07/07/2024
শুক্র – ভারতীয় মাইথোলজি অনুযায়ী শুক্রাচার্য দৈত্যগুরু কিন্তু বৈদিক জ্যোতিষে তাঁর ব্যঞ্জনা এবং ব্যাপ্তি কিছুটা বেশি। শুক্রগ্রহকে আমাদের জীবনে অনেকগুলো বিষয়ের কারকগ্রহ হিসেবে ধরা হয়। আমাদের দেহের অভ্যন্তরে সমস্ত ফ্লুইডের যাবতীয় কর্মকাণ্ডের নিয়ন্ত্রক হল শুক্র। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুক্রের সঠিক অবস্থান নির্ধারণ করে দেয় জাতক তার ব্যক্তি জীবনে কতদূর সুখী হবেন। এই সুখ জীবনের যা কিছু জৈবিক কর্মের সাথে যুক্ত। শুক্র শক্তিশালী হলে জাতকের জীবনে আসতে পারে একাধিক প্রেম। এর সাথে সাথে কোনো জাতক শিল্পকলাতে অর্থাৎ নাচ গান নাটক সিনেমা বা অন্যান্য পারফর্মিং আর্টের ক্ষেত্রে কতদূর সাফল্য পাবেন বা আদৌ পাবেন কিনা, তা নির্ধারণ করে শুক্রগ্রহ। এই গ্রহকে শক্তিশালী করবার জন্য কয়েকটি রত্ন ব্যবহৃত হয়। ডায়মণ্ড হল শুক্রকে শক্তিশালী করবার অন্যতম রত্ন। পৃথিবীর সবথেকে দামী বস্তুগুলোর একটা হল ডায়মণ্ড বা হীরা, সে কারণে অনেকেই তা ধারণ করতে পারেন না, বহু বছর ধরে ডায়মণ্ডের বিকল্প হিসেবে জারকন জনপ্রিয় হয়েছে। জারকন ধারণ করে বহু মানুষ উপকৃত হওয়ায় এখন এটার বহুল ব্যবহার শুরু হয়েছে।
শনি – রাশিচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হল শনিগ্রহ। অনেকের সাথে সাথে আমিও শনিগ্রহকে রাশিচক্রের অন্যতম নিয়ন্ত্রক বলে মনে করি। শনিগ্রহকে পাপগ্রহ বলা হয়, একটি ভালো রাশিচক্র সম্পূর্ণ নিষ্ফলা হয়ে যেতে পারে শুধুমাত্র শনিগ্রহের অবস্থান এবং তার দৃষ্টির দ্বারা। সে কারণে শনিগ্রহের দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার নানা চেষ্টা মানুষ নানা ভাবে করে থাকেন। তবে শনিদেবের দৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য নীলকান্তমনি বা নীলা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে চালু হয়েছে। সঠিক নীলা ধারণ করে শনির কোপ দৃষ্টি থেকে রক্ষা পেয়েছেন অনেক জাতক। নীলা পাওয়া যায় শ্রীলঙ্কাতে। ইদানীং থাইল্যান্ডে নীলার খনি আবিষ্কৃত হওয়া এবং কিছুটা কম দামে পাওয়ার পর থেকে থাইল্যান্ডের নীলাও জনপ্রিয় হয়ে উঠেছে।
রবি – সৌরজগতের কেন্দ্রবিন্দু হল সূর্য। এই চরাচরের যাবতীয় শক্তির উৎস হলেন তিনি। কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী এটি একটি গ্রহ মাত্র। যশ খ্যাতি সাফল্য সহ অনেকানেক বিষয়ের কারক গ্রহ হলেন রবি। রাশিচক্রে রবির অবস্থান জাতককে খ্যাতির শীর্ষে তুলে দিতে পারে, আবার চূড়া থেকে খাদে নিক্ষিপ্ত করতে পারে। রবিকে শক্তিশালী করবার জন্য চূনী অথবা রুবি ব্যবহৃত হয়। চূনী পাওয়া যায় বার্মাতে কিন্তু বার্মিজ খনিগুলো নিঃশেষিত হতে এসেছে। নতুন করে আফ্রিকার বেশ কিছু দেশে চূনী পাওয়া যাচ্ছে। সেগুলো তুলনামূলক সস্তা হওয়াতে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। জীবনে সাফল্যের শিখরে পৌঁছেগেছেন অথচ হাতে চূনী ধারন করেননি, এই রকম উদাহরণ বেশ বিরল।
চন্দ্র – রবির মতোই চন্দ্রও পৃথিবীর উপর ক্রিয়াশীল। চন্দ্রের আকর্ষণে জোয়ারভাটা হয়, মানুষের দেহেও অমাবস্যা পূর্ণিমাতে চন্দ্রের কারণে ব্যথাবেদনার প্রকোপ বাড়ে। রাশিচক্রে চন্দ্রের অবস্থান দিয়েই জাতকের রাশি নির্ধারিত হয়। বৈদিক জ্যোতিষে চন্দ্রকে মনকারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চন্দ্র পীড়িত হলে অথবা খারাপ অবস্থানে থাকলে জাতকের জীবন থেকে ভয় আতঙ্ক কনফিডেন্স হীনতা টেনশন কখনই যাবে না। চন্দ্রকে শক্তিশালী করবার জন্য সামুদ্রিক মুক্তর প্রচলন রয়েছে। কিন্তু ইদানীং চাষের মুক্তো বা কাল্টিভেটেড পার্ল দ্বারা বাজার ছেয়ে গেছে। সঠিক সামুদ্রিক মুক্তো ছাড়া চন্দ্রকে শক্তিশালী করবার আর কোনো উপায় নেই। অতীতে বার্মা সী ছিল মুক্তোর একমাত্র ঠিকানা। এখন সাউথ সী-র মুক্তোও জনকপ্রিয় হয়ে উঠেছে। মুক্তর বিকল্প হিসেবে মুনস্টোন ধারণ করবার প্রচলণও রয়েছে।
মঙ্গল – মঙ্গল হলেন দেব সেনাপতি। সুতরাং তিনি যোদ্ধা। প্রতিটি মানুষের জীবনেই নানা রকম যুদ্ধ রয়েছে। সুতরাং সেই যুদ্ধে জাতক কতদূর জয় ছিনিয়ে আনতে পারছেন অথবা তার ওপর নেমে আসা আক্রমনের প্রতিরোধ কতদূর করতে পারছেন, তা নির্ধারিত হয় মঙ্গলের অবস্থান এবং তার বলাবল বিচার করে। আক্রমন প্রতিরক্ষার সাথে সাথে মঙ্গল ভৌমযোগেরও কারক গ্রহ। মঙ্গল ভালো না থাকলে জাতকের জমি বাড়ি হয় না। সুতরাং মঙ্গল গ্রহকে শক্তিশালী করা অথবা তার দৃষ্টি থেকে বাঁচা দুটোই বৈদিক জ্যোতিষ খুব গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। মঙ্গলের জন্য ব্যবহৃত হয় প্রবাল। রক্তপ্রবাল এবং শ্বেত প্রবাল উভয়ই মঙ্গলের জন্য কার্যকরী।
বুধ – বুধকে বুদ্ধিকারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর সাথে সাথে জাতকের জীবনের ধনযোগও নির্ধারণ করে বুধ। সুতরাং রাশিচক্রে বুধ শক্তিশালী থাকা খুব গুরুত্বপূর্ণ। বুধের এমপাওয়ারমেন্টের জন্য পান্না একটি গুরুত্বপূর্ণ রত্ন হিসেবে বিবেচিত হয়ে আসছে। ব্রাজিল জাম্বিয়া এবং শ্রীলঙ্কাতে পান্না পাওয়া যায়। তবে পান্না দামী পাথর হবার কারণে তার নানা উপরত্নও একই সাথে বাজারে চলে। বেরিয়াল অথবা কোয়ার্জ পান্না প্রকৃত পান্নার থেকে দেখতে বেশি সুন্দর হবার কারণে একদল অসাধু জ্যোতিষ এবং ব্যবসায়ী এই দুটোকে পান্না বলে চালিয়ে অতিরিক্ত মুনাফা করছে।
বৃহস্পতি – দেবগুরু বৃহস্পতিকে বৈদিক জ্যোতিষ অনুযায়ী ইউনিভার্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। জগতে যা কিছু শুভ তার কারক গ্রহ হলেন গুরু বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি যেহেতু শুধু মানুষের নয়, সমস্ত প্রাণ জগতের সে কারণে একবগ্গা ভাবে বৃহস্পতি কখনই কারও জীবনে সুখকারক হয়ে ওঠেন না। সুতরাং কোনো জাতকের রাশিচক্রে বৃহস্পতির অবস্থান এবং তার বলাবল নির্ধারণ করে সেই জাতক জীবনে কতদূর স্থিতধী হবেন অথবা হবেন না। জাতকের জীবনে সামগ্রিক সমৃদ্ধি আনবার কারণে এবং বৃহস্পতিকে শক্তিশালী করবার জন্য পোখরাজ একটি বহু বছরের বিশ্বস্ত রত্ন। পোখরাজ পাওয়া যায় শ্রীলঙ্কাতে। কিন্তু সিলনিজ পোখরাজ অনেক দামী হওয়ার কারণে বর্তমানে থাইল্যান্ডের খনিতে পাওয়া পোখরাজও জনপ্রিয় হয়ে উঠেছে। যার চালু নাম ব্যাঙ্কক পোখরাজ।
রাহু – বর্তমান ভোগবাদী সমাজে রাহু অ্ত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে রাহু যেমন পাপগ্রহ হিসেবে নানা রকম অঘটন ঘটন পটু সাথে সাথে রাহুর কিছু কিছু অবস্থান জাতকের জীবনে অবিশ্বাস্য সাফল্য এনে দিতে পারে। রাহুর দৃষ্টিকে নিয়ন্ত্রণ করবার জন্য গোমেদ রত্নের ব্যবহার গুরুত্বপূর্ণ। আগেকার দিনে শ্রীলঙ্কা ছাড়া আর কোথাও গোমেদ পাওয়া যেত না। কিন্তু বর্তমানে আরও বেশ কিছু দেশে গোমেদ পাওয়া যাচ্ছে। সেই কারণে এখন গোমেদ অতটা দুর্মূল্য নয়।
কেতু – কেতুকে প্ল্যানেট অফ নন মেটিরিয়ালিস্টিক ওয়ার্ল্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে কারণে মেটিরিয়াল বেনিফিট খুঁজে বেড়ানো আজকের দুনিয়ায় কেতু খুবই গুরুত্বপূর্ণ। কেতুকে গার্ড না করে কারও পক্ষে জাগতিক অর্থে ধনবান হওয়া সম্ভব নয়। রাশিচক্রে কেতুর বেশ কিছু অবস্থান যেমন জাতকের জীবনে বৈরাগ্যযোগ নির্ধারিত করে, সাথে সাথে কেতু অনেকগুলো রোগের কারকগ্রহ হিসেবেও চিহ্নিত করা যায়। কেতুর প্রভাব থেকে মুক্তি পেতে ক্যাটসআই রত্নের ব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসছে। অতীতে সিলনিজ ক্যাটস়়আই – ই একমাত্র ভরসা ছিল, কিন্তু এখন নানা দেশে ক্যাটস আই পাওয়া যাচ্ছে, সে কারণে তার দাম অনেক কমে গেছে।
এই কটি রত্ন ছাড়া আরও বেশ কিছু উপরত্ন দীর্ঘদিন ধরে গ্রহ প্রতিকারের জন্য চালু হয়েছে। মূলত যাঁরা টাকার জন্য রত্ন ধারন করতে পারেন না, তাঁদের জন্য এইসব উপরত্ন বেশ জনপ্রিয় হয়ে গেছে। উপরত্নগুলো হল – শুক্রের জন্য জারকন, শনির জন্য এমিথিস্ট, রবির জন্য স্টার রুবি, চন্দ্রের জন্য মুন স্টোন, মঙ্গলের জন্য টাইগার আই, বুধের জন্য বেরিয়াল এবং কোয়ার্জ পান্না, বৃহস্পতির জন্য টোপাজ।
1. Diamond 600/ cent
2. Neela Bangkok 1000/- Ceylonese 4000/- onwards
3. Ruby African 1500/- Old Burmese 6000/- onwards
4. Pearl South Sea 400/- Burma Sea 1200/- Onwards
5. Red Coral South Sea 900/- Italian 3000/- Onwards
6. White Coral South Sea 600/- Italian 1200/- Onwards
7. Emareld Brazilian 2000/- Zambian 3000/- Colombian 4000/- Onwards
8. Pukhraj Bangkok 1000/- Ceylonese 4000/- Onwards
9. Gomed African 800/- Ceylonese 2000/- Onwards
10. Cats Eye Bangkok 1000/- Ceylonese 3000/- Onwards
11. White Zircon 2000/- Onwards
12. Blue Zircon 2000/- Onwards
13. Etheopean Opal 600/-
14. Emithist 600/-
15. Star Rubi 600/-
16. Moon Stone 600/-
17. Tiger Eye 300/-
18. Barial Panna 500/-
19. Quartz panna 500/-
20. Topaz 600/-
21. Firoza 600/-
++ Hundred & Five Carat Gems & Jewells ++