Tantra Guru Sri Bhaskar

Tantra Guru Sri Bhaskar Astrology

23/11/2023

Suvo bijoya
Jogoddhatri pujo

05/11/2023
অনেক জাতিরই ধর্মীয় চেতনা মজ্জাগত। সেই ধর্মীয় চেতনার উপরে ভর করে গড়ে উঠেছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানও। তেমনই একটি আচার ‘...
22/06/2023

অনেক জাতিরই ধর্মীয় চেতনা মজ্জাগত। সেই ধর্মীয় চেতনার উপরে ভর করে গড়ে উঠেছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানও। তেমনই একটি আচার ‘অম্বুবাচী’।

‘অম্বুবাচী’ শব্দটির আক্ষরিক অর্থ হল ‘অম্বু’ বা জল সূচনা। এ ছাড়াও বলা হয় ‘রজোযুকক্ষ্মাম্বুবাচী’। অর্থাৎ, পৃথিবীকে এই সময়ে ঋতুমতী হিসেবে কল্পনা করা হয়।

বাংলার পাশাপাশি অন্য প্রদেশেও ‘অম্বুবাচী ব্রত’ প্রচলিত রয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে এটি ‘রজ উৎসব’ নামে পালিত হয়। এই সময়ে কৃষকেরা ছুটি পালন করেন।

মেয়েদের কৃষি ও গৃহকর্ম থেকে পুরোপুরি বিরত রাখা হয়। অম্বুবাচীর দিনগুলি তাঁদের কাছে বিশ্রামের দিন। এই সময়ে তাঁরা নতুন জামা-কাপড় পরেন। সিঁদুর-আলতায় সুসজ্জিত হন।

‘মিথুন সংক্রান্তি’ বা ‘রজ পর্ব’ নামে পরিচিত এই উৎসবও তিন দিন ধরে পালিত হয়। তিন দিনের প্রথম দিনটিকে বলা হয় ‘পহিলি রজো’। দ্বিতীয় দিন থেকে মিথুন মাস শুরু হয়। অর্থাৎ, বর্ষার প্রারম্ভ হয়।

পুরাণ মতে, ভূদেবী এই সময় রজঃস্বলা হন। তৃতীয় দিনটি হল ‘ভূ দহ’ বা ‘বাসি রজো’। চতুর্থ দিনে বসুমতী স্নান। অর্থাৎ, ধরিত্রী মা বা ভূদেবীর স্নান। ভূদেবী হলেন জগন্নাথের স্ত্রী। পুরীর মন্দিরেও জগন্নাথের পাশে রূপোর ভূদেবীর মূর্তি দেখতে পাওয়া যায়।

এবার চলুন দেখে নিই অম্বুবাচীর সময় প্রচলিত প্রথা সমূহঃ
• এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা-পায়েস বানাবার রীতি আছে।
• অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নিস্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করুন।
• এই অনুষ্ঠানে বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখে। অম্বুবাচীরর তিন দিনের ব্রত চলাকালীন কোনও গরম খাবার খাওয়া চলবে না। ব্রত শুরু হওয়ার আগে যে রান্না করেছিলেন, তাই তিনদিন ধরে অল্প অল্প করে খেতে হবে।
• যাঁরা শাক্তমন্ত্রে দীক্ষিত, তাঁরা এইসময়ে গুরুমন্ত্র জপ করতে পারবেন। হিন্দুশাস্ত্র মতে জপে কোনও দোষ নেই বলে মনে করা হয়।
• মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাক্ষ্যাকে। এতে মনস্কামনা পূরণ হয়।
• অম্বুবাচীতে গুরুর পুজা চলতে পারে। কারওর গুরু যদি নারী হন, অর্থাৎ গুরুমা হন, তাহলেও পূজা চলতে পারে, তাতে কোনও দোষ নেই বলে মনে করে হিন্দুশাস্ত্র ।
• অম্বুবাচীর দিনগুলিতে পুজোর সময়ে কোনও মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ ও দ্বীপ সহযোগে ঠাকুর প্রণাম করবেন।
• সর্পভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময়ে আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না।
• অম্বুবাচীতে সৌভাগ্যকুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তি ভরে পূজা করুন। সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন।
• তুলসি গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন।
• অম্বুবাচীর নিবৃত্তির পর দেবদেবীর ছবির আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম-দুধ নিবেদন করবেন

02/05/2023

1..কাউকে খুব ভালোবাসেন কিন্তু সে পাত্তা দেয় না?
(**চিন্তা নেই আমরা এমন ব্যবস্থা করে দেবো যাতে সেই পাত্তা না দেওয়া মানুষটিই নিজে থেকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দেবে।**)

2..আপনার প্রিয় মানুষটি কি আপনাকে ছেড়ে চলে গেছে? তাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনতে চান?
(**চিন্তা নেই আমরা এমন ব্যবস্থা করে দেবো যাতে সেই ছেড়ে চলে যাওয়া মানুষটি ফিরে আসবেই আসবে।**)

3..ভুল করে ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পরেছেন? এখন নিজের ভুল বুঝতে পেরে সরে আসতে চাইছেন কিন্তু সে কিছুতেই পিছু ছাড়ছে না.? বিভিন্ন ভাবে সে আপনার উপরে চাপ সৃষ্টি করতে চাইছ?
(**চিন্তা নেই আমরা এমন ব্যবস্থা করে দেবো যাতে সেই ভুল মানুষটি নিজে থেকেই সরে যাবে।**)
4..আপনার প্রিয় মানুষটি কি অন্য কারও প্রতি আকৃষ্ট হয়ে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে ও আপনাকে অবহেলা করতে শুরু করেছে?
(**চিন্তা নেই আমরা এমন ব্যবস্থা করে দেবো যাতে প্রিয় মানুষটি অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়াতো অনেক দূরের কথা সারা জীবন অন্য কারো দিকে তাকাবেনা পর্যন্ত। সারা জীবন শুধু আপনার হয়েই থাকবে।**)

এখন পর্যন্ত প্রায় 22 হাজার সমস্যার আমরা সমাধান করে দিয়েছি।
আপনিও আপনার সমস্যার সমাধান করার জন্য আজই যোগাযোগ করুন ভারতবর্ষের শ্রেষ্ঠ জ্যোতিষ জ্যোতিষ সম্রাট তান্ত্রিক গুরু শ্রী ভাস্কর এর সাথে।
**** সমস্যার সমাধান হবেই হবে ***
* গুরুর সাথে কথা বলুন সম্পুর্ন বিনামূল্যে*
কথা বলার জন্য ফোন করুন বা WhatasApp মেসেজ করুন এই নীচে দেওয়া নাম্বারে

+91 7047540092
( নাম ও পরিচয় সম্পুর্ন গোপন থাকবে )

Astrology

সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ♥️🙏
14/04/2022

সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ♥️🙏

06/04/2022
06/04/2022
06/04/2022

Address

Krishnagar City

Telephone

+917047540092

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tantra Guru Sri Bhaskar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tantra Guru Sri Bhaskar:

Share