ANKUR Ayurveda

ANKUR Ayurveda এখন থেকেই আয়ুর্বেদিক প্রোডাক্ট ব্যাবহার করুন ,যাতে ভবিষ্যতে আপনি কোনো রোগগ্রস্ত না হন।
ph-9051087050

17/06/2025

Aroplex plus capsule (ALTOS আয়ুর্বেদ) ব্যাবহার করে কি কি উপকার পেয়েছেন, সোমা বসাক ম্যাম এর নিজের মুখেই শুনুন🥰💕
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন - 9051087050 এই নাম্বারে।

29/09/2024

ALTOS আয়ুর্বেদ এর তুলসী পাওয়ার এবং হলদি কেশর ড্রপ ঘরে থাকা মানে ,
ঘরে ফ্রাস্ট এইড বক্স এর কাজ করে।
যে কোনো সমস্যার জন্যে প্রাথমিক ট্রিটমেন্ট এর কাজ করে এই প্রোডাক্ট দুটো ।

উপকারিতা 👇
1no - শরীরের যেকোন ইন্টারনাল এবং এক্সটারনাল প্রবলেম কে ঠিক করতে সাহায্য করে ALTOS ayurved এর তুলসী পাওয়ার এবং হলদি কেশর ড্রপ।
2no - দীর্ঘদিনের বা ওয়েদার চেঞ্জ এর কারণে ঠান্ডা লাগা ,সর্দি,কাশি ,জ্বর এবং শ্বাস কষ্ট কে একেবারে ঠিক করতে সাহায্য করে এই প্রোডাক্ট দুটো ।
3no - দীর্ঘ দিনের গ্যাস অম্বল ,বুক জ্বলা ঠিক করতে সাহায্য করে এই প্রোডাক্ট দুটো।
4no - বিষাক্ত কোনো পোকা মাকড় কামড়ে দিলে এবং গায়ে গরম তেল বা ওই জাতীয় কিছু পড়লে লাগিয়ে দেবার সঙ্গে সঙ্গেই ইনফেকশান এবং জ্বালা যন্ত্রণা ঠিক হয়ে যায় ।
5no - আমাদের শরীরের টক্সিন বা নোংরা পরিস্কার করে যে কোনো রোগ হওয়া থেকে রক্ষা করে ALTOS Tulsi power ।
6no - শরীরের কোনো অংশে কেটে গেলে রক্ত ক্ষরণ হলে তুলসী পাওয়ার লাগানোর সঙ্গে সঙ্গে রক্ত ক্ষরণ বন্ধ হয়ে যায় এবং যেকোনো ক্ষত স্থানে তুলসী পাওয়ার এবং হলদি কেশর ড্রপ লাগালে সেই ক্ষতস্থান শুকিয়ে যায়।
কপাল যন্ত্রণা এবং দাঁতের যন্ত্রণায় লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ।

এছাড়াও বিভিন্ন উপকারে আসে এই তুলসী পাওয়ার এবং হলদি কেশর ড্রপ।

এর জন্যই বলা হয় Altos Ayurveda er তুলসী পাওয়ার এবং হলদি কেশর ড্রপ ঘরে থাকা মানে এক ডাক্তার ঘরে থাকা ।
*প্রতিদিন সকাল এবং বিকালে খালি পেটে হালকা উষ্ণ গরম জলের সাথে 6/7 ফোঁটা করে মিশিয়ে সেবন করলে সব থেকে ভালো উপকার পাওয়া যায় ।
মনে রাখবেন এই প্রোডাক্ট দুটো খাওয়া যায় এবং আক্রান্ত স্থানে লাগানো ও যায়।

বিস্তারিত জানতে ph করুন - 9051087050

26/07/2024

মেয়েদের বা মায়েদের সাদাস্রাব ,পিরিয়ড সমস্যা,শরীর শুকিয়ে যাওয়া,চুল পড়ার মত সমস্যার ,স্থায়ী সমাধান হচ্ছে ALTOS আয়ুর্বেদ 🥰
প্রয়োজনে ph করুন 9051087050 এই নাম্বারে।

05/06/2024

অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রী বঙ্কিম অধিকারী স্যার (স্বরূপ গঞ্জ ভাগীরথী বিদ্যাপীঠ এর শিক্ষক) 💐💕🙏
ALTOS আয়ুর্বেদ তুলসী পাওয়ার ও টুথ পেস্ট এর ফিডব্যাক ভিডিও 🥰

11/04/2024

অশ্বাগন্ধ্যা ক্যাপসুল(ALTOS Ayurveda) এর উপকারিতা🥰

💐💕🤝Authorization CertificateSo proud of ALTOS Ayurveda 💐💕🙏
06/12/2023

💐💕🤝Authorization Certificate
So proud of ALTOS Ayurveda 💐💕🙏

💕        Enjoy your Healthy life with        🥰💕 নিজেকে সবসময় 100% অ্যাক্টিভ ও এনার্জেটিক্ করে তুলতে সক্ষম ALTOS আয়ুর্ব...
30/10/2023

💕
Enjoy your Healthy life with
🥰💕 নিজেকে সবসময় 100% অ্যাক্টিভ ও এনার্জেটিক্ করে তুলতে সক্ষম ALTOS আয়ুর্বেদের এই "শিলাজিৎ পেস্ট"।
এছাড়াও শিলাজিৎ বহু হেল্থ বেনিফিট সম্পন্ন প্রোডাক্ট।
Altos শিলাজিৎ ব্যাবহার করে বিভিন্ন শারীরিক সমস্যা সমাধান করুন ও বিবাহিত জীবনকে আরও আনন্দময় ও দীর্ঘস্থায়ী করে তুলুন।
এখন থেকেই পুরুষ ও মহিলা উভয়েই ব্যাবহার করুন।
প্রয়োজনে বা অর্ডার করতে ph করতে পারেন 9051087050(Hemanta)

20/09/2023

🥰 আপনি কি সবসময় সুন্দর থাকতে চান? এবং যদি সেক্স্যুয়াল সমস্যায় পড়তে না চান ,তাহলে অবশ্যই ব্যাবহার করুন ALTOS আয়ুর্বেদের AROPLEX PLUS ক্যাপসুল।
Ph - 9051087050

💐ALTOS কম্পানির প্রোফাইল💐👇      ALTOS কোম্পানির প্রতিষ্ঠাতা (CMD sir) ডক্টর অশ্বিনী কুমার  গুপ্তা  স্যার।তিনি ভারত বর্ষে...
09/09/2023

💐ALTOS কম্পানির প্রোফাইল💐👇
ALTOS কোম্পানির প্রতিষ্ঠাতা (CMD sir) ডক্টর অশ্বিনী কুমার গুপ্তা স্যার।
তিনি ভারত বর্ষের এক স্বনামধন্য আয়ুর্বেদিক সায়েন্টিস্ট।
ভারত সরকার ওনাকে তিন বার রাষ্ট্রপতি পুরুস্কারে সম্মানিত করে, এবং তিনি দেশের প্রাউড অফ কান্ট্রি সম্মানে সম্মানিত💐🙏💐

তার একমাত্র সুপুত্র অভিষেক কুমার গুপ্তা স্যার বর্তমানে ALTOS আয়ুর্বেদিক কোম্পানির MD (ম্যানেজিং ডিরেক্টর)।
অভিষেক কুমার গুপ্তা স্যার লন্ডন থেকে ডাইরেক্ট সেলিং এর ওপর ডিপ্লোমা প্রাপ্ত।

# ALTOS ম্যানুফ্যাকচারিং ইউনিট এর নাম - অভিষেক ফার্মাসিটিউক্যাল । প্রতিষ্ঠাতা 1981 সাল হিমাচল প্রদেশের বদ্রিতে ।
সেখানে সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট ও আয়ুর্বেদিক মেডিসিন তৈরী হয়ে ইমপোর্ট ও এক্সপোর্ট হতো।

এর পর Altos এর প্রতিষ্ঠাতা ডক্টর অশ্বনী কুমার গুপ্তা স্যার ভারতের বেকার সমস্যা দুর করার জন্যে ও প্রত্যেক ভারতবাসীকে সুস্থ্য ও আর্থিক ভাবে সমৃদ্ধ করার উদ্দেশ্যে নিয়ে 2000 সালের 13 ই এপ্রিল ALTOS নাম দিয়ে পাঞ্জাব লুধিয়ানায় নিজেস্ব এক কোম্পানি খুলে ডাইরেক্ট সেলিং এর আওতায় আসে।

# ALTOS কোম্পানির উদেশ্য প্রত্যেক ভারতবাসী কে সুস্থ্য রাখার পাশাপাশি তাদের আর্থিক সমৃদ্ধি করা ,এবং ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে no 1 হওয়া।

Altos 23 বছর ধরে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছে এবং 43 বছর ধরে নিজেস্ব ম্যানুফ্যাকচারিং উইনিটে , নিজেস্ব R&D টীম এর মাধ্যমে প্রোডাক্ট তৈরি করে আসছে ।

ALTOS কোম্পানি 2003 সাল থেকে আজ অব্দি মানে 20 বছর ধরে IDSA ( ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন)এর গর্বিত সদস্য এবং USFDA লাইসেন্স প্রাপ্ত।
এছাড়াও কোম্পানি HALAL সার্টিফায়েড,Who - GMP সার্টিফায়েড,WFDSA সদস্য প্রাপ্ত এবং FICCI সদস্য প্রাপ্ত এছাড়াও কোম্পানির মধ্যে রয়েছে OSASH সার্টিফায়েড,ISO 9001:2015 সার্টিফায়েড,FSSAI সার্টিফায়েড ইত্যাদি।

কোম্পানি প্রত্যেক মানুষকে সার্ভিস দেবার পাশাপাশি বিভিন্ন NGO এর সাথে যুক্ত আছে।বিভিন্ন হসপিটালে ফ্রী ট্রিটমেন্ট এর পাশাপাশি ,ভারতের গো সম্পদ কে রক্ষ্যা করার উদ্দেশ্যে গো ধাম চারিটিবেল সংস্থার সাথে যুক্ত আছে এবং বিভিন্ন স্কুলে বাচ্চা দের এডুকেশন এর জন্যে আর্থিক সহায়তা করার মধ্যে দিয়ে বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজের সাথে যুক্ত আছে।

💐💕🙏 আমি এই মহান ALTOS কোম্পানির সাথে যুক্ত হয়ে নিজেকে ও পরিবারকে সুস্থ্য রাখার পাশাপাশি ইনকাম করছি এবং আমি নিজে বহু মানুষকে তাদের সুস্থ্যতার ও আর্থিক সমৃদ্ধি হবার মাধ্যম হয়ে কাজ করতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি ।
আপনিও চাইলে এই কোম্পানির সাথে আমাদের সঙ্গে হাতে হাত রেখে নিজেকে এবং পরিবারকে সুস্থ্য রাখার মধ্যে দিয়ে ইনকামের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন💐💕🤝
Proud of ALTOS 💐💕🙏
Hemanta Biswas
Ph - 9051087050

01/09/2023

💐🤝 3 হাজার টাকায় বিজনেস শুরু করে প্রফিড করুন 2,648 টাকা।
যোগাযগ করুন - 9051087050(Hemanta Biswas)

28/08/2023

🥰 ALTOS আয়ুর্বেদিক মেডিসিনে অবিশ্বাস করা এক ব্যাক্তির কথা শুনুন।
প্রয়োজনে ph করুন - 9051087050

09/06/2023

💐🥰 ALTOS TULSI power এর ডেমো এবং উপকারিতা
Ph - 9051087050

Address

Nabadwip Ghat Road
Navadwip
741315

Telephone

+919051087050

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANKUR Ayurveda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram