Hahnemann bio Homeo Clinic

Hahnemann bio Homeo Clinic all chronic diseases & Sexual dysfunction treatment

শুভ জন্মদিন স্যার আপনার দেখানো পথে যেন চলতে পারি।🙏🙏🙏
10/04/2025

শুভ জন্মদিন স্যার আপনার দেখানো পথে যেন চলতে পারি।🙏🙏🙏

07/01/2025

** HMPV ভাইরাস সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন। এই ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না।**

# # কতটা ভয়ের এই ভাইরাস?

এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ HMPV ভাইরাস বিজ্ঞানীদের আগে থেকেই পরিচিত। ২০০১ সালে প্রথম এর আবিষ্কার হয়েছিল। এই আবিষ্কারেরও ৬০ বছর আগে থেকে ভাইরাসটি মানবজগতে রয়েছে। ফলে কোভিডের মতো নভেল বা নতুন ধরনের ভাইরাস HMPV নয়। তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যাদের কোমর্বিডিটি অর্থাৎ অতিরিক্ত সুগার, শ্বাসকষ্টের সমস্যা বা হার্টের রোগ রয়েছে, তাদের একটু সতর্ক থাকতে হবে। কারণ তাদের ক্ষেত্রে কিছুটা ভয়ের হতে পারে এই ভাইরাস।

** চিনে কেন উপচে পড়ছে রোগী?

কোভিডের পর থেকে চিনের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা পাল্টা গিয়েছে। পাল্টেছে মনিটরিং অর্থাৎ রোগের উপর নজরদারির পদ্ধতি। অল্প সংক্রমণ হলেও ওই দেশের সরকার রোগ মোকাবিলায় জোরদার ব্যবস্থা নিচ্ছে। টেস্ট করাচ্ছে সকলের। প্রতিরোধমূলক নির্দেশ জারি করছে।এসবের ভিডিয়ো দেখে মানুষ ভয় পেয়ে যাচ্ছেন। কিন্তু এখনই এতটা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

# ওষুধ, টিকা কিছুই নেই?

হিউম্যান মেটানিউমোভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য কোনও টিকা এখনও আবিষ্কৃত হয়নি। অন্যদিকে এতে সংক্রমিত হলে চিকিৎসার জন্য ওষুধও নেই। এই পরিস্থিতি কি ভয়ের নয়?

পৃথিবীতে বিজ্ঞানীদের পরিচিত লাখ লাখ এমন ভাইরাস রয়েছে যার কোনও টিকা বা ওষুধ নেই। তা বলে সেই ভাইরাসের সংক্রমণে মানুষ মারা যাচ্ছেন, এমন কিন্তু নয়। অধিকাংশ ক্ষেত্রেই সংক্রমণ নিজে থেকে সেরে যায়। পোলিও, মিসলসের মতো কিছু ভাইরাসের সংক্রমণে যথেষ্ট শারীরিক জটিলতা তৈরি হয়। তাই এগুলির টিকা আগে থেকে দেওয়া হয়। নয়তো অধিকাংশ ক্ষেত্রেই নিয়ম হল সংক্রমণের বহর দেখে টিকা তৈরি করা। ব্যাপক অঞ্চল জুড়ে যদি ভাইরাস ছড়াতে শুরু করে, তখনই ওষুধ ও টিকা তৈরির কাজে ঝাঁপিয়ে পড়েন বিজ্ঞানীরা।’

অধিকাংশ ভাইরাসেরই নেই টিকা বা ওষুধ

অ্যান্টিভাইরাল সবসময় কাজ করে না
HMPV ভাইরাসের সংক্রমণ নিজে থেকেই সেরে যায়। সবসময় অ্যান্টিভাইরাল ওষুধ দিলেই কাজ হবে তা কিন্তু নয়। এই ড্রাগ সবরকম ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। নির্দিষ্ট কিছু শক্তিশালী ভাইরাসের বিরুদ্ধেই এরা কার্যকরী । সাধারণত এই ধরনের ভাইরাসের সংক্রমণ নিজে থেকে সেরে যায়।

# চিকিৎসা হবে কীভাবে তাহলে?

এই সব ভাইরাসের সংক্রমণে সাধারণত উপসর্গের চিকিৎসা করা হয় (HMPV Virus Treatment)। অর্থাৎ সিম্পটমস ট্রিটমেন্ট। যেমন ধরা যাক, সংক্রমণের ফলে কারও সর্দি হল, তখন সর্দির চিকিৎসা হবে। কারও হয়তো কাশি হচ্ছে, তখন কাশির চিকিৎসা হবে। আপাতত এভাবেই চিকিৎসা করতে হবে। এবং এতে রোগী সেরেও যায়।

** ভাইরাস প্রতিরোধে রোগ প্রতিরোধক্ষমতা কার্যকরী?

ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধক্ষমতা জরুরি। তাই বলে একজনের ইমিউনিটি রাতারাতি বাড়ানো সম্ভব নয়। পুষ্টিকর খাবার খেলে, পর্যাপ্ত ঘুমোলে ও শরীরচর্চা করলে একজনের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। তবে কোভিডের সময় আমরা দেখেছি, যাদের ইমিউনিটি বেশি, ভাইরাসের বিরুদ্ধে তাদের ইমিউন রেসপন্সও বেশি। অর্থাৎ তাদের শরীরে ভাইরাস প্রতিক্রিয়া বেশি দেখা দেয়। তাই ইমিউনিটি বাড়ালে খুব একটা যে উপকার হবে, তাও কিন্তু নয়।

@ কী করণীয় তাহলে এখন?

এখন প্রথমেই জরুরি সংক্রমণ প্রতিরোধ। আর তার জন্য কোভিডকালের মতোই কিছু অভ্যাস ফিরিয়ে আনতে হবে (HMPV Virus Prevention)।

সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এছাড়া সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও ছড়াতে পারে। তাই নিয়মিত হাত ধুতে হবে হ্য়ান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে। হাত না ধুয়ে নাকে, মুখে হাত দেওয়া যাবে না।
বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি, কাশির সময় মুখ ঢেকে নিতে হবে।
বাচ্চাদের সর্দিকাশি হলে তাদের কিছুদিন স্কুলে না পাঠানোই ভালো। এতে অন্য বাচ্চারাও অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট, তীব্র কাশির মতো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
চিকিৎসকের কথায়, মূলত আপার ও লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে (অর্থাৎ শ্বাসনালীর উর্দ্ধাংশ ও নিম্নাংশে) সংক্রমণ ছড়ায় HMPV ভাইরাস। কিন্তু কিছুক্ষেত্রে ফুসফুসেও পৌঁছে যেতে পারে এই ভাইরাস। তাই শ্বাসকষ্টজনিত সমস্যা হলে ফেলে না রাখাই ভালো।
বাইরে বেরোলে মাস্ক পরুন ।

* HMPV ভাইরাস সংক্রমণের লক্ষণ *
1)হাঁচি, কাশি, কিছুক্ষেত্রে জ্বর (HMPV Virus Signs)
2)গলা ব্যথা, নাক টানা, নাক দিয়ে জল পড়া
3)শ্বাসকষ্টের সমস্যা
4)নিউমোনিয়া, অ্যাজমার মতো সমস্যা

01/01/2025

এই নতুন বছর আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করুক, আর জীবনে নিয়ে আসুক নতুন স্বপন।
হ্যানিম্যান বায়ো হোমিও ক্লিনিক এর পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আগামী দিনগুলো সবার সুস্বাস্থ্য কামনা করি।

প্রচন্ড গরম থেকে বাঁচতে জরুরি তথ্য  হ্যানিম্যান বায়ো হোমিও ক্লিনিকের  পক্ষ থেকে  : তীব্র দাবদাহে (Heat wave in Bengal) ...
20/04/2024

প্রচন্ড গরম থেকে বাঁচতে জরুরি তথ্য হ্যানিম্যান বায়ো হোমিও ক্লিনিকের পক্ষ থেকে :

তীব্র দাবদাহে (Heat wave in Bengal) অতিষ্ঠ রাজ্যবাসী। ক্রমশ বৃদ্ধি পেতে দক্ষিণবঙ্গে গরমের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই (Heat wave in Bengal)। পশ্চিমাঞ্চল-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর। লু অথবা চড়া রোদে অনেক সময় শরীর জলশূন্য হয়ে গিয়ে শারীরিক সমস্যা দেখা দেয়। হিট স্ট্রোকেও (Hit stroke) আক্রান্ত হন অনেকে। এর থেকে নিজেকে রক্ষা করবেন কী করে? একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে উপায় বাতলে দেওয়া হয়েছে।

উপায়গুলি কী কী:

১) দীর্ঘক্ষণ রোদের (Scorching heat) মধ্যে থাকবেন না।

২) হালকা সুতির (Light clothes) পোশাক পরুন।

৩) রোদ থেকে বাঁচতে মুখে ও মাথায় সুতির কাপড় জড়িয়ে নিন। ছাতা (Use umbrella) ব্যবহার করুন।

৪) যত বেশি করে সম্ভব জল (Drink water) খান।

৫) ওআরএস, লস্যি, লেবুজল, ঘোল (Drink homemade liquid) ইত্যাদি ঘরে তৈরি করে খান।

৬) যে সমস্ত শ্রমিকরা প্রবল দাবদাহের মধ্যে কাজ করছেন, তাঁদের সূর্যের প্রবল (Sultry summer) আলোর তাত থেকে দূরে থাকতে অনুরোধ করা হচ্ছে।

৭) দিনের শীতলতর (Cooler times of the day) সময়গুলতে শ্রমসাধ্য কাজগুলি রাখার অনুরোধ জানানো হচ্ছে।

৮) বাইরে কাজ থাকলে বিশ্রামের (Rest breaks for outdoor activities) জন্যও পর্যাপ্ত সময় রাখুন নিজের কাছে।

৯) অন্তঃসত্ত্বা (Pregnant women) অথবা শারীরিকভাবে অসুস্থ শ্রমিকদের জন্য বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

১০) হিট স্ট্রোক (Hit stroke) হলে প্রবল দুর্বলভাব, বমি-বমি ভাব, ঘাম, মাথা ঘোরার লক্ষণ দেখা যায়। এমন কিছু দেখলে অগ্রাহ্য করবেন না। অবিলম্বে চিকিৎসকের কাছে যান।

নতুন বছর সকলেরই সুস্বাস্থ্যের সঙ্গে কাটুক
01/01/2024

নতুন বছর সকলেরই সুস্বাস্থ্যের সঙ্গে কাটুক

অন্ধকার ঘুচিয়ে সবার জীবন আলোয় আলোকিত হোক জয় মা
12/11/2023

অন্ধকার ঘুচিয়ে সবার জীবন আলোয় আলোকিত হোক জয় মা

মাগো আবার এসো🙏🙏
24/10/2023

মাগো আবার এসো🙏🙏

সকলকে জানাই মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক মা দুর্গা🙏🙏
22/10/2023

সকলকে জানাই মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক মা দুর্গা🙏🙏

হ্যানিম্যান বায়ো হোমিও ক্লিনিক এর পক্ষ থেকে সকলকে জানাই মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন
21/10/2023

হ্যানিম্যান বায়ো হোমিও ক্লিনিক এর পক্ষ থেকে সকলকে জানাই মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন

15/08/2023

Happy Independence Day 2023. হ্যানিম্যান বায়ো হোমিও ক্লিনিক এর পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই❤

জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জয়। প্রভু তুমি ভালো থাকো🙏🙏
20/06/2023

জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জয়। প্রভু তুমি ভালো থাকো🙏🙏

Address

Subarnabihar(Gouranga Bazar)
Krishnagar City
741315

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+918016346778

Alerts

Be the first to know and let us send you an email when Hahnemann bio Homeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hahnemann bio Homeo Clinic:

Share

Category