SAMIR Health

SAMIR Health It is official page of SAMIR Health. Good health good nutrition.

product for available ./Ayurveda/Homeopathy
আমার পেজটি ঘুরে আসার জন্য ধন্যবাদ ।
সবাই ফলো করে পাশে থাকুন আমিও সবার পাশে থাকবো ।

04/01/2026
♥️♥️আঁচিলের সিম্পটমভিত্তিক ৫০টি হোমিও ঔষধ~আঁচিল (Wart / Verruca) হল ত্বকে ভাইরাসজনিত এক ধরনের বৃদ্ধি, যা সাধারণত Human P...
04/01/2026

♥️♥️আঁচিলের সিম্পটমভিত্তিক ৫০টি হোমিও ঔষধ~

আঁচিল (Wart / Verruca) হল ত্বকে ভাইরাসজনিত এক ধরনের বৃদ্ধি, যা সাধারণত Human Papilloma Virus (HPV) দ্বারা হয়।
হোমিওপ্যাথিতে আঁচিলের ধরণ, অবস্থান, প্রকৃতি, ব্যথা, রঙ, রক্তপাত ইত্যাদি অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়।
নিচে আঁচিলের সিম্পটম (লক্ষণ) অনুযায়ী ৫০টি হোমিও ঔষধ দেওয়া হলো 👇

1. Thuja Occidentalis – নরম, আর্দ্র, ফুলকপির মতো আঁচিল; যৌনাঙ্গ বা হাতের পিঠে।

2. Causticum – পুরোনো, শক্ত, ব্যথাযুক্ত আঁচিল; বিশেষত আঙুলের পাশে বা নখের পাশে।

3. Antimonium crudum – ঘন, শক্ত আঁচিল পায়ের তলায়; চাপ দিলে ব্যথা হয়।

4. Nitric acid – ফাটল ধরা, রক্তপাত হয় এমন আঁচিল; ব্যথা যেন সূচ ফুটছে।

5. Dulcamara – স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আঁচিল বাড়ে।

6. Graphites – রুক্ষ, চামড়া খসে পড়া, ফেটে যাওয়া আঁচিল।

7. Calcarea carbonica – মোটা, ঘামে ভেজা, দুর্বল ব্যক্তির আঁচিল।

8. Silicea – ধীরে ধীরে বড় হওয়া, শক্ত আঁচিল; শরীর দুর্বল, ঘাম বেশি।

9. Ferrum picricum – চ্যাপ্টা আঁচিল; মুখে বা হাতে বেশি।

10. Natrum muriaticum – রোদে বাড়ে এমন আঁচিল; বিশেষ করে ঠোঁটের কাছে।

11. Sepia – যৌনাঙ্গে আঁচিল, চুলকানি ও জ্বালাভাব সহ।

12. Lycopodium – ডান পাশে বা বৃদ্ধদের আঁচিল; শুকনো ও খসখসে।

13. Sulphur – পুরোনো, খসখসে, জ্বালা ও চুলকানিযুক্ত আঁচিল।

14. Rhus toxicodendron – চুলকানি ও জ্বালাভাবসহ আঁচিল; খোঁচালে তরল বের হয়।

15. Medorrhinum – যৌন রোগের ইতিহাসযুক্ত আঁচিল।

16. Petroleum – শীতে ফেটে যাওয়া আঁচিল।

17. Cinnabaris – যৌনাঙ্গের লালচে আঁচিল; ব্যথা ও জ্বালা সহ।

18. Mercurius solubilis – স্যাঁতস্যাঁতে, নরম আঁচিল মুখে বা জিহ্বায়।

19. Nitricum acidum – রক্তপাতসহ আঁচিল, ব্যথা সূচ ফুটানোর মতো।

20. Hepar sulphuris – পুঁজ বা সংক্রমণসহ আঁচিল।

21. Carbo animalis – শক্ত, পুরোনো আঁচিল; রঙ কালচে।

22. Phosphorus – মুখ বা চোখের কাছে আঁচিল; নরম ও রক্তপাত হয়।

23. Arsenicum album – পোড়ার মতো জ্বালা সহ আঁচিল; রাতের দিকে বাড়ে।

24. Conium maculatum – শক্ত, গোল আঁচিল; ঘাড় বা গলায় বেশি।

25. Sabadilla – ছোট ছোট আঁচিল গুচ্ছাকারে।

26. Ruta graveolens – হাতের পিঠে শক্ত আঁচিল।

27. Staphysagria – যৌনাঙ্গে বা পর্দার নিচে আঁচিল; যৌন উত্তেজনা সহ।

28. Acidum sulphuricum – নরম আঁচিল, স্পর্শে ব্যথা।

29. Natrum carbonicum – সূর্যের আলোয় বাড়ে এমন আঁচিল।

30. Kali bichromicum – গর্তযুক্ত আঁচিল, চামড়া খসে পড়ে।

31. Arnica montana – আঘাতের পর আঁচিলের মতো বৃদ্ধি।

32. Clematis erecta – স্যাঁতস্যাঁতে, জ্বালাযুক্ত আঁচিল যৌনাঙ্গে।

33. Crotalus horridus – রক্তপাতপ্রবণ আঁচিল।

34. Psorinum – বারবার ফিরে আসে এমন আঁচিল; নোংরা চামড়া।

35. Borax – ঠোঁটে বা মুখে ছোট আঁচিল।

36. Hydrocotyle asiatica – ত্বকে ঘন ঘন আঁচিল সদৃশ বৃদ্ধি।

37. Sarsaparilla – গ্রীষ্মে বাড়ে এমন আঁচিল।

38. Mezereum – খসখসে আঁচিল; চুলকানিযুক্ত ত্বক।

39. Tellurium – বৃত্তাকারে আঁচিল; ত্বকে লালচে দাগসহ।

40. Iodum – শুকনো, শক্ত আঁচিল; হরমোন সংক্রান্ত সমস্যা থাকলে।

41. Cistus canadensis – শীতে আঁচিল বাড়ে।

42. Crocus sativus – আঁচিল থেকে রক্তপাত হয় কিন্তু ব্যথা কম।

43. Calcarea fluorica – শক্ত, দীর্ঘস্থায়ী আঁচিল।

44. Baryta carbonica – শিশু বা বৃদ্ধদের আঁচিল।

45. Sabina – যৌনাঙ্গ বা নারীর যোনিমুখে আঁচিল।

46. Lachesis mutus – বেগুনি রঙের আঁচিল, স্পর্শে ব্যথা।

47. Tarentula cubensis – চুলকানি ও জ্বালাযুক্ত আঁচিল।

48. Fluoric acid – দীর্ঘদিনের শক্ত আঁচিল; চুলকানি নেই।

49. Kali sulphuricum – হলুদচে আঁচিল; খসখসে।

50. Syphilinum – সিফিলিটিক ইতিহাসযুক্ত আঁচিল; কঠিন ও নোংরা প্রকৃতির।

❤️সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।🩺

03/01/2026
Welcome to moringo phytosine  moringo fighters and benefit list look at the picture Any problem on solution .  New year ...
01/01/2026

Welcome to moringo phytosine moringo fighters and benefit list look at the picture
Any problem on solution .
New year 🎊
For more details contact me whatapp no
097754 19699

হোমিওপ্যাথিক ঔষধের কিছু পিকিউলার বা অদ্ভুত লক্ষণ ✅ কেস টেকিংয়ের গুরুত্ব প্রসঙ্গে অর্গাননের ৮৩ নম্বরে হ্যানিম্যানের লেখা ...
31/12/2025

হোমিওপ্যাথিক ঔষধের কিছু পিকিউলার বা অদ্ভুত লক্ষণ

✅ কেস টেকিংয়ের গুরুত্ব প্রসঙ্গে অর্গাননের ৮৩ নম্বরে হ্যানিম্যানের লেখা অ্যাটেনশন ইন অবজারভিং কথাটা বুঝাতে অনেকগুলি ঔষধের উদাহরণ দিয়েছিলাম। আজ হঠাৎ দেখলাম "হোমিওপ্যাথি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান " নামের একটি আই ডি সেই লাইন গুলি হুবহু পোস্ট করে লিখেছে ---নবীনদের জন্য এটুকু দিলাম। নিচে হেরিংয়ের একটি ছবি।কত বড় নির্লজ্জ বেহায়া এই মালটি। সেই জন্য পোস্টটি আবার দিলাম। আর এই জন্যই ফেসবুকে ভিডিও ছাড়া আর কোন লেখা দেব না। কারণ এরকম ইতর মার্কা চোরামো আগে আরো অনেকবার দেখেছি ।

🟦 চোখে চোখ রেখে যখন কোন ছেলে কথা বলতে পারে না, আড়ে আড়ে তাকিয়ে কথা বলে, কারণ প্রতিনিয়ত হস্তমৈথুন করে বলে ভাবে তার চোখ মুখ বসে যাওয়া ভাবছি সামনের লোকটি বুঝতে পারবে -- স্টাফিসেগ্রিয়া।
🟦 দরদর করে ঘামতে থাকে = হিপার সালফ , মার্ক সল, সাইলিসিয়া।
🟦 পা দুটি সমানে নাড়াতে থাকে = নেট্রাম মিউর।
🟦 সর্দি বাচ্চার নাক দিয়ে লম্বা দড়ির মতন ঝুলে পড়ছে = কেলি বাইক্রম।
🟦 থাইরয়েড বা প্যারোটিড গ্লান্ড ফুলে পাথরের মতো শক্ত = ব্রোমিয়াম।
🟦 ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে থাকে = ইগ্নেশিয়া।
🟦 বোকার মতন সব ব্যাপারে হাসতে থাকে = ক্রোকাস স্যাট, ক্যানাবিস ইন্ডিকা।
🟦 রোগ লক্ষন বলতে বলতে কাঁদতে আরম্ভ করে = পালসেটিলা, সিপিয়া,
🟦 ছোট খাটো ব্যাপার নিয়ে গন্ডগোল পাকায়,সব সময় গন্ডগোল করার প্রবৃত্তি = ক্যামোমিলা, নাক্স ভম।
🟦 আস্তে আস্তে প্রশ্নের উত্তর দেয় = জেলসিমিয়াম , হেলিবোরাস, মার্ক সল, ফস এ্যাসিড, ফসফরাস।
🟦 খুব দ্রুত উত্তর দেয় = হিপার , লাইকো।
🟦 হ্যাঁ,বা না, এইরকম একটি বা দুইটি শব্দের মধ্যে দিয়ে উত্তর দিতে চায় = ফসফরিক এ্যাসিড।
🟦 খুব বেশী কথা বলে,এক বিষয় থেকে অন্য বিষয় নিয়ে বকতে থাকে = সিমিসিফিউগা, হায়োসিয়ামাস , ল্যাকেসিস।
🟦 বোকার মতো উত্তর দেয় = ব্যারাইটা কার্ব , ফস এ্যাসিড,
🟦 বুদ্ধিমত্তার সাথে উত্তর দেয় = লাইকো , ফসফরাস।
🟦 দুই তিনবার একই প্রশ্ন করার পর উত্তর দেয় = কষ্টিকাম , মেডোরিনাম , জিঙ্কাম মেট।
🟦 ঘোরের মধ্যে পড়ে থেকেও সঠিক উত্তর দেয় = আর্নিকা, ব্যাপ্টিসিয়া, হেলিবোরাস, হায়োসিয়ামাস, ফসফরিক এ্যাসিড, ইত্যাদি।
🟦 নোংরা ড্রেসে চেম্বারে ঢুকেই লম্বা চওড়া ফিলোসফি মার্কা অর্থাৎ দার্শনিক মার্কা লেকচার আরম্ভ করে = সালফার।
🟦 খুব বিষন্ন বা মনমরা, চেহারার মধ্যে হতাশার ছাপ = ইগ্নেশিয়া, নেট্রাম সালফ, ফসফরিক এ্যাসিড, , সোরিনাম, সিপিয়া।
🟦 সাহসী বা ভয়ডরহীন, চেহারায় বা কথা বলার সময় সাহসিকতা ফুটে উঠে = স্টাফিসেগ্রিয়া।
🟦 চোখে মুখে উদ্বিগ্ন বা দুশ্চিন্তার ছাপ = এ্যাকোনাইট, আর্সেনিক, কষ্টিকাম।
🟦 শিশুরা অস্থির প্রকৃতির, একজায়গায় স্থির থাকে না = কেলি ব্রোম , ফসফরাস, ট্যারেন্টুলা হিস ।
* শিশুরা যে কোন ধরনের গান বাজনা শুনলেই নাচতে শুরু করে = ট্যরেন্টুলা হিস।
🟦 অতিরিক্ত রিলিজিয়াস ম্যানিয়া = হায়োসিয়ামাস , ল্যাকেসিস ,লিলিয়াম ট্রিগ , স্ট্রামোনিয়াম।
🟦 উচ্চাকাঙ্খা খুব বেশী, এবং অহংকারী = লাইকো, প্লাটিনাম।
🟦 খুবই পরিস্কার পরিচ্ছন্ন (fastidious) = আর্সেনিক , কার্সিনোসিন ,নাক্স ভম।
🟦 অধৈর্য্য = ক্যামোমিলা , নাক্স ভম, সালফার।
🟦 প্রায়ই আত্মহত্যার কথা বলে = অরাম মেট,নেট্রাম সালফ , সোরিনাম।
🟦 খুব সিম্প্যাথিটিক, দরদী, সবাইকে উপকার করে = কার্সিনোসিন, কষ্টিকাম , ফসফরাস।
🟦 বাচ্চা সবসময় ঘ্যান ঘ্যান করে = এ্যান্টিম ক্রুড, এন্টিম টার্ট, আর্সেনিক।
★ রোগীর শরীর থেকে বাজে দুর্গন্ধ পাওয়া গেলে = মার্ক সল , সাইলিসিয়া,
Copy: Dr.Rabin Barman

♥️স্ট্রামোনিয়ামভূমিকা --এই ঔষধটির মাদার টিংচার ধুতুরা ফলের পাকা বীজ গুঁড়ো করে তৈরী করা হয়। হ্যানিম্যান নিজে ঔষধটি প্রুভ...
23/12/2025

♥️স্ট্রামোনিয়াম
ভূমিকা --এই ঔষধটির মাদার টিংচার ধুতুরা ফলের পাকা বীজ গুঁড়ো করে তৈরী করা হয়। হ্যানিম্যান নিজে ঔষধটি প্রুভিং করেছেন।

এই ঔষধের প্রধান লক্ষনগুলি ----

♥️১) কোন রোগে রোগী ব্যথা অনুভব করে না। তাকে যতই মারা যাক বা মরা হোক, বা কোথাও পড়ে যাক, বা কোন কিছুর সাথে তার ধাক্কা লাগুক, সে কোনরকম ব্যথা পায় না, উপরন্তু হাসে।

♥️২) উজ্জ্বল আলো অসহ্য লাগে কিন্তু অন্ধকারে আবার খুব ভয়, রোগী অন্ধকারে কিছুতেই থাকতে চায় না, লাইট বা আলোতে থাকতে চায়, তবে বেশী চকচকে বা উজ্জ্বল আলো আবার সহ্য করতে পারে না।

♥️৩) একা থাকতে খুব ভয়, সর্বদা সঙ্গী বা সাথী চায়। বাচ্চা, বড়ো সবাই সঙ্গী চায়, পাশে লোক চায়।

♥️৪) বাচালত, সবসময় বকক করে, সবসময় কথা বলতে চায়। একই ব্যাপার নিয়ে বকর বকর করতে চায়।

( একই ব্যাপার নিয়ে পড়ে থাকে না, একটার পর একটা বিভিন্ন বিষয় নিয়ে বকর বকর করতেই থাকে -- ল্যাকেসিস ) ।

♥️৫) নানারকম ম্যানিয়া বা পাগলামো যা পরিবর্তনশীল। যেমন --- কখনো পাগলের মত বকবক করে, কখনো সবার কাছে হাতজোড় করে নানা রকম কাকুতি মিনতি করে, কখনো সবসময় ঠাকুর দেবতার ছবি বা মূর্তির সামনে গিয়ে প্রার্থনায় বসে , কখনও গান গেয়ে বেড়ায়, কখনও শুধু কবিতা আওড়ায়, কখনও শুধু হাততালি দিতে দিতে ঘুরে বেড়ায়, কখনো শুধু যৌন উত্তেজক মূলক কথাবার্তা বলে, ইত্যাদি।

♥️৬) যৌন উত্তেজনা খুব বেশী, ( চলবে)

22/12/2025

আপনি কেমন থাকবেন সেটা নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপর।তাই সবসময় পজেটিভ চিন্তা করুন। মানসিক ভাবে ভালো থাকুন।

Address

Old Malda

Alerts

Be the first to know and let us send you an email when SAMIR Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SAMIR Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category