31/12/2025
হোমিওপ্যাথিক ঔষধের কিছু পিকিউলার বা অদ্ভুত লক্ষণ
✅ কেস টেকিংয়ের গুরুত্ব প্রসঙ্গে অর্গাননের ৮৩ নম্বরে হ্যানিম্যানের লেখা অ্যাটেনশন ইন অবজারভিং কথাটা বুঝাতে অনেকগুলি ঔষধের উদাহরণ দিয়েছিলাম। আজ হঠাৎ দেখলাম "হোমিওপ্যাথি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান " নামের একটি আই ডি সেই লাইন গুলি হুবহু পোস্ট করে লিখেছে ---নবীনদের জন্য এটুকু দিলাম। নিচে হেরিংয়ের একটি ছবি।কত বড় নির্লজ্জ বেহায়া এই মালটি। সেই জন্য পোস্টটি আবার দিলাম। আর এই জন্যই ফেসবুকে ভিডিও ছাড়া আর কোন লেখা দেব না। কারণ এরকম ইতর মার্কা চোরামো আগে আরো অনেকবার দেখেছি ।
🟦 চোখে চোখ রেখে যখন কোন ছেলে কথা বলতে পারে না, আড়ে আড়ে তাকিয়ে কথা বলে, কারণ প্রতিনিয়ত হস্তমৈথুন করে বলে ভাবে তার চোখ মুখ বসে যাওয়া ভাবছি সামনের লোকটি বুঝতে পারবে -- স্টাফিসেগ্রিয়া।
🟦 দরদর করে ঘামতে থাকে = হিপার সালফ , মার্ক সল, সাইলিসিয়া।
🟦 পা দুটি সমানে নাড়াতে থাকে = নেট্রাম মিউর।
🟦 সর্দি বাচ্চার নাক দিয়ে লম্বা দড়ির মতন ঝুলে পড়ছে = কেলি বাইক্রম।
🟦 থাইরয়েড বা প্যারোটিড গ্লান্ড ফুলে পাথরের মতো শক্ত = ব্রোমিয়াম।
🟦 ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে থাকে = ইগ্নেশিয়া।
🟦 বোকার মতন সব ব্যাপারে হাসতে থাকে = ক্রোকাস স্যাট, ক্যানাবিস ইন্ডিকা।
🟦 রোগ লক্ষন বলতে বলতে কাঁদতে আরম্ভ করে = পালসেটিলা, সিপিয়া,
🟦 ছোট খাটো ব্যাপার নিয়ে গন্ডগোল পাকায়,সব সময় গন্ডগোল করার প্রবৃত্তি = ক্যামোমিলা, নাক্স ভম।
🟦 আস্তে আস্তে প্রশ্নের উত্তর দেয় = জেলসিমিয়াম , হেলিবোরাস, মার্ক সল, ফস এ্যাসিড, ফসফরাস।
🟦 খুব দ্রুত উত্তর দেয় = হিপার , লাইকো।
🟦 হ্যাঁ,বা না, এইরকম একটি বা দুইটি শব্দের মধ্যে দিয়ে উত্তর দিতে চায় = ফসফরিক এ্যাসিড।
🟦 খুব বেশী কথা বলে,এক বিষয় থেকে অন্য বিষয় নিয়ে বকতে থাকে = সিমিসিফিউগা, হায়োসিয়ামাস , ল্যাকেসিস।
🟦 বোকার মতো উত্তর দেয় = ব্যারাইটা কার্ব , ফস এ্যাসিড,
🟦 বুদ্ধিমত্তার সাথে উত্তর দেয় = লাইকো , ফসফরাস।
🟦 দুই তিনবার একই প্রশ্ন করার পর উত্তর দেয় = কষ্টিকাম , মেডোরিনাম , জিঙ্কাম মেট।
🟦 ঘোরের মধ্যে পড়ে থেকেও সঠিক উত্তর দেয় = আর্নিকা, ব্যাপ্টিসিয়া, হেলিবোরাস, হায়োসিয়ামাস, ফসফরিক এ্যাসিড, ইত্যাদি।
🟦 নোংরা ড্রেসে চেম্বারে ঢুকেই লম্বা চওড়া ফিলোসফি মার্কা অর্থাৎ দার্শনিক মার্কা লেকচার আরম্ভ করে = সালফার।
🟦 খুব বিষন্ন বা মনমরা, চেহারার মধ্যে হতাশার ছাপ = ইগ্নেশিয়া, নেট্রাম সালফ, ফসফরিক এ্যাসিড, , সোরিনাম, সিপিয়া।
🟦 সাহসী বা ভয়ডরহীন, চেহারায় বা কথা বলার সময় সাহসিকতা ফুটে উঠে = স্টাফিসেগ্রিয়া।
🟦 চোখে মুখে উদ্বিগ্ন বা দুশ্চিন্তার ছাপ = এ্যাকোনাইট, আর্সেনিক, কষ্টিকাম।
🟦 শিশুরা অস্থির প্রকৃতির, একজায়গায় স্থির থাকে না = কেলি ব্রোম , ফসফরাস, ট্যারেন্টুলা হিস ।
* শিশুরা যে কোন ধরনের গান বাজনা শুনলেই নাচতে শুরু করে = ট্যরেন্টুলা হিস।
🟦 অতিরিক্ত রিলিজিয়াস ম্যানিয়া = হায়োসিয়ামাস , ল্যাকেসিস ,লিলিয়াম ট্রিগ , স্ট্রামোনিয়াম।
🟦 উচ্চাকাঙ্খা খুব বেশী, এবং অহংকারী = লাইকো, প্লাটিনাম।
🟦 খুবই পরিস্কার পরিচ্ছন্ন (fastidious) = আর্সেনিক , কার্সিনোসিন ,নাক্স ভম।
🟦 অধৈর্য্য = ক্যামোমিলা , নাক্স ভম, সালফার।
🟦 প্রায়ই আত্মহত্যার কথা বলে = অরাম মেট,নেট্রাম সালফ , সোরিনাম।
🟦 খুব সিম্প্যাথিটিক, দরদী, সবাইকে উপকার করে = কার্সিনোসিন, কষ্টিকাম , ফসফরাস।
🟦 বাচ্চা সবসময় ঘ্যান ঘ্যান করে = এ্যান্টিম ক্রুড, এন্টিম টার্ট, আর্সেনিক।
★ রোগীর শরীর থেকে বাজে দুর্গন্ধ পাওয়া গেলে = মার্ক সল , সাইলিসিয়া,
Copy: Dr.Rabin Barman