14/05/2023
প্রদীপ কুমার লাহিড়ী
১৪. ৫. ২৩
মাতৃদিবসে আমার নিবেদন
মা যে কি তাঁর সন্তানের কাছে তিনি বেঁচে থাকতে বুঝতে পারিনি
তিনি আমাদের ছেড়ে বহু দূর আকাশে
চলে যাবার পর প্রতি মুহূর্তে অনুভব করতে পারি
দশ মাস দশদিন গর্ভ যন্ত্রনা ভোগ করেছেন তিনি হলেন মা
ছোট বেলায় একবার
টাইফয়েড হয়ে ছিল একদিন মাঝ
গভীর রাতে ঘুম ভেঙে দেখি তিনি হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছেন
আমার মাথার কাছে বসে
ইনি হলেন মমতামই মা
আজ তাঁকে স্মরণ করে বলি
মাগো মা তোমার সাথে জেনে বা না
জেনে যদি কোন অপরাধ
করে থাকি তবে এই অধম
সন্তান কে ক্ষমা করো
!!জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী!!