Dr. Deepak Das

Dr. Deepak Das M.B.B.S (GOLD), M.S (GOLD), FMAS (AMASI)
Consultant Laparoscopic and General Surgeon

10/07/2022

On Eid Ul Adha, wishing that your sacrifices are appreciated and your prayers are answered by the almighty. Have a blessed Eid ul Adha!
Regards from,
Dr. Deepak Das ❣️
& Shresthashree Swain 🙏

❤️❤️❤️
15/04/2022

❤️❤️❤️

An initiative by us !!! ❤️In view of the rapidly increasing temperatures and a group that keeps on working throughout th...
15/04/2022

An initiative by us !!! ❤️
In view of the rapidly increasing temperatures and a group that keeps on working throughout the day in this heat, from today onwards we welcome our Medicine Representative friends to use my chamber in case of any discomfort, for relief. We have also made Complimentary Electrolyte drink available for you throughout the day 24 X 7 till this climate persists. We both thank you for your hardwork but will like to appeal to you to take care of your health.
With best regards
Dr. Deepak Das , MBBS(Gold), MS General Surgery (Gold), FMAS (AMASI)
&
Shresthashree Swain
DST Women Scientist, Ministry of Science and Technology, Govt. Of India

Take love 💗💗💗
14/04/2022

Take love 💗💗💗

 #স্বেচ্ছায়_রক্তদান_শিবির_by Dr Deepak Das , এম.বি.বি.এস.(গোল্ড), এম. এস. সার্জারী(গোল্ড), FMAS, ল্যাপ্রোস্কপিক এন্ড জে...
11/04/2022

#স্বেচ্ছায়_রক্তদান_শিবির_by Dr Deepak Das , এম.বি.বি.এস.(গোল্ড), এম. এস. সার্জারী(গোল্ড), FMAS, ল্যাপ্রোস্কপিক এন্ড জেনারেল সার্জন, Shresthashree Swain, DST Women Scientist, Ministry of Science and Technology, Govt of India in Collaboration with The West Bengal Progressive Doctor's Association

২০২১ এর ১লা জানুয়ারী থেকে Dr. Deepak Das নদীয়া জেলাব্যপী তাঁর প্রতিটি চেম্বারে ৭০ বছর বা ঊর্ধ্বে প্রত্যেকটি পেশেন্টকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। ইতিমধ্যে তিনি প্রায় ১৯০০ এর অধিক ৭০ বছর বা তার উর্ধ্বে মা ও বাবাদের বিনামূল্যে চিকিৎসা করেছেন। এরই সাথে তিনি বিগত ১ বছর সময়কালের মধ্যে ৯ টি বড় মেডিক্যাল ক্যাম্প করেছেন।
আমাদের হাতে হাত রেখে মানুষ এর পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এসেছেন আমাদের সাপোর্ট সিস্টেম Dr Nirmal Maji MLA (MLA) ও তার team Progressive Doctors Association। জিনি আজীবন মানুষ এর স্বার্থে লড়ে এসেছেন। প্রত্যেক টি রোগী এর পরিবার এর পাশে দাঁড়িয়েছেন । অনবরত নিজের খেয়াল না রেখে না খেয়ে না ঘুমিয়ে হসপিটাল এ দৌড়েছেন । করোনা সময় নিজের জীবন নিজের পরিবার এর জীবন বাজি রেখে এগিয়ে এসে করোনা রোগীদের সেবা করেছেন।

এই ক্যাম্প টি করার জন্যে অনবরত আমাদের সাপোর্ট দিয়ে চলেছেন নবদ্বীপ এর ভূমিপুত্র নবদ্বীপ মিউনিসিপালিটি এর চেয়ারম্যান শ্রী Biman Krishna Saha - বিমান কৃষ্ণ সাহা মহাসয়।

যেকোনো রকম সাপোর্ট এর জন্য সবসময় পাশে থেকেছেন Dr. Rajesh Biswas da (General Secretary PJDA), Dr.Birupaksha Biswas (Convener PJDA) ও আমার খুব প্রিয় দুই দাদা Mrityun Paul da (Spoke Person TMC) ও Partha Debnath da।

এবারও আমরা সবাই তাই এগিয়ে এসেছি সাধারণ মানুষের স্বার্থে,মানুষের পাশে দাঁড়াতে। এই গরম এর সময় প্রত্যেকে টি ব্লাড ব্যাংক প্রায় রক্তশুন্য। প্রতিটি অসুস্থ রুগির পরিবারদের হন্যে হয়ে ঘুরতে হচ্ছে রক্তে এর জন্যে।
তাই এই উদ্দেশ্যেই আমরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করতে চলেছি আগামী ১৩ই এপ্রিল ২০২২ থ্যালাসেমিয়া, ক্যান্সার, ইমার্জেন্সী ও যে কোন অনিমিক রুগির পরিবার এর পাশে দাঁড়াতে।
রক্ত মেশিন তৈরি করা যায় না। যদি আমি-আপনি সবাই রক্তের জোগান না দিই তাহলে রক্তের অভাবে প্রাণগুলো শেষ হয় যাবে৷ তাই প্রত্যেকে এগিয়ে আসুন, চলুন হাতে হাত রেখে মানবতা কে জয় করি..

আমাদের দেশের মোট জনসংখ্যার মাত্র 5% মানুষ যদি নিয়মিত রক্ত দান করে,তবে দেশের প্রতিটি ব্লাড ব্যাংক গুলোতে আর রক্ত সংকট থাকবেনা৷ অসুস্থ রুগি এর পরিবারদের অসহায় হয়ে দৌঁড়াতে হবে না আর এদিকে ওদিকে। আপনার একবার রক্তদান এর মাধ্যমে বেঁচে যেতে পারে ৩ টি প্রাণ।

এই প্রোগ্রাম এর দিন আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকছে থলাসেমিয়া আক্রান্ত বাচ্চা, ও ওই দিন হসপিটাল এ ভর্তি থাকা প্রত্যেক টি বাচ্চা, ও তাদের মা দের জন্যে।
১) প্রতিটি বাচ্চা দের জন্যে থাকবে কিছু গিফট ও খাওয়ার।
২) প্রতিটি মা দের জন্য থাকবে স্যানিটারি ন্যাপকিন।

সময়- সকাল ৯ ঘটিকা
স্থান- নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল ।
তারিখ- ১৩ই এপ্রিল,২০২২
যোগাযোগ - ৭৯৮০৩৩৯৭৩৬

 #বিনামূল্যে_স্বাস্থ্যপরীক্ষা_শিবির_by_Doctor Deepak Das , এম.বি.বি.এস.(গোল্ড), এম. এস. সার্জারী(গোল্ড), FMAS, ল্যাপ্রোস...
03/04/2022

#বিনামূল্যে_স্বাস্থ্যপরীক্ষা_শিবির_by_Doctor Deepak Das , এম.বি.বি.এস.(গোল্ড), এম. এস. সার্জারী(গোল্ড), FMAS, ল্যাপ্রোস্কপিক এন্ড জেনারেল সার্জন ও #স্বেচ্ছায়_রক্তদান_শিবির_by Emergency Blood Service(EBS🩸)।

Emergency Blood Service (EBS) এই নাম টি ইতি মধ্যে আমরা সবাই জানি। রক্ত থেকে শুরু করে যেকোনো দুঃস্থ মানুষ এর পাশে এই সেচ্ছাসেবী গ্রুপ টি সবসময় থাকে। এই ক্যাম্প এর জন্যে আমার স্ত্রী শ্রেষ্ঠা কে জানায় Sujit । "বলে দিদি আমার মেয়ের জন্ম দিন উপলক্ষে একটি রক্তদান শিবির করছি আর আমার ইচ্ছা সাথে একটি ফ্রী হেলথ ক্যাম্প ও করার।"

২০২১ এর ১লা জানুয়ারী থেকে আমরা নদীয়া জেলাব্যপী আমাদের প্রতিটি চেম্বারে ৭০ বছর বা ঊর্ধ্বে প্রত্যেকটি পেশেন্টকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছি। ইতিমধ্যে প্রায় ১৯০০ এর অধিক ৭০ বছর বা তার উর্ধ্বে মা ও বাবাদের বিনামূল্যে চিকিৎসা করেছি।

ঠিক তেমনই এবারও সাধারণ মানুষের স্বার্থে,মানুষের পাশে দাঁড়াতে আমরা এই ইনিশিয়েটিভ টি নিয়েছিলাম।

আবার ও একটি সফল মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছােয় রক্ত দান শিবির সম্পন্ন করলাম আমরা Emergency Blood Service(EBS🩸) এর সহযোগিতায়।

উক্ত দিনে মেডিক্যাল ক্যাম্প এর সাথে সাথে অনেক গুলি গুরুত্বপূর্ণ কর্মসূচি এর আয়োজন করা হয়েছিল।

১) বিনামূল্য স্যস্থ পরীক্ষা by Dr. Deepak Das, MBBS (Gold), MS SURGERY (Gold), FMAS (AMASI)

২) স্বেচ্ছােয় রক্ত দান শিবির by EBS

৩) ক্যাম্প এ আসা প্রত্যেকের হাতে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্য তুলে দেওয়া

৪) Nadia Diagnostic Centre এর শ্যামল দা ও শুশীল দা এর উদ্যোগে বিনামূল্যে ECG এবং Suger test এর পরিষেবা ও সাথে এমন ও কিছু অসহায় মানুষ দের পাশে Nadia Diagnostic Centre আবার দাড়িয়েছেন। তাদের পক্ষ্য থেকে বিনামূল্য সমস্ত যাবতীয় টেস্ট ফ্রী তে তাদের করিয়ে দেওয়া হবে তার দায়িত্ব নেওয়া হয়েছে।

৫) ক্যাম্প এ আসা প্রত্যেকে মা বোন দের জন্য ছিল স্যানিটারি নাপকিন। Sopnsered by WECARE~ Soumava Chowdhury da ❤️

৬) বিনামূল্যে ব্লাড প্রেসার টেস্ট এর পরিষেবা by team Dr. Deepak Das

৭) ক্যাম্প এ আসা প্রত্যেকের জন্য ছিল সামান্য জল খাবার এর ব্যবস্থা

৮) ক্যাম্প এ আসা প্রত্যেক সার্জারি পেশেন্ট দের অস্বস্থ করা হয়েছে তাদের সবার বিনামুল্যা সার্জারি করানোর এর দায়িত্ব আমাদের

৯) ক্যাম্প এ আসা প্রত্যেক পেশেন্ট দের যে কোনো এমার্জেন্সি কন্ডিশনে যে কোনো সময় আমরা তাদের পাশে থাকবো সেটি তাদের অস্বস্থ করা হয়েছে ।

যাদের দিন রাত এক করা পরিশ্রম ছাড়া এই ক্যাম্প সম্পন্ন হতো না তারা হল Najrul Mallick দা, Surajit Biswas da, Sandip Shil , Sushil Chowdhury da । আমরা এনাদের বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

বিশেষ ধন্যবাদ জানাই Sudipta Biswas , Samrat Ghosh , Bijan Saha , Ipsita Adhikary, Nirupama Biswas , Sujay Biswas , Ankita Sarkar , Sajib , Partha Debnath da, Akirul da, Babar ali da কে ক্যাম্প এর দিন সকাল থেকে সব দাইত্ত নিয়ে ক্যাম্প টি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য।

তাই আবারো একটি সফল মেডিকেল ক্যাম্প এর উদাহরণ গড়লাম আমরা।

ক্যাম্প এ আসা প্রত্যেক দাদা দিদি দের জন্য রইলো নতমস্তকে প্রনাম। ভাই বোন দের জন্য রইলো অজস্র ভালোবাসা। আশীর্বাদ করুন এভাবে ই যেনো মানুষ এর পাশে থাকতে পারি সব সময়।

সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার জন্য রইল অজস্র শুভকামনা এবং  আশীর্বাদ। কৃষ্ণনগর, ভালুকা, ধুব...
01/04/2022

সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার জন্য রইল অজস্র শুভকামনা এবং আশীর্বাদ। কৃষ্ণনগর, ভালুকা, ধুবুলিয়া তে যেসব পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় কোনো সমস্যা হলে তাদের পাশে থাকার অঙ্গীকার হিসাবে রইল তাদের জন্য ফ্রী যাতায়াত এর সুবিধা আমাদের তরফ থেকে। আমাদের সাথে যোগযোগ এর জন্য আমাদের কল বা Whatsapp করুন।
Shresthashree Swain : 7980339736
Sudipta Biswas : 9153122333
Samrat Ghosh : 7602108046

 #বিনামূল্যে_স্বাস্থ্যপরীক্ষা_শিবির_by_Doctor Deepak Das , এম.বি.বি.এস.(গোল্ড), এম. এস. সার্জারী(গোল্ড), FMAS, ল্যাপ্রোস...
28/03/2022

#বিনামূল্যে_স্বাস্থ্যপরীক্ষা_শিবির_by_Doctor Deepak Das , এম.বি.বি.এস.(গোল্ড), এম. এস. সার্জারী(গোল্ড), FMAS, ল্যাপ্রোস্কপিক এন্ড জেনারেল সার্জন ও #স্বেচ্ছায়_রক্তদান_শিবির_by Emergency Blood Service(EBS🩸)।

২০২১ এর ১লা জানুয়ারী থেকে Dr. Deepak Das নদীয়া জেলাব্যপী তাঁর প্রতিটি চেম্বারে ৭০ বছর বা ঊর্ধ্বে প্রত্যেকটি পেশেন্টকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। ইতিমধ্যে তিনি প্রায় ১৯০০ এর অধিক ৭০ বছর বা তার উর্ধ্বে মা ও বাবাদের বিনামূল্যে চিকিৎসা করেছেন। এরই সাথে তিনি বিগত ১ বছর সময়কালের মধ্যে বিভিন্ন এডুকেশনাল অর্গানাইজেশন ও NGO এর সহযোগিতায় ৮ টি বড় মেডিক্যাল ক্যাম্প করেছেন।

Emergency Blood Service (EBS) এই নাম টি ইতি মধ্যে আমরা সবাই জানি। রক্ত থেকে শুরু করে যেকোনো দুঃস্থ মানুষ এর পাশে এই সেচ্ছাসেবী গ্রুপ টি সবসময় থাকে। এই ক্যাম্প এর জন্যে আমাক জানায় Sujit Ghosh । বলে দিদি আমার মেয়ের জন্ম দিন উপলক্ষে একটি রক্তদান শিবির করছি আর আমার ইচ্ছা সাথে একটি ফ্রী হেলথ ক্যাম্প ও করার। তুমি কি একটু দাদা এর সাথে কথা বলে অ্যারেঞ্জ করতে পারবে। ভাইজি এর জন্মদিন বলে কথা। আর ভাই এই কথা যখন বলল এক কথায় রাজি আমি। বললাম আমার ভাইজি এর জন্ম দিনে আমাদের তরফ থেকে এটাই গিফট থাকবে "ফ্রী হেলথ ক্যাম্প"।

তাই এবারও আমরা এগিয়ে এসেছি সাধারণ মানুষের স্বার্থে,মানুষের পাশে দাঁড়াতে। এই উদ্দেশ্যেই জনসাধারণের জন্যে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে আগামী ২ রা এপ্রিল,২০২২, শনিবার, নদীয়ার ধুবুলিয়ার নিকটবর্তী হারিন্ডাঙা গ্রামে।

শিবিরটি উক্ত দিন সকাল ১০ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে। এই শিবিরে প্রত্যেক বার এর মত এবার ও "নদীয়া ডায়াগনস্টিক" ফ্রী সুগার, ব্লাড প্রেসার ও ECG টেস্ট এর সুবিধা দিতে এগিয়ে এসেছেন।

উক্ত শিবিরের বিষয়ে প্রয়োজনীয় মানুষদের অবহিত করুন,ছড়িয়ে দিন সকলে!

সময়- সকাল ১০ ঘটিকা
স্থান- নদীয়ার ধুবুলিয়ার নিকটবর্তী হারিন্ডাঙা গ্রাম।
তারিখ- ২রা এপ্রিল,২০২২
যোগাযোগ - 7980339736, 9064054358

A case of 45 years / female patient with past history of paramedian incision for open cholecystectomy and appendicectomy...
16/03/2022

A case of 45 years / female patient with past history of paramedian incision for open cholecystectomy and appendicectomy 8 years back outside. The patient developed large incisional hernia with loss of domain. Patient was optimised Pre operatively for 1 month. Adhesiolysis done with component separation and neo posterior sheath creation and 20 cm x 20 cm mesh placement in sub- lay space.

Address

Krishnanagar Forest Office Area
741101

Telephone

+917980339736

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Deepak Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Deepak Das:

Share

Category