
25/07/2025
কেন্দ্র ও রাজ্যের শাসক দলের আঁতাত ও দ্বিচারিতা আমরা মানছি না ।
নমিনেটেড নয়!
আমরা নির্বাচিত প্রতিনিধি চায় , (NCAHP 2021) কমিশনের আইনে কোথাও নির্বাচনের নির্বাচনের কথা বলা নেই ।
তার মানে বোঝা যাচ্ছে , আমলাতান্ত্রিক একটা কমিশন তৈরি করতে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার গুলো ।
কমিশনের নাম করে অ্যালায়েড হেল্থ সায়েন্স এর সার্বিক বেসরকারিকরণ করবে।
একদিকে কেন্দ্রে শাসক দল আমলাতান্ত্রিক নোমিনেটেড কমিশন গঠন করে অ্যালায়েড হেল্থ সাইন্সের উন্নতির ভাঁওতা প্রতিশ্রুতি দিচ্ছে , আর সেই আইনকে অবলম্বন করে রাজ্য সরকার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এর নামে Short টার্ম কোর্স চালু করছে , কেন্দ্র ও রাজ্যের শাসক দলের আঁতাত ও দ্বিচারিতা আমরা মানছি না ।
রাজ্য মেডিকেল কাউন্সিল যেভাবে তোলাবাজের আঁতুড়ঘরে পরিণত হয়েছে,তেমন কমিশন আমরা চায়না। আমরা চাই একটা স্বতন্ত্র নির্বাচিত সর্বভারতীয় অ্যালায়েড হেল্থ সাইন্স কাউন্সিল।
যে কাউন্সিল শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে ,কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী স্বাস্থ্য নীতির বিরুদ্ধে ,অ্যালায়েড হেল্থ সাইন্সের উন্নতির জন্য কথা বলবে ,স্বাস্থ্য খাতে কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যয় বাড়ানোর জন্য লড়াই করবে । রাজ্য তথা দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্টদের সমস্ত শূন্য পদ পূরণ করার দাবিতে লড়াই করবে। এমন স্বতন্ত্র কাউন্সিল আমরা চাই।