29/05/2024
ডাক্তারী prescription যাতে সবাই পড়তে পারে তার জন্য....... আসুন জেনে নিই ডাক্তার আপনাকে কোন ওষুধ কখন খেতে হবে বলেছে.... এবার আপনি নিজে নিজেই জানতে পারবেন...
আমরা সাধারণ মানুষেরা ডাক্তারী prescription এ লেখা ওষুধ কটা করে কখন খাবো, খাবার আগে না পরে খাবো বুঝতে পারিনা।
হাসপাতাল বা ওষুধের দোকানে বলে দিলেও বাড়ি এসে আমরা অনেকেই ভুলে যায়। ফলে আমরা ভুলে সময়ে ভুল ওষুধ খেয়ে ফেলি তাতে অসুখ কমার পরিবর্তে বেড়ে যায়.......
চলুন চেষ্টা করি একটু সহজ করে দেওয়ার........
যেমন ধরুন লেখা আছে .......
1. Tab PCM(650)×1tab×BDPC×7d(days)
2.Tab. LCZ(5)× ODHS ×7d
3.E/D CMC×2°×QDS×7d
4.Syp. Ambroxol 5ml ×TDS ×7d
5.N/D Botroclot 5°× sos
এবার আসি এই ODAC ,BDPC,HS ,SOS এসবে ...
আসলে এগুলো সবই লাতিন ভাষার জিনিসপত্র, যেমন কফিহাউসের কফি জঘন্য তাও আমরা কফিহাউস কফিহাউস করে লাফাতে থাকি এটাও একই।
Tab = tablet
Syp = syrup
Cap = Capsul
Inj = Injection
E/D= ear drop(কানের ড্রপ) ( e/o থাকলে ear ointment পাতি কথাই মলম)
N/D= nasal drop (নাকের ড্রপ)
OD= once daily ( দিনে একবার)
BD= twice a day (দিনে দুবার)
TDS = thrice a day ( দিনে তিনবার)
QDS= to be taken four times daily (দিনে চারবার)
AC= before meal (খাবার আগে)
PC= after meal (খাবার পরে )
ODAC = দিনে একবার খাবার আগে
BDPC = দিনে দুবার খাবার পর
HS = at bed time (ঘুমাতে যাওয়ার আগে )
SOS= if require ( প্রয়োজন পড়লে)
এবার পড়ি তাহলে একটা ....
Tab. PCM (650)× 1tab × BDPC × 7D
মানে হল tablet .paracetamol (pcm) (650টা হল ডোজ/পাওয়ার) × 1 Tab (মানে একটা করে tablet) ×BDPC ( BD মানে দিনে দুবার আর PC মানে খাবার পর) × 7D ( মানে 7 দিন ধরে খেতে হবে)
আর একটা পড়ি .....
N/D. Botroclot× 5°×SOS
N/D(নাকের ড্রপ) Botroclot (ওষুধের নাম)× 5°(পাঁচ ফোটা করে )× SOS ( যখন অসুবিধা হবে /যখন দরকার)
( Botroclot রক্তপরা বন্ধ করে ,তাই এখানে SOS এর অর্থ যখন রক্ত বেরোবে তখন দিতে হবে )
আসা করি সাধারণ মানুষের একটু হলেও উপকার হবে ,কেউ এটার মাধ্যমে একটু উপকৃত হলেও আমার ভাল লাগবে prepared and edited by abdussalammahie For more click www.hellodoctor.net.in
www.hellodoctor.org.in
www.hellodoctor.co.in
www.hellodoctor.com.in
Hello Doctor is the healthtech initiative ushering in a new era in healthcare and revolutionizing the way to manage your health digitally.