
25/08/2025
কয়েকটি ঔষধের প্রেসক্রাইবিং সিমপটমস
★ এলুমিনা ---
কোষ্ঠবদ্ধতা, শরীরের শুষ্কতা, আলু সহ্য হয় না, কাঠ কয়লা,মাটি, চক, ইত্যাদি আজেবাজে জিনিস খেতে ভালোবাসে, শরীরের এখানে ওখানে শুষ্ক চুলকানি।
★ এ্যান্টিম ক্রুড----
জিভের উপরে সাদা পুরু কোটিং, ভুরিভোজন বা অতিরিক্ত খাওয়ার পরে পেটের গোলমাল, ক্ষুধার অভাব , বমি বা বমি বমি ভাব, টক খাওয়ার ইচ্ছা, তৃষ্ণাহীনতা,
★ আর্সেনিক এ্যালবা ---
ফুড পয়জনিং হয়েছে, পাতলা দূর্গন্ধ পায়খানা হচ্ছে , সাথে বমি, প্রবল পিপাসা, কিন্তু ক্ষণে ক্ষণে অল্প পরিমাণে জল খায়, জল পান করার পরেই আবার বমি হয়, খাদ্য দ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, পেটের মধ্যে জ্বালা, রোগের প্রকোপ যত বেশী, দুর্বলতা তার থেকে অনেক গুন বেশী,
★ ইউপেটোরিয়াম পার্ফ --
জ্বর প্রত্যহ সকাল সাতটা বা আটটার মধ্যে আসে, সারা শরীরে বিশেষ করে হাড়ের মধ্যে অসহ্য যন্ত্রণা --- মনে হয় যেন হাড় ভেঙে গেছে, বাম দিকে চেপে শুতে পারে না, পিত্ত বা তিতা বমি,
★ ইপিকাক ---
বমি হচ্ছে না বেশি, কিন্তু ক্রমাগত বমির ভাব চলছে, জিভ পরিষ্কার ,জল পিপাসা নেই,
★আর্নিকা মন্টেনা ---
মাংসপেশীতে আঘাত জনিত ব্যথা, ব্যথার জায়গা অত্যন্ত স্পর্শকাতর, রক্ত জমে কালশিটে হয়ে আছে, যে বিছানায় শুয়ে থাকে সেই বিছানা খুব শক্ত বলে মনে হচ্ছে,
★ আর্জেন্টাম নাইট্রিকাম----
ক্রমাগত হেউ হেউ করে জোরে জোরে ঢেকুর তোলে , চিনি বা মিষ্টি খেতে ভালবাসে, উদারাময় বা ডায়েরিয়ায় ভোগে, কোথাও কোন এনগেজমেন্টে যাওয়ার আগে পায়খানা পায়, শরীরের আক্রান্ত স্থানে কাঁটা ফুটে আছে এরকম অনুভূতি হয়,
★ আয়োডাম ---
শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, অত্যন্ত গরমকাতরতা, ক্ষুধা মোটেই সহ্য করতে পারে না--- ক্ষুধার সময় না খেতে পারলে বিভিন্ন রকম অসুবিধা হয় বা রোগ লক্ষন, রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়, শরীরর গ্লান্ড ফুলে উঠে--- বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ড বা ম্যামারি গ্লান্ড,
★ ব্যাপ্টিসিয়া -----
জ্বর কিছুতেই কমছে না--- টাইফয়েডের দিকে যাচ্ছে, ভীষণ দূর্বলতা, শরীরের সকল স্রাব ভীষণ দূর্গন্ধ, শ্বাস-প্রশ্বাসেও ভীষন দূর্গন্ধ, পায়খানা, প্রস্রাব ঘাম, সবকিছুই ভীষন দূর্গন্ধ, মুখের মধ্যে ঘা হচ্ছে, কুকুরের মতো বেঁকে শুয়ে থাকতে চায়, জিভের মাঝখানটা সাদা, পাশগুলি লাল,
★ বেলেডোনা ------
হঠাৎ অনেক জ্বর এসেছে, মাথা ভীষন ব্যাথা করছে, পেটও ভীষণ ব্যথা করছে, ব্যথার চরিত্র দপদপানি, ব্যথার জায়গাটা অত্যন্ত লাল ও গরম, ব্যথার সাথে জ্বালা, ভীষন স্পর্শকাতরতা, ব্যথা হঠাৎ আসছে এবং হঠাৎ যাচ্ছে,
★বোরাক্স ------
নিম্নগতিতে ভীষণ ভয় ও আতঙ্ক, বাচ্চাদের আদর করে দুহাত দিয়ে উপরে তুলে নামানোর সময়, বা নাগরদোলায় বসলে উপর থেকে নাগরদোলা নীচে নামার সময় খুবই ভয় পায়, অত্যন্ত ভীর , সামান্য শব্দেও চমকে উঠে, মুখে সাদা ফাংগাসের মতন ঘা হচ্ছে, চুলগুলো গায়ে গায়ে জড়িয়ে যাচছে,
★ বার্বেরাস ভালগারিস
কিডনি রিজিয়নে, অর্থাৎ পেটে কিডনির জায়গায় ব্যথা, বিশেষ করে বাম দিকে কিডনির জায়গায় ব্যথা, যেখানে ব্যথা হচ্ছে সেখান থেকে ব্যথা চারিদিকে অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, পেটের ভিতরে বিশেষ করে ব্যথার জায়গায় বুজবুজ করার মতন অনুভূতি, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না বা অল্প অল্প করে বার হচ্ছে,
★ ব্রাইওনিয়া এ্যালবা ----
যে কোন রোগে রোগী যদি চুপচাপ শুয়ে থাকে, সামান্য নড়াচড়াও করতে চায় না-- কারণ সামান্য নড়াচড়ায়ও তার সব রোগ যন্ত্রনা বৃদ্ধি হয়, শরীরের সমস্ত মিউকাস মেমব্রেনের শুষ্কতা ---মুখ শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, কোষ্ঠকাঠিন্যতা, প্রবল জলপিপাসা, কিনতু অনেকটা করে জল অনেকক্ষন পরপর খায়। আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান জোরে চেপে ধরলে উপশম হয়, জিভ শুকনো এবং সাদা কোটেড, শরীরের ডান দিকে রোগ আক্রমণ বেশি,
★ ক্যালকেরিয়া কার্ব ----
দেহের স্থূলতা, ঘাম বেশি--- বিশেষ করে মাথায়, সহজে সর্দি কাশি লাগে, হাত পা ঠান্ডা থাকে, ডিম খেতে ভালোবাসে, লবন খেতে চায়,
★ ক্যালকেরিয়া ফস ----
প্রায়ই ডায়েরিয়া বা উদরাময়ে ভোগে, রিকেটি চেহারা, পায়খানা করার সময় পেটের মধ্যে হড়হড় ঘড়ঘড় শব্দ হয়, খেতে বসলেই পেটব্যথা আরম্ভ হয়, স্কুলে যাওয়া মেয়েদের স্কুল থেকে ফেরার সময় মাথা ব্যথা করে, মাসিকের সময় মুখে ব্রণ বের হয় , মাংস খেতে ভালবাসে,
★ কলচিকাম -----
খাদ্য দ্রব্যে অভক্তি বা বিরক্তি , বা খাদ্যদ্রব্যের গন্ধ মোটেই সহ্য করতে পারে না---বমি বমি ভাব আসে, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু জমে, প্রস্রাব কমে যায়,ন ঘাম বেশী,
★ ককুলাস -------
গাড়ীতে চড়লে বমির ভাব হয়, মাথা ঘোরে, তার সাথে যদি অনিদ্রাজনিত কোনরকম অসুস্থতা হয়, মাসিকের সময় মহিলারা যদি খুবই দুর্বল হয়ে পড়ে,
★ কোনিয়াম------
অত্যন্ত দুর্বল, অত্যন্ত শীতকাতরতা, শুলেই মাথা ঘোরে, ঘুমিয়ে পড়লে সারা শরীরে ঘাম হয়, প্রস্রাব সহজে নির্গত হতে চায় না ---থেমে থেমে হয়, ধাতুদৌর্বল্য ---- সামান্যতেই প্রস্টেটিক ডিসচার্জ হয়, অনেক বয়স হয়েছে কিন্তুু বিয়ে করেনি,
★কলোসিন্থ-------
পেট ব্যাথা সামনের দিকে ঝুঁকে খুব জোরে চেপে ধরলে কমে এবং কিছু খাওয়ার পরেই বাড়ে , বমি বমি ভাব বা বমি হতে পারে,
★ চেলিডোনিয়াম ------
ডান দিকের স্কাপুলা হাড়ের নীচে ব্যথা, মাথা ব্যাথা বা অন্য যে কোন ব্যথা শরীরের ডান দিকেই বেশী দেখা দেয়, জিভের উপরে মোটা হলুদ বর্ণের লেপ, ডান দিকের পা ঠান্ডা, ভীষণ স্পর্শকাতরতা এবং নড়াচড়ায় সব রোগের বৃদ্ধি হয়, মাথা ব্যথার সময় ডান দিকের চোখ দিয়ে জল পড়ে,দেখলে,
★ সিমিসিফিউগা -------
যত বেশি মাসিক স্রাব হয় তত বেশি পেটে ব্যথা হয়, ব্যথা পেটে আড়া-অাড়ি ভাবে হয়--- মানে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিকে হয়, স্রাব অত্যন্ত বেশী এবং চাপ চাপ হয়,
★ সিনা ------
ক্ষুধা অত্যন্ত বেশি, বলা যেতে পারে রাক্ষুসে ক্ষুধা, পেটের উপর চাপ দিয়ে শুতে চায় , রাত্রে দাঁত কড়মড় করে, মুখে সবসময় জল উঠে, চোখের চারিদিকে কালো ছাপ, নাভির চারিদিকে ব্যথা, পড়তে বসলেই মাথা ব্যথা হয়, প্রস্রাবের জায়গায় সাদা দাগ পড়ে।