
05/07/2025
তাকে ঘৃণা করার ১০০ টি কারণ!
1.সে আমাকে মিথ্যা বলতো।
2.সে ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছিল।
3. সে আমাকে নিজেকেই ঘৃণা করতে বাধ্য করেছিল।
4.সে কথা বলা বন্ধ করে দিয়েছিল।
5. তার কাছে আমার থেকে অন্যদের বেশি গুরুত্ব ছিলো
6.সে স্বার্থপর ছিল, বেইমান ছিলো।
7. সে ভালোবাসার ভান করেছিল, কিন্তু ভালোবাসেনি।
৪. সে আমার আড়ালে আমার অপছন্দের কাজ গুলো করতো।
9. সে আমাকে দিনের পর দিন ঠকিয়েছে,
10.সে তার প্রতিশ্রুতি ভেঙেছিল।
11. সে তার বাজে কাজ গুলো ছাড়তে পারে নাই।
12.সে নারী লোভী ছিলো।
13.সে আমাকে মূল্যায়ন করেনি।
14.সে আমি থাকা সত্তেও অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে।
15.সে অন্য জন কে ভালোবাসি বলেছে।
16.সে আমার বিশ্বাস ভেঙেছে।
17.সে আমার দুর্বলতাগুলো আমার বিরুদ্ধেই ব্যবহার করত।
18.সে আমাকে ঠিক রেখে অন্যদের সাথেও সম্পর্ক করতো।
19.সে এখনো তার প্রাক্তনকে ভালোবাসে।
20.সে নিয়ম করে অন্য মেয়ের সাথে কথা বলে।
22.সে অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হতো।
23.সে অসৎ ছিলো।
24. তার ব্যবহার ভালো ছিলো না।
25.সে আমার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে।
26.সে আমার আত্মসম্মানে আঘাত করেছে।
27.সে সবসময় আমাকে নিয়ে সমালোচনা করত।
28.তার একটা থাকতে আরেকটা ধরার সভাব ছিলো।
29.সে নেশা করতো।
30.সে আমাকে মূল্যহীন মনে করতো।
31.সে তার ভুলের দায় আমার উপর চাপিয়ে দিত।
32.সে সবসময় নিজেকে ভিকটিম হিসেবে দেখাত
33.সে কখনো আমাকে বুঝতে চাইনি।
34.সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে।
35.সে আমার সঙ্গে নিষ্ঠুর ছিলো।
36.সে আমার সামনে লয়াল সাজার নাটক করতো।
37. সে সবসময় নেতিবাচক ছিল।
38.সে কখনো আমার ভালোবাসা দেখতে পেতো না।
39.সে অকারনে আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে।
40.সে আমাকে কখনো বিশেষ অনুভব করাতো না।
41.সে আমাকে গুরুত্ব দিত না।
42.সে আমার ভালোবাসা কে নাটক মনে করতো।
43.সে আমার কষ্ট কে নাটক ভাবতো।
44.সে গুরুত্বপূর্ণ দিনগুলো ভুলে যেত।
45.সে কখনো আমার পাশে দাঁড়াত না।
46.সে আমার অনুভূতিগুলো অবহেলা করত।
47.সে ওই কাজ গুলোই বেশি বেশি করতো যা আমি সহ্য করতে পারতাম না।
48.সে আমাকে এড়িয়ে যেত, যেন আমি কিছুই না।
49.সে কখনো আমাকে ধন্যবাদ দিত না।
51.সে সহানুভূতি দেখাত না।
52.সে আমার সীমারেখা উপেক্ষা করত।
53.সে আমার মতামতকে গুরুত্ব দিত না।
54.সে সবসময় আমাকে কষ্ট দিতো,,তার কথার আঘাতে।
55.সে আমাকে সমর্থন করত না।
56. সে গুছিয়ে মিথ্যা বলতো আমাকে।
57.সে আমাকে বিশ্বাস করত না।
58.সে কঠিন কথাগুলো এড়িয়ে যেতা!
59. সে আমাকে সম্মান করত না।
60.সে তার রাগের মাথায় আমাকে যা ইচ্ছে তাই বলতো।
61.সে সবসময় প্রতিরক্ষামূলক আচরণ করত।
62. সে আমার ভুলগুলো ছাড়িয়ে দেখতে পারত না।
63.সে আমার ভালোবাসাকে অপমান করেছে।
64.সে আমাকে উৎসাহ দিত না।
65.সে ছিলো ধোঁকাবাজ।
66.সে সবসময় সন্দেহ করে যেত।
67. সে আমার চেষ্টাকে মূল্য দিত না।
68.সে অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে যেতো।
69. সে আমার হাসি কেড়ে নিয়েছে।
70.সে আমার অনুভূতির খেয়াল রাখত না।
71. সে আমার ভালোবাসাকে সন্দেহ করতো।
72. সে বিশ্বাস ঘাতক ছিলো।
73.সে আমাকে অন্যদের সঙ্গে তুলনা করত।
74.সে আমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করত।
75.সে আমি যা কিছু করতাম, তা উপেক্ষা করত।
76.সে অন্যদেরকে আমার আগে রাখত।
77. সে সীমারেখা লঙ্ঘন করত।
78.সে তার কথা রাখত না।
79.সে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসত না
81.সে আমাকে নিজের মনে করতো না।
82.সে অন্যকে কাছে রাখতে গিয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছে।
83.কেউ আমার নামে খারাপ বললে সে তার সাথে তাল মিলাতো।
84.সে কখনো আমাকে রক্ষা করত না।
85.সে আমার সংগ্রামকে অগ্রাহ্য করত।
86.সে প্রতিশোধ নিতে মিথ্যা ভালোবাসা দেখাত।
87.সে কখনো আমার মন খারাপের কারন বুঝতো না।
৪৪. আমার নিঃশব্দ গুলো সে বুঝতে চাইনি।
89.সে আমার মতো হতে পারে নি।
90.সে আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
91.সে সমাধান না করে অজুহাত দিত।
92.সে প্রতিশ্রুতি থেকে পালিয়ে যেত!!
93.সে আমার সতর্কবার্তা উপেক্ষা করত।
94.সে ঝগড়ার সময় নিষ্ঠুর হতো।
95.সে আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিত।
96.সে আমাকে গুরুত্ব দিত না।
97.সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল।
98.সে ১২ ঘাটের জল খাইতে পছন্দ করতো।
99.সে আমাকে একা করে দিতো।
100.সে আমাকে ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। , ভালোবাসা
কোনও কারণে ভালো বাসা আটকাই না
সময় ধার্য ও নির্ণয় সঠিক সময় ।