02/01/2026
২০২৫ সাল তোমার জীবনে বহু উপহার আর শিক্ষা নিয়ে এসেছে। সবকিছুই এক বিবর্তনের প্রক্রিয়া। কিছু মুহূর্ত এসেছিল যা তুমি চাওনি—তবু সেই ঘটনাগুলিই তোমাকে শক্তি দিয়েছে, ভেতরে ভেতরে আরও সমৃদ্ধ করেছে, বহু অমূল্য উপহার দিয়েছে। প্রতিরোধ না করে, দূরে ঠেলে না দিয়ে—সেগুলিকে স্বীকার করো। বাইরের ঘটনাগুলো তুমি নও। এক পা পিছিয়ে দাঁড়িয়ে দেখো—এই সবকিছুর মধ্য দিয়ে তুমি আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ, আরও জ্ঞানী হয়ে উঠেছ।
তাই ২০২৬-এর আগমনে নিশ্চিত করো—তুমি চারপাশে শুধু ইতিবাচক ভাবনাই ছড়াচ্ছ। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও—তুমি ভাগ্যবান।
নিজের আত্মাকে উঁচুতে রাখতে বলো—
“আমি কত ভাগ্যবান।
আমি এখানে এসেছি ভালো কাজ করার জন্য।
আমি এই পৃথিবীতে এসেছি একজন দাতা হয়ে, গ্রহীতা হয়ে নয়।”
তাহলে তোমার প্রয়োজনগুলোর যত্ন আপনাতেই নেওয়া হবে। প্রকৃতি নিজেই তার ব্যবস্থা করবে। আসলে, তোমার প্রয়োজনের থেকেও বেশি তুমি পাবে। পৃথিবী তোমাকে দেখতে চায় একজন উদার, সুখী মানুষ হিসেবে। তুমি ইতিমধ্যেই সেই আলো বিকিরণ করছ। আরও বেশি করে তা করার সংকল্প নাও।
— গুরুদেব 🙏