15/02/2020
এই ওষুধটি ই্নজেকশন এর মত, প্রতি মাসে ডায়াবেটিস রোগীদের জন্য মাত্র ২ টি ইনজেকশন নিলে সে রোগিকে আর ইনসুলিন নেওয়ার মত ঝামেলা পোহাতে হবে না।রক্তে অধিক পরিমাণ সুগারের কারণে ডায়াবেটিস এর মাত্রা বৃদ্ধি পায়।আর ইনসুলিনের ক্ষেত্রে রক্তে সুগার থাকলেও রোজ ইনসুলিন নিতে হয় আর সুগারে মাত্র কম থাকলেও ইনসুলিন কিন্তু নিতেই হয়। তবে এই ইনজেকশনের রোজকার ঝামেলা নেই। মাসে মাত্র ২ টি ইনজেকশন নিলে কাজ শেষ। ডা. আশুতোষ চিলকেটির তত্বধানে একদল চিকিৎসা বিজ্ঞানীলা আবিষ্কার করেছেন ডায়াবেটিস রোগীদের জন্য নতুন ওষুধ।
ডা. আশুতোষ চিলকেটি জানান, ‘এই ইনজেকশন ইতিমধ্যে বিভিন্ন রকম প্রাণীর উপর পরীক্ষা করে ১০০ ভাগ সুফল পাওয়া গেছে। সর্বশেষ গতমাসে পরীক্ষামূলক ডায়াবেটিস রোগীর মধ্যে প্রয়োগ করে ৯৯ শতাংশ কার্যকারিতা পেয়েছেন। এখন আমেরিকা সরকারের অনুমতি সাপেক্ষে আমরা তা বাজারজাত করার অপেক্ষায় রয়েছি।এই ইনজেকশন বাজারজাত করার লক্ষ্যে ইতিমধ্যে কয়েকটি ওষুধ কোম্পানীর সাথে তাদের চুড়ান্ত আলোচনা হয়েছে।’ তিনি বলেন ‘আমরা আশাকরি এটি বাজারে আসার পর হতে যে রোগী আমাদের ইনজেকশনটি ব্যবহার করবে তার সুগার পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে।’
লিংক: https://discoverytourguide.com/?p=1894