
08/08/2023
আমাদের শহীদ ক্ষুদিরাম বসু মেডিকেল ব্যাঙ্কে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এসে অথবা ৭০০৩১৮১২৪৩ নম্বরে ফোন করে মেডিকেল কার্ড সংগ্রহ করুন এবং সারা বছর বিনামূল্যে ডাক্তার দেখান। এখানে স্বনামধন্য চিকিৎসকেরা সম্পূর্ণ বিনামূল্যে মানুষের চিকিৎসা করেন। প্রতি মাসে ২টো চোখের ছানি অপারেশন বারাসাত রেনুকা আই হাসপাতাল থেকে করানোর ব্যাবস্থা আছে। এছাড়া মেডিকেল ব্যাঙ্কে সমস্ত প্যাথলজিক্যাল টেস্ট থাইরো কেয়ার ল্যাবরেটরি থেকে 50% ছাড়ে করা হয়।