
15/08/2025
SWAYAM unit of NAWT
মাদকশক্তির নাটক
SWAYAM : মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দেশের যুবসমাজকে বাঁচানো |
বিষয় : মাদকদ্রব্য থেকে নেশা মুক্তির সচেতনতা
সময় : 10 - 15 মিনিট
অভিনেতার সংখ্যা : 4 - 5 জন
অভিনেতার তালিকা :
অয়ন: একজন যুবক সে মাদকাসক্ত ।
গৌরী: অরুণ এর মা, চিন্তিত এবং অসহায় মহিলা।
পুলক: অয়নের বন্ধু, মাদক বিরোধী।
* ডাক্তার: মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ডাক্তার।
ঘটনার ব্যাখ্যা কারী
দৃশ্য ১
(অয়নের ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে রাখা আছে। অয়ন নেশাগ্রস্ত অবস্থায় ঘরে বসে আছে এবং অয়নের মা গৌরী দুশ্চিন্তা নিয়ে ঘরে প্রবেশ করেন।)
গৌরী (অয়নের মা) : অয়ন এর বাবা, এভাবে আর কতদিন চলবে? তোর শরীরটাতো ভেঙে যাচ্ছে। তুই আরো অসুস্থ হয়ে পড়ছিস ।
অয়ন: (বিরক্তি নিয়ে) মা , তুমি আবার শুরু করলে? আমার আর কিছু ভালো লাগে না ।
গৌরী : তোর ভালো লাগবে কি করে? সারাদিন নেশার মধ্যে পড়ে আছিস, আর কাদের সঙ্গে মেলামেশা করিস তাও আমি জানি না ।
অয়ন: (রাগান্বিত হয়ে) তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজেকে সামলে নিতে পারব।
গৌরী :(কষ্টে) সামলে যদি নিতে পারিস তাহলে কেন খারাপ ছেলেদের পাল্লায় পড়ে এই পথ বেছে নিয়েছিস।
অয়ন: ( মাথা নিচু করে) খারাপ ছেলেদের সঙ্গে মিশিনা মা। আসলে আসলে ... আমি একা থাকি তো তাই ।
গৌরী : একা কেন অয়ন? আমি তোর পাশে আছি এছাড়া ও তোর বন্ধু পুলকও তোর পাশে আছে সবাই আছে ।
(পুলক ঘরের মধ্যে প্রবেশ করে)
পুলক : কিরে অয়ন কি করছিস ।
অয়ন: ( লুকানোর চেষ্টা করে) কিছু না। এমনি বসে আছি।
পুলক: ( অয়নের মাকে দেখে) কাকিমা, আপনি চিন্তা করবেন না। অয়নকে আমি ঠিক সোজা পথে নিয়ে আসবো ।
গৌরী : তাই যেন হয় বাবা,পুলক তুমি অয়নকে একটু বুঝিয়ে বলো ।
পুলক : অয়ন চল একটু বাইরে থেকে ঘুরে আসি।
অয়ন : ( কিছুটা অনিচ্ছা নিয়ে) না। আমার আর ভালো লাগছে না ।
পুলক : আরে চল না, বাইরে থেকে ঘুরে এলে ভালো লাগবে ।
( পুলক ও অয়ন ঘর থেকে বের হয়ে যায়, গৌরী হতাশা হয়ে বসে থাকে।)
সঞ্জয় : এইভাবে এক বন্ধু পারে অপর একজন বন্ধুর পাশে দাঁড়াতে । আমাদের যুব সমাজে একজন বন্ধু মাদকদ্রব্যের নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকার পর অপর বন্ধু তার সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে ।
"মাদক নেশায় নেই রে সুখ, সব নেশাতেই বাড়ে দুঃখ।"
দৃশ্য 2 : (আমি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র । ডাক্তার একটি চেয়ারে বসে আছেন, অয়ন ও পুলক তার সামনে।)
ডাক্তার: অয়ন ,তুমি সত্যি করে বলতে পারবে কেন তুমি এই মাদকদ্রব্য পান করতে ।
অয়ন : আসলে, কিছু খারাপ ছেলেদের পাল্লায় পড়ে নেশা করা শুরু করেছিলাম। তারপর তারপর আর মাদকদ্রব্য ছাড়তে পারিনি।
পুলক : ডাক্তারবাবু , ও একটু একা থাকতে পছন্দ করতো তাই ।
ডাক্তার: একা থাকার কোন কারণ হতে পারে না অয়ন । জীবনে চলার পথে আরো অনেক বাধা আসবে, সব বাধা পেরিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে ।
অয়ন: আমি বুঝতে পারছি ডাক্তারবাবু। কিন্তু আমার খুব ভয় করে, আমি কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না?
ডাক্তার : অবশ্যই, কেন তুমি পারবে না। আমরা তোমাকে সাহায্য করবো। এখানে এসেছো এটা অনেক বড় পদক্ষেপ ।
পুলক : হ্যাঁ অয়ন , আমরা সবাই তোর পাশে আছি।
ডাক্তার: (অয়নের দিকে তাকিয়ে) তুমি একা নও অয়ন আমরা তোমার পাশে আছি, তোমাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে।
অয়ন: (কিছুটা সাহস নিয়ে) আমি অবশ্যই চেষ্টা করবো ডাক্তারবাবু ।
ডাক্তার: এটাই তো চাই, চলো তোমাকে আমার রুটিন বুঝিয়ে দিই ।
( ডাক্তারোবায়ন কথা বলতে থাকে পুলক তাদের দিকে তাকিয়ে থাকে।)
দৃশ্য 3 : (ছয় মাস পরে অয়ন ঘরে বসে আছে । এখন তার ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন । গৌরী ,অয়ন ,পুলক ও ডাক্তার বসে আছেন।)
গৌরী : (অয়নকে জড়িয়ে ধরে) আজ আমার কত আনন্দ হচ্ছে বাবা ।
অয়ন: (তার মাকে জড়িয়ে ধরে) মা, আমি তোমাদের আর কষ্ট দেবো না ।
পুলক: চল অয়ন এবার আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করি ।
ডাক্তার : হ্যাঁ সঠিক পথে চললে সাফল্য একদিন তোমার হাতের মুঠোয় ।
ম্যারেটার অভিনেতারা সবাই মিলে : (সংলাপ)
"থাকলে ইচ্ছা ও মনোবল ঘটবে না মাদকের ছোবল।"
"মাদক বর্জন করুন সুস্থ জীবন গড়ুন।"