Psychologist Soumen

Psychologist Soumen Welcome to our page dedicated to Mental Health, Child Development, and Autism, ADHD, Awareness.

একটি মায়ের প্রশ্নSir,I'm a working mother and my 3yo nonverval autistic kid is getting ot,sp,ed classes everyday.. I wa...
17/07/2025

একটি মায়ের প্রশ্ন

Sir,I'm a working mother and my 3yo nonverval autistic kid is getting ot,sp,ed classes everyday.. I want to spend the rest of his time at home playing with him.. but he doesn't play anything normally.. how to engage him in positive play and what activities can I do for him to engage him and entertain him....
Pls don't say puzzles bcz its what he does the whole day..

🧩 আপনার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি একজন মা হিসেবে সন্তানকে মানসিকভাবে ভালো রাখতে চাচ্ছেন – এটা সবচেয়ে বড় থেরাপি।

আপনার ৩ বছর বয়সী নন-ভার্বাল (nonverbal) অটিস্টিক শিশুটি সারাদিন OT, SP, ED ক্লাসে থাকে, আর আপনি ঘরে ফিরে ওর সঙ্গে নরমাল খেলাধুলা করতে চান, যেটা সে এখনো ঠিকঠাক ভাবে করতে পারে না।

✅ প্রথমে কিছু বোঝা জরুরি:
• ও এখনো সামাজিক খেলা (social play) বা কল্পনাশক্তির খেলা (pretend play) রপ্ত করতে পারেনি — এটা অটিজমে খুবই সাধারণ।
• কিন্তু আপনি চাইলেই ওর সেন্সরি প্রয়োজন অনুযায়ী কিছু ইন্টারঅ্যাকটিভ খেলা বা সংবেদনশীল (sensory) খেলা চালু করতে পারেন।
• খেলাটা “শিখানো”-র মাধ্যম হওয়া উচিত না; বরং ভালো লাগা, স্পর্শ, আওয়াজ, রঙ ও হালকা শরীরচর্চার মধ্য দিয়ে আপনার সঙ্গে বন্ধন তৈরি করাটাই মূল উদ্দেশ্য।

🧸 যে খেলাগুলো আপনি করতে পারেন (পাজল ছাড়া):

১. 🌈 সেন্সরি খেলা (Sensory Play)

এটা অটিস্টিক শিশুর সবচেয়ে প্রিয় খেলার ধরন।
কীভাবে করবেন:
• একটা বাটিতে ডাল, চিঁড়ে, চাল, রং করা চিনি রাখুন — ওকে চামচ দিয়ে ঢালতে বলুন বা হাত দিয়ে ঘাঁটাতে দিন।
• বাবল র‍্যাপ (bubble wrap) চেপে ফাটাতে দিন — হাতের চাপ আর শব্দ দুটোতেই আনন্দ পায়।
• স্লাইম বা প্লে ডো (Play-Doh) দিন — মথে দেখুন, টিপে দেখুক।

২. 🧺 বক্সের খেলা (Dump & Fill)

একটা ঝুড়ি বা বালতিতে বল, খেলনা, কাপ রাখতে দিন — সে সেগুলো ফেলবে, তুলবে — এটাই ওর খেলা।
কারণ: নন-ভার্বাল শিশুরা নিয়মিত এই ধরণের খেলা ভালোবাসে।

৩. 🎈 বেলুন খেলা (Balloon Play)
• হালকা বেলুন দিয়ে ঠেলাঠেলি খেলা খেলুন — “ধরো ধরো”, “ফুলে যাও” এই শব্দগুলো বলুন।
• আপনি বললেই নতুন শব্দ সে শুনবে — শেখার একটা রাস্তা।

৪. 🎶 সংগীত ও রিদম খেলা (Music and Rhythm)
• আপনি হাতে করে তালি, ড্রাম বাজানো বা টেবিলে টোকা দিতে দিতে গানের মতো আওয়াজ তুলুন — ওকে অনুকরণ করতে বলুন না, আপনি করুন, ও নিজে ইচ্ছা হলে করবে।
• “লাল লাল পোশাক পইড়া…” বা সহজ ছড়া গাইতে গাইতে হাতে হাতে তালি দিন।

৫. 🚗 রোলিং বল / গাড়ির খেলা
• আপনি সামনে বসে একটা বল গড়ান — ওকে বলুন “এবার তুমি!”
যদি না পারে, ধীরে ধীরে দেখিয়ে দিন।
• গাড়ি গড়িয়ে দেওয়া খেলাটা বেশ ইন্টারঅ্যাকটিভ — মেঝেতে বা বালিশের উপর খেলতে পারেন।

৬. 📦 টানাটানি খেলা (Pulling game)
• একটা বাক্সে খেলনা ঢুকিয়ে দিন আর একটা কাপড় বেঁধে দিন — বলুন “টানো টানো”।
এই খেলার মাধ্যমে ও নিজের শরীর ব্যবহার করতে শিখে।

৭. 🫧 বাবল খেলা (Bubble Play)
• বাবল ব্লো করে দেখান, বলুন “ফু দাও”, “ওয়াও!”, “ছুঁয়ে ফেলো” ইত্যাদি।
ভাষা না বললেও ও হাসবে, লাফাবে — মানসিকভাবে সংযুক্ত হবে।

❤️ আপনার ভূমিকা – মা হিসেবে সবচেয়ে জরুরি জিনিসটা:
• ওর সঙ্গে চোখে চোখে হাসুন,
• শব্দ দিয়ে না, ভালবাসা দিয়ে যোগাযোগ করুন,
• ওর কাজের প্রশংসা করুন (যেমন: “তুমি চমৎকার ফু দিলে বাবল-এ!”, “আহা কী সুন্দর খেললে!”)
• ও যদি একা থাকতে চায়, একটু সময় দিন — আবার আস্তে আস্তে কাছে যান।

🎯 সপ্তাহে একদিন “No Therapy Day” রাখুন

ওকে নিয়ে শুধু আলতো খেলা, গল্প, ঘরের ভিতরে হাঁটা, গান, আদর – এসব করুন।
এটাই ওর মানসিক ‘রিচার্জ’ হবে।

✅ শেষ কথা:

আপনার মতো মা থাকাটা ওর জন্য অনেক বড় আশীর্বাদ। আপনি যত ভালোবাসা নিয়ে সময় কাটাতে চান, সেটাই ওর বিকাশে সবচেয়ে কার্যকর। পাজল বাদে খেলাও হতে পারে আনন্দের ও সম্পর্ক তৈরির উপায়।

আপনার ইচ্ছে হলে, আমি আপনাকে ওর জন্য সপ্তাহভিত্তিক খেলার রুটিন বা হাতে-কলমে ৭ দিনের খেলার তালিকা বানিয়ে দিতে পারি। জানাবেন?

😊💙

01/07/2025


Good Morning
27/06/2025

Good Morning

26/06/2025

Yoga Day

Address

Purulia

Opening Hours

9am - 5pm

Telephone

+917685937410

Website

http://www.psychologistsoumen.com/

Alerts

Be the first to know and let us send you an email when Psychologist Soumen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Psychologist Soumen:

Share

Category