SAMIR Health

SAMIR Health It is official page of SAMIR Health. Good health good nutrition.

product for available ./Ayurveda/Homeopathy
আমার পেজটি ঘুরে আসার জন্য ধন্যবাদ ।
সবাই ফলো করে পাশে থাকুন আমিও সবার পাশে থাকবো ।

তাকে ঘৃণা করার ১০০ টি কারণ! 1.সে আমাকে মিথ্যা বলতো।2.সে ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছিল।3. সে আমাকে নিজেকেই ঘৃণা করতে বাধ্য...
05/07/2025

তাকে ঘৃণা করার ১০০ টি কারণ!

1.সে আমাকে মিথ্যা বলতো।
2.সে ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছিল।
3. সে আমাকে নিজেকেই ঘৃণা করতে বাধ্য করেছিল।
4.সে কথা বলা বন্ধ করে দিয়েছিল।
5. তার কাছে আমার থেকে অন্যদের বেশি গুরুত্ব ছিলো
6.সে স্বার্থপর ছিল, বেইমান ছিলো।
7. সে ভালোবাসার ভান করেছিল, কিন্তু ভালোবাসেনি।
৪. সে আমার আড়ালে আমার অপছন্দের কাজ গুলো করতো।
9. সে আমাকে দিনের পর দিন ঠকিয়েছে,
10.সে তার প্রতিশ্রুতি ভেঙেছিল।
11. সে তার বাজে কাজ গুলো ছাড়তে পারে নাই।
12.সে নারী লোভী ছিলো।
13.সে আমাকে মূল্যায়ন করেনি।
14.সে আমি থাকা সত্তেও অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে।
15.সে অন্য জন কে ভালোবাসি বলেছে।
16.সে আমার বিশ্বাস ভেঙেছে।
17.সে আমার দুর্বলতাগুলো আমার বিরুদ্ধেই ব্যবহার করত।
18.সে আমাকে ঠিক রেখে অন্যদের সাথেও সম্পর্ক করতো।
19.সে এখনো তার প্রাক্তনকে ভালোবাসে।
20.সে নিয়ম করে অন্য মেয়ের সাথে কথা বলে।
22.সে অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হতো।
23.সে অসৎ ছিলো।
24. তার ব্যবহার ভালো ছিলো না।
25.সে আমার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে।
26.সে আমার আত্মসম্মানে আঘাত করেছে।
27.সে সবসময় আমাকে নিয়ে সমালোচনা করত।
28.তার একটা থাকতে আরেকটা ধরার সভাব ছিলো।
29.সে নেশা করতো।
30.সে আমাকে মূল্যহীন মনে করতো।
31.সে তার ভুলের দায় আমার উপর চাপিয়ে দিত।
32.সে সবসময় নিজেকে ভিকটিম হিসেবে দেখাত
33.সে কখনো আমাকে বুঝতে চাইনি।
34.সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে।
35.সে আমার সঙ্গে নিষ্ঠুর ছিলো।
36.সে আমার সামনে লয়াল সাজার নাটক করতো।
37. সে সবসময় নেতিবাচক ছিল।
38.সে কখনো আমার ভালোবাসা দেখতে পেতো না।
39.সে অকারনে আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে।
40.সে আমাকে কখনো বিশেষ অনুভব করাতো না।
41.সে আমাকে গুরুত্ব দিত না।
42.সে আমার ভালোবাসা কে নাটক মনে করতো।
43.সে আমার কষ্ট কে নাটক ভাবতো।
44.সে গুরুত্বপূর্ণ দিনগুলো ভুলে যেত।
45.সে কখনো আমার পাশে দাঁড়াত না।
46.সে আমার অনুভূতিগুলো অবহেলা করত।
47.সে ওই কাজ গুলোই বেশি বেশি করতো যা আমি সহ্য করতে পারতাম না।
48.সে আমাকে এড়িয়ে যেত, যেন আমি কিছুই না।
49.সে কখনো আমাকে ধন্যবাদ দিত না।
51.সে সহানুভূতি দেখাত না।
52.সে আমার সীমারেখা উপেক্ষা করত।
53.সে আমার মতামতকে গুরুত্ব দিত না।
54.সে সবসময় আমাকে কষ্ট দিতো,,তার কথার আঘাতে।
55.সে আমাকে সমর্থন করত না।
56. সে গুছিয়ে মিথ্যা বলতো আমাকে।
57.সে আমাকে বিশ্বাস করত না।
58.সে কঠিন কথাগুলো এড়িয়ে যেতা!
59. সে আমাকে সম্মান করত না।
60.সে তার রাগের মাথায় আমাকে যা ইচ্ছে তাই বলতো।
61.সে সবসময় প্রতিরক্ষামূলক আচরণ করত।
62. সে আমার ভুলগুলো ছাড়িয়ে দেখতে পারত না।
63.সে আমার ভালোবাসাকে অপমান করেছে।
64.সে আমাকে উৎসাহ দিত না।
65.সে ছিলো ধোঁকাবাজ।
66.সে সবসময় সন্দেহ করে যেত।
67. সে আমার চেষ্টাকে মূল্য দিত না।
68.সে অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে যেতো।
69. সে আমার হাসি কেড়ে নিয়েছে।
70.সে আমার অনুভূতির খেয়াল রাখত না।
71. সে আমার ভালোবাসাকে সন্দেহ করতো।
72. সে বিশ্বাস ঘাতক ছিলো।
73.সে আমাকে অন্যদের সঙ্গে তুলনা করত।
74.সে আমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করত।
75.সে আমি যা কিছু করতাম, তা উপেক্ষা করত।
76.সে অন্যদেরকে আমার আগে রাখত।
77. সে সীমারেখা লঙ্ঘন করত।
78.সে তার কথা রাখত না।
79.সে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসত না
81.সে আমাকে নিজের মনে করতো না।
82.সে অন্যকে কাছে রাখতে গিয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছে।
83.কেউ আমার নামে খারাপ বললে সে তার সাথে তাল মিলাতো।
84.সে কখনো আমাকে রক্ষা করত না।
85.সে আমার সংগ্রামকে অগ্রাহ্য করত।
86.সে প্রতিশোধ নিতে মিথ্যা ভালোবাসা দেখাত।
87.সে কখনো আমার মন খারাপের কারন বুঝতো না।
৪৪. আমার নিঃশব্দ গুলো সে বুঝতে চাইনি।
89.সে আমার মতো হতে পারে নি।
90.সে আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
91.সে সমাধান না করে অজুহাত দিত।
92.সে প্রতিশ্রুতি থেকে পালিয়ে যেত!!
93.সে আমার সতর্কবার্তা উপেক্ষা করত।
94.সে ঝগড়ার সময় নিষ্ঠুর হতো।
95.সে আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিত।
96.সে আমাকে গুরুত্ব দিত না।
97.সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল।
98.সে ১২ ঘাটের জল খাইতে পছন্দ করতো।
99.সে আমাকে একা করে দিতো।
100.সে আমাকে ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। , ভালোবাসা
কোনও কারণে ভালো বাসা আটকাই না
সময় ধার্য ও নির্ণয় সঠিক সময় ।

নিজেকে ধ্বংসের প্রতিযোগিতা চলছে !!!     প্রতিদিন আমাদের চেম্বারে সরাসরি আসে বা বিভিন্ন স্থান থেকে ফোন আসে। স্যার সমস্যায...
03/07/2025

নিজেকে ধ্বংসের প্রতিযোগিতা চলছে !!!

প্রতিদিন আমাদের চেম্বারে সরাসরি আসে বা বিভিন্ন স্থান থেকে ফোন আসে। স্যার সমস্যায় আছি, একটু সমাধান বলে দেন। জিজ্ঞেস করি কি সমস্যা ? অধিকাংশ যুবকের ক্ষেত্রেই উত্তর- যৌন সমস্যা ।

যৌন সমস্যা কেন হলো ?
সভ্যতার নামে অসভ্যতার সুযোগে যুবক-যুবতীরা আজ যেন নিজেদেরকে ধ্বংসের নেশায় লিপ্ত হয়েছে। একেক জনের কাহিনী একেক রকম। দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর হস্তমৈথুন করতেছে। নিজের যৌন শক্তি ক্ষয় করতেছে। অনেকে আবার অবৈধভাবে যৌন মিলন করতেছে। যৌন রোগে আক্রান্ত হ‌ইতেছে। আক্রান্ত হইতেছে নানারকম রোগে।

দিনের আলোতে যে মোমের আলো জ্বালিয়ে নষ্ট করে, সে তো রাতের অন্ধকারে আলো জ্বালানোর মত মোম পাবেনা। এটাই স্বাভাবিক।

নেশার ঘোর যখন কাটে তখন বলে, হায় হায় আমার কি হলো, আমি এখন কি করবো ! শরীর শেষ, মন‌ও শেষ। বিয়ে করার সাহস পায়না। বিয়ের পরে স্ত্রীর কাছে যাওয়ার সাহস পায় না। স্ত্রীর কাছে গিয়ে খায় ধরা। উত্তেজনা হয় না, লিঙ্গের উত্থান হয় না, সহবাস করতে পারে না। বীর্য পাতলা হয়ে যায়, স্ত্রী অঙ্গে প্রবেশের সাথে সাথে বীর্যপাত হয়ে যায়। বীর্য পাতলা হয়ে গেছে, বীর্যে শুক্রাণু নাই। বিয়ে করেছে দীর্ঘদিন হলো, কিন্তু সন্তান হয় না। একদিন -দুইদিন -তিনদিন, এক মাস -দুই মাস, এরপর স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সংসার ভেঙে যায়।

যেসব যুবতী বিয়ের আগেই অবৈধভাবে মেলামেশা করে, অনেক সময় তাদের পেটে সন্তান চলে আসে। এইভাবে কয়েকবার অবৈধ সন্তান নষ্ট করে। বিয়ের পর স্বামীর সাথে তার যৌন জীবন সুখের হয় না। বিয়ে করেছে অনেকদিন হলো কিন্তু এখন আর সন্তান হয় না। অশান্তি আর অশান্তি, সংসারে অশান্তির আগুন জ্বলতেছে।

এই সব‌ই প্রত্যেকের হাতের কামাই। ভুলে গেলে চলবে না, প্রত্যেককে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। তাই নিজের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে আরও গভীরভাবে চিন্তা করা দরকার।

আসুন আমরা সবাই ভুল পথ ছেড়ে সঠিক পথে আসি। অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের পথে চলি। আর এই কাজে একে অন্যকে সহায়তা করি।

চোখের সমস্যার জন্য শীর্ষ ১০টি হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণঃ-(১) Euphrasia - - তীব্র(Acute) শ্লেষ্মা(catarrhal) নেত্রপ্রদাহ ।...
02/07/2025

চোখের সমস্যার জন্য শীর্ষ ১০টি হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণঃ-

(১) Euphrasia -
- তীব্র(Acute) শ্লেষ্মা(catarrhal) নেত্রপ্রদাহ ।
- চোখ ঘন ঘন পানি আসে এবং চোখ মিটমিট করার প্রবণতা থাকে ।
- চোখ থেকে জ্বালাকর স্রাব বের হয়, যাতে চোখের পাতার প্রান্তে ক্ষত হয়ে যায়।
- কর্নিয়ার অস্বচ্ছতার সাথে জ্বালাকর ঘন স্রাব নিঃস্বরণ হয়।
- কর্নিয়ায় ফুস্কুড়ি বা স্ফুটক হয়।
- বাতজনিত কারণে চোখের আইরিস প্রদাহসহ আংশিকভাবে চোখের পাতা প্যারালাইসিস (ptosis) এর ক্ষেত্রে এটি সবচেয়ে ভাল একটি অষুধ।
- প্রায় সবসময়ই চোখ থেকে অনবরত পানি ঝরতেই থাকে।
- চোখের পাতা ফোলাসহ জ্বলা থাকে, যা খোলা বাতাসে ভাল অনুভব করে।
- সন্ধ্যায়, গৃহমধ্যে , আলো, উষ্ণতায় বৃদ্ধি।
- মুক্ত বাতাস , কফি পানে, অন্ধকারে হ্রাস পায়।
- নেত্রপ্রদাহ সঙ্গে যুক্ত এলার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে চোখ ও নাক দিয়ে অনবরত পানি ঝরাকে এলিয়াম সেপা (Allium cepa) সঙ্গে তুলনা করা যায়।

(২) Ambrosia -
- এলার্জিজনিত চোখের সমস্যা।
- চোখের পাতায় অসহনীয় চুলকানি।
- চোখে হালকা ব্যথা এবং জ্বলাসহ পানি ঝরতে পারে এবং নাক থেকে রক্ত আসতে পারে।
- প্রায় সবসময় চোখের সমস্যার সঙ্গে বুকে সাঁইসাঁই শব্দসহ কাশি থাকে।
- স্যাবাডিলা (Sabadilla), আরন্ডো (Arundo) সঙ্গে তুলনা করা যায়।

(৩) Ruta -
- চোখ টনটনানিসহ মাথাব্যথা।
- চোখে ব্যথাসহ লালচে গরম পানি আসে।
- বিশেষ করে সূক্ষ্ম মুদ্রণ সেলাই বা পড়ার সাথে সম্পৃক্ত।
- দৃষ্টিশক্তির সামঞ্জস্যের সমস্যা।
- মাথা ব্যাথা সঙ্গে চোখ শ্রান্তি।
- চোখের যন্ত্রণার সঙ্গে যুক্ত অত্যধিক দুর্বলতা (lassitude)।
- চোখের উপর থেতলানো মত এবং চাপ অনুভূতি।
- নেট্রাম মিউর (Natrum mur), আর্জেন্টাম নাইট্রিকাম (Argentum nitricum) এর সঙ্গে তুলনীয়।

(৪) Pulsatilla -
- পালসেটিলা চোখের যন্ত্রণার জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে অমূল্য একটি ওষুধ।
- চোখ থেকে অহেজাকর, ঘন, হলদে এবং সবুজাভ স্রাব নিঃস্বরণে এটিকে মনে রাখা উচিত।
- চুলকানি এবং জ্বালা অনুভুতি এর সঙ্গে যুক্ত।
- পৌনঃপুনিক অঞ্জনীতে ওষুধ সেবনকালীন অবশ্যই Pulsatilla এর একটি ডোজ প্রয়োজন।
- চোখের উপর পাতায় প্রদাহিত শক্ত গুটি থাকতে পারে।
- তীব্র নেত্রপ্রদাহের সাথে হজমজনিত সমস্যা থাকে।
- লক্ষণ সর্বদাই পরিবর্তনশীল, সেটা রোগজ হোক আর মানসিক হোক।
- স্কন্ধ এর শিরা বৃহদাকার।
- সব সমস্যা উষ্ণ রুমে খারাপ এবং খোলা বাতাসে ভাল।

(৫) Spigelia -
- চোখে স্নায়ুবিক যন্ত্রনা।
- চেপে ধরা মত ব্যথা যা এদেরকে ঘুরিয়ে ফেলে।
- চরম আলোকাতঙ্ক থাকে।
- গাঁটের ফোলা ও ব্যথাসহ চোখের প্রদাহ।
- চোখের মধ্যে গভীরে এবং চোখের চারপাশে ব্যাথা অনুভব অর্থাৎ চোখের বলে চাপ দেওয়া মত অসহ্য যন্ত্রনা।
- চোখের কোটরের অনুপাতে চোখ খুব বড় মনে হয়।
- স্পর্শে অত্যন্ত সংবেদনশীল, মাথার চারপাশে শক্ত বন্ধনী দেওয়া আছে মনে হয়।
- স্পর্শ, উত্তেজনা, গোলমাল বা কোলাহলপুর্ণ পরিবেশে এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি।
- মাথা উচু করে শুয়ে থাকলে ভাল অনুভব করে।

(৬) Apis mellifica -
- জ্বালাযুক্ত ও চুলকানিসহ ফোলা এবং নিচের পাতায় শোথ ( উপরের পাতায়- কেলি কার্ব)।
- চোখ উজ্জ্বল লাল ফোলা থাকে।
- অঞ্জনীর পুনরাবৃত্তি প্রতিরোধ করে।
- অক্ষিগোলকে ব্যথাসহ পাতলা তরল নিঃস্বরণ হয়।
- শোথ থাকে কিন্তু পিপাসাহীন ( শোথ কিন্তু পিপাসা থাকে-এপোসাইনাম, এসেটিক এসিড)।
- প্রস্রাবে সমস্যার সাথে চোখের সমস্যা থাকে।
- তাপ , স্পর্শ , চাপ, ডান দিকে বৃদ্ধি।
- ঠান্ডা পানিতে ধোওয়া , মুক্ত বায়ুতে হ্রাস।

(৭) Merc Sol -
- উপদংশ (Syphilis) রোগী চোখের সমস্যা।
- চোখের পাতা মোটা , লাল, ফোলা।
- প্রচুর জ্বলন্ত হেজাকর স্রাব নিঃস্বরণ।
- অগ্নি ইত্যাদি একদৃষ্টি মরেছে পরে আরম্ভ চোখের সমস্যা।
- আইরিস প্রদাহসহ ঘন হেজাকর নিঃস্বরণ হয়।
- অত্যন্ত গন্ধযুক্ত চোখের স্রাব নিঃস্বরণ।
- চোখে এবং এর চারপাশে ফুড়া হয় যা থেকে হলুদ পূঁজ বের হয়।
- রাতে, ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া, উষ্ণতায় বৃদ্ধি।

(৮) Silica -
- দিনের আলো চোখে ধারালো( Sharp) ব্যথা উৎপন্ন করে।
- চোখ বন্ধ বা চাপ প্রয়োগ করলে স্পর্শানুভুতি আরোও বেড়ে যায়।
- চোখের অগ্র অংশে পূঁজ তৈরী হয়, আইরিশ প্রদাহ।
- পড়ার সময় দৃষ্টি বিভ্রান্তের জন্য- সাজানো অক্ষরগুলো দৌড়াচ্ছে মনে হয়।
- চোখের পানিবাহিত (Lachrymal) নালী আক্রান্ত হয়।
- হোমিওপ্যাথিকভাবে নির্দেশিত হলে এটি কর্নিয়ার অস্বচ্ছতার পরিষ্কার করে।
- অফিসে কর্মীদের মধ্যে চোখের ছানি।
- অমাবস্যা , ঠান্ডা বৃদ্ধি।
- উষ্ণতায় হ্রাস পায়।

(৯) Hepar sulph -
- কর্নিয়ার ক্ষত।
- পূঁজযুক্ত চোখের সমস্যা , আইরিস প্রদাহসহ অগ্র স্তরে বা কক্ষে পূঁজ।
- নেত্রপ্রদাহ(Conjunctivitis) সঙ্গে পূঁজপুর্ণ নিঃস্বরণ।
- চোখের পাতা এবং কঞ্জাংটিভাতে লাল এবং প্রদাহ হয়।
- অক্ষিগোলকে ব্যথা।
- চোখের অক্ষিকোটর (eyeballs) ক্ষতবদ বেদনা (Soreness)।
- বস্তুসমূহ লাল এবং বৃদ্ধিপ্রাপ্ত প্রদর্শিত হয়।
- দৃষ্টিক্ষেত্র অর্ধ-হ্রাস পায়।
- ব্যথা এবং পূঁজসহ অঞ্জনী।
- ঠান্ডা, স্পর্শ, ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি।
- উষ্ণতা , মাথা আবৃত রাখলে হ্রাস পায়।

(১০) Agaricus -
- চোখের সামনে ফুল্কি উড়ার সঙ্গে দ্বিত্ব দৃষ্টি।
- চোখের পাতা এবং অক্ষিগোলক এর ঝাঁকুনি ( Twitching)।
- স্নায়ুতন্ত্রের বেদনাসহ (Neuralgic) চোখের যন্ত্রনা।
- পড়ার সময় অক্ষরগুলো নড়াচড়া করে, সাঁতার কাটছে বলে মনে হয়।
- চোখের পাতার ভিতর প্রান্ত লালচে ও প্রদাহ, জ্বালাকর ব্যথা, প্রান্ত শক্ত গুটির মত।
- চোখের যন্ত্রণা মাথাঘূর্নণ এবং বরফতুল্য ঠান্ডা মাথার সঙ্গে যুক্ত।
- খোলা ঠান্ডা বাতাসে বৃদ্ধি।

পোস্টটা নবীন ডাক্তারদের জন্য লিখিত। সুতরাং হোমিওপ্যাথি অর্গানন অব মেডিসিন সম্পর্কে যাদের জ্ঞান নেই তাঁরা নাম জেনেই নিজে নিজে সেবন করতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে।

🔔 ভুল করো, শিখো, বদলে যাও — এটাই উন্নতির পথ।ভুলকে ভয় নয়, বরং শক্তি বানাও!🟡 ভুল করা মানেই ব্যর্থতা নয় — বরং এগিয়ে যাওয়ার ...
30/06/2025

🔔 ভুল করো, শিখো, বদলে যাও — এটাই উন্নতির পথ।
ভুলকে ভয় নয়, বরং শক্তি বানাও!

🟡 ভুল করা মানেই ব্যর্থতা নয় — বরং এগিয়ে যাওয়ার সুযোগ! 🟡

একজন সাংবাদিক একদিন টমাস আলভা এডিসনকে প্রশ্ন করলেন:
“আপনি কি জীবনে অনেক ভুল করেছেন?”
এডিসন হেসে উত্তর দিলেন,
“অসংখ্যবার!”
সাংবাদিক বিস্মিত হয়ে বললেন,
“তাহলে তো আপনার বুদ্ধি কম?”
এডিসনের অসাধারণ জবাব ছিল:
“হ্যাঁ, বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার মধ্য দিয়ে তা আজ অসংখ্য গুণে বেড়ে গেছে।”

🔧 এডিসন প্রতিবার ভুল করার পর নিজেকে শুধরে নিতেন।
তিনি জানতেন, ভুল মানেই নতুন কিছু শেখার সুযোগ।
আর সেই শিখেই গড়ে তুলেছিলেন এমন সব আবিষ্কার, যা আজও পৃথিবীকে এগিয়ে নিচ্ছে।

📚 রবিন শর্মা বলেছিলেন:
“ভুল বলে কিছু নেই, প্রতিটিই একেকটি নতুন শিক্ষা।”

🧠 আলবার্ট আইনস্টাইন বলেছিলেন:
“যে কখনো ভুল করেনি, সে আসলে কখনো চেষ্টাই করেনি।”

📕 'How to Change a Life' বইটি একবার ভুল করে ছাপা হয়েছিল:
‘How to Change a Wife’ নামে!
😂 কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ভুল সংস্করণই বেস্ট সেলার হয়েছিল!

😄 কথায় আছে:
“মাঝে মাঝে ইচ্ছে করে ভুল করে ফেলো...
যে কখনো কমেন্ট করে না, সেও একদিন কিছু বলবেই!”

📈 বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলতেন:
“উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের সমন্বয়।”

🏃‍♂️ রিচার্ড ব্র্যানসন বলেছিলেন:
“নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না—হাঁটা শেখা হয় পড়ে গিয়ে, উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করার মধ্য দিয়ে।”

🎖️ কলিন পাওয়েল বলেছিলেন:
“যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল আর অভিজ্ঞতার মধ্য দিয়ে।”

🏀 মাইকেল জর্ডান বলেছিলেন:
“আমি বারবার ব্যর্থ হয়েছি, ভুল করেছি—এই কারণেই আমি সফল।”

🚗 হেনরি ফোর্ড বলতেন:
“ভুল হলো নতুন করে শুরু করার একটা দুর্দান্ত সুযোগ।”

✍️ সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না।
কারণ যদি তুমি সবকিছু ঠিকঠাকই করো, তবে শেখার কিছুই থাকবে না!

🔄 পেন্সিলের মতো হও—
ভুল হলে ঘষে ফেলে নতুন করে শুরু করা যায়।
কিন্তু কলমের মতো হয়ো না—
যে নিজেকে নির্ভুল ভাবে, আর তাই তার ভুল শুধরানোও যায় না!

🔔 ভুল করো, শিখো, বদলে যাও — এটাই উন্নতির পথ।
ভুলকে ভয় নয়, বরং শক্তি বানাও!

জিহ্ববা রং দেখে শারীরিক সমস্যা জানুন জানতে আরো সাহায্য হবে । শিক্ষার খাতিরে আরো সবারই দেখার সুযোগ করে দিন ।
26/06/2025

জিহ্ববা রং দেখে শারীরিক সমস্যা জানুন জানতে আরো সাহায্য হবে । শিক্ষার খাতিরে আরো সবারই দেখার সুযোগ করে দিন ।

বৃষ্টির দিনে ছাতা হাতে  ।
25/06/2025

বৃষ্টির দিনে ছাতা হাতে ।

24/06/2025
📌হোমিওপ্যাথির মূল্যবান টিপস-এ পর্যয়ে আমরা জানবো হোমিওপ্যাথিক উজ্জ্বল লক্ষত্র যাদের তথ্যের উপর দাঁড়িয়ে আজকের আধুনিক হোমিও...
23/06/2025

📌হোমিওপ্যাথির মূল্যবান টিপস-

এ পর্যয়ে আমরা জানবো হোমিওপ্যাথিক উজ্জ্বল লক্ষত্র যাদের তথ্যের উপর দাঁড়িয়ে আজকের আধুনিক হোমিওপ্যাথি সেই গুনী ডাক্তারদের কিছু মহামূল্যবান টিপস।

❤️পুরুষের ধ্বজভঙ্গ রোগে যৌন প্রনালীর দারুণ অবসাদ নিউফার লুটিয়াম বৈশিষ্ট সূচক লক্ষণ, যেখানে যৌন ইচ্ছা সম্পূর্ণ লোপ পায়, লিঙ্গের শিথিলতা এবং লিঙ্গ গুটিয়ে থাকে। টিংচার থেকে ৬ষ্ঠ সুপারিশ করা হয়েছে। ডাঃ আর পি রাও

❤️ বাধক বেদনায় (Dysmenorrhoea) ন্যাফালিয়াম একটি দরকারী ওষুধ। বিশেষতঃ যখন ঋতুস্রাব স্বল্প ও আরম্ভের প্রথম দিন অত্যন্ত ব্যথা হয়।

❤️প্রায় দিন নয়েকের আগে ওষুধ সোরিনামের ক্রিয়া প্রতিভাত হতে দেখা যায় না এবং একমাত্রা (Single dose) ওষুধই সমস্ত লক্ষণগুলি তিরোহিত করবার জন্য যথেষ্ট। ডাঃ এডিজি

❤️শিশুদের উচ্চ জ্বরসহ আক্ষেপ (Convulsion) বেলাডোনা ১এম, এক মাত্রাই সুস্থ্য করে দেবে। ডাঃ চ্যাটার্জি

❤️লম্বা দ্রুত বাড়ছে এরকম যুবকদের উপর ফসফরাস খুব ভালো খাটে। স্ত্রীলোক বিশেষতঃ যুবতীদের ঋতুস্রাব বিলম্নে আসে কিন্তু ঋতু প্রকাশিত হলে পুনঃ পুনঃ হয় এবং প্রচুর পরিমানে হয়। এ অবস্থার জন্য ওষুধটির নিম্নশক্তি বা ৩০ শক্তির নীচে ব্যবহার করবেন না। ডাঃ জর্জ রয়্যাল

❤️ তরুন পাকস্থলীপ্রদাহে (Acute gastritis) আর্সেনিক প্রদত্ত হলে তোমার অন্য চিকিৎসার দরকার হবে না। ডাঃ হিউজেজ

❤️যেখানে ঠোঁটের ধারফাটা ও রক্তপড়ার প্রবণতা সেখানে গ্রাফাইটিস প্রয়োগ করতে তোমার ইতঃস্তত করার প্রয়োজন নেই। ডাঃ ফ্যারিংটন

❤️আর্সেনিক হাঁপানীর নিঃসন্দেহে একটি নিরাপদ ওষুধ। ডাঃ বার

❤️ এটা মনে করোনা যে, একজনের বাবা কিংবা মা কেউ ক্ষয়রোগে মারা গিয়েছে তার পক্ষে সালফার একটি সাংঘাতিক ওষুধ। হয়তো সেক্ষেত্রে সালফারই একমাত্র ওষুধ, যা ঐ শিশুটিকে ভবিষ্যতে ঐ রোগ থেকে বাঁচাবে। ডাঃ কেন্ট

❤️তাপমাত্রার পরিবর্তনের (Change of temperature) ফলে সাধারণ সর্দিতে আর্সেনিক ৩০ শক্তি অভীষ্ট ফলদায়ী ওষুধ। আধা ঘন্টান্তর ৪ থেকে ৬ মাত্রা প্রযোজ্য। ডাঃ মার্গারেট ব্লাকি

❤️অদ্ভুত মাথা ঘোরার রোগী। যখন শায়িত অবস্থায় রোগী মনে করে যেন তার পা দুটি উপর দিকে উঠে যাচ্ছে এবং কাছের লোককে বলে যে পাগুলি ধরে নীচে নামিয়ে দাও এই অদ্ভুত অনুভূতির ওষুধ ফসফরিক এসিড ও ষ্টিক্টা। ডাঃ কেন্ট

❤️সারাদিন কঠোর পরিশ্রমের পর অথবা অতিরিক্ত শ্রান্তি বা উত্তেজনা বশতঃ শিরঃপীড়ায় এপিফেগাস অতি ফলপ্রদ। ডাঃ ন্যাশ

❤️পোস্টটা নবীন ডাক্তারদের জন্য কাজে লাগবে আশাকরি, তাঁদের উদ্দেশ্যে লিখিত।
আরো শিখার আগ্রহ থাকলে আমার পোস্টটি শেয়ার করুন এডুকেশন পারপাস অনলি ।
নিজে থেকে কোন ওষুধ ব্যবহার করবেন না অভিজ্ঞ ডাক্তার দ্বারা ব্যবহার করবেন ।

রোগের নয়, রোগীর চিকিৎসা করুন! কেন..??? একটি যুবতী মেয়ের সারা মুখে ব্রনের তীব্র আক্রমন। ব্রন দেখা দেয়, পাকে, পুঁজ হয়,...
18/06/2025

রোগের নয়, রোগীর চিকিৎসা করুন! কেন..???

একটি যুবতী মেয়ের সারা মুখে ব্রনের তীব্র আক্রমন। ব্রন দেখা দেয়, পাকে, পুঁজ হয়, ব্যথা করে, খুব চুলকায়। দীর্ঘ দিনের সমস্যা। বুঝতেই পারছেন, গালের কি অবস্থা।
একেতো মেয়ে মানুষ, তা-ও আবার শিক্ষিত সৌখিন। এই অশান্তি থেকে বাঁচতে চেষ্টা কি আর কম করেছেন! বড় বড় হাসপাতাল, ডাক্তার সব দেখানো হয়ে গেছে। শেষে হোমিওপ্যাথিক ডাক্তার‌ও দেখিয়েছেন, ব্রনের চিকিৎসায় সাধারণত যেসব হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহৃত হয়, সেগুলো খেয়েছেন‌ও। কিন্তু ফলাফল হল সামান্য কিছুটা কমে, আবার যেই-সেই!

কেন এমন হলো? এর মূল কারণ হলো, সবাই রোগের চিকিৎসা করেছেন, রোগীর চিকিৎসা কেউ করেন নাই। সবাই ব্রন নিয়ে চিন্তা করেছেন, কীভাবে এগুলোকে গাল থেকে সরানো যায়, কীভাবে এগুলোকে দূর করা যায়। কেউ চিন্তা করে নাই, যে মানুষটি ব্রনে আক্রান্ত, তার কী খবর। সে কেমন আছে ? সে যদি সুস্থ হয় তাহলেই কেবল তার সমস্যার স্থায়ী সমাধান হবে।

তার ব্রনের কথা শুনার পর আমি তার খবর জানতে চাইলাম। আসুন আমরা তার মুখ থেকেই শুনি, সে কেমন আছে -
স্যার, আমার গরম সহ্য হয় না। রোদে আমার খুব কষ্ট হয়। আমি রোদে যেতে পারি না। আমার হাতের ও পায়ের তালু সারাক্ষণ জ্বলে। আর আমার সারা শরীর সবসময় খুব গরম থাকে। কেউ স্পর্শ করলে চমকে উঠে- জিজ্ঞেস করে আমার জ্বর নাকি। আবার রাতে রাতে আমার জ্বর আসে। আমার শরীরে এলার্জি খুব বেশি। মাথার চুল মনে হয় সব পড়ে গেছে। মেজাজ খুব কড়া, অল্পতেই রেগে যাই।

এইবার বলেন, ব্রন রোগের চিকিৎসা করবেন, নাকি ব্রনে আক্রান্ত এই সালফার রোগীর চিকিৎসা করবেন ? বাস্তব কথা হলো, যতদিন পর্যন্ত সূক্ষমাত্রায় শক্তিকৃত সালফার প্রয়োগ করা না হবে, ততদিন পর্যন্ত সে সুস্থ হবেনা, তাঁর ব্রন‌ও স্থায়ীভাবে দূর হবে না।

বিউফোরানাBufo  rana গল্পে গল্পে বিউফোরানা নিয়ে একটুআলোচনা করা যাক।লক্ষন সমষ্টিঃ- ব্যাঙের  বিষ  থেকে  তৈরী  করা  এই  ঔষধট...
15/06/2025

বিউফোরানা
Bufo rana

গল্পে গল্পে বিউফোরানা নিয়ে একটু
আলোচনা করা যাক।
লক্ষন সমষ্টিঃ- ব্যাঙের বিষ
থেকে তৈরী করা এই ঔষধটি
মৃগী রোগের একটি শ্রেষ্ট ঔষধ।
মৃগী রোগের খিচুঁনি যারা দেখেছেন
তাঁরা নিশ্চয় লক্ষ্য করেছেন যে,
রোগীর তখনকার অঙ্গভঙ্গি
এবং লাফালাফির সাথে
ব্যাঙের আকৃতি এবং
লম্ফজম্ফের একটা অদ্ভূত
মিল আছে। যে-সব যুবক-যুবতী
অতিরিক্ত যৌনকর্ম অথবা
হস্তমৈথুনের কারণে মৃগী
রোগে আক্রান্ত হয়েছেন,
তাঁদের জন্য বিউফো এক
নাম্বার ঔষধ। বিউফোর
লক্ষণ হলো মৃগীর আক্রমণের
শুরুতে চীৎকার দেওয়া,
মুখমন্ডল লাল হওয়া এবং
মৃগীর আক্রমণ চলে
যাওয়ার পরে ঘুমিয়ে যাওয়া।
মাঝরাতে, মাসিকের সময়,
অমাবশ্যা এবং যৌন উত্তেজনার
সময় মৃগীর আক্রমণ বেশী হয়।
রাতে ঘুমের মধ্যে মৃগীর আক্রমণ
বেশী হয় এবং রোগীর ঘুম
ভাঙতেও পারে আবার নাও
ভাঙতে পারে। তবে ঘুম থেকে
ওঠার পরে তাঁর প্রচণ্ড মাথাব্যথা
শুরু হয়। রোগী ঠান্ডা বাতাস
অপছন্দ করে কিন্তু গরম রুমে
আবার রোগের উৎপাত বৃদ্ধি পায়।

14/06/2025

“আপনার শরীর আপনার ঘর, যত্ন না নিলে ভেঙে পড়বে।”

Address

Old Malda

Alerts

Be the first to know and let us send you an email when SAMIR Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SAMIR Health:

Share

Category