09/09/2023
💐ALTOS কম্পানির প্রোফাইল💐👇
ALTOS কোম্পানির প্রতিষ্ঠাতা (CMD sir) ডক্টর অশ্বিনী কুমার গুপ্তা স্যার।
তিনি ভারত বর্ষের এক স্বনামধন্য আয়ুর্বেদিক সায়েন্টিস্ট।
ভারত সরকার ওনাকে তিন বার রাষ্ট্রপতি পুরুস্কারে সম্মানিত করে, এবং তিনি দেশের প্রাউড অফ কান্ট্রি সম্মানে সম্মানিত💐🙏💐
তার একমাত্র সুপুত্র অভিষেক কুমার গুপ্তা স্যার বর্তমানে ALTOS আয়ুর্বেদিক কোম্পানির MD (ম্যানেজিং ডিরেক্টর)।
অভিষেক কুমার গুপ্তা স্যার লন্ডন থেকে ডাইরেক্ট সেলিং এর ওপর ডিপ্লোমা প্রাপ্ত।
# ALTOS ম্যানুফ্যাকচারিং ইউনিট এর নাম - অভিষেক ফার্মাসিটিউক্যাল । প্রতিষ্ঠাতা 1981 সাল হিমাচল প্রদেশের বদ্রিতে ।
সেখানে সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট ও আয়ুর্বেদিক মেডিসিন তৈরী হয়ে ইমপোর্ট ও এক্সপোর্ট হতো।
এর পর Altos এর প্রতিষ্ঠাতা ডক্টর অশ্বনী কুমার গুপ্তা স্যার ভারতের বেকার সমস্যা দুর করার জন্যে ও প্রত্যেক ভারতবাসীকে সুস্থ্য ও আর্থিক ভাবে সমৃদ্ধ করার উদ্দেশ্যে নিয়ে 2000 সালের 13 ই এপ্রিল ALTOS নাম দিয়ে পাঞ্জাব লুধিয়ানায় নিজেস্ব এক কোম্পানি খুলে ডাইরেক্ট সেলিং এর আওতায় আসে।
# ALTOS কোম্পানির উদেশ্য প্রত্যেক ভারতবাসী কে সুস্থ্য রাখার পাশাপাশি তাদের আর্থিক সমৃদ্ধি করা ,এবং ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে no 1 হওয়া।
Altos 23 বছর ধরে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছে এবং 43 বছর ধরে নিজেস্ব ম্যানুফ্যাকচারিং উইনিটে , নিজেস্ব R&D টীম এর মাধ্যমে প্রোডাক্ট তৈরি করে আসছে ।
ALTOS কোম্পানি 2003 সাল থেকে আজ অব্দি মানে 20 বছর ধরে IDSA ( ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন)এর গর্বিত সদস্য এবং USFDA লাইসেন্স প্রাপ্ত।
এছাড়াও কোম্পানি HALAL সার্টিফায়েড,Who - GMP সার্টিফায়েড,WFDSA সদস্য প্রাপ্ত এবং FICCI সদস্য প্রাপ্ত এছাড়াও কোম্পানির মধ্যে রয়েছে OSASH সার্টিফায়েড,ISO 9001:2015 সার্টিফায়েড,FSSAI সার্টিফায়েড ইত্যাদি।
কোম্পানি প্রত্যেক মানুষকে সার্ভিস দেবার পাশাপাশি বিভিন্ন NGO এর সাথে যুক্ত আছে।বিভিন্ন হসপিটালে ফ্রী ট্রিটমেন্ট এর পাশাপাশি ,ভারতের গো সম্পদ কে রক্ষ্যা করার উদ্দেশ্যে গো ধাম চারিটিবেল সংস্থার সাথে যুক্ত আছে এবং বিভিন্ন স্কুলে বাচ্চা দের এডুকেশন এর জন্যে আর্থিক সহায়তা করার মধ্যে দিয়ে বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজের সাথে যুক্ত আছে।
💐💕🙏 আমি এই মহান ALTOS কোম্পানির সাথে যুক্ত হয়ে নিজেকে ও পরিবারকে সুস্থ্য রাখার পাশাপাশি ইনকাম করছি এবং আমি নিজে বহু মানুষকে তাদের সুস্থ্যতার ও আর্থিক সমৃদ্ধি হবার মাধ্যম হয়ে কাজ করতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি ।
আপনিও চাইলে এই কোম্পানির সাথে আমাদের সঙ্গে হাতে হাত রেখে নিজেকে এবং পরিবারকে সুস্থ্য রাখার মধ্যে দিয়ে ইনকামের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন💐💕🤝
Proud of ALTOS 💐💕🙏
Hemanta Biswas
Ph - 9051087050