22/03/2025
চোখের খেয়াল রাখুন
যাঁরা চোখের সমস্যায় ভুগছেন, চোখ আপারেশন করিয়েছেন বা করাবেন তাঁরা রঙ খেলার দিন বাড়ীতেই থাকুন। আপনার সমস্যা অন্য কেউ কিন্তু বুঝবে না। অন্যভাবে নেবেন না,আপনার চোখ বাঁচাতে আপনাকেই সাবধানে থাকতে হবে।
চোখের যে কোন সমস্যায় প্রণবানন্দ সেবানিকতন দাঁইহাটে আসুন। এখানে কম খরচে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দীপঙ্কর দে আধুনিক ডিজিটাল মেশিনে মাইক্রো ও ফেকো অপারেশন করছেন।
সোমবার থেকে শুক্রবার বিকাল ৪ টে থেকে প্রতিদিন OPD তে ডাক্তারবাবুরা চোখ পরীক্ষা করা হয়,পাওয়ারের সমস্যা দেখা হয়। মাত্র ১০০টাকায় নাম নথিভুক্ত করুন। কমখরচে এখানে চশমা করে দেওয়া হয়।
যোগাযোগ করুন এই নম্বরে ৬২৯৪৪৯৩১২৩/৯৩৩৩৩৬০২৯৭