IIN - Indigen Institute of NeuroPsychology

IIN - Indigen Institute of NeuroPsychology IIN
Child Development I Professional Hub I Research Wing.

At IIN - Indigen Institute of NeuroPsychology Council, we empower parents with our IIN PTP, providing insights and strategies to create nurturing environments for effective child development

30/09/2025

শিশু যখন শব্দ করতে শুরু করে 🎵
তা কিন্তু শুধুই আওয়াজ নয়, 🗣
এটি তার প্রথম ভাষার শুরুর দিকের পদক্ষেপ। 👼
তাই প্রতিবার সে কিছু বলার চেষ্টা করলে
আপনার প্রতিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ!🌟

30/09/2025

আপনার শিশু কি খেলার মাঝে আপনাকে দেখে মুচকি হাসে? ☺️
এই ছোট্ট হাসিটিই কিন্তু তার প্রথম কমিউনিকেশন! 🗣
শিশুর প্রথম social skill গুলি এভাবেই তৈরি হতে থাকে, 👼
আপনার দেওয়া প্রতিক্রিয়া তার brain development এ অবদান রাখে।🌟

29/09/2025

আপনি কি জানেন 🌾
বিভিন্ন object এর সাথে শিশুর নানান অ্যাক্টিভিটি 🌟
তার Social Interaction এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?🗣
অর্থাৎ শিশুর কথা বলার আগেই object এর এমন ব্যাবহার
কমিউনিকেশনের এর মাইলস্টোন। 🚩

29/09/2025

আচ্ছা? আপনার শিশু কি অনেক কিছুই বোঝে? 🙋
শুধু কথা বলেনা? 👼
আসুন বুঝে নিই কিছু বিষয়। ✨
বহু শিশুই একটু দেরিতে কথা বলে অনেক সময় 🌟
তবে খেয়াল রাখতে হবে কিছু বিষয়
আপনার শিশুর কথা বলার আগেই - 👼
তার প্রথম হাসি, শব্দ, নড়াচড়া, অঙ্গভঙ্গি 🤝
কমিউনিকেশন এর অপরিহার্য পদক্ষেপ। 🗣

29/09/2025

বিভিন্ন গবেষণায় দেখা গেছে 🔬
শিশুর Language development এর ক্ষেত্রে 👼
Early Intervention 🌟
তাকে অ-নেকটাই সাফল্যের দিকে এগিয়ে নিতে পারে।👍
অর্থাৎ Language development তাড়াতাড়ি আর দেরিতে ধরতে পারা 🙋‍♂️
আপনার সন্তানের ভবিষ্যতে একটা বড় পার্থক্য গড়ে দেয়। 👨‍👩‍👦
কাজেই এই কাজ আমার আপনার অর্থাৎ মা বাবার
আমরা সচেতন হলেই বুঝতে পারবো 🌥

29/09/2025

আপনি কি জানেন? 🌟
আপনার শিশুর কথা বলার আগেই -
তার সোশাল কমিউনিকেশনে দেরি হচ্ছে কিনা জানা যেতে পারে। 🤔
তার প্রথম হাসি, শব্দ, নড়াচড়া, অঙ্গভঙ্গি কমিউনিকেশনের মাইলস্টোন কারণ,✨
এগুলি আপনার শিশুকে 🌟
আপনার এবং তার চারপাশে সারা বিশ্বের সাথে
কানেকশন তৈরি করতে সাহায্য করে। 🤝

29/09/2025

মা বাবা হিসেবে আমাদের এগুলো জানতে হবে 🌟
নয়তো সবকিছুতেই আমরা শিশুকে শুধু বাধা দিয়ে ফেলবো।🌟
নির্দিষ্ট আচরণ বুঝে সেই অনুযায়ী আমরা প্রতিক্রিয়া দেবো🗣
যাতে তার এগিয়ে যাবার পথে এভাবেই হাত বাড়িয়ে দিতে পারি। 🤝

29/09/2025

ঠিক যেমন একজন বাবা-মা শিশুর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন থাকেন
আমরা যেকোনো মূল্যে তার ব্যবস্থা করি ঠিক ,✨
তেমনই একটি শিশুর কথা বলা বা ভাষা বিকাশের prerequisite হল 👥
তাদের অঙ্গভঙ্গি, শব্দ করা এবং খেলায় ব্যবহৃত জিনিসগুলির সাথে বিভিন্ন Activity .⛹️

29/09/2025

প্রথম তিন বছর আপনার শিশুর brain সবচেয়ে দ্রুত development হয় এবং
আপনার দেওয়া অভিজ্ঞতার দ্বারাই সেই brain আকৃতি পায়। 👨‍👩‍👦
তাহলে বুঝতে পারছেন?✨
আপনার আচরণ
কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?🌟

✨ গতকালের দিনটি আমাদের জন্য ছিল গর্বের—কারণ 166 জন মানুষের সক্রিয় অংশগ্রহণে🏆 IIN Best Teacher Award™ – Distribution Cer...
17/09/2025

✨ গতকালের দিনটি আমাদের জন্য ছিল গর্বের—
কারণ 166 জন মানুষের সক্রিয় অংশগ্রহণে
🏆 IIN Best Teacher Award™ – Distribution Ceremony 🏆
পেয়েছে এক অনন্য মাত্রা।
শুরু থেকে এই দীর্ঘ যাত্রার ফল ঘোষণা করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।
আমাদের প্রত্যেকের কাছে প্রতিটি শিক্ষকের অবদান অমূল্য, প্রত্যেকেই আমাদের চোখে সেরা।
তবুও বিশেষ সম্মান হিসেবে নির্বাচিত ৫ জন শিক্ষকের নাম আমরা ঘোষণা করেছি। ✨

এই যাত্রার প্রতিটি পদক্ষেপে পাশে থাকার জন্য
সকল শিক্ষক, ছাত্রছাত্রী, IIN-এর বাবা-মা ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।

16/09/2025

স্কুলছুট ছাত্রছাত্রীদের আবার স্কুলমুখী করার উদ্যোগই নয়, বয়স্কদের শিক্ষিত করার প্রচেষ্টা ও তাঁর অসাধারণ অবদান। তার সঙ্গে, নিজের লেখা অনন্য বইয়ের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। আমরা সকলেই জানাই এই মহৎ উদ্যোগের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও আন্তরিক কুর্নিশ।

16/09/2025

একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব হলো ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করা, তাঁদের মতো অনুভব করা এবং তাঁদের ভেতরে কৌতূহলের প্রদীপ জ্বালিয়ে দেওয়া। কারণ কৌতূহলই শেখার প্রথম ধাপ।

Address

511, Andheri Link Road, Milat Nagar, Andheri West
Mumbai
400053

Alerts

Be the first to know and let us send you an email when IIN - Indigen Institute of NeuroPsychology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to IIN - Indigen Institute of NeuroPsychology:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram