27/07/2025
সহজ কথা, #
গলব্লাডার স্টোন (পিত্তথলির পাথর) – সাধারণ কারণ ও সতর্কতা
🔍 পিত্তপাথরির সাধারণ কারণসমূহঃ
👉 অতিরিক্ত কোলেস্টেরল — রক্তে বেশি কোলেস্টেরল থাকলে তা পিত্তথলির পাথর তৈরি করতে পারে।
👉 অতিরিক্ত ওজন বা স্থূলতা — মোটা মানুষদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি।
👉 দীর্ঘসময় উপোস বা অনিয়মিত খাদ্যাভ্যাস — পিত্তথলির পাথরের অন্যতম কারণ।
👉 হরমোন জনিত কারণ — মহিলাদের মধ্যে গর্ভাবস্থা, জন্মনিয়ন্ত্রণ পিল ইত্যাদি কারণে ঝুঁকি বেশি।
👉 পারিবারিক বা বংশগত
👉 ডায়াবেটিস — ডায়াবেটিস রোগীদের মধ্যে গলব্লাডার স্টোন হওয়ার প্রবণতা বেশি।
🛑 উপসর্গ যেগুলি অবহেলা করবেন না:
* পেটের ডানদিকের উপরিভাগে ব্যথা
* বমি ভাব বা বমি
* খাওয়ার পর পেট ভার বা অস্বস্তি
* মাঝে মাঝে জ্বর বা জন্ডিস
💡 চিকিৎসা:
প্রাথমিক পর্যায়ে ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রণ সহায়ক হলেও, গলব্লাডার অপারেশন ই সঠিক চিকিৎসা।
ডা. দীপক মাইতি
জেনারেল, ল্যাপারোস্কোপিক ও লেজার সার্জন
রবীন্দ্র নগর, মেদিনীপুর
📞 8967044987/7908687045