WBDO - West Bengal Disability Organization

WBDO - West Bengal Disability Organization To unite all persons with disabilities & advance towards the goal of establishing the right to live. It will be possible to stop fake disability certificates.

Our demands to the Government of West Bengal and Government of India : --

( পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের কাছে আমাদের দাবি : --)

1) Arrangements should be made for speedy appointment of highly educated disabled people in government jobs on the basis of merit. (১) উচ্চ শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতার ভিত্তিতে দ্রুত সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে।)

2) People with disabilities wh

o want to do business have to arrange business opportunities through government financial assistance or government loans. (২) ব্যবসা করতে চায় এমন প্রতিবন্ধীদের সরকারি আর্থিক সাহায্য বা সরকারি লোনের মাধ্যমে ব্যবসার সুযোগের ব্যবস্থা করতে হবে।)

3) The amount of allowance for disabled persons should be increased from 1000 to 5000 rupees. (৩) প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ ১০০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করতে হবে।)

4) A separate database portal should be created for disabled persons and digital certificate with QR code should be issued after verification through that portal. (৪) প্রতিবন্ধীদের জন্য একটি পৃথক ডেটাবেস পোর্টাল তৈরি করতে হবে এবং সেই পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন মাধ্যমে প্রতিবন্ধী QR কোড যুক্ত ডিজিটাল সার্টিফিকেট প্রদান করতে হবে। এতে ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট বন্ধ করা সম্ভব হবে।)

5) To improve the quality of life of the disabled, the government should form a disability development board. (৫) প্রতিবন্ধী জীবনের মান উন্নয়নের জন্য সরকারিভাবে প্রতিবন্ধী উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।)

6) Eco-friendly colleges and universities with all the infrastructure should be established separately for the disabled. (৬) প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে সমস্ত পরিকাঠামো যুক্ত পরিবেশবান্ধব কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে।)

7) Every school in West Bengal should appoint a special teacher (special educator) to give the right to education to specially abled children.

৭) পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বিশেষ শিক্ষক ( Special educator) নিয়োগ করে বিশেষ ভাবে সক্ষম শিশুদের শিক্ষার অধিকার দিতে হবে। )

30/07/2025
05/05/2025

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিশেষভাবে সক্ষম ভাই দীপ মন্ডল এর পাশে এগিয়ে এলো ওয়েস্ট বেঙ্গল ডিজেবিলিটি অর্গানিজেশন কর্তৃপক্ষ। সরাসরি কোন প্রতিবন্ধী সরঞ্জাম সরবরাহ করে নয়, joint entrance ও NEET পরীক্ষায় বসার জন্য তার কিছু মেডিকেল সার্টিফিকেট এর প্রয়োজন ছিল যেগুলি সরকারি হাসপাতাল দিচ্ছিল না। সে একজন সেলিব্রাল পালসি পেশেন্ট। বিষয়টি এই সংগঠনের দৃষ্টিগোচর হওয়ায় আমরা তৎক্ষণাৎ হসপিটালে গিয়ে বিষয়টি দ্রুত সমাধানের জন্য বলি এবং কাজ হয়। অনেক শারীরিক প্রতিবন্ধকতা সত্বেও এই ভাই সমস্ত বাঁধাকে অতিক্রম করে আজ একটি নয় দুটি বড় পরীক্ষায় বসতে যাচ্ছে। আমরা সংগঠনের পক্ষ থেকে তার সাফল্য কামনা করছি।

সকলকে বলবো আর্থিক সাহায্য না দিতে পারলেও মানসিকভাবে এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ভাই-বোনদের পাশে আসুন এবং আমরা একসাথে এগিয়ে চলি।

গত ২০শে এপ্রিল 2০২৫ তারিখ, আমাদের প্রিয় সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলা সদ...
02/05/2025

গত ২০শে এপ্রিল 2০২৫ তারিখ, আমাদের প্রিয় সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলা সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রমে সম্পন্ন হলো আরও একটি সদস্য রেজিস্ট্রেশন ও UDID ক্যাম্প। ক্যাম্পটি আয়োজিত হয় পশ্চিম মেদিনীপুরএর খড়গপুর-২ ব্লকের অন্তর্গত মাদপুর পথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই ক্যাম্প এর মাধ্যমে বহু প্রতিবন্ধী মানুষ মেম্বারশিপ নেন ও ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেট এর জন্য আবেদন জানান। তার তাদের প্রয়োজনীয় চলাফেরার সরঞ্জাম ও সরকারী সুযোগ সুবিধার জন্য আসেন ও আমাদের বিশেষভাবে সক্ষম প্রতিনিধিরা এইসব সুবিধাগুলি যত দ্রুত সম্ভব পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সংগঠন এর সভাপতি অর্ণব ঘোষ মাদপুর অঞ্চল প্রশাসকের হতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্মানিত করেন। স্থানীয় প্রশাসন আমাদের কাজ দেখে খুশি হয় ও তাদের থেকে পরবর্তী ক্ষেত্রে আরও বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি আসে। এছাড়া স্থানীয় প্রশাসনের সহায়তায় ও সংগঠন এর কর্মীদের প্রচেষ্টায় ৫০০ জন প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মধ্যান্নভোজন সম্পন্ন হয়। এছাড়া উপস্থিত ২২ জন স্বেচ্ছাসেবী ও কর্মী সদস্যদের প্রাতরাশ ও মধ্যান্নভোজনের ব্যবস্থা করা হয় সংগঠন এর নিজ উদ্যোগে। সব মিলিয়ে এই ক্যাম্পটি সংগঠনের একটি খুবই সফল পদক্ষেপ সূচিত করেছে।

আর শেষে আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ এই ক্যাম্প এর পরবর্তী কাজগুলিতে সফলতা আনবে বলে আমরা বিশ্বাসী। প্রবিবন্ধীদের সাহায্যার্থে পোস্টটি সবাই শেয়ার করে দেবেন।

গত ১২ ই এপ্রিল ২০২৫ তারিখে, ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে ও পুরুলিয়া জেলা সদস্যবৃন্দের সহায়তায় পুরুলিয়...
02/05/2025

গত ১২ ই এপ্রিল ২০২৫ তারিখে, ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে ও পুরুলিয়া জেলা সদস্যবৃন্দের সহায়তায় পুরুলিয়া-১ ব্লকের অন্তর্গত গোলবেরা গ্রামের একটি কোচিং সেন্টারে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে একটি ডিসবিলিটি আওয়ার্নেস ও UDID ক্যাম্প আয়োজন করা হয়। এই ক্যাম্প এ নতুন সদস্যদের নাম সংগঠনে নথিভুক্ত করা হয় ও UDID কার্ড এর জন্য আবেদন গ্রহণ করা হয়।

স্বল্প পরিসর এর মধ্যেও আমরা সংগঠনএর কর্মী সদস্যরা খুব দক্ষতার সাথে ক্যাম্প সম্পন্ন করি। এ বিষয় আমরা পাশে পাই চিত্তরঞ্জন বাবু সহ ঐ কোচিং সেন্টারের বেশ কিছু শিক্ষককে। তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ জানাই এই পেইজ এর ফলোয়ার ও সংগঠন এর সকল বিশেষভাবে সক্ষম ভাই-বোনদের। পোস্টটি শেয়ার করে বাকি প্রতিবন্ধী ব্যক্তিদের এই সংগঠনে যুক্ত হতে সহায়তা করুন।

ভুটান ভ্রমণ - পর্ব ২ ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর বোর্ড সদস্যরা, সতিশবাবুর সহযোগিতায় নাগড়াকাটা ক্যাম্পএর পর স...
02/05/2025

ভুটান ভ্রমণ - পর্ব ২

ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর বোর্ড সদস্যরা, সতিশবাবুর সহযোগিতায় নাগড়াকাটা ক্যাম্পএর পর সাময়িক স্বস্থির জন্য সম্পূর্ণ ব্যক্তিগত খরচে নিকটবর্তী ভুটান দেশ ও জলপাইগুড়ি জেলার কিছু অংশ ঘুরে দেখল। তার কিছু মুহূর্ত শেয়ার করা হলো।

02/05/2025

ভুটান ভ্রমণ - পর্ব ১

WBDO VLOG : ভুটান ভ্রমণ

ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর বোর্ড সদস্যরা, সতিশবাবুর সহযোগিতায় নাগড়াকাটা ক্যাম্পএর পর সাময়িক স্বস্থির জন্য সম্পূর্ণ ব্যক্তিগত খরচে নিকটবর্তী ভুটান দেশ এর কিছু অংশ ঘুরে দেখল। তার কিছু মুহূর্ত শেয়ার করা হলো।

গত ২৩এ মার্চ ২০২৫ তারিখে ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা সদস্যবৃন্দের সহায়তায় জলপাইগুড়ি...
02/05/2025

গত ২৩এ মার্চ ২০২৫ তারিখে ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা সদস্যবৃন্দের সহায়তায় জলপাইগুড়ির নাগরকটায় সুপারমার্কেট সংলগ্ন গ্যালাক্সি এওয়ারনেস ট্রেনিং ইন্সটিটিউট-এ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে আয়োজিত হয়েছিল প্রতিবন্ধী সচেতনতা শিবির ও UDID ক্যাম্প। ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেট এর আবেদন ছাড়াও প্রতিটি বিশেষভাবে সক্ষম মানুষকে আইডি নম্বর প্রদান করে সংগঠন এর অধীনে অন হয়। আমাদের প্রতিনিধিরা এইসব মানুষের জীবনের লড়াই এর কথা শোনেন এবং সময় মতো প্রতিবন্ধী সহায়ক সরঞ্জাম সকলের জন্য ব্যবস্থা করবেন বলে জানান। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তার স্ত্রী আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে স্বাগত জানান।

গত ১৬ ই মার্চ ২০২৫ তারিখে ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলা সদস্যবৃন্দের সহায়তায় প...
02/05/2025

গত ১৬ ই মার্চ ২০২৫ তারিখে ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলা সদস্যবৃন্দের সহায়তায় পশ্চিম মেদিনীপুর এর ডেবরা ব্লক এর মধুবনপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয়েছিল সদস্য রেজিস্ট্রেশন ও UDID ক্যাম্প। এই ক্যাম্পটি স্বল্প সংখক প্রতিবন্ধী মানুষদের নিয়ে আয়োজিত হয়েছিল যেখানে বিশেষভাবে সক্ষম মানুষরা ও তাদের পরিবারের লোকজনর দূ:খদুর্দশার কথা জানায়। সরকারএর কাছে মাসিক প্রতিবন্ধী ভাতা ৫০০০ টাকা করার কথা জানান অনেকে। এছাড়া সদস্যদের সংগঠনে মেম্বারশিপ দেওয়া হয়। ডিজিটাল প্রতিবন্ধী শংসাপত্র ও UDID কার্ড এর জন্য আবেদন এর ব্যবস্থা করা হয়। সংগঠনের প্রতিনিধিরা এই সব বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য হস্ত ও ব্যাটারি চালিত ট্রাইসাইকল, হুইলচেয়ার, ক্রাচ, লাঠি, AAY রেশন কার্ড প্রভৃতির ব্যবস্থা করে দেওয়ার জন্য নাম গ্রহণ করেন।

আপনার এইভাবে সকলে পাশে থাকলে আমরা সমাজের অসহায় মানুষের পাশে আরও এগিয়ে যেতে সক্ষম হব।

গত ২রা মার্চ ২০২৫ তারিখে ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা সদস্যবৃন্দের সহায়তায় ...
02/05/2025

গত ২রা মার্চ ২০২৫ তারিখে ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন এর উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা সদস্যবৃন্দের সহায়তায় সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে একটি সচেতনতা শিবির ও UDID ক্যাম্প আয়োজিত হয়েছিল। ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেট ও UDID কার্ড এর আবেদন ছাড়াও সদস্যদের সংগঠনে নাম নথিভুক্ত করা হয়। সরকার এর কাছে এই সব বিশেষভাবে সক্ষম মানুষদের কথা তুলে ধরা হয়। তাদের চলাফেরা ও যোগাযোগ এর নানান সামগ্রী যাতে তার সময়মতো পেয়ে যান তার জন্য ঐ এলাকার ইনচার্জ এর কাছে নাম জমা করা হয়।

আপনাদের সকলকে অনুরোধ এই সংগঠনের পাশে থেকে সমাজের প্রতিবন্ধকতা দুরিকরণে এগিয়ে আসুন।

Some of our board members and other working members have repeatedly visited different government agencies and private ch...
02/05/2025

Some of our board members and other working members have repeatedly visited different government agencies and private charitable organisations to acquire various disability equipment in the last few months. We are pleased to inform you that the National Institute for Locomotor Disability (NILD) has promised to provide all possible help for specially abled people, including delivering disability equipment. Everyone, please continue supporting WBDO and the PWD community of our state to bring a positive change in society. Other organisations, including the "Narendrapur Ramkrishna Mission - Blind Boys", have also agreed to provide all possible support to our organisation.

গত 26 এ জানুয়ারি 2025, ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন, ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন-এর উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর...
01/05/2025

গত 26 এ জানুয়ারি 2025, ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন, ওয়েস্ট বেঙ্গল ডিসবিলিটি অর্গানাইজেশন-এর উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর এর জেলা সদস্যবৃন্দের সহায়তায় পিংলা ব্লগের নারঙ্গাদিঘী গ্রামে আয়োজিত হয়েছিল প্রতিবন্ধী মানুষদের নিয়ে একটি সচেতনতা শিবির ও UDID ক্যাম্প। এই ক্যাম্প এর মাধ্যমে বিশেষ ভাবে সক্ষম মানুষদের সমাজে নিপীড়িত হয়ে থাকার কথা সোনা হয় ও সংগঠনের মাধ্যমে তাদেরকে একত্রিত করে এই অবহেলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। সভাপতি অর্ণব ঘোষ, স্থানীয় প্রশাসনকে ব্যক্তব্যের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করে ক্যাম্পটির শুভ সূচনা করেন।

ক্যাম্প এর ক্ষুদ্র কিছু মুহূর্ত শেয়ার করা হলো।

Address

College Para
Raiganj
733134

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919476283430

Alerts

Be the first to know and let us send you an email when WBDO - West Bengal Disability Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to WBDO - West Bengal Disability Organization:

Share