার কথা ছিল।হয়নি বলে বলে তিনি দ্বি...
03/09/2025

ুধু_উত্তম_কুমারের_জন্মদিন_নয়

ফাঁসির মঞ্চে প্রথম শহীদ #ক্ষুদিরাম_বসুর এর কাজটি তার করার কথা ছিল।হয়নি বলে বলে তিনি দ্বিতীয় সুযোগ ছাড়েননি।অন্য প্রদেশের যারা বাঙ্গালীদের নিয়ে উপহাস করেন তাদের অনেককে সিনেমা করে প্রমাণ করতে হয়েছে তারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন।অবশ্য আত্মবিস্মৃত বাঙালি জাতি #নেতাজী_ক্ষুদিরাম_মাস্টারদাদের আলোতে ভুলতে বসেছে অগ্নিযুগের বাঙালি অগ্নিবীরদের ইতিহাস।সিনেমার দৌলতে জেলের ভেতরে কয়েদি হিরো বা ভিলেনদের করা খুন আমাদের কাছে জলভাত দৃশ্য।কিন্তু ভূ-ভারত যখন একথা ভাবতে পারতো না #ধুতি_চাদর_চশমা পরা এক বাঙালি তা করে দেখানোর সাহস করেছিলেন আরেক দেশনায়ক #অরবিন্দ_ঘোষ কে ফাঁসির হাত থেকে রক্ষা করতে আত্মাহুতি দিতে তিনি ভাবেননি এক মিনিট আজ সেই মহান #বিপ্লবী_কানাইলাল_দত্ত র জন্মদিন ।

প্রেসিডেন্সি জেলে পুলিশের দ্বারা সুরক্ষিত রাজসাক্ষী নরেন গোস্বামী ওরফে #নরেন_গোসাই মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় #অরবিন্দ_ঘোষ এর বিরুদ্ধে সাক্ষী দেবে আর সরকার ফাঁসিতে তাকে ঝোলাবে।বেইমানকে শেষ করে দিতে হবে তাই ১৯০৮, ৩১ অগাস্ট জেলের ভিতরে গর্জে ওঠে কানাইলালের #পিস্তল। একটা গুলিও বাদ রাখেননি, যদি নরেন গোঁসাই বেঁচে যায়! সারা জেলে তাড়া করিয়ে মেরেছিলেন কানাইলাল। বিচারে তাঁর ফাঁসির আদেশ হয়।হাইকোর্টে যেতে চান কিনা জানতে চাইলে নিম্ন আদালতের বিচারককে বলেন, "There shall be no appeal".. কানাইলালের এই উত্তর জানতে পারেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি তখন মন্তব্য করেন, "shall এবং will এর পার্থক্য কানাইলাল গোটা বাঙালি জাতিকে শিখিয়ে গেল।"
ছবি দেখলে বুঝবেন কানাইলাল মোটা পাওয়ারের চশমা পরতেন। ফাঁসির আগে জেলে বরদাদা আশুতোষ শেষ স্মৃতি হিসেবে চশমাটা চাইলে সে বলে,

" দাদা, চশমাটা এখন দিতে পারব না।ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে দেখতে না পেয়ে যদি হোঁচট খাই ব্রিটিশ ভাববে বাঙালির ছেলে মৃত্যুর আগে ভয় পেয়েছে।তুমি বরং ফাঁসির পরে পরে নিও।"
সেই চশমা এখন কানাইলাল বিদ্যামন্দিরে রাখা আছে।

জেলগেট থেকে দাদা আশুতোষ দত্ত শহীদের মৃতদেহ নিয়ে বাইরে এসে দেখেন কয়েক হাজার মানুষ ।সে দেহ কাঁধে তুলে এগোতে লাগলো ভীড় কেওড়াতলা মহাশ্মশান এর উদ্দেশ্যে ।বিপ্লবী শেষ যাত্রায় জনপ্লাবনের সাক্ষী থাকলো পুলিশ ও প্রশাসন। সর্বত্র ‘জয় কানাই’ ধ্বনিতে আন্দোলিত। শহীদের শেষ যাত্রায় এতো জনসমাগম আগে কোনদিন দেখেনি কলকাতা ।
সেদিনের #নায়ক কানাইলাল দত্ত কে জন্মদিনে J N RAY Hospital প্রণাম জানায়।

May the divine blessings of Lord   remove all disease and pain from your bodeyr and lead you toward happiness and succes...
27/08/2025

May the divine blessings of Lord remove all disease and pain from your bodeyr and lead you toward happiness and success.

26/08/2025

আপনার 🫁ফুসফুসে স্বাস্থ্য কেমন? Test Your LUNGS Condition ‼️ NOW ‼️

18/08/2025

of your 🦷 get the smile you deserve with J N RAY Hospital

J N RAY Hospital wishes you all a happy  !May Lord Sri Krishna always engage us in his service.
16/08/2025

J N RAY Hospital wishes you all a happy !
May Lord Sri Krishna always engage us in his service.

🇮🇳 Happy 79th Independence Day 🇮🇳    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
15/08/2025

🇮🇳 Happy 79th Independence Day 🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Happy Rakhi....
09/08/2025

Happy Rakhi....

যদি প্রশ্ন করা হয় সরকারের বিরুদ্ধে লেখার জন্য কোন ভারতীয় সাংবাদিককে প্রথম গ্রেপ্তার করা হয়? অথবা কংগ্রেসের ফাউন্ডার ম...
06/08/2025

যদি প্রশ্ন করা হয় সরকারের বিরুদ্ধে লেখার জন্য কোন ভারতীয় সাংবাদিককে প্রথম গ্রেপ্তার করা হয়? অথবা
কংগ্রেসের ফাউন্ডার মেম্বার কংগ্রেস ছাড়ার পর ইন্ডিয়ান লিবারেশন ফেডারেশন এর প্রার্থী হয়ে যুবক ডাক্তারবাবু ডঃ বিধানচন্দ্র রায়ের কাছে নির্বাচনে পরাজিত হয়ে রাজনৈতিক সন্ন্যাস নেন অনেকেই তার নাম বলতে পারবেন না।ব্রিটিশরা যার নাম বদলে ডাকতেন — এমন মহাকাব্যিক অভিধায় যাঁর নাম উচ্চারিত হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি #রাষ্ট্রগুরু_সুরেন্দ্রনাথ_বন্দ্যোপাধ্যায়
বহুমুখী প্রতীভাধর মানুষটি স্বাধীনতা সংগ্রামী,সংস্কারক,শিক্ষক,দার্শনিক ও নেতা।বর্তমানে তালতলায় দুর্গাচরণ মিত্র লেনে তার মলিন হইয়াও বাড়িটি বহু ইতিহাসের সাক্ষ্য বহন করে।ভাবতে অবাক লাগে আজকে প্রজন্ম মানুষটার নাম শুনে চিনতে পারেনা তাদের মাথায় আসে শিয়ালদার একটি কলেজের নাম।
লন্ডনে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ICS এই উত্তীর্ণ হয়ে সিলেটে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদেযোগ দিয়ে সাহেবদের বর্ণবৈষম্যের শিকার হন।চাকরি ছেড়ে প্রথমে কতদিন মেট্রোপলিটন স্কুলে তারপর রিপন কলেজে ভারতীয় ছাত্রদের ইংরেজি শিক্ষা দেওয়া শুরু করেন।এই রিপন কলেজে আজকে সুরেন্দ্রনাথ কলেজ। ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জী সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে 'ভারতীয় সংঘ' বা 'দি ইন্ডিয়ান এসোসিয়েশন' প্রতিষ্ঠা করেছিলেন যাকে #ভারত_সভাঘর বলে আমরা চিনি এখনো বউবাজার মরে ফিরিঙ্গি কালি বারে উল্টোদিকে গেলে দেখতে পাবেন। কংগ্রেসে যোগদানের পরে তিনি দুবার (১৮৯৫, ১৯০২) সভাপতি হয়েছিলেন।

১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিক্ষোভ সৃষ্টি ও স্বদেশী আন্দোলন - যা তাঁকে বাংলার #মুকুটহীন_রাজায় পরিণত করেছিল। ঐ সময় তিনি তাঁর রাজনৈতিক জীবনের অগ্রগতির শীর্ষে অবস্থান করেছিলেন। কিন্তু গান্ধীজীর আগমনে দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে।আপাদমস্তক সাহেব দেশপ্রেমী বাঙালি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং উন্নত মনস্ক দেশনায়ক ছিলেন।আসুন তাদের সম্পর্কে জানি এবং পরবর্তী প্রজন্মকে এদের কথা বলি 🙏

শততম প্রয়াণদিবসে বিশ্ববরেণ্য বাঙালিকে J N RAY Hospital সত্যিকারের শ্রদ্ধা।

#রাষ্ট্রগুরু #সুরেন্দ্রনাথ_বন্দ্যোপাধ্যায়
#স্বাধীনতা_সংগ্রাম #নবজাগরণ.

লতা'জী কে দেওয়া একটি সাক্ষাৎকারে কিশোর কুমার নিজে বলেছিলেন, "আমি 'সা রে গা মা পা' জানি না।" 'সা রে গা মা' না জেনে,কি কর...
04/08/2025

লতা'জী কে দেওয়া একটি সাক্ষাৎকারে কিশোর কুমার নিজে বলেছিলেন, "আমি 'সা রে গা মা পা' জানি না।" 'সা রে গা মা' না জেনে,কি করে একটা মানুষ গান গেয়ে আসমুদ্র হিমাচল শ্রোতাদের মনের মনিকোঠায় স্থান করে নিতে পারেন,সেটা একটা বিস্ময়!

খোলা ও দরাজ গলা ছিল কিশোর কুমারের সম্পদ। এই খোলা গলাটাই বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন "চারুলতা" ও "ঘরে বাইরে" ছবিতে রবীন্দ্র সংগীত গাওয়ার জন্য। কিশোর কুমার 'অ্যাডভান্স পেমেন্ট' ছাড়া কখনও গান করতেন না। কিন্তু এই দুটি ছবিতে গান করার জন্য উনি কোন পারিশ্রমিক নেন নি।

ঘরে বাইরে’র গান রেকর্ডিংয়ের জন্য মুম্বই (তৎকালীন বম্বে) গেছেন সত্যজিৎ বাবু। তিনি কিশোর কুমারকে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ‘চল রে চল সবে ভারতসন্তান, মাতৃভূমি করে আহ্বান’ ওপেন ভয়েসে গাইতে বলেন। কিশোর অবাক! তার মানে কি গানের সঙ্গে কোনও যন্ত্রসঙ্গীত থাকবে না? ওপেন ভয়েস মানে তো খালি গলায় গান। না, তিনি পিয়ানো বাজাবেন আর কিশোর গাইবেন, সত্যজিতের স্পষ্ট নির্দেশ। তাই গাইলেন কিশোর। আবারও ছবিতে সেই গানে ঠোঁট মেলালেন সৌমিত্র। ‘চল রে চল সবে…’ ছাড়া ‘ঘরে বাইরে’তে আরও দুটি গান গেয়েছিলেন কিশোর। একটি ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান’ ও ‘বুঝতে নারি নারী কী চায়’। এই দুটি গান কিশোর কোনওরকম যন্ত্রানুষঙ্গ ছাড়াই গেয়েছিলেন।

‘চারুলতা’ মুক্তি পায় ১৯৬৪ সালে। ওই একই বছরে ‘দূর গগন কি ছাঁও মে’ ছবির প্রিমিয়র উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন কিশোর ও তাঁর পুত্র অমিত কুমার। অধুনালুপ্ত প্যারাডাইস প্রেক্ষাগৃহে সেদিন উপস্থিত ছিলেন বাংলা ছবির জগতের তাবড় নক্ষত্ররা। শহরে তখন ‘কাপুরুষ ও মহাপুরুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত সত্যজিৎ। কিশোর কুমার একদিন পুত্র অমিত কুমারকে সঙ্গে নিয়ে স্টুডিওতে পৌঁছে গেলেন। তারপর সত্যজিৎ বাবুকে দেখতে পেয়েই বলে উঠলেন, ‘মানিক মামা, মানিক মামা করছ তুমি কী?’
কিশোরের আগমনে ব্যস্ত হয়ে উঠলেন সত্যজিৎ। বুঝলেন কিশোর ফ্লোরে উপস্থিত থাকলে শুটিং করা অসম্ভব। তাই সেদিনের মতো প্যাকআপ ঘোষণা করে দিলেন তিনি। এরপর শুরু হলো আড্ডা। সেই আড্ডার এক পর্যায়ে সাংঘাতিক রসের রসিক কিশোর দাবি করে বসলেন, তিনি একটি ছবি পরিচালনা করবেন এবং সত্যজিৎকে তাতে অভিনয় করতে হবে। এহেন প্রস্তাব শুনে হেসে উঠতে যাচ্ছিলেন সত্যজিৎ। ঠিক তখনই তাঁকে থামিয়ে দিয়ে কিশোর বললেন, ‘তবে একটা শর্তে, পুরো ছবিতে তোমাকে হাফপ্যান্ট পরতে হবে।’ কিশোরের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়লেন সত্যজিৎ।

কথোপকথনের সাক্ষী ছিলেন অমিত কুমার। কয়েক বছর আগে এক TVসাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন সে কথা।অভিনয় ও সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী #কিশোর_কুমারের জন্মদিবসে J N RAY Hospital এর শ্রদ্ধাঞ্জলি।
-------------------------------------------------

১৮৬১ সালের ২  আগস্ট আজকের দিনে বর্তমান বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছার রাঢ়ুলি গ্রামে জন্মগ্রহণ করেন ভারতের রসায়ন বিজ্ঞ...
02/08/2025

১৮৬১ সালের ২ আগস্ট আজকের দিনে বর্তমান বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছার রাঢ়ুলি গ্রামে জন্মগ্রহণ করেন ভারতের রসায়ন বিজ্ঞানের প্রাণপুরুষ, সমাজসেবী,স্বদেশপ্রেমী, শিক্ষাবিদ, বহুমুখী প্রতিভার অধিকারী বিজ্ঞানী #আচার্য_প্রফুল্লচন্দ্র_রায় কে J N RAY Hospital তাঁর জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানায়।দেশ ও জাতি আপনার জন্য গর্বিত।

সুমহান কর্মযোগী মানুষ সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন "বস্তুজগতে প্রচ্ছন্ন শক্তিকে উদ্‌ঘাটিত করেন বৈজ্ঞানিক, আচার্য প্রফুল্ল তার চেয়ে গভীরে প্রবেশ করেছেন, কত যুবকের মনোলোকে ব্যক্ত করেছেন তার গুহাহিত অনভিব্যক্ত দৃষ্টিশক্তি, বিচারশক্তি, বোধশক্তি। সংসারে জ্ঞানতপস্বী দুর্লভ নয়, কিন্তু মানুষের মনের মধ্যে চরিত্রের ক্রিয়া প্রভাবে তাকে ক্রিয়াবান করতে পারেন এমন মনীষী সংসারে কদাচ দেখতে পাওয়া যায়।"।

নিজের জাতিসত্তা ভুলে যাওয়া আজকের বাঙালির দুরাবস্থার কথা ১০০ বছর আগেই অনুমান করে,বার বার পথ নির্দেশ করেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। চাকরি এবং ডিগ্রী প্রিয় বাঙালির ভবিষ্যৎ তিনি লিখে গেছেন “অন্ন সমস্যা ও বাঙালির নিশ্চেষ্টতা ” প্রবন্ধে।
প্রফুল্লচন্দ্র বাঙালির মনকে বুঝতে একটুও ভুল করেননি। তিনি বার বার “ডিগ্রিপ্রিয়, চাকরি প্রিয় বাঙালিকে” “বিলাসের আরামশয্যা” থেকে জাগাবার চেষ্টা করে গেছেন।

#বাঙালি প্রসঙ্গে বলছেন.....

“আলস্যের নিদ্রায় সুখের স্বপ্ন” দেখে, “বুদ্ধির অহংকারে অন্ধ হইয়া” জীবন সংগ্রামে ফাঁকি দেয়। ফলে “বাঙালি সকল দিকের সকল ক্ষেত্র হইতে পরাজিত হইয়া পশ্চাদপদ হইতেছে”।মাড়োয়ারি, ভাটিয়া, দিল্লীওয়ালা ব্যবসাবাণিজ্যের সকল ক্ষেত্র করতলগত করিতেছে , আর আমরা বাঙালিরা তাদের হিসাব লিখিয়া মাসমাহিনা লইয়া পরমানন্দে কলম পিষিতেছি। বাঙালি শ্রমজীবির দশাও কিছু ভাল নহে।শিক্ষাপ্রণালীর মধ্যেও কোথাও একটা মস্ত গলদ রহিয়া গিয়াছে।” কার্যক্ষেত্রে “পাস করা বুদ্ধি” প্রায়ই “অকেজো হইয়া দাঁড়ায়।শুধু আলস্যের আরাম শয্যায় শয়ন করিয়া আমরা পদে পদে মনুষ্যত্বের লাঞ্ছনা ও অবমাননা করিতেছি । আজ বাঙালির পরাজয় পদে পদে।”

নবজাগরণের সময়কালের ভেতর দিয়ে হেঁটে যাওয়া বাংলার চিন্তা চেতনার জগতে ভারত তথা বিশ্বকে পথ দেখানো এক আলোকিত মানুষ তিনি। সমাজ চেতনায়, সমাজ সংস্কারে, দেশপ্রেমের স্পর্ধায়, বিজ্ঞান চর্চায়, বিজ্ঞানসম্মত-যুক্তিবাদী চিন্তার প্রসারে, দেশীয় শিল্পের বিকাশে, শিক্ষাকে কর্মের মধ্যে স্বার্থকতা খুঁজে দেওয়ার অনন্য মানুষ তিনি।

29/07/2025

J N RAY Hospital এখন থেকে , ও সহ সমস্ত ক্যাশলেস পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন।

58/1 S Raja Dinedra Street.Maniktala
Kolkata - 700009
☎️033 2985 2985
📱9073 21 22 23

Address

58/1-S, Raja Dinendra St, Garpar, Machuabazar
Kolkata
700006

Alerts

Be the first to know and let us send you an email when J N RAY Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to J N RAY Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Most Affordable Hospital in Kolkata

J. N. RAY Hospital is the most affordable hospital in Kolkata. This hospital aims to achieve the heart of the peoples in Kolkata. J. N. RAY Hospital is state-of-art Multispeciality Hospital in Kolkata.

We care for people, We love to give service to all.

Book appointment to OPD/Pay Clinic from our website www.jnrayhospital.com. Reach us any time at 9073 21 22 23.

STAY HAPPY, STAY HEALTHY.