Narayana Hospital - Dr. Devi Prasad Shetty

Narayana Hospital - Dr. Devi Prasad Shetty বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া হার্টের ট?

05/12/2022

Narayana hospital India.



31/10/2022

Narayana Hospital.Bangladeshi Help center.
বাংলাদেশের মানুষের সাহায্যের জন্য এই ডেস্কটি খুব ভাল কাজ করে।আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আশা করি আপনার সটিক উত্তর পেয়ে যাবেন। এই ডেস্কে যারা কাজ করে সবাই বাংলা কথা বলতে পারে।

31/10/2022

Narayana Hospital Dr Devi Shetty.


অনেকদিন থেকেই বাংলাদেশের কিছু তরুণ ডাক্তার হার্টের অপারেশন করছেন নতুন পদ্ধতিতে, এতে বুকের হাড় কাটতে হয় না বরং বুকের মাঝে...
14/08/2022

অনেকদিন থেকেই বাংলাদেশের কিছু তরুণ ডাক্তার হার্টের অপারেশন করছেন নতুন পদ্ধতিতে, এতে বুকের হাড় কাটতে হয় না বরং বুকের মাঝে ছিদ্র করে হার্টের সমস্যা সমাধান করা হয়। এই পদ্ধতিকে বলা হয় AICS, এবং এটা খুবই নিরাপদ রুগীর জন‍্য।
এই চিকিৎসা পদ্ধতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এবার এই চিকিৎসা পদ্ধতি দেখার জন‍্য আসলেন কোলকাতার এ‍্যাপোলো হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার সুসান মুখোপাধ‍্যয়। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিউটে ডাক্তার আশরাফুলের নেতৃত্বে একদল তরুণ সার্জন এই পদ্ধতিতে অপারেশন করে ডাক্তার সুসান মুখোপাধ‍্যয়কে দেখান।
ডাক্তার সুসান বাংলাদেশের তরুণ ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেন এবং কোলকাতায় এই পদ্ধতিতে চিকিৎসা শুরুর আশাবাদ ব‍্যক্ত করেন।

সংগৃহীত

নারায়ণ হৃদয়ালয় হাসপাতালঃ চিকিৎসা, খরচ ও অন্যান্য বিষয়ে জেনে নিনসারা বিশ্বেই চিকিৎষা ব্যয় কমানো, আরো উন্নত চিকিৎষা, উ...
01/07/2022

নারায়ণ হৃদয়ালয় হাসপাতালঃ চিকিৎসা, খরচ ও অন্যান্য বিষয়ে জেনে নিন

সারা বিশ্বেই চিকিৎষা ব্যয় কমানো, আরো উন্নত চিকিৎষা, উন্নত চিকিৎষা সহজেই মানুষের কাছে পৌছানোর জন্য নানা চেষ্টা করা হচ্ছে। ভারতের নারায়ন হৃদয়ালয় হাসপাতাল তেমনই একটি হাসপাতাল যেখানে উন্নত চিকিৎষা দেয়া হয় এবং সেই সাথে চিকিৎষা ব্যয় ও অনেক কম হয়ে থাকে। যুক্তরাষ্ট্র হতে প্রশিক্ষিত Cardiac Surgeon ডাঃ দেবী প্রসাদ শেঠি ২০০১ সালে ভারতের ব্যাঙ্গালোরে হার্ট এটাকের চিকিৎষায় এই নারায়ণ হৃদয়ালয় হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।

এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো ভারতের হৃদরোগীদের কম খরচ উন্নত চিকিৎষা সেবা নিশ্চিত করা। গত ২০ বছরে ভারতে ২৪ লক্ষ হৃদরোগীর হার্ট সার্জারীর প্রয়োজন হয়। কিন্তু রোগীদের আর্থিক সামর্থ্য ও হাসপাতালের সক্ষমতার কারণে মাত্র ৬০ হাজার রোগী এই Cardiac Surgery করার সুযোগ পেয়েছে। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে, ব্যাঙ্গালোরের নারায়ন হৃদয়ালয় হাসপাতাল।

আমাদের বাংলাভূমি সাইটে আপনাদের জন্য নিয়মিতভাবে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা আলোচনা করে থাকি। এর ফলে আপনারা স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন উপকারী তথ্য পেয়ে থাকেন। সেই সাথে আপনারা নিজের বা প্রিয়জনের বিপদের দিনে খুব সহজেই চিকিৎষার স্বিদ্ধান্ত নিয়ে দ্রুত উন্নত চিকিৎষার ব্যবস্থা করতে পারেন।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে ভারতের একটি উন্নতমানের হাসপাতাল নারায়ন হৃদয়ালয় হাসপাতাল নিয়ে আলোচনা করবো। আজ আমরা এই হাসপাতালের বিভিন্ন সুবিধা, খরচ, অবস্থান নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো। এতে করে আপনাদের আগের থেকেই এই হাসপাতাল নিয়ে একটি ধারনা থাকবে এবং কোন প্রয়োজনে এই হাসপাতালে চিকিৎষা নিয়ে কোন বেগ পেতে হবে না।

ডাঃ সতীশ এসপেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, বেঙ্গালুরু, ভারত।পরামর্শদাতা, 22 বছরের অভিজ্ঞতা,, নারায়ণ মাল্টিসপেসিটি হাসপাতাল,...
01/07/2022

ডাঃ সতীশ এস

পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, বেঙ্গালুরু, ভারত।

পরামর্শদাতা, 22 বছরের অভিজ্ঞতা,, নারায়ণ মাল্টিসপেসিটি হাসপাতাল, ব্যাঙ্গালোর হাইলাইট

ডাঃ সতীশ এস পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট
সঙ্গে 22 + বছর অভিজ্ঞতা এর

তিনি এএসডি ডিভাইস ক্লোজার, পিডিএ ক্লোজার, ভিএসডি ক্লোজার, বেলুন অর্টিক ভালভুলোপ্লাস্টি, বেলুন পালমোনারি ভালভুলোপ্লাস্টি, পেসমেকার ইমপ্লান্টেশন, কয়েল এমবোলাইজেশন, কোয়ার্টোপ্লাস্টি এবং স্টিটিংয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ।

তিনি ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ এবং গবেষণা ইনস্টিটিউট, ব্যাঙ্গালোর থেকে এমবিবিএস, শ্রীমতি থেকে শিশু বিশেষজ্ঞের এমডি করেছেন। এনএইচএল পৌর মেডিকেল কলেজ, আহমেদাবাদ এবং রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্গালোরের পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ফেলোশিপ।

ডাঃ সতীশ ইন্ডিয়ান ইন্ডিয়ান পেডিয়াট্রিক্স অ্যান্ড কার্ডিওলজিকাল সোসাইটি অফ ইন্ডিয়ার সদস্য

তিনি বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরষ্কার এবং স্বীকৃতি অর্জনকারী।

ডাঃ দেবী প্রসাদ শেঠির অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে অনুসন্ধানের জন্যেআপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জামেলাই পরেন।তাই আজকে ...
01/07/2022

ডাঃ দেবী প্রসাদ শেঠির অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে অনুসন্ধানের জন্যে

আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জামেলাই পরেন।তাই আজকে আমি একটা ই-মেইল দিলাম। আপনারা এই ই-মেইল মেসেজ করুন।আশা করি এখন আর সমস্যা হবে না।

E-mail Address.

info.international@nhhospitals.org

দেবি প্রসাদ শেঠি : (জন্ম ৮ মে ১৯৫৩) একজন ভারতীয় কার্ডিয়াক সার্জন। তিনি স্বল্প খরচে উন্নত চিকিৎসা প্রদানস্বরূপ পদ্মভূষণ...
01/07/2022

দেবি প্রসাদ শেঠি :
(জন্ম ৮ মে ১৯৫৩) একজন ভারতীয় কার্ডিয়াক সার্জন। তিনি স্বল্প খরচে উন্নত চিকিৎসা প্রদানস্বরূপ পদ্মভূষণ পদক লাভ করেন।

জন্ম :
৮ মে ১৯৫৩ (বয়স ৬৯)
মাঙ্গালোর, কর্ণাটক, ভারত

শিক্ষা :
লন্ডনের গাই হসপিটাল – কার্ডিওথোরাসিক বিভাগ (১৯৮৩–১৯৮৯)
কার্ডিয়াক সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত
কস্তুরবা মেডিক্যাল কলেজ,মাঙ্গালোর(১৯৮২)
সেন্ট অ্যালোইসাস,মাঙ্গালোর

পরিচিতির কারণ :
পালমোনারি থ্রম্বোএম্বোলেকটমি, শিশুদের ওপেন হার্ট সার্জারি
কার্ডিওমায়োপ্লাস্টি সার্জারি

প্রতিষ্ঠান :
কস্তুরবা মেডিক্যাল কলেজ,মাঙ্গালোর
গাই হসপিটাল ,যুক্তরাজ্য
বি.এম. হাসপাতাল,কলকাতা
মণিপাল হাসপাতাল।

বিশেষজ্ঞতা : কার্ডিয়াক সার্জারি

উল্লেখযোগ্য পুরস্কার :
২০১২ সালে চিকিৎসায় পদ্মভূষণ
২০০১ সালে কর্ণাটক রত্ন পুরস্কার।

Dr.Devi Shetty
20/06/2022

Dr.Devi Shetty

"A little goes a long way"

In India, over 2.4 lakh children are born with a hole in the heart and Congenital Heart Disease is one of the most common causes of morbidity and mortality among children. Though these ailments are treatable 20% of the children die before celebrating their first birthday owing to economic constraints.

Narayana Health received a generous donation of Rs. 50 lakhs from Centum Electronics Ltd, and 125 cardiac surgeries were performed on such children. These children were from the underprivileged socio-economic background and were suffering from various cardiac ailments requiring surgical intervention to survive.

We thank Centum Electronics Ltd. for coming forward to support and

Address

258/A. Hosur Road Anekal
Nagavara
560099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narayana Hospital - Dr. Devi Prasad Shetty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Narayana Hospital - Dr. Devi Prasad Shetty:

Share

Category