Upazila Health Complex, Nabinagar, Brahmanbaria .

Upazila Health Complex, Nabinagar, Brahmanbaria . 24/7 Day Health Care.
24/7 Days Help Line +8801730324440

21/08/2024

স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত সংখ্যক ইপিআই টিকা সরবরাহ পাওয়া গিয়েছে। আপনার বাচ্চাকে টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইপিআই রুমে যোগাযোগ করুন।। এই টিকা সরবরাহ সাপেক্ষে প্রদান করা হবে এবং কারো টিকা প্রদানের ক্ষেত্রে কোন অভিযোগ থাকলে দ্রুত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসার( RMO) এর কাছে অভিযোগ করতে অনুরোধ করা হল।।

তাং- ১৭/০৮/২০২৪,  সময় সকাল ১১: ৩০ মিনিটউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,অফিসার...
17/08/2024

তাং- ১৭/০৮/২০২৪, সময় সকাল ১১: ৩০ মিনিট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,অফিসার ইনচার্জ(OC)/ ভারপ্রাপ্ত কর্মকর্তা,বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ,আবাসিক মেডিকেল অফিসার(RMO),মেডিকেল অফিসারবৃন্দ সহ ইলেকট্রনিক মিডিয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দসহ উপজেলার স্বাস্থ্য সেবার জটিলতা এবং স্বচ্ছ/সহজলভ্য স্বাস্থ্য সেবার লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ গ্রহণ করা হয়। একই সাথে জরুরি বিভাগের সেবার মান আরো স্বচ্ছ ও আরো দ্রুত মানসম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি বিভাগের কর্মচারীদের ডিউটি রোস্টার পরিবর্তন করে আজ দুপুর ২টা থেকে জরুরী ভিত্তিতে কার্যকর করা হয়।
আমরা সবাই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বদ্ধ পরিকর এবং সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

04/06/2020

🔕 অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নবীনগরে আজ আরও তিন (০৩) জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

🔕 তন্মধ্যে একজন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কর্মরত স্বাস্থ্য কর্মী ( EPI ) , একজন আলিয়াবাদ নিবাসী ও একজন আল-আরাফা ইসলামী ব্যাংক , নবীনগর শাখার কর্মকর্তা । এই নিয়ে একাধিক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।

🚨 খুব জরুরী প্রয়োজন ছাড়া বাজার, ব্যাংক এবং হাসপাতালের মতো লোক বহুল জায়গা থেকে দূরে থাকুন।

🚨মুখে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন। মাস্ক পরে মুখের নীচে নামিয়ে রাখবেন না, এমনকি কথা বলার সময়ও না। মাস্ক দিয়ে অবশ্যই নাকের উপর পর্যন্ত ঢেকে রাখবেন।

🚨 নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান।

# আজকের ( ০৪/০৬/২০ইং ) সেবা দান ।

🌼 নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবীনগরের সকল জনগনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। 🏵 আপনারা জান...
24/05/2020

🌼 নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবীনগরের সকল জনগনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

🏵 আপনারা জানেন এবারের ঈদ অন্য সকল ঈদের চেয়ে একটু আলাদা। করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী আজ থমকে আছে। এরই মাঝে পবিত্র ঈদ তার আনন্দবার্তা নিয়ে এসেছে।

💐 এই আনন্দের মাঝেও আমরা সামাজিক দূরত্ব মেনে চলবো, অযথা বাসার বাইরে বের হবো না। মনে রাখবেন, মাত্র একদিনের আনন্দ ভ্রমণের কারণে আপনি করোনা ভাইরাস নিয়ে ঘরে ফিরতে পারেন, আক্রান্ত করতে পারেন আপনার প্রিয়জনকে।

🌹 তাই ভবিষ্যতের ঈদগুলো পরিবার পরিজনের সাথে আনন্দে কাটানোর জন্য এবারের ঈদে আমরা সতর্ক ও সাবধান থাকি।

❤❤❤ ঈদ মোবারাক ❤❤❤

18/05/2020
07/05/2020

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ( ভারপ্রাপ্ত ) নির্দেশনায় আজ ( ০৭/০৫/২০ইং ) জাফরপুর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধাদি পৌছে দিতে , শারীরিক অবস্থার খোজ খবর নিতে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরামর্শ প্রদান করতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তানভীর সালাম এবং ওনার সাথে আরো উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আবু মুছা সহ স্বাস্থ্য কর্মী মারজান চৌধুরী ও তারেক সিদ্দীক সোহাগ ।

06/05/2020

আজ ( ০৬/০৫/২০ইং ) জাফরপুর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোজ খবর নিতে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরামর্শ প্রদান করতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. প্রবাল ভট্টাচার্য এবং ওনার সাথে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী আব্দুল মতিন সরকার , মারজান চৌধুরী ও তারেক সিদ্দীক সোহাগ ।

সেবা নিন , সুস্থ থাকুন  ।
03/05/2020

সেবা নিন , সুস্থ থাকুন ।

02/05/2020

Address

Brahmanbaria
Nabinagar
3410

Telephone

+8801730324440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Health Complex, Nabinagar, Brahmanbaria . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Upazila Health Complex, Nabinagar, Brahmanbaria .:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram