ROY'S Diagnostic and polyclinic

ROY'S Diagnostic and polyclinic DEPARTMENT OF AYUSH

Yoga
09/07/2024

Yoga

17/05/2023

াইপারটেনশন_ডে
সোজা ভাষায় বলতে গেলে হাই প্রেসার দিবস।
1.নুন সেটা যে নুন হোক (কাঁচা নুন,ভাজা নুন, বিট নুন,সন্দক নুন,আরো যদি কোনো রকম এর নুন থাকে) কিংবা নোনতা খাবার যত সম্ভব এড়িয়ে চলুন।

2.প্রতিদিন 30 মিনিট একটানা হাঁটুন আর পাশাপাশি ধ্যান যোগা প্রাণায়াম অভ্যেস করুন। সময় আপনার নেই জানি। যদি নিজের শরীরকে গুরুত্ব দেন, সময় ঠিক বেরিয়ে আসবে।

3.ধূমপান করলে বন্ধ করুন। কাজ টা সহজ না,জানি। তাও বলবো। একদিনে পারবেন না। আস্তে আস্তে কমিয়ে ফেলে একবারে ছেড়ে দিন।

4.হাই প্রেসার থাকলেই সবার যে মাথা ঘুরাবে কিংবা কোনো উপসর্গ দেখা দেবে সেটা কিন্তু নয়। তাই প্রেসার চেক করুন।

5.প্রেসার এর পাশাপাশি সুগার কিংবা কোলেস্টেরল আছে কিনা সেটাও একবার চেক করুন। উপসর্গ সবার দেখা যায় না, এটা মাথায় রাখবেন।

6.প্রেসার দিনের পর দিন বেশি থাকলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনির সমস্যা হবার সম্ভবনা খুব বেশি থাকে।

7.যারা প্রেসারের ওষুধ খাচ্ছেন তারা দয়া করে নিজে থেকে ডাক্তারি করে ১ দিনের জন্য প্রেসারের ওষুধ বন্ধ রাখবেন না।ওষুধ শেষ হয়ে যাবার আগে ওষুধ কিনে রাখুন। খাবার খেতে ভুলে যান কিন্তু ওষুধ খেতে ভুলবেন না।দুর্বল লাগলে মাথা ঘুরলে প্রেসার কমে গেলে কিংবা অন্য কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।

14/05/2023
11/05/2023


11/05/2023

১. *Slip disc if forwardly displaced( Spondylolisthesis* ) ---- you should be practised forward bending asanas for normal placement. But if backwards displacement of spine *(Retrolisthesis)* then you avoid forward bending asanas.
২. High blood pressure ( *Hypertension* ) patient must be practised Uddiyan bandha Mudra for proper maintain digestive process and adrenaline hormone secretion.
৩. In case of *Umbilical hernia --* you must be practiced Dhanurasan for maintenance protrusion Umbilicus and comes to cure condition.
৩. *During mense* --you may practice Meditative asana /Dhyanasana (except bhadrasana).
Gomukhasana must relief the symptoms when excess menstrual flow arise ( Menorrhagia).
৪. *Cancer patients* --for grow immunity and control metastatic process ---should be practised Dhyanasana, Sahaj Pranayam specially Bhraman Pranayam, Agnisar kriya etc.
৫. *Optic nerve* Atrophy case e forward bending asanas for good results.
৬. In case of fever --pranayam , light Yoga Asana (Pabanmuktasana, Yoga mudra, ardhya-kurmasana etc) is great benefitted.
৭. অনেক আসন অভ্যাসের করার সময় কুম্ভক হয়।
-------- Dr. Jayanta Kr Roy

11/05/2023

*সতর্কতা*

১) স্পন্ডিলোসিস অথবা স্লিপ ডিস্ক রোগে সামনে ঝোঁকা আসন যথা — পশ্চিমোত্তানাসন, জানুশিরাসন, পদহস্তাসন, শশঙ্গাসন, অর্ধকূর্মাসন, যোগমুদ্রা প্রভৃতি অভ্যাস করা অনুচিত।

২) হাই ব্লাডপ্রেসার রোগীর মাথা ঝোঁকানো আসন যথা — শীর্ষাসন, পদহস্তাসন, শশঙ্গাসন, হলাসন, মত্স্যাসন ও ময়ূরাসন, উড্ডীয়ান, কপালভাতি প্রভৃতি করা নিষেধ।

৩) হার্নিয়া পেটের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পায় এমন আসন যথা — ধনুরাসন, ময়ূরাসন, যোগমুদ্রা প্রভৃতি না করাই ভালো।

৪) গ্যাসট্রিক আলসারে উড্ডীয়ান, যোগমুদ্রা, কপালভাতি, ময়ূরাসন, পশ্চিমোত্তানাসনও করবেন না। এমনকী কোন কোন ক্ষেত্রে পবনমুক্তাসনও চলবে না।

৫) প্রতিটি আসনের পর শবাসন করা বাঞ্ছনীয়। যত বার যতক্ষণ আসন করবেন ঠিক তত বার তত ক্ষণ সময় শবাসনে বিশ্রাম নেবেন। শবাসনেই প্রকৃত আসনের ফল পাওয়া যায়।

৬) মেয়েদের মাসিকের সময় চার পাঁচ দিন কোনও আসন চলবে না।

৭) অন্ত:সত্ত্বা অবস্থায় পেটে চাপ পড়ে এমন যোগাসন অভ্যাস করা নিষেধ। ন্যাটালব্যায়াম ও প্রাণায়াম করা যেতে পারে।

৮) ক্যানসার, রক্তক্ষরণ (হেমোরাইজিক ডায়োথেসিস), টিবি এবং হেপাটাইটিস প্রভৃতি রোগে যোগভ্যাস নিষিদ্ধ।

৯) চোখের কয়েকটি রোগের কথা — রেটিনাইটিস, অপটিক নার্ভ অ্যাট্রফি, গ্লুকোমা ইত্যাদিতে শীর্ষাসন প্রভৃতি মাথা ঝোঁকানো আসন করা নিষেধ।

১০) রোগ অবস্থায় জ্বর নিয়ে বা অসুস্থ থাকাকালীন যোগাভ্যাস না করাই ভালো।
১১) হার্টে বেদনা, ইস্কিমিয়া, করোনারি থ্রম্বোসিস প্রভৃতি রোগে বিশেষজ্ঞদের নির্দেশ নিয়ে আসন প্রাণায়াম করা উচিত। যারা ব্রেনের কাজ করেন তাঁরা যোগাসন অভ্যাস করলে ভবিষ্যতে তাঁদের আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে না।

১২) তিরিশের বেশি বয়সের লোকেদের অনুশীলনের শুরুতে শক্ত আসন করা উচিত নয়। ওয়ার্মিং ব্যায়াম করে তার পর করবেন।

১৩) সর্বাঙ্গাসন, হলাসনের পর মত্স্যাসন বা উষ্ট্রাসন অবশ্য করণীয়।

১৪) আসন অভ্যাস করার সময় মৌন থাকা উচিত।

১৫) আসন করার পরই স্নান করা উচিত নয়। কিছু ক্ষণ বিশ্রাম নিয়ে স্নান করা ভালো। স্নান করার পর আসন করা যেতে পারে।

১৬) শশঙ্গাসন, মত্স্যাসন, শীর্ষাসন প্রভৃতি মাথায় চাপ পড়ে এমন আসনসমূহ শক্ত জায়গায় করা উচিত নয়। তোষকের ওপর কিংবা মাটিতে কিছু পেতে নিয়ে আসন করা বিধেয়।

১৭) আসন করার সময় শ্বাসপ্রশ্বাস সব সময় স্বাভাবিক থাকবে। কখনও বন্ধ রাখা যাবে না। মুদ্রা ও প্রাণায়ামের ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসের বিশেষ নিয়ম আছে।

১৮) ভরাপেটে যোগাসন করা উচিত নয়। দৈনিক পূর্ণ আহারের পর আড়াই থেকে তিন ঘণ্টা এবং স্বল্প আহারের পর আধ ঘণ্টা পর যোগাসন করা বিধেয়।

১৯) বয়স ও রোগ অনুযায়ী কোন কোন আসন করা দরকার তার জন্য অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নেওয়া ভালো। কোনও যোগব্যায়াম কেন্দ্রে নিত্য গিয়ে শেখার অসুবিধা থাকলে প্রথম প্রথম কয়েকদিন শিখে তার পর বাড়িতেও করতে পারেন। তবে মাঝে মাঝে শিক্ষক বা শিক্ষিকার দ্বারা আসনগুলি ঠিক ভাবে করা হচ্ছে কি না দেখিয়ে নেওয়া ভাল।

২০) সকাল ও বিকালে যোগব্যায়াম করার উত্তম সময়। যাঁরা অফিসে কাজ করেন তাঁরা রাত্রেও করতে পারেন। সকালবেলা টাটকা হাওয়া ও ধুলো, ধোঁয়ামুক্ত বিশুদ্ধ ঠান্ডা পরিবেশ থাকে বলে অনেকে সকালবেলা আসন করার উত্কৃষ্ট সময় মনে করেন। সারা দিনের পরিশ্রমের পর যোগব্যায়াম করলে শরীর সতেজ হয় এবং সমস্ত অবসাদ ক্লান্তি দূর হয়।
যাঁদের পক্ষে সারা দিন পরিশ্রমের পর নানা কাজের ব্যস্ততায় আসন করা হয়ে ওঠে না, তাঁরা ঘুম থেকে উঠে বিছানাতেই যোগাসন করে নেবেন।

২১) দৈনিক সব আসন করা সম্ভব নয়। সাধারণের জন্য দৈনিক ছ’টি/সাতটি আসন চার্ট অনুযায়ী করতে পারেন। আর যাঁরা যোগাসন অভ্যাসে অধিক অগ্রসর, তাঁদের কথা অবশ্য স্বতন্ত্র।

কোমরে ও ঘাড়ে ব্যথা থাকলে সামনে ঝোঁকা, দৌড়ানো, লাফানো, ঝাঁপানো, ভারী জিনিস তোলা বারণ। হাঁটুতে ব্যাথা থাকলে মাটিতে বসবেন না।

*সূত্র :* যোগসন্দর্শন, ডা. দিব্যসুন্দর দাস

ন্যাচারোপ্যাথ : ডা.জয়ন্ত কুমার রায়

Address

Old Malda
732124

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROY'S Diagnostic and polyclinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share