Madhyamgram Kalpataru Welfare Society

Madhyamgram Kalpataru Welfare Society To lend helping hand towards socially and financially deprived people.

 #মধ্যমগ্রাম_কল্পতরু_ওয়েলফেয়ার_সোসাইটি গতকাল সারারাত কলকাতার রাস্তায় কম্বল ও শীতের ব্যবহার যোগ্য পুরাতন ও নতুন পোশাক ...
21/12/2025

#মধ্যমগ্রাম_কল্পতরু_ওয়েলফেয়ার_সোসাইটি
গতকাল সারারাত কলকাতার রাস্তায় কম্বল ও শীতের ব্যবহার যোগ্য পুরাতন ও নতুন পোশাক সাথে শুকনো খাবার বিতরণ যা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের একান্ত সহযোগিতায়।।
এইভাবেই সকলে আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন ।।

গত ২৯শে নভেম্বর ২০২৫ এর মতো আবারো আগামী ২০শে ডিসেম্বর ২০২৫ গভীর রাতে আমরা  #মধ্যমগ্রামকল্পতরুওয়েলফেয়ারসোসাইটি র সদস্যর...
08/12/2025

গত ২৯শে নভেম্বর ২০২৫ এর মতো আবারো আগামী ২০শে ডিসেম্বর ২০২৫ গভীর রাতে আমরা #মধ্যমগ্রামকল্পতরুওয়েলফেয়ারসোসাইটি র সদস্যরা কলকাতা ও তৎসংলগ্ন এলাকার মানুষদের শীতের পোশাক/ কম্বল উপহার দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আমাদের সীমিত ক্ষমতায় আমরা এতোটা সাহস দেখাতে পারি শুধুমাত্র আপনারা পাশে থাকেন বলেই, তাই বিগত দিন গুলির মতো আবারো আপনাদের কাছে সাহায্য চেয়ে হাত পাতছি, আপনাদের দেওয়া একটি শীতের পোশাক বা কম্বল একজন মানুষকে এই প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে সাহায্য করবে।
Phone pe Debalina Ghosh -9830592502
G pay Arindam De- 9830073947
অর্থ সাহায্য করলে পোস্টের নিচে একটা স্ক্রিনশট অবশ্যই পাঠাবেন। এছাড়াও যেকোনো কারণে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।

আপনাদের সহযোগিতায় গতকাল রাতে আমরা  #মধ্যমগ্রামকল্পতরুওয়েলফেয়ারসোসাইটি  পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়...
30/11/2025

আপনাদের সহযোগিতায় গতকাল রাতে আমরা #মধ্যমগ্রামকল্পতরুওয়েলফেয়ারসোসাইটি পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় 🙏ফুটপাতে যারা রাত্রে বসবাস করে তাদের কাছে 😔😔কিন্তু সত্যি বলতে প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন হয়তো খুবই সামান্য ছিল😭
আমরা প্রতিটি সদস্য সদস্যা যারা কাল রাত্রিবেলা উপস্থিত ছিলাম সবাই প্রচন্ড ভাবে মর্মাহত 😔😔এই রাতের কলকাতা দেখে যেখানে মানুষ🧍🏽‍♂️ কুকুর🐕 বাচ্চা 👶🏽সবাই একসঙ্গে ফুটপাতে বসবাস করছে একই বিছানায় ,,কেউ কেউ কবে ভাত খেয়েছেন মনে করতে পারছেন না😔😔 কারণ রাত্রিবেলা উল্লাস করতে যেসব শিক্ষিত সমাজের মানুষেরা বেরোয় তাদের গাড়ির ধাক্কায় অথবা বেপরোয়া গাড়ির গতি নিয়ন্ত্রণ না রাখতে পেরে তার ধাক্কায় তাদের দুটো পা ভেঙে গেছে তাদের হসপিটালে নিয়ে যাওয়ার মতন কেউ নেই। তারা ওখানেই ফুটপাতে পরে রয়েছেন শুকনো খাবারদাবার খেয়ে তাদের দিন চলছে ।।

আমরা আবার চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আবার এই মানুষগুলোর কাছে পৌঁছাবার🙏🙏 খাবার এবং পুরনো শীত বস্ত্র বা নতুন শীতবস্ত্র 👘অথবা কম্বল নিয়ে এই ঠান্ডার ভেতরেই আবার পৌঁছে যাওয়ার ।। আমাদের সামর্থ্য খুবই কম আপনাদের সহযোগিতা না থাকলে আমরা এইভাবে কাজ করতে পারতাম না তাই আপনাদের সকলকে ধন্যবাদ দামি আমরা ছোট করবো না এই ভাবেই আগামী দিনে আমাদের সাথে থাকবেন আপনারা পাশে থাকবেন যাতে আমরা আরও কিছু মানুষের উপকারে আসতে পারি 🙏🙏

সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏🌹🙏🌹🙏

 #শীত_এসে_গেছে_দরজায় আমি আপনি সকলেই কিন্তু  উষ্ণপোশাকে নিজেকে জড়িয়ে নিতে ব্যস্ত হয়ে উঠেছি শীতের রাতে কিন্তু এরকম অনে...
21/11/2025

#শীত_এসে_গেছে_দরজায়

আমি আপনি সকলেই কিন্তু উষ্ণপোশাকে নিজেকে জড়িয়ে নিতে ব্যস্ত হয়ে উঠেছি শীতের রাতে কিন্তু এরকম অনেক #শিশু_বয়স্ক মানুষেরা আছেন যাদের নেই এই ঠান্ডার সাথে লড়াই করার মত প্রয়োজনীয় গরম জামা কাপড় 👚👘🧥🧣
আমরা #মধ্যমগ্রামকল্পতরুওয়েলফেয়ারসোসাইটি আবার আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছি যাতে একটি করে কম্বল আমরা এই মানুষগুলোর হাতে তুলে দিতে পারি শীতের সময় 🙏🙏
আশা রাখবো বিগত দিনগুলোর মতন এবছরও আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে 🌹
আপনারা আমাদের #কম্বল কিনে দিতে পারেন অথবা নীচের দেওয়া নম্বরে আপনাদের অনুদান পাঠিয়ে দিতে পারেন
সকলের কাছে অনুরোধ আপনারা যারা বা করবেনআমাদের পোস্টের নীচে অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং আমাদের থেকে বিল সংগ্রহ করবেন।।

Debalina Ghosh 9830592502
Arindam Dey 98300 73947

আপনাদের সকলের সহযোগিতায়  #মধ্যমগ্রামকল্পতরুওয়েলফেয়ারসোসাইটি আজ ভোরে ব্যবহার যোগ্য পুরোনো জামা, শাড়ি,বাচ্চাদের জামা,জ...
09/11/2025

আপনাদের সকলের সহযোগিতায় #মধ্যমগ্রামকল্পতরুওয়েলফেয়ারসোসাইটি আজ ভোরে ব্যবহার যোগ্য পুরোনো জামা, শাড়ি,বাচ্চাদের জামা,জুতো, শীতের পোশাক পৌঁছে দিয়ে এসেছি এই মানুষগুলোর কাছে ।।
আমাদের আগামী কর্মসূচীগুলো খুব তাড়াতাড়ি আমরা আপনাদের জানাবো,আমাদের পাশে এইভাবেই আপনারা আগামীতেও থাকবেন এই অনুরোধ রইলো সকলের কাছে ।।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।।

আজকে  #তানিশা_বোসের জন্মদিন উপলক্ষে  #মধ্যমগ্রাম_কল্পতরুওয়েলফেয়ার_সোসাইটির সহযোগিতায়  #মধ্যমগ্রামে_সন্ধ্যার_নীড়ে রাত...
01/08/2025

আজকে #তানিশা_বোসের জন্মদিন উপলক্ষে #মধ্যমগ্রাম_কল্পতরুওয়েলফেয়ার_সোসাইটির সহযোগিতায় #মধ্যমগ্রামে_সন্ধ্যার_নীড়ে রাতের খাবারের আয়োজন করা হয়েছিল ।।।
আমরা সংস্থার পক্ষ থেকে সকল আবাসিকদের সুস্থ জীবন প্রার্থনা করি ।
#তানিশার আগামী জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা ।।

Madhyamgram Kalpataru Welfare Society পক্ষ থেকে গতকাল 1/12/24  #সিয়ান  #শাহাজাপুর  #মহুলিপাড়া তে ওখানের গ্রামের শিশুদে...
02/12/2024

Madhyamgram Kalpataru Welfare Society পক্ষ থেকে গতকাল 1/12/24 #সিয়ান #শাহাজাপুর #মহুলিপাড়া তে ওখানের গ্রামের শিশুদের নতুন জামা, পড়াশোনার সামগ্রী, রঙ পেন্সিল পৌঁছে দেওয়া হলো।।
আমাদের এই কাজে সহায়তা করেছেন মধ্যমগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন #শিক্ষিকা_ইন্দ্রানীদি, #আমরা_কজন(সাজিরহাট) , মধ্যমগ্রামের #অঞ্জন_কুমার_মন্ডল বাবু ।।।
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আগামীদিনেও এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন 🙏

আজ   #নতুন_আলো সংগঠনের সহযোগিতায় আমরা তৃতীয় পর্যায়ে মালদার " #ভূতনী" এলাকার বন্যা কবলিত মানুষের এক বেলা খাবারের ব্যাব...
03/10/2024

আজ #নতুন_আলো সংগঠনের সহযোগিতায় আমরা তৃতীয় পর্যায়ে মালদার " #ভূতনী" এলাকার বন্যা কবলিত মানুষের এক বেলা খাবারের ব্যাবস্থা করেছিলাম।আপনারা যারা আমাদের সাহায্য করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই কর্মকাণ্ড করে ওঠা সম্ভব ছিলনা। আশা করবো আগামী কর্মসূচিতেও এই ভাবে আপনারা আমাদের পাশে থাকবেন।
আমরা খুব তাড়াতাড়ি এই ত্রাণ কর্মসূচির খরচের হিসেব দিয়ে দেবো।আবারও সকলের পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ।

Madhyamgram Kalpataru Welfare Society

েলফেয়ার_ট্রাস্ট

আজ মালদার "ভূতনী" এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে দুপুরের খাবারের ব্যাবস্থা করা হয়েছে।মালদা থেকে আমাদের এই কা...
03/10/2024

আজ মালদার "ভূতনী" এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে দুপুরের খাবারের ব্যাবস্থা করা হয়েছে।মালদা থেকে আমাদের এই কাজের জন্যে সহযোগিতা করছে #নতুন_আলো সংগঠন

Madhyamgram Kalpataru Welfare Society
BARANG বরং
েলফেয়ার_ট্রাস্ট

আমরা সকলেই জানি এবার বন্যায় ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মালদার মানুষ।বহু ঘর ভেঙে জলের সাথে তলিয়ে গেছে।না হচ্ছে ঠিক মত...
01/10/2024

আমরা সকলেই জানি এবার বন্যায় ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মালদার মানুষ।বহু ঘর ভেঙে জলের সাথে তলিয়ে গেছে।না হচ্ছে ঠিক মতো থাকা না হচ্ছে খাওয়া।আমরা আপনাদের সকলের সহযোগিতায় #মধ্যমগ্রাম_কল্পতরু_ওয়েলফেয়ার_সোসাইটি, ং , এবং েলফেয়ার_ট্রাস্ট -এর পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার ০৩-১০-২০২৪ মালদার "ভূতনি" এলাকার প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষের খাওয়ানোর ব্যাবস্থা করেছি।সকলের পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ।

**বিঃদ্রঃ - আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই মুহূর্তে আর কোনো টাকা পাঠাবেন না। পূর্বে যারা টাকা পাঠিয়েছেন এবং বিল সংগ্রহ করেননি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বিলটি চেয়ে নেবেন। **

ধন্যবাদান্তে-
#মধ্যমগ্রাম_কল্পতরু_ওয়েলফেয়ার_সোসাইটি
#বরং'

েলফেয়ার_ট্রাস্ট'

আপনাদের সকলের সহযোগিতায় আমরা প্রথম দফায় গত ২৫শে সেপ্টেম্বর (বুধবার) খানাকুল ও ২৯শে সেপ্টেম্বর (রবিবার) ত্রাণসামগ্রী নিয...
01/10/2024

আপনাদের সকলের সহযোগিতায় আমরা প্রথম দফায় গত ২৫শে সেপ্টেম্বর (বুধবার) খানাকুল ও ২৯শে সেপ্টেম্বর (রবিবার) ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে গেছিলাম বন্যাকবলিত এলাকা পাঁশকুড়ার খসারবন নীচু, সরসত্তা নিচু, দেড়িয়াচক হাইস্কুল, কামিনীচক পূর্ব এলাকায়। এছাড়া রেড অ্যালার্ট জারি থাকার কারণে কামিনীচক দক্ষিণ, কামিনীচক পশ্চিম এবং কামিনীচক মধ্যম অঞ্চলে যাওয়া সম্ভব হয়নি। তাই খাবারগুলো সেখানকার নিকটবর্তী ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদের হাতে প্রায় ১৮০০ প্যাকেট শুকনো খাবার পৌঁছে দিয়েছি।

'মধ্যমগ্রাম কল্পতরুওয়েলফেয়ার সোসাইটি', 'পরশ ওয়েলফেয়ার ট্রাস্ট', এবং 'বরংBarang'র, এই যৌথ উদ্যোগে মধ্যমগ্রামের সাধারণ জনগণ তথা সামাজিক মাধ্যমের দৌলতে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কেউ খাদ্যসামগ্রী কিনে দিয়ে আবার কেউ আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাদের সকলকে ধন্যবাদ কুর্নিশ জানাই।
এছাড়া এই উদ্যোগে আমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে 'নির্ঝরের স্বপ্নভঙ্গে উড়ান', 'ইচ্ছে ডানা', বোলেরো ড্যান্স গ্রুপ, 'মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশন' প্রভৃতি সংস্থা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অ্যাকোয়া শাইন (আব্দালপুর), 'নিউব্যারাকপুর ফিটনেস পয়েন্ট জিম' ও আরো অনেকেই....।

আমরা আমাদের পাশে পেয়েছি মধ্যমগ্রামের ফেসবুক গ্রুপ 'মধ্যমগ্রাম অধিবাসীবৃন্দ', 'মধ্যমগ্রাম আমার তোমার', 'মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ' কে, যাদের মাধ্যমে আমরা জনসংযোগ গড়ে তুলতে এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিতে পেরেছি বলেই এই উদ্যোগ এতটা সফলভাবে করা সম্ভবপর হয়েছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই। আশাকরি আগামীতেও মানুষের প্রয়োজনে আমরা আপনাদেরকে এভাবেই আমাদের পাশে পাবো।
ধন্যবাদ জানাই মধ্যমগ্রাম থানা ও পাঁশকুড়া থানার পুলিশকর্মীদের।
এছাড়াও ধন্যবাদ জানাই ওই অঞ্চলের উপ পৌরপ্রধান দিলীপ মাইতি বাবুকে শুরু থেকে শেষ পুরো আমাদের গাইড করার জন্য।

**বিঃদ্রঃ - আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই মুহূর্তে আর কোনো টাকা পাঠাবেন না। পূর্বে যারা টাকা পাঠিয়েছেন এবং বিল সংগ্রহ করেননি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বিলটি চেয়ে নেবেন। **

ধন্যবাদান্তে -
'মধ্যমগ্রাম কল্পতরু ওয়েলফেয়ার সোসাইটি'
'পরশ ওয়েলফেয়ার ট্রাস্ট'
'বরংBarang'

কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ বুঝে উঠতে পারছিনা l আমরা কেউই এখনো হয়তো স্বাভাবিক হতে পারিনি l খেতে গেলে শুতে গেলে বা ক...
30/09/2024

কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ বুঝে উঠতে পারছিনা l আমরা কেউই এখনো হয়তো স্বাভাবিক হতে পারিনি l খেতে গেলে শুতে গেলে বা কারুর সাথে এই মানুষ গুলোর পরিস্থিতি আলোচনা করতে গেলেও গা শিউরে উঠছে l বিশ্বাস করুন আমি আপনি আমরা অনেক ভালো আছি l
. . . . গতকাল আমরা তিনটি স্বেচ্ছাসেবী সংস্থা #মধ্যমগ্রাম_কল্পতরু_ওয়েলফেয়ার_সোসাইটি, #বরংBarang আর েলফেয়ার_ট্রাস্ট মিলে পাঁশকুড়া অঞ্চলের #খসরবান নীচু, #সরস্বত নীচু, #ডেরিয়াচক হাই স্কুল, #কামিনীচক পূর্ব এলাকায় পৌঁছে গেছিলাম l মোট ১৮০০ জনের জন্য আমরা খাবারের আয়োজন করতে পেরেছি l সাথে কিছু জামা কাপড় l ওই সামান্য কিছু শুকনো খাবারের জন্য কত দূর দূর থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাই কেউ এক হাটু জল কেউ বা এক কোমর জল ভেঙে খাবার নিতে আসছেন l এই দৃশ্যের সাক্ষী আমরা কাল ছিলাম l আমরা নিজেরা প্রতিটা ব্লকে মানুষ জনের বাড়ি যাওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছ। এই চারটি অঞ্চল ছাড়াও #কামিনীচক দক্ষিন, #কামিনীচক পশ্চিম, এবং #কামিনীচক মধ্যম এলাকাগুলিতে লাল সতর্কতা জারি থাকার কারনে আমরা শারীরিকভাবে সেখানে পৌঁছাতে না পারলেও সেখানকার ত্রাণশিবিরের আয়োজকদের কাছ খাবার পৌঁছে দিয়েছি।
আমাদের সাথে প্রথম থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে #নির্ঝরের_স্বপ্নভঙ্গে_উড়ান এবং #ইচ্ছেডানা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, অনেক ধন্যবাদ তাদেরকে🙏
ধন্যবাদ জানাই ওই এলাকার পঞ্চায়েত উপ প্রধান দিলীপ মাইতি বাবু কে উনি আমাদের শুরু থেকে শেষ অবধি পুরোটা গাইড করেছিলেন 🙏🏻
ধন্যবাদ জানাই মধ্যমগ্রাম থানা এবং পাঁশকুড়া থানার সকল পুলিশকর্মচারীকে 🙏
সবশেষে যাঁদের কথা না বললেই নয়... মধ্যমগ্রাম এবং পার্শবর্তী বিভিন্ন এলাকার অগনিত মানুষ, যেভাবে আপনারা এগিয়ে এসেছেন, পাশে থেকেছেন, নানাভাবে সাহায্য করেছেন তাতে আমরা আপ্লুত। আপনারা না থাকলে কোনোভাবেই আমরা এই কাজটা করতে পারতাম না, তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে🙏🙏। ভবিষ্যতেও এভাবেই আপনাদের পাশে পাব এই আশা রাখি
ধন্যবাদান্তে
#মধ্যমগ্রাম_কল্পতরু_ওয়েলফেয়ার_সোসাইটি

Address

Madhyamgram
700129

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhyamgram Kalpataru Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram