West Bengal Paramedical & Allied Health Science Student Unit

  • Home
  • India
  • KOLKATA
  • West Bengal Paramedical & Allied Health Science Student Unit

West Bengal Paramedical & Allied Health Science Student Unit This is the page of west bengal parmedical student's.

07/07/2025

'বিশ বছরের বালক দীনেশ ফাঁসি-কাষ্ঠে প্রাণ দিল। কৌতূহলী বালক যেমন নূতন খেলনা ব্যগ্র বাহু বাড়াইয়া গ্রহণ করিতে লালায়িত হয়, অসীম রহস্যময় মৃত্যুর সহিত মুখোমুখি দাঁড়াইতে তাহার তেমনি সাধ হইয়াছিল।’

দীনেশ গুপ্তের ফাঁসির পর, আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় কলমে বেরিয়েছিল এই লেখাটি। দীনেশ গুপ্ত, বিনয়-বাদল দীনেশের একজন, রাইটার্সের বিখ্যাত ‘অলিন্দ যুদ্ধে’র সঙ্গে জড়িয়ে যাঁর নাম।

৮ ডিসেম্বর, ১৯৩০। তখন যুদ্ধ চলছে পুরোদমে। লালবাজার থেকে চলে এসেছে গোর্খা সেনাবাহিনী। তাদের অত্যাধুনিক অস্ত্রের সঙ্গে বীরদর্পে লড়ছে তিন তরুণ বাঙালি। বিনয় ও দীনেশের কাছে রয়েছে একটি করে গুলি। প্রাণ যায় যাক, ব্রিটিশের হাতে ধরা দেবেন না কিছুতেই। তিনজনেই খেলেন পটাশিয়াম সায়ানাইডের পুরিয়া। আর, নিজেদের কপালে রিভালভার ঠেকিয়ে অবশিষ্ট দুটি গুলি চালিয়ে দিলেন বিনয় ও দীনেশ।

বিনয় ও দীনেশ আহত। বিষ খাওয়ার সঙ্গে-সঙ্গেই গুলি চালানোয়, পাকস্থলী অব্দি পৌঁছোতে পারেনি বিষ।

বিনয় মারা গেলেন দিন পাঁচেক পরে। আর দীনেশ? মেডিকেল কলেজ থেকে দীনেশকে স্থানান্তরিত করা হল আলিপুর জেলে। তারপর, ফাঁসির আদেশ হল তাঁর।

১৯৩১ সালের ১৮ জুন, আলিপুর সেন্ট্রাল জেলে বসে বৌদিকে লিখছেন –

‘যে দেশে মানুষকে স্পর্শ করিলে মানুষের ধর্ম নষ্ট হয়, সে দেশের ধর্ম আজই গঙ্গার জলে বিসর্জন দিয়া নিশ্চিন্ত হওয়া উচিত। সবার চাইতে বড় ধর্ম মানুষের বিবেক। সেই বিবেককে উপেক্ষা করিয়া আমরা ধর্মের নামে অধর্মের স্রোতে গা ভাসাইয়া দিয়াছি। একটা তুচ্ছ গরুর জন্য, না হয় একটু ঢাকের বাদ্য শুনিয়া আমরা ভাই-ভাই খুনোখুনি করিয়া মরিতেছি। এতে কি ভগবান আমাদের জন্য বৈকুণ্ঠের দ্বার খুলিয়া রাখিবেন, না খোদা বেহেস্তে আমাদিগকে স্থান দিবেন?’

ভাবতে অবাক লাগে, একজন বিপ্লবী, কিছুদিন বাদেই ফাঁসির দড়িতে জীবন সমাপ্ত হবে যাঁর, ভারতের চিরন্তন ধর্ম-সমস্যা নিয়ে কী অক্লেশেই না ভাবতে পারছেন তিনি! যে বিষয় নিয়ে আজও জর্জরিত গোটা দেশ, তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি, ১৯৩১ সালে, একটি নির্জন জেলে বসে!

৭ ই জুলাই সকাল। মুখে ‘বন্দেমাতরম্‌’ ধ্বনি। ফাঁসির দড়ি গলায় নিলেন দীনেশ গুপ্ত। শুরুতে আনন্দবাজার পত্রিকার যে সম্পাদকীয় কলামের কথা উল্লেখ করেছিলাম, তারই আরেকটি অংশ দিয়ে শেষ করা যাক –

‘দীনেশ বাঁচিল না – তাহাকে মৃত্যুর গ্রাস হইতে রক্ষা করা গেল না। খেদখিন্ন নৈরাশ্যের দীর্ঘশ্বাস একটা জাতির পঞ্জর-পিঞ্জর কাঁপাইয়া শূন্যে মিলাইয়া গেল। কম্পিত অধরোষ্ঠে কি কথা মৌন রহিয়া গেল, বোঝা গেল না। কেহ কি বুঝিবে?’

06/07/2025






দীর্ঘ লড়াই আন্দোলনের প্রায় চার বছরের পরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এর ইন্টারভিউ এর ডাক দেওয়া হয়েছে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে।

তারপর থেকেই দেখছি বিভিন্ন মারফত খবর আসছে, একটা দুর্নীতি চক্র অ্যাক্টিভ হয়েছে ,তারা বলছেন এত লাখ টাকা দিলে চাকরি পাইয়ে দেবো, পছন্দের পোস্টিং পাইয়ে দেবো ! চাকরি হওয়ার পরে টাকা দিতে হবে!

প্রিয় ছোট ভাইবোনদের অথবা দাদা দিদিদের উদ্দেশ্যে বলবো "এই ধরনের প্ররোচনায় পা দেবেন না, দুর্নীতির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করে এসেছি এবং আগামী দিনেও করব"
আপনারা জানেন কিভাবে 26 হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে ! শাসক মদত পুষ্ট দুর্নীতি চক্রের ফলে আজকে প্রায় ১৮ হাজারেরও বেশি যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়ে রাস্তায় !
কিছুজন মন্ত্রীও কোটি কোটি টাকা জালিয়াতি করে জেলের ভাত খাচ্ছেন।
এই ধরনের গুরুতর বিষয়টি মাথায় রেখে, আমাদের আবেদন "নিজ যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দেন এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন এবং যতগুলো মেডিকেল টেকনোলজিস্টদের শূন্য পদ রয়েছে সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলন গড়ে তুলুন" ।

আগামীকাল07/07/2025 থেকে যারা পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য আগাম শুভকামনা রইল।

||  C R Y    O F    T H E    H O U R   ||_____________________________________মূর্তিটা দেখে অস্বস্তি হচ্ছে তো? গা শিরশির...
04/10/2024

|| C R Y O F T H E H O U R ||
_____________________________________
মূর্তিটা দেখে অস্বস্তি হচ্ছে তো? গা শিরশির করছে? এই বীভৎসতা চোখে দেখা যাচ্ছে না তো? কিন্তু এই নৃশংসতা, এই বীভৎসতাই তো ঘটে চলেছে একের পর এক, আমাদের চারপাশে! সারা পৃথিবীর শিল্পমাধ্যমে, সে ছবি, ভাস্কর্য, সিনেমা, থিয়েটার, কবিতা যাই হোক না কেন, এরকম 'বীভৎস' কাজের নজির অসংখ্য। শিল্পীর সরব হওয়া বা প্রতিবাদ করার মাধ্যম তো তাঁর শিল্প। কাজেই এই ছবিটা যদি আপনার অস্বস্তির কারণ হয়, বুঝবেন এখানেই শিল্পের সার্থকতা। থাকুক এই মূর্তি আমাদের চোখের সামনে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক এই সমাজে নারীর অবস্থান! আর হ্যাঁ, এই অবয়ব নির্দিষ্ট কারুর নয়, সারা দুনিয়ার সমস্ত নির্যাতিতার। এ আমার একান্তই ব্যক্তিগত মতামত। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়।
-(শিল্পী: অসিত সাই)
-(লেখা: অদিতি রায়)
__________________________________
পুনশ্চ : "Art should comfort the disturbed and disturb the comfortable" — Cesar A. Cruz

06/09/2024

Justice for RGKar
Justice for Abhaya

🔴 মহামিছিল ও রাজ্যপাল ডেপুটেশন 🔴
জমায়েত: NRS মেডিকেল কলেজ, ইমারজেন্সি গেট, ৭ সেপ্টেম্বর, দুপর ২ টো

শুধী,
এক মাস প্রায় অতিবাহিত, আর জি কর আজও বিচার পায় নি। তিন সপ্তাহ পরে সিবিআই ডাঃ সন্দীপ ঘোষ সহ কয়েকজন অভিযুক্ত কে গ্রেপ্তার করলেও অভয়া হত্যাকাণ্ড মামলায় তাদের যোগাযোগ এখনও সামনে আসেনি! উপরন্তু দেশের ডাক্তার ও নাগরিক সমাজের অধীর প্রত্যাশার পরও হঠাৎ পাঁচ তারিখ সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে গেলো! অন্যদিকে, রাজ্য সরকার প্রথম থেকেই দোষীদের আড়াল করে আসছে। গত ১৪ আগষ্ট রাতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আর জি কর হাসপাতালের ইমারজেন্সি বিভাগে দুষ্কৃতীরা বর্বর হামলা ও ধ্বংসলীলা চালিয়েছে।

এমতবস্থায়, রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতা ও সিবিআই এর দীর্ঘসূত্রতার প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টারের আহবানে ৭ ই সেপ্টেম্বর, শনিবার পশ্চিমবঙ্গের সর্বস্তরের ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী ও নাগরিকদের মহা মিছিল ও রাজ্যপাল ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্য সংগঠন বা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ব্যানারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আবেদন করছি। এই আহ্বানে বিশিষ্ট চিকিৎসক বৃন্দ, স্বাস্থ্য আন্দোলনের বহু ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ যোগ দেবেন। আগামী ৯ তারিখ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির পূর্বে, আসুন আমরা সবাই মিলে অভয়ার মায়ের মর্মস্পর্শী আকুতিকে বুকে নিয়ে বিচারের দাবিতে আবার রাজপথ মুখরিত করি।।

জমায়েত:- NRS মেডিকেল কলেজ এমার্জেন্সি
সময়: দুপুর ২ টা, শনিবার, ৭ ই সেপ্টেম্বর

ধন্যবাদান্তে,
ডাঃ বিপ্লব চন্দ্র, সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি,
মেডিক্যাল সার্ভিস সেন্টার: +919830866990
______________________________
Medical Service Centre

অ্যালায়েড হেল্থ সায়েন্স (প্যারামেডিকেল) ভর্তির সুযোগ পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের হার্দিক অভিনন্দন।যেকোনো সমস্যায় লিফ...
06/09/2024

অ্যালায়েড হেল্থ সায়েন্স (প্যারামেডিকেল) ভর্তির সুযোগ পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের হার্দিক অভিনন্দন।
যেকোনো সমস্যায় লিফলেটে দেওয়া নাম্বারে ফোন করো।

15/08/2024

কালকে ছাত্র ধর্মঘট সফল করুন।  #টেকনিশিয়ান এর যায়গায়  #টেকনোলজিষ্ট হবে।
15/08/2024

কালকে ছাত্র ধর্মঘট সফল করুন।

#টেকনিশিয়ান এর যায়গায় #টেকনোলজিষ্ট হবে।

21/01/2024
15/01/2024

|| সিভিক মেডিকেল টেকনোলজিস্ট তৈরির পরিকল্পনা ব্যর্থ করুন ||
১৫-০১-২০২৪
AIDSO-এর পক্ষ থেকে আবার একটি ডেপুটেশন....

সরকার পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্যকে গলা টিপে হত্যা করার। কিছুদিন আগে চালু করার চেষ্টা করেছিল তিন বছরের ডাক্তারী কোর্স ও 15 দিনের নার্সিং কোর্স। এখন চালু করছে অ্যালায়েড হেল্থ সাইন্স (প্যারামেডিকেল)-এ ৭২০-১২৬০ ঘণ্টার 'শর্ট টার্ম হেল্থ কেয়ার' কোর্স। এই কোর্স চালু করলে স্বাস্থ্য ব্যবস্থায় যে অঙ্গহানি হবে তা একজন শিশুও বলতে পারবে। বারবার বিভিন্ন আধিকারিককে ডেপুটেশন দিতে গিয়ে বোঝাই যাচ্ছে এই পরিকল্পনার পেছনে গুঢ় কু-মতলব লুকিয়ে আছে। এই কু-মতলবকে ধামাচাপা দেওয়ার যুক্তিও খুঁজে পেলেন না WBSCTVE দপ্তরের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার । উল্টে তিনি বলেছেন এ ধরনের কোর্স যারা করবে তাদের কাজের দায়িত্ব এই দপ্তরের নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে কর্মী সংকটের মিথ্যা ভাওতা দিয়ে প্যারামেডিকেল এর মতো গুরুত্বপূর্ণ কোর্সের বেসরকারিকরণ করবে। দ্বিতীয়তঃ প্রাইভেট হসপিটাল গুলোতে ডিগ্রী ধারী প্রশিক্ষিত মেডিক্যাল টেকনোলজিস্টদের পরিবর্তে স্বল্প অর্থের বিনিময়ে 'শর্ট টার্ম হেলথ কেয়ার' কোর্স করা কিছু অর্ধ শিক্ষিত টেকনিশিয়ান দিয়ে কাজ চালাবে। এতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ছাড়া আর কিছুই হবে না।
এই কোর্স বন্ধের দাবিতে আজ WBSCTVE তে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন AIDSO মেডিক্যাল ইউনিটের কনভেনর ও রাজ্য সহ সভাপতি ডাঃ শামস মুসাফির; প্যারামেডিকেল ছাত্র আন্দোলনের নেতা ফারুক খান, নাওয়াজ শরিফ, তৃজিত প্রামাণিক সহ অন্যরা।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Paramedical & Allied Health Science Student Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share