S K Naturobeda and Ayurveda

S K Naturobeda and Ayurveda আধুনিক আয়ুর্বেদ ও naturopathy treatment and hijama center for produ

21/07/2023
18/02/2023
🍂﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽🍂*✅সিগারেট-মাকরূহ-নাকি-হারাম.কুরআন-হাদীস কি বলে..??* *☑️সিগারেট খেলে কি ইবাদাত কবুল হয় না ??*👉🏻রাসূল (ﷺ...
18/09/2022

🍂﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽🍂
*✅সিগারেট-মাকরূহ-নাকি-হারাম.কুরআন-হাদীস কি বলে..??*

*☑️সিগারেট খেলে কি ইবাদাত কবুল হয় না ??*

👉🏻রাসূল (ﷺ) বলেছেনঃ
নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত। আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো সে তার চল্লিশ দিনের সলাতের কল্যাণ হতে বঞ্চিত হলো।
[আবু দাউদঃ ৩৬৮০]

*☑️সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়".??*

👉🏻 আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]

*☑️"সিগারেট নেশাজাতীয় জিনিস.??*

👉🏻নবী করিম (ﷺ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]।

কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।

- রাসূল (ﷺ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]।

সিগারেট অপবিত্র জিনিস।

- আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]।

সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।

- আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]।

সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
- রাসূল (ﷺ) বলেন,
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]।

সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।

- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]।

এবার আপনিই সিদ্ধান্ত নিন-
এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?আস্তাগফিরুল্লাহ....
আল্লাহ আমাদেরকে এ সর্বনাশা নেশা থেকে দুরে রাখুন। আমিন।।

"শায়খ মুহাম্মাদ আবুল কালাম মিয়াজী।
*👉দ্বীন প্রচারের সার্থে গ্রুপটি শেয়ার করুন ভালো কিছু প্রচার করুন,👍*
*https://chat.whatsapp.com/DHCOyiW6SFBKCkORQlhy9s*

WhatsApp Group Invite

16/09/2022

Dr SUJAT SK(Naturopathy and Ayurvedic)
DN(NATURAPATHY), HLWK(PARAMEDICAL), HOME NARSINS, FIRST AID, HIJAMA
হিজামা কি?
#হিজামা হচ্ছে এমন প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার , মানসিক ও আধ্যাত্নিক সুস্থ্যতা বিদ্যমান রয়েছে।এবং এটার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্নিত, হুজুর (সঃ) বলেছেন, জিবরাঈল (আ) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে,তন্মধ্যে হিজামা ই হলো সর্বোত্তম। (আল-হাকিম : ৭৪৭০)
হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্নিত: রসুলু্ল্লাহ (স) বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে। (সুনানে তিরমিযী,২০৫৩)
হযরত আনাস (রা) হতে বর্নিত ; হুজুর (স) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (আল- হাকিম :৭৪৮২)

#সুন্নাহ_হিজামা বা ওয়েট কাপিং ঃ হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি। এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় যা শরীর কে সতেজ ও অধিক কর্মক্ষম করে।

★★এই পদ্ধতিতে হিজামার দ্বারা যেসব রোগের উপকার হয়ঃ

১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। স্পোর্টস ইনজুরী।
১১। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১২। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৩।অনিদ্রা
১৪। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৫। হাপানি।
১৬। হৃদরোগ।(শুরু অবস্থায়)
১৭। মুটিয়ে যাওয়া।
১৮। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
১৯। চর্মরোগ।
২০। ডায়াবেটিস।
২১। সাইনুসাইটিস।
২২। চুল পড়া।
২৩। ব্রেইন ডিজেজ।
২৪। কোলেষ্টরেল।
২৫। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
২৬। মানসিক সমস্যা।
২৭। পারকিনসন্স ডিজিজ।
২৮। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
২৯। লিভার ডিজিজ।
৩০। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩১। মাদকাসক্তি।
৩২। প্যরালাইসিস।
৩৩। মাথা ঘোরা।
৩৪। যাদু টোনা
৩৫। পাইলস
এবং আরো অনেক রোগের উপকার হয়।

**যেহেতু মাথায় হিজামা করার বিশেষ কিছু উপকারিতা আছে এইজন্য সেটা আলাদা ভাবে উল্লেখ করা হল।**

আব্দুল্লাহ বিন আব্বাস রা: বর্ণনা করেন ।রাসুলূল্লাহ সা: যখন ইহরাম অবস্থায় তখন একগুঁয়ে মাথাব্যথার জন্য হিজামা ব্যবহার করেন। (বুখারী ৫৭০১)
সালমা রা: বলেন.যখন কেউ রাসুলুল্লাহ সা: এর নিকট এসে মাথাব্যথার কথা বলত.তিনি তাদেরকে হিজামা লাগানোর কথা বলতেন ।
(আবু দাউদ ৩৮৫৮)
কালো যাদু বা কুফরী বিনষ্ট করার উদ্দেশ্য **
ইবনুল কাইয়ুম রহ:মন্তব্য করেন.রাসুলুল্লাহ সা:যখন যাদু দ্বারা পীড়ীত হন তখন তিনি মাথায় শিঙ্গা লাগান।এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিক ভাবে করা হয়।
(যাদুল মায়াদ ৪/১২৫-১২৬)

**মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হল।
(আমাদের উন্নত মেশিন রয়েছে তাই চুল নাকেটেও হিজামা করা যায়)

১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

#ড্রাই_কাপিং ঃ এটা একধরনের ড্রাই কাপিং ম্যাসাজ। যারা রক্ত বের করতে চান না তাদের জন্য এই থেরাপি।
এই থেরাপির দ্বারা শরীরের রক্ত চলাচল বৃদ্ধি ও মাংস পেশী সতেজ হয়, ব্যাথা- বেদনা দূর হয় যা আপনাকে দিবে এক আনন্দদায়ক অনুভূতি।

#ফেসিয়াল_কাপিং: এটা একধরনের ফেসিয়াল ম্যাসাজ, যা ভ্যাকিউয়াম কাপ দ্বারা করা হয়, ফলে চেহারার সৌন্দর্য্য বৃদ্ধি পায় ও ত্বক মসৃন হয়।

# #হিজামার পুর্বে করনীয় বিষয়সমূহ।

১। হিজামার পুর্বে দুই ঘন্টা পর্যন্ত খাবার থেকে বিরত থাকবেন।
২। গোসল করে নিবেন।

# #হিজামার পরে করনীয় বিষয়সমূহ # #

১। ২৪ ঘন্টা পর্যন্ত গোসল করা যাবে না এবং হিজামার জায়গায় পানি লাগানো যাবেনা।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস করা যাবেনা।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর করা যাবেনা।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।

Address

BANAMALIPUR(NEAR LALBAGH TVS SHOWROOM)
Murshidabad
742149

Opening Hours

Monday 9am - 1pm
Tuesday 9am - 1pm
Wednesday 9am - 1pm
Thursday 9am - 1pm
Friday 9am - 1pm

Telephone

+919378329370

Website

Alerts

Be the first to know and let us send you an email when S K Naturobeda and Ayurveda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to S K Naturobeda and Ayurveda:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram