টিম আমাদের প্রিয় পুরুলিয়া

  • Home
  • India
  • Purulia
  • টিম আমাদের প্রিয় পুরুলিয়া

টিম আমাদের প্রিয় পুরুলিয়া এই Id কে Tag দিয়ে পোস্ট করলে আমরা

03/08/2025

The lion saved the baby deer.

জাতীয় সড়কের উপর হয়ে যাওয়া গর্তে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের।  😭 জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘট...
30/07/2025

জাতীয় সড়কের উপর হয়ে যাওয়া গর্তে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের। 😭

জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষকের।পুরুলিয়া শহরের রাঁচি রোডে জাতীয় সড়কের উপর হয়ে যাওয়া গর্তে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের। পুরুলিয়া শহরের উপকন্ঠে লাগদা গ্রামের বাসিন্দা ওই শিক্ষকের নাম সুরজিৎ ব্যানার্জি (৩৭)। তিনি লাগদা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি একজন ভালো ক্রিকেটারও ছিলেন তিনি।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে রবিবার রাত প্রায় এগারোটা নাগাদ তিনি পুরুলিয়া শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে থাকা লাগদা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। রাঁচি রোড জল ট্যাঙ্কের কাছে জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় পড়ে তাঁর স্কুটিটি। পুরনো ৩২ নং জাতীয় সড়কে তৈরি হওয়া একটি একটি গর্তে পড়ে যায় তাঁর স্কুটি। তিনি উল্টে গিয়ে সজোরে মুখের ভরে পড়ে যান। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। সোমবার এই ভাবে মৃত্যুর কথা প্রচারিত হতেই প্রচণ্ড ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্রামে। বহু মানুষ সেখান থেকে ঘটনা স্থলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মানুষ। লাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ময়ূর বাহন ঘোষাল বলেন, কর্তৃপক্ষের অপদার্থতার ফলে এই মৃত্যু হল। মৃতের পাঁচ বছরের কন্যা এবং স্ত্রী সম্পূর্ণ ভাবে অসহায় হয়ে গেল।

পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম জিলিংসেরেঙ এর বাসিন্দা মালতি মুর্মু।ইনি সেই মহিলা যাঁর প্রাথমিক বিদ্যালয় নিয়ে সোশ্যাল মিডিয়া ত...
30/07/2025

পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম জিলিংসেরেঙ এর বাসিন্দা মালতি মুর্মু।
ইনি সেই মহিলা যাঁর প্রাথমিক বিদ্যালয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিলো, সৃষ্টি হয়েছিলো অনেক বিতর্ক।
আজ তিনি মহানগরী কলকাতা বুকে রুপোলি পর্দায় জিতলেন লাখ টাকা।
Sun বাংলা পরিচালিত রিয়েলিটি শো লাখ টাকার লক্ষী লাভ জিতলেন এক লাখ টাকা।

আজকে "টিম আমাদের প্রিয় পুরুলিয়া"র পক্ষ থেকে প্রত্যন্ত এক গ্রামে প্রায় 100 জন বাচ্চা কে বই, খাতা পেন প্রদান করা হল |এবং স...
27/07/2025

আজকে "টিম আমাদের প্রিয় পুরুলিয়া"র পক্ষ থেকে প্রত্যন্ত এক গ্রামে প্রায় 100 জন বাচ্চা কে বই, খাতা পেন প্রদান করা হল |এবং সাথে প্রায় 100জন মহিলা কে ন্যাপকিন প্রদান করা হলো |

25/07/2025
🔶 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI) আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা (SIR)।🔶 এই প্...
24/07/2025

🔶 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI) আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা (SIR)।
🔶 এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে, সঙ্গে লাগবে ডকুমেন্ট (উল্লিখিত ১২ টা ডকুমেন্ট এর মধ্যে যেকোনো একটি)।
🔶 এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন।

1️⃣ জুলাই, ১৯৮৭ এর আগে জন্মগ্রহণ করা ভোটার। এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই ১১ টার মধ্যে।

2️⃣ (১৯৮৭ - ২০০২) এর মধ্যে জন্ম নেওয়া ভোটার।
এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই ১১ টির মধ্যে, (তবে ২০০২ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR এ যদি তাদের নাম থেকে থাকে সেই লিস্ট এর পাতা টি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই)।

3️⃣ ২০০২ এর পর জন্ম নেওয়া ভোটার। এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট।
(এই ক্ষেত্রেও ২০০২ এর শেষ SIR তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতা টি জমা দিলেই হবে)।

🔶 এই রিভিশন ভুয়ো ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে, তাই আপনি ভুয়ো না হলে কোনো চিন্তা করবেন না।

🔶 যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই, আপনি অনলাইনেও ফর্ম ফিলাপ করতে পারবেন।

🔶 তবে ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হবে, নয়ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে।

🔶 কাজ শুরু হওয়ার আগেই যাতে সবাই যতগুলো বেশি সম্ভব ডকুমেন্ট জোগাড় করতে পারেন, সেকারণেই পোস্টটি করা।

ডকুমেন্টস লিস্ট দেওয়া হলো সাথে।

ডা: মৌসুমী মুর্মুঝাড়গ্ৰাম জেলার স্থায়ী বাসিন্দা। চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী। মানবসেবার জন্য তিনি বিভিন্ন গ্ৰামে চি...
21/07/2025

ডা: মৌসুমী মুর্মু
ঝাড়গ্ৰাম জেলার স্থায়ী বাসিন্দা। চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী। মানবসেবার জন্য তিনি বিভিন্ন গ্ৰামে চিকিৎসা পরিসেবা প্রদান করেন। মানবকল্যাণে নিজেকে ব্রতী রাখার চেষ্টা করেন। শুধুমাত্র চিকিৎসক নন তিনি একাধারে চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, অলচিকি ভাষায় শিক্ষা প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে নিযুক্ত।

বর্তমানে তিনি দিল্লীর গুরগাঁওয়ে অনুষ্ঠিত MRS. WORLD INTERNATIONAL 2025 SEASON - 3 FINALIST পর্যায়ে উত্তীর্ণ হয়েছিলেন। এমন প্রতিযোগিতায় যোগ দেওয়ার কোন পূর্ব পরিকল্পনা ছিল না। সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেখে নাম নথিভুক্ত করেছিলেন। ২১-৪৮ বছরের বিবাহিত ও বিধবা মহিলাদের জন্য ছিল এই প্রতিযোগিতা। প্রাথমিক পূর্বের বাছাই হয়েছিল কোলকাতায়। সেখানে সাফল্যের সঙ্গে তিনি উত্তীর্ণ হন। তারপর ১৫০ জন মহিলা ফাইনাল পর্বে অংশগ্রহণ করেন। আমেরিকা, ইংল্যান্ড কাজাকিস্তানসহ বিভিন্ন দেশের মহিলারা অংশগ্রহণ করেন।
মৌসুমী ম্যাম একজন মেডিসিনের চিকিৎসক। এমডি শেষ করার পর ২০১৮ সালে দার্জিলিং জেলা হাসপাতালে যোগদান করেন। তারপর একসময় চাকরি ছেড়ে ঝাড়গ্ৰামে চলে আসেন। বর্তমানে তিনি চিকিৎসার পাশাপাশি নানান সেবামূলক কাজে জড়িত থাকেন।

তপশিলী উপজাতি সম্প্রদায়ের একজন কন্যার একাধিক সাফল্যের দিক সকলকে অনুপ্রাণিত করবে।

জোহার।

19/07/2025

ইনারা সকলেই কলেজের অধ্যাপক হ‌ওয়ার লিস্টে । শুধু ভাবুন কি পর্যায়ে দুর্নীতি। প্রত্যেকটি সিস্টেম এ দুর্নীতি,রন্ধ্রে রন্ধ্...
19/07/2025

ইনারা সকলেই কলেজের অধ্যাপক হ‌ওয়ার লিস্টে । শুধু ভাবুন কি পর্যায়ে দুর্নীতি। প্রত্যেকটি সিস্টেম এ দুর্নীতি,রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি............

 ্রাইমারি_মামলা সম্পর্কিত কিছু কথা......১. ২০১৪ সালে অনুষ্ঠিত TET পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ১,২৫,০০০ জন প্রার্থী।** এ...
18/07/2025

্রাইমারি_মামলা সম্পর্কিত কিছু কথা......

১. ২০১৪ সালে অনুষ্ঠিত TET পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ১,২৫,০০০ জন প্রার্থী।** এরমধ্যে **প্রায় ৪২,০০০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়।** উক্ত নিয়োগের পরপর কোনো প্রার্থী বা গোষ্ঠী থেকে aptitude test হয় নি বা রোস্টার বা দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়নি।

২. নিয়োগপ্রাপ্তদের বাইরে থাকা বহু প্রার্থী চুপ থাকেননি, বরং তাঁদের মেধা ও অধিকার বজায় রাখতে ২০১৬ সালে পুনরায় ইন্টারভিউর দাবি তোলেন। সেই প্রেক্ষিতে ৮৩০০০ উত্তীর্ণ প্রার্থীর মধ্য থেকে আদালতের নির্দেশে ও তত্ত্বাবধানে ইন্টারভিউ এবং aptitude test নেওয়া হয় এবং ১৬,৫০০ জনকে নিয়োগ দেওয়া হয়।

৩. এই ১৬,৫০০ জনের নিয়োগ হয়েছে স্বচ্ছ প্রক্রিয়ায় এবং আদালতের নজরদারিতে। এখানে লক্ষ্যণীয় যে, যারা আগে চাকরি পাননি এবং মেধাবলে উঠে এসেছিলেন, তাঁরা তখনো কোনো অভিযোগ তোলেননি।

৪. অথচ দেখা যাচ্ছে, মাত্র 140 জন প্রার্থী, যাঁরা প্রথম নিয়োগ (৪২,০০০)-এ বাদ পড়েছিলেন এবং দ্বিতীয় নিয়োগ (১৬,৫০০)-তেও মেধা তালিকায় স্থান পাননি, তাঁরা বর্তমানে অভিযোগ তুলেছেন যে—


(ক) প্রথম নিয়োগে রোস্টার মানা হয়নি, (খ) প্যানেল তৈরি হয়েছিল বেআইনিভাবে, এবং
(গ) ‘aptitude test নেওয়া হয়ে নি ।


প্রাসঙ্গিক যুক্তি:

৫. যদি প্রথম নিয়োগে (৪২,০০০) প্রকৃতপক্ষে রোস্টার লঙ্ঘন ঘটত বা aptitude টেস্ট না নেওয়া হতো তবে দ্বিতীয় নিয়োগে (১৬,৫০০), যেখানে আদালতের তত্ত্বাবধানে রোস্টার মেনে সমস্তprocedure মেনে নিয়োগ হয়েছে, সেখানে সেই অভিযোগকারীদের সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তাঁরা আবারও বাদ পড়েছেন।
এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে তাঁদের বাদ পড়ার কারণ তাঁদের স্বাভাবিক মেধা ও নম্বরের ঘাটতি,
এখানে নিয়োগ প্রক্রিয়ায় কোনো গোপন বা বেআইনি বিষয় বা দুর্নীতি নির্দেশ করে না..

৬. আরও গুরুত্বপূর্ণ হলো, ১৬,৫০০ জনের নিয়োগ যদি কোনো অনিয়মে পরিপূর্ণ হতো, তবে সেই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে কেউ একজন অন্তত অভিযোগ করতেন। কিন্তু বাস্তবে তাঁদের মধ্যে একজনও আদালতে এই নিয়োগকে চ্যালেঞ্জ করেননি। ফলে এটাও প্রতীয়মান হয় যে, দ্বিতীয় নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ এবং মেধা ও সংরক্ষণ নীতির ভিত্তিতেই হয়েছিল।

৭. অতএব, যাঁরা দুইবারের একবারও মেধাতালিকায় স্থান পাননি, কেবলমাত্র তাঁদের পক্ষে এখন aptitude test হয়নি বা রোস্টার মানা হয়নি” অথবা অপারদর্শিতা হয়েছে বা দুর্নীতি হয়েছে এ সব বলার অধিকার 2022 সালে আসে বলার অধিকার থাকে না।

৮. অতএব, সম্মানিত আদালতের কাছে এই যুক্তিপূর্ণ প্রার্থনা জানানো হচ্ছে যে— দুই দফার নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা বারবার বাদ পড়েছেন, শুধুমাত্র তাঁদের স্বার্থে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগপ্রাপ্ত হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী হবে।

৯. এইরূপ অভিযোগ যে শুধু ভিত্তিহীন তা-ই নয়, বরং তা হচ্ছে নিজের অযোগ্যতাকে আইনের আড়ালে আড়াল করার প্রচেষ্টা, যা বিচারব্যবস্থাকে ভুল পথে পরিচালিত করতে পারে।

এজন্য এই আদালতের নিকট আবেদন জানায় —এই অভিযোগগুলি বিচারিক মানদণ্ডে গ্রহণযোগ্য নয়, এবং প্রতিবাদকারীদের অভিযোগ খারিজ করে মূল প্রক্রিয়া ও নিয়োগপ্রাপ্তদের স্বার্থ সংরক্ষণের নির্দেশ প্রদান করা হোক।

ভাইরাল হওয়া সায়ন ব্যানার্জী এর পদপ্রার্থী পদ বাতিল করল PSC
18/07/2025

ভাইরাল হওয়া সায়ন ব্যানার্জী এর পদপ্রার্থী পদ বাতিল করল PSC

Address

Purulia
723102

Alerts

Be the first to know and let us send you an email when টিম আমাদের প্রিয় পুরুলিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to টিম আমাদের প্রিয় পুরুলিয়া:

Share