
29/04/2025
"হে ভৈরব, হে রুদ্র বৈশাখ,
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল
তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল
কারে দাও ডাক-
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ....."
কবিগুরু বৈশাখ কবিতাতে এভাবেই গ্রীষ্মের ব্যাখ্যা করে গিয়েছেন বহুকাল আগেই। সময় অতিবাহিত হলেও আজও প্রকৃতি সমান ভাবে নিজরূপেই প্রবহমান বছরের পর বছর ধরেই ভারতবর্ষে ।এই তীব্র দহন কেন? উত্তর জানতে হলে সর্বাগ্রে জানতে হবে ভৌগোলিক কারণের সাথে আয়ুর্বেদের গূঢ় সম্পর্কের কথা। আয়ুর্বেদ জীবনের বিজ্ঞান। প্রতিটি ক্ষেত্রেই যার অবাধ বিচরণ।
আজকের *সংবাদ প্রতিদিন*- 29-04-2025, পৃষ্ঠা-7,
সকল পাঠকের মতামত প্রার্থনীয় 🙏🏻
https://epaper.sangbadpratidin.in/epaper/m/942491/680ff076669df