IIN - Indigen Institute of NeuroPsychology

IIN - Indigen Institute of NeuroPsychology IIN
Child Development I Professional Hub I Research Wing.

At IIN - Indigen Institute of NeuroPsychology Council, we empower parents with our IIN PTP, providing insights and strategies to create nurturing environments for effective child development

08/08/2025

ছাত্ররা যখন বলে, স্যার, আপনি আমাদের খুউব প্রিয়। তখন সেটাই সবচেয়ে বড় পুরস্কার।”
একজন শিক্ষকের আসল পরিচয় ধরা পড়ে তাঁর ছাত্রদের চোখে।
ভালোবাসা দিয়ে গড়ে ওঠা সম্পর্কই তো আসল সম্মান।

🙏 IIN-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা সেইসব শিক্ষকদের প্রতি,
যাঁরা শুধু পড়ান না, ছুঁয়ে যান হৃদয়।

⏳ আর মাত্র ২ দিন বাকি!
তোমার প্রিয় শিক্ষক কীভাবে হয়ে উঠলেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ —
🎥 সেই গল্পটা এখনই পাঠাও।

#শিক্ষকসম্মান #প্রিয়শিক্ষক #শেষতারিখ_ঘনিয়ে_এল

07/08/2025

🕒 আর মাত্র ৩ দিন!
তোমার প্রিয় শিক্ষক জানেন কি, তিনি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ?

তোমার অনুভবের ছোট্ট এক টুকরো গল্পই হয়তো হয়ে উঠবে তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
🎥 তাহলে আর দেরি করো না!
পাঠাও তোমার প্রিয় শিক্ষককে প্রিয় হয়ে ওঠার সেই গল্প।

💌 গল্প পাঠানোর শেষ তারিখ: ১০ আগস্ট
🔔 মনে রাখো — অংশগ্রহণ একেবারে বিনামূল্যে। কোনও টাকা লাগবে না।

05/08/2025

তোমার প্রিয় শিক্ষককে কবে বলবে — “আপনি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক”?
তোমার জীবনে যিনি বদল এনেছেন, যিনি অসাধ্যকে করে তুলেছেন সম্ভব
তাঁর গল্পটা এবার IIN এর সঙ্গে ভাগ করে নাও।
⏳ আর মাত্র কয়েকদিন বাকি!
👉 দেরি না করে এখনই পাঠিয়ে দাও তোমার প্রিয় শিক্ষকের গল্প —
IIN Best Teacher Award™-এ সেই গল্প পৌঁছে যাক সকলের কাছে।

04/08/2025

One Day, I Want to Be Like Her…"

There’s a young student who doesn’t just admire her favourite teacher — she wants to become just like her when she grows up. 🌼
Day by day, she watches with wonder — how her mam greets every child with love, how she encourages even the shyest student to speak up, how she listens with patience, and solves every problem — whether big or small — with care and calm.

To this little girl, her teacher is not just someone who teaches subjects.
She’s someone who teaches life — through kindness, strength, and the magic of belief.

That inspiration has taken root in a young heart.
And maybe, years from now, another child will look up to her the same way. 💖

Because some teachers don’t just teach — they leave a mark forever.

04/08/2025

“IIN Best Teacher Award™” নিয়ে ড. চন্দন রায়ের মূল্যবান বক্তব্য
(Principal, Raiganj Surendranath Mahavidyalaya)

IIN Best Teacher Award™ নিয়ে কথা বলতে গিয়ে ড. চন্দন রায় এক গভীরতর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শিক্ষকের ভূমিকা কেবল পাঠদানে সীমাবদ্ধ নয় — তিনি একজন নির্মাতা, একজন মানব গঠনের কারিগর। তিনি বলেন, এই সম্মাননা শুধুমাত্র একজন শিক্ষককে পুরস্কৃত করা নয়, বরং এক সামগ্রিক শিক্ষাপদ্ধতির মূল্যায়ন, যেখানে ভালোবাসা, অন্তর্দৃষ্টি এবং অন্তর্ভেদী সংবেদনশীলতা স্থান পায়।

ড. রায়ের কথায় বারবার প্রতিফলিত হয়েছে অমর্ত্য সেনের ভাবনা — “একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে মানুষের শিক্ষা ও স্বাস্থ্যগত অগ্রগতির ওপর।”







03/08/2025

🌟 While many spoke of their favorite sir or ma'am...
This child said — "My dad is my Best Teacher!" 👨‍👧📚
Love, life lessons, and learning — all wrapped into one beautiful bond.









03/08/2025

🌸 ভালোবাসায় ভরা এক ছোট্ট কণ্ঠস্বর…
একটু লাজুক, কিন্তু খুব আন্তরিক 💖
তার ছোট্ট চোখে ফুটে উঠেছে এক প্রিয় শিক্ষক —
যাকে সে অনুভব করে মনের গভীর থেকে।
এই ভালোবাসাই তো IIN Best Teacher Award™-এর আসল প্রেরণা।

#শিশুরচোখেশিক্ষক #ভালোবাসারশিক্ষক #ছোটমনবড়বলে

02/08/2025

📘 বাংলা মিডিয়াম থেকে ইংরেজি মিডিয়ামে — আর কোনো ভয় নেই!

শুরুতে খুব ভয় লাগত।
সবকিছু ছিল ইংরেজিতে —
নতুন স্কুল, নতুন বই, নতুন শব্দ।
আমি যেন হারিয়ে গিয়েছিলাম।

কিন্তু Mam আমার পাশে ছিলেন।
উনি ধীরে ধীরে বলতেন, সবসময় হাসতেন,
আর বারবার বলতেন — “তুমি পারবে!”

আজ আমি ইংরেজি ভালোবাসি।
পড়ি, লিখি, চেষ্টা করি —
কারণ Mam আমার উপর বিশ্বাস রেখেছিলেন।

💙 ধন্যবাদ, Puja Mam।
আপনিই আমাকে সাহসী করে তুলেছেন।

02/08/2025

শিক্ষক Kousik Sen-এর একটি বক্তব্যে উঠে এসেছে গুরুত্বর এক অনুভব —
“গুরু বলে কাকে প্রণাম করবি?
তোর অতীত গুরু, তোর পথিক গুরু, গুরু অগণন।”

এই বাণী শুধু অতীতের প্রতি শ্রদ্ধা নয়,
এটা ভবিষ্যতের পথ দেখানোর এক দিশা।
তিনি তুলে ধরেছেন —
একজন প্রকৃত শিক্ষক পাঠ্যবইয়ের সীমা ছাড়িয়ে
কীভাবে জীবনের দিকে আলো ফেলেন।

IIN Best Teacher Award™ ঠিক সেই শিক্ষকদের জন্য —
যাঁরা শেখান কণ্ঠে নয়, কর্মে;
যাঁদের শিক্ষা থাকে ছাত্রের মনের গভীরে,
আর যাঁদের প্রভাব থাকে সারা জীবনের জন্য।

🌟 এই পুরস্কার, এই শ্রদ্ধা —
তাঁদের জন্য, যাঁরা নিঃশব্দে তৈরি করেন আগামী প্রজন্ম।

#তোরঅতীতগুরু_তোরপথিকগুরু #শিক্ষাএকটিসাধনা

01/08/2025

Puja Mam, you made a big difference — not just by teaching lessons, but by making one little heart fall in love with learning.
And to this little student —
Thank you for noticing the magic,
and sharing it with all of us.
In your simple words, we saw a whole story —
of a teacher who made learning feel like joy,
and a child who felt seen, heard, and inspired.









01/08/2025

Math ছিল আমার সবচেয়ে ভয়ংকর সাবজেক্ট। মনে হতো, আমি কোনোদিন পারব না। কিন্তু স্যারের চোখে কখনো হতাশা দেখিনি — বরং ছিল ভালোবাসা, ধৈর্য আর একরাশ বিশ্বাস।
স্যারের ক্লাসে ধীরে ধীরে অঙ্কের ভাষা যেন গল্পের মতো লাগতে শুরু করল। ভুল হলে স্যার রাগ করতেন না, বরং জিজ্ঞেস করতেন — 'কোথায় আটকে গেছো?' সেই মুহূর্তে বুঝেছিলাম, অঙ্ক শুধু সংখ্যার খেলা নয়, এটা ভালোবাসার জায়গাও হতে পারে।
আজ আমি অঙ্কে confident — শুধু নিজে পারি বলেই নয়, কারণ আমি জানি, কেউ একজন বিশ্বাস করেছিল আমি পারব।









31/07/2025

সে ছোট, কিন্তু তার অনুভব অনেক বড়।
শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাতে অরিজিৎ আজ কথা বলেছে নিজের ভাষায়, নিজের হৃদয় থেকে।
IIN Best Teacher Award™-এর জন্য তোমার এই ছোট্ট বার্তাই আমাদের বড় পাওনা।
ধন্যবাদ, অরিজিৎ❤️










Address

Mumbai

Alerts

Be the first to know and let us send you an email when IIN - Indigen Institute of NeuroPsychology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to IIN - Indigen Institute of NeuroPsychology:

Share