03/04/2022
#বিনামূল্যে_স্বাস্থ্যপরীক্ষা_শিবির_by_Doctor Deepak Das , এম.বি.বি.এস.(গোল্ড), এম. এস. সার্জারী(গোল্ড), FMAS, ল্যাপ্রোস্কপিক এন্ড জেনারেল সার্জন ও #স্বেচ্ছায়_রক্তদান_শিবির_by Emergency Blood Service(EBS🩸)।
Emergency Blood Service (EBS) এই নাম টি ইতি মধ্যে আমরা সবাই জানি। রক্ত থেকে শুরু করে যেকোনো দুঃস্থ মানুষ এর পাশে এই সেচ্ছাসেবী গ্রুপ টি সবসময় থাকে। এই ক্যাম্প এর জন্যে আমার স্ত্রী শ্রেষ্ঠা কে জানায় Sujit । "বলে দিদি আমার মেয়ের জন্ম দিন উপলক্ষে একটি রক্তদান শিবির করছি আর আমার ইচ্ছা সাথে একটি ফ্রী হেলথ ক্যাম্প ও করার।"
২০২১ এর ১লা জানুয়ারী থেকে আমরা নদীয়া জেলাব্যপী আমাদের প্রতিটি চেম্বারে ৭০ বছর বা ঊর্ধ্বে প্রত্যেকটি পেশেন্টকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছি। ইতিমধ্যে প্রায় ১৯০০ এর অধিক ৭০ বছর বা তার উর্ধ্বে মা ও বাবাদের বিনামূল্যে চিকিৎসা করেছি।
ঠিক তেমনই এবারও সাধারণ মানুষের স্বার্থে,মানুষের পাশে দাঁড়াতে আমরা এই ইনিশিয়েটিভ টি নিয়েছিলাম।
আবার ও একটি সফল মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছােয় রক্ত দান শিবির সম্পন্ন করলাম আমরা Emergency Blood Service(EBS🩸) এর সহযোগিতায়।
উক্ত দিনে মেডিক্যাল ক্যাম্প এর সাথে সাথে অনেক গুলি গুরুত্বপূর্ণ কর্মসূচি এর আয়োজন করা হয়েছিল।
১) বিনামূল্য স্যস্থ পরীক্ষা by Dr. Deepak Das, MBBS (Gold), MS SURGERY (Gold), FMAS (AMASI)
২) স্বেচ্ছােয় রক্ত দান শিবির by EBS
৩) ক্যাম্প এ আসা প্রত্যেকের হাতে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্য তুলে দেওয়া
৪) Nadia Diagnostic Centre এর শ্যামল দা ও শুশীল দা এর উদ্যোগে বিনামূল্যে ECG এবং Suger test এর পরিষেবা ও সাথে এমন ও কিছু অসহায় মানুষ দের পাশে Nadia Diagnostic Centre আবার দাড়িয়েছেন। তাদের পক্ষ্য থেকে বিনামূল্য সমস্ত যাবতীয় টেস্ট ফ্রী তে তাদের করিয়ে দেওয়া হবে তার দায়িত্ব নেওয়া হয়েছে।
৫) ক্যাম্প এ আসা প্রত্যেকে মা বোন দের জন্য ছিল স্যানিটারি নাপকিন। Sopnsered by WECARE~ Soumava Chowdhury da ❤️
৬) বিনামূল্যে ব্লাড প্রেসার টেস্ট এর পরিষেবা by team Dr. Deepak Das
৭) ক্যাম্প এ আসা প্রত্যেকের জন্য ছিল সামান্য জল খাবার এর ব্যবস্থা
৮) ক্যাম্প এ আসা প্রত্যেক সার্জারি পেশেন্ট দের অস্বস্থ করা হয়েছে তাদের সবার বিনামুল্যা সার্জারি করানোর এর দায়িত্ব আমাদের
৯) ক্যাম্প এ আসা প্রত্যেক পেশেন্ট দের যে কোনো এমার্জেন্সি কন্ডিশনে যে কোনো সময় আমরা তাদের পাশে থাকবো সেটি তাদের অস্বস্থ করা হয়েছে ।
যাদের দিন রাত এক করা পরিশ্রম ছাড়া এই ক্যাম্প সম্পন্ন হতো না তারা হল Najrul Mallick দা, Surajit Biswas da, Sandip Shil , Sushil Chowdhury da । আমরা এনাদের বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিশেষ ধন্যবাদ জানাই Sudipta Biswas , Samrat Ghosh , Bijan Saha , Ipsita Adhikary, Nirupama Biswas , Sujay Biswas , Ankita Sarkar , Sajib , Partha Debnath da, Akirul da, Babar ali da কে ক্যাম্প এর দিন সকাল থেকে সব দাইত্ত নিয়ে ক্যাম্প টি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য।
তাই আবারো একটি সফল মেডিকেল ক্যাম্প এর উদাহরণ গড়লাম আমরা।
ক্যাম্প এ আসা প্রত্যেক দাদা দিদি দের জন্য রইলো নতমস্তকে প্রনাম। ভাই বোন দের জন্য রইলো অজস্র ভালোবাসা। আশীর্বাদ করুন এভাবে ই যেনো মানুষ এর পাশে থাকতে পারি সব সময়।