মাতৃত্ব by Dr. Mainak Nath

মাতৃত্ব by Dr. Mainak Nath মাতৃত্ব -clinic by the doctor couple Dr. Mainak Nath & Dr. Sangita Paul.

হঠাৎ স্মৃতির পাতায় ( পড়ুন ফেসবুক memories) উঠে এলো সেই দিনটা। ঈশ্বর সহায় আজ সুন্দর পরিবারটি সুন্দরতর। ভালো থাকুন। ভগব...
28/07/2025

হঠাৎ স্মৃতির পাতায় ( পড়ুন ফেসবুক memories) উঠে এলো সেই দিনটা। ঈশ্বর সহায় আজ সুন্দর পরিবারটি সুন্দরতর। ভালো থাকুন। ভগবান সবার মঙ্গল করুক!

বয়স তো বেশ কম। জীবন পড়ে আছে। প্রথম যখন আমার কাছে এলো মেয়েটি একটা কথাই মুখ থেকে বেরিয়েছিল ' এতদিন কি করছিলে!' পরে বুঝ...
12/07/2025

বয়স তো বেশ কম। জীবন পড়ে আছে। প্রথম যখন আমার কাছে এলো মেয়েটি একটা কথাই মুখ থেকে বেরিয়েছিল ' এতদিন কি করছিলে!'
পরে বুঝলাম পারিবারিক অবস্থা বাবার শরীর ওকে কিছুটা আটকে রেখে ছিল।শরীর রুগ্ন, এনিমিয়া , পেটে বড় টিউমার।
আস্তে আস্তে টেস্ট পত্র হলো। অপারেশনের প্ল্যান তৈরি হলো। শেষে এলো সেই দিন।
জরায়ু বের করে তুর্নিকেট সেট করলাম। বের হলো অসংখ্য টিউমার, যেনো এক গোছা আপেল। ততক্ষণে বেশ রক্ত ক্ষরণ হচ্ছে। Haemoglobin পড়ছে সা সা করে। পালস ১৫০ ছুঁই ছুঁই। সে লড়াই সময়ের বিরুদ্ধে। তখন আশেপাশের কিছু আর খেয়াল থাকে না। গোটা শরীর স্তব্ধ হয়ে শুধু হাত চলে আর মাথা। দ্রুত সেলাই করতে থাকি। রক্তপাত বন্ধ হয় আস্তে আস্তে। রুগীর মাথার কাছে অবিচল হয়ে কাজ করে যায় anesthesiologist ডাঃ শান্তনু মল্লিক। গৌরী সিস্টার, পাপিয়া সিস্টার একভাবে আমায় সাহায্য করে যায়। তাদের দক্ষতা মনে বিস্ময় জায়গায়। আমি বলার আগেই আমার হাতে তুলে দেয় ছুরি, কাচি, নীডল হোল্ডার আরো সব। বাপি দা ( হিমাদ্রী সরকার , সুমতি ভিলা) নিজে ছুটে যায় ব্লাড ব্যাংক এ রক্ত জোগাড় করতে। অপারেশন শেষ হয়, লড়াই নয়।
যেকোনো অপারেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, পোস্ট অপারেটিভ সময় টা। বিশেষ করে প্রথম তিনদিন। ওর ইউরিন/ প্রেসার / পালস / ব্লিডিং সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে ঘণ্টায় ঘণ্টায় আমায় জানাতে থাকেন সিস্টার রা। আর দু বোতল রক্ত দেওয়া হয়। আন্তরিকতা আর ভালবাসা কতটা থাকলে, বাপি দা তারাপীঠ গেলে ওর নামে পুজো দিয়ে আসে!
সব ভালো , যার শেষ ভালো। ঠাকুরের কৃপায় আমাদের শেষ টা ভালো হয়েছে। আজকে ওর ডিসচার্জ হলো। তবে রাস্তা অনেক দূর এখনো। এখনো অনেক চিকিৎসা বাকি। অনেক লড়াই বাকি। হাল ছেড়ো না কখনও বোন।

ডাক্তারিতে সবচেয়ে কঠিন মনে হয় বাচ্চাদের ডাক্তার হওয়া। আপনি যাদের চিকিৎসা করেন সেই ক্ষুদেরা যে নিজের মুখে কিছু বলতে পা...
03/07/2025

ডাক্তারিতে সবচেয়ে কঠিন মনে হয় বাচ্চাদের ডাক্তার হওয়া। আপনি যাদের চিকিৎসা করেন সেই ক্ষুদেরা যে নিজের মুখে কিছু বলতে পারে না। বাড়ির সকলের নয়নমণি, গাল টুস টুস এক রত্তিরকে নিয়ে সবাই সবসময় চিন্তিত। যদি খবর হজম না হয়! যদি পেতে ব্যথা হয়, যদি পেট খারাপ হয়! সত্যি তো। সে তো শুধু কাঁদে আর কিছু বলে না। এসব সমস্যা ঘরে ঘরে। কি খাওয়াবো , কি পরাবো, কীকরে স্নান করাবো, এসব নিয়ে নতুন মায়েরা ভেবে ভেবেই ডিপ্রেশন এ চলে যায়। কখনও হলুদ পটি তো কখনও সবুজ, কোনো বাচ্চা বেশি কাঁদে তো কেউ কম। দিশেহারা অবস্থা।
তাই একরত্তি র জন্য দরকার এক ভরসা করার মতো কাছের লোক। এখন সুখবর যে মাতৃত্বের পরিবারে যোগ দিয়েছেন ডাঃ সুকন্যা দে। কলকাতার বিখ্যাত শিশুমঙ্গোল হাসপাতাল ছেড়ে নিজের শহরের টানে এখন থাকছেন মাতৃত্ব by Dr. Mainak Nath ' তে। সপ্তাহের তিনদিন বৃহস্পতি, শুক্র, শনি বার দুপুর সাড়ে তিনটে থেকে। এছাড়াও আগে থেকে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে জরুরি অবস্থায় অন্যদিনেও রুগী দেখবেন তিনি। তাই আপনার এক রত্তির জন্য সমস্যায় পড়লে যোগাযোগ করুন ' মাতৃত্ব '

ডাঃ সুকন্যা দে
এমবিবিএস, ( গ্র্যান্ড অনার্স).
এমডি, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ

যোগাযোগ - 9641990233 ( মাতৃত্ব)
মঙ্গলচন্ডি তলা, বেগুনিয়া পাড়া, নবদ্বীপ , নদীয়া।

1st July, Doctor's day তে কাটানো বিভিন্ন মুহূর্ত। আমার মাতৃত্বের টিম, যারা নিরলস পরিশ্রম করে যাতে সব কিছু সুষ্ঠু ভাবে চল...
01/07/2025

1st July, Doctor's day তে কাটানো বিভিন্ন মুহূর্ত। আমার মাতৃত্বের টিম, যারা নিরলস পরিশ্রম করে যাতে সব কিছু সুষ্ঠু ভাবে চলতে পারে, আমার মায়েরা, MR ভাইয়েরা। সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই একসাথে চলি, সবাই ভালো থাকি।

।। আনন্দ সংবাদ ।। ডেলিভারির পরে বাচ্চার ডাক্তার কাকে দেখাবো? কে ভালো হবে। এই চিন্তা আপনাদের সবার মধ্যেই থাকে। আপনারা নান...
24/06/2025

।। আনন্দ সংবাদ ।।

ডেলিভারির পরে বাচ্চার ডাক্তার কাকে দেখাবো? কে ভালো হবে।

এই চিন্তা আপনাদের সবার মধ্যেই থাকে। আপনারা নানা সময় আমাকে এটা জিজ্ঞেস করে থাকেন। অত্যন্ত আনন্দের সথে জানাচ্ছি আমাদের মাতৃত্ব পরিবারের সাথে যোগ দিচ্ছেন , প্রখ্যাত নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুকন্যা দে। এমবিবিএস ( গ্র্যান্ড অনার্স) এমডি, পেডিয়াট্রিক মেডিসিন। কলকাতার স্বনামধন্য শিশুমঙ্গাল হাসপাতালে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। বর্তমানে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে কর্মরত।
আপনাদের বাচ্চার কোনো সমস্যায় যোগাযোগ করুন মাতৃত্ব তে, 9641990233 এই নম্বরে। থাকবেন প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি বার দুপুর সাড়ে তিনটা থেকে। ডাঃ সুকন্যা আমাদের নবদ্বীপের সন্তান এবং তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী। তাই আজই যোগাযোগ করুন মাতৃত্ব। 😊😊

যোগাযোগ - মাতৃত্ব 9641990233, মঙ্গলচন্ডিতলা, নবদ্বীপ, নদীয়া।
এছাড়াও মাতৃত্ব র অন্যান্য পরিষেবা সম্পর্কে জানতে লগ ইন করুন https://matritwa.in/

"আমি দিব্যি আরাম করে ঘুমাচ্ছিলাম! আর এই লোকটা আমাকে টেনে বের করে আনল! তোমার সাথে আমার যে নাড়ির সম্পর্ক সেটা কুচ করে কেট...
12/06/2025

"আমি দিব্যি আরাম করে ঘুমাচ্ছিলাম! আর এই লোকটা আমাকে টেনে বের করে আনল! তোমার সাথে আমার যে নাড়ির সম্পর্ক সেটা কুচ করে কেটে দিলো! তারপর আমার পাছুতে থাবড়ালো। খুব রাগ হচ্ছিল। আমি কিছু করতে পারছিলাম না তাই চিৎকার করতে শুরু করলাম! তারপর লোকটা কোলে করে নিয়ে যখন তোমার পাশে দিলো, তোমার ছোঁয়া পেলাম তখন মনটা একটু শান্ত হলো! আজকে আবার আমায় কোলে নিয়ে হাসছে কমন দেখো! আমায় তাড়াতাড়ি কোলে নাও মা! ও মা!"

মিষ্টি সোনাদের সাথে ছবি তোলার কোনো সুযোগ নষ্ট করবো না। খুব ভালো থাকো তোমরা।🧿
10/06/2025

মিষ্টি সোনাদের সাথে ছবি তোলার কোনো সুযোগ নষ্ট করবো না। খুব ভালো থাকো তোমরা।🧿

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই।ছবি AI
08/03/2025

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই।
ছবি AI

To all 2024 mothers😍 please don't get pregnant this year🙏
03/02/2025

To all 2024 mothers😍 please don't get pregnant this year🙏

শিরোনাম: অথেনটিক /সার্টিফাইড  ডায়াগনস্টিক থেকে টেষ্ট না করায় ছুড়ে ফেলে দিলেন ডাক্তার। দেখা যাক ঘটনা টা কেমন:এক রিলেটিভকে...
03/02/2025

শিরোনাম: অথেনটিক /সার্টিফাইড ডায়াগনস্টিক থেকে টেষ্ট না করায় ছুড়ে ফেলে দিলেন ডাক্তার।

দেখা যাক ঘটনা টা কেমন:

এক রিলেটিভকে একটা নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে হরমোন টেস্ট করতে দিয়েছিলাম, ডিসকাউন্ট দিয়ে ৭০০ টাকায় করার কথা।

রোগী দেখি তার এলাকার এক মুরুব্বীর বুদ্ধিতে ৫০০ টাকায় করে এনেছে অন্য এক ডায়াগনস্টিক সেন্টার থেকে

ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন খাওয়া আটকাতে পেরে দেখি তার চোখে মুখে বিশ্ব জয়ের হাসি সাথে কয়েকটা কিঞ্চিৎ বাকা কথা, যার অর্থ সে "আমার চেয়েউ সেয়ানা" 😁

#
জেলা - মহকুমা তে বেশ কিছুদিন কাজ করায় মোটামুটি আইডিয়া হয়ে গেছে কার রিপোর্ট এর লেভেল কত দূর,আর "বালতি/ খাজা টেস্ট" কি জিনিস।

ধরেন ভালো জায়গায়(সুবীর দত্ত ,Roy and Trivedi)টেস্ট করতে লাগে ১০০০ টাকা

দালাল সেই একই টেস্ট আপনাকে করিয়ে দেবে ৫০০ টাকায়

ক্লিনিকের একজন ব্লাড কালেক্ট করবে, রুমে গিয়ে দরজা আটকিয়ে ব্লাড "বালতিতে" ফেলে কম্পিউটারে বসে শুধু নাম আর বয়সটা চেঞ্জ করে, আগে থেকে সেইভ করা রিপোর্ট সামান্য এদিক সেদিক করে একই রিপোর্ট হাতে ধরায়ে দেবে

সব মিলায়ে খরচ ২৫-২৭ টাকা,আয় ৫০০-৭০০ টাকা

রেজাল্ট- রোগী অর্ধেক খরচে রিপোর্ট হাতে পেয়ে খুশি।
ডায়াগনস্টিক সেন্টারের মালিক এক বলদ থেকে টাকা মারতে পেয়ে খুশি।

মাঝ খান থেকে ডাক্তার রোগের সাথে রিপোর্ট মিলাতে অবস্থা খারাপ।

হয়তো সঠিক রোগ রিপোর্টে আসে নী বলে চিকিৎসা ও সেই রোগের ওষুধ দিতেও দ্বিধাগ্রস্থ।

ফল রোগ সারলো না।ডাক্তার কে কেলাও।

যাই হোক- সব শেষ কথা,

মানহীন ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট সন্দেহের চোখে দেখা উচিত।

আত্মীয় স্বজন হলে পারলে রিপোর্ট ছুড়েই ফেলি সাথে গালাগালতো আছেই।সবাই কি আর টাকার জন্য বা কমিশনের জন্য ডাক্তারি টা পড়ে??

কবে যে আমিও শিরোনাম হবো কে জানে😅
সংগৃহীত ও সংযোজিত
©®

01/01/2025

Happy new year 2025.

Address

Nabadwip
741302

Opening Hours

Monday 6pm - 7:30pm
Tuesday 9am - 12pm
5pm - 7:30pm
Thursday 5pm - 7:30pm
Friday 6pm - 8pm
Saturday 9am - 12pm
6pm - 8pm

Telephone

+919641990233

Alerts

Be the first to know and let us send you an email when মাতৃত্ব by Dr. Mainak Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মাতৃত্ব by Dr. Mainak Nath:

Share