Birbhum Voluntary Blood Donors Association

Birbhum Voluntary Blood Donors Association please donate your blood

আমরা  রক্তদান আন্দোলনের মাধ্যমে দল মত,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়ে থাকি 🙏আসুন স্ব...
08/08/2025

আমরা রক্তদান আন্দোলনের মাধ্যমে দল মত,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়ে থাকি 🙏আসুন স্বেচ্ছায় রক্তদান শিবিরে মাধ্যমে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই 🌹🙏 আগামীকাল আমাদের বিশেষ শিবির ইলামবাজারে, রক্ত সংগ্রহ করবে বোলপুর ব্লাড সেন্টার 🌹👍
Team DONORS

আমরা  রক্তদান আন্দোলনের মাধ্যমে দল মত,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়ে থাকি 🙏আসুন স্ব...
07/08/2025

আমরা রক্তদান আন্দোলনের মাধ্যমে দল মত,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়ে থাকি 🙏আসুন স্বেচ্ছায় রক্তদান শিবিরে মাধ্যমে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই 🌹🙏
Team DONORS

জন স্বার্থে,আমরা এই আবেদন রাজ্য প্রশাসন কে করেছি 🙏আশা করি রাজ্য সরকার বিবেচনা করবেন 🙏
01/08/2025

জন স্বার্থে,আমরা এই আবেদন রাজ্য প্রশাসন কে করেছি 🙏আশা করি রাজ্য সরকার বিবেচনা করবেন 🙏

রাজ্য সম্মেলনের জন্য আমাদের প্রাথমিক সভা অনুষ্টিত হলো মুর্শিদাবাদের জঙ্গীপুর সুভাষ দ্বীপ পার্কে 👍এই খবর দৈনিক সংবাদ পত্র...
29/07/2025

রাজ্য সম্মেলনের জন্য আমাদের প্রাথমিক সভা অনুষ্টিত হলো মুর্শিদাবাদের জঙ্গীপুর সুভাষ দ্বীপ পার্কে 👍
এই খবর দৈনিক সংবাদ পত্রে প্রকাশিত 🙏

*Press Release.* রামের রক্তের রহিম বাঁচুক যীশুর রক্তে রাম, হাজার জনে ছড়িয়ে থাকুক তোমার ছোট্ট নাম।বিশ্ব রক্তদাতা দিবস উদয...
28/07/2025

*Press Release.*

রামের রক্তের রহিম বাঁচুক
যীশুর রক্তে রাম,
হাজার জনে ছড়িয়ে থাকুক
তোমার ছোট্ট নাম।

বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন, সম্প্রীতির আবেদন ও রক্তের সংকট নিরসনের লক্ষ্যে রক্তদানের প্রসার ঘটাতে উদ্বুদ্ধকরণে নব নব উপায় খোজার লক্ষ্য নিয়ে আজ ২৭শে জুলাই ২০২৫ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরে নেতাজি সুভাষদ্বীপ প্রাঙ্গনে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি’র বর্ধিত রাজ্য সভা ও মুর্শিদাবাদ জেলা সংগঠকদের নিয়ে প্রকাশ্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বণার্ঢ্য কর্মশালার উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ভলানটারী ব্লাড ডোনার সোসাইটি'র রাজ্য সম্পাদক কবি ঘোষ জানিয়েছেন যে WBVBDS সারা রাজ্য জুড়ে #মিশন_দেড়_লক্ষ_২০২৫ কর্মসূচি চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩oশে জুন পর্যন্ত প্রায় ৬০০০০ ইউনীট রক্ত সংগ্রহ হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করে আগামী *১০-১১ই জানুযারী ২০২৬ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।*
সভায় আরো স্থির হয়েছে -
--------------------------------------------
রক্তদান শিবির বৃদ্ধি করার জন্য প্রতিটি জেলায় রক্তদাতা শিবির সংগঠকদের নিয়ে কর্মশালা ও উদ্ধুদ্ধকরণ শিবির করা হবে।
---------------------------------------------
স্থির করা হয়েছে যে –
“রক্তদান দেশপ্রেমের প্রতীক, দেশের ঐক্য ও সম্প্রীতির জন্য রক্তদান করুন” আবেদন নিয়ে আগস্ট মাসে সারা জেলা জুড়ে কর্মসূচি হবে।
৭৯তম স্বাধীনতার বর্ষপূর্তি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে মহাসমারোহে পালন করা হবে ।
৯ই আগস্ট থেকে ১৬ ই আগস্ট সর্বত্র পদযাত্রা,রক্তদান শিবির,সম্মাননা প্রদান,বসে আঁকো,প্রদর্শনী অনুষ্ঠিত করা হবে। বিশেষ দিবস পালন করা হবে নিম্নলিখিত দিনগুলি- ৯ই আগস্ট - ভারত ছাড়ো আন্দোলন দিবস,
১১ ই শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস
১২ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১৬ই আগস্ট ফুটবল প্রেমী দিবস
---------------------------------------------
১৫ ই আগস্ট প্রতিটি জেলায় ১০ টি রক্তদান শিবির করা হবে। প্রতিটি রক্তদান শিবিরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং দেশের ঐক্য ও সম্প্রীতির জন্য শপথ বাক্য পাঠ করা হবে। ---------------------------------------------
প্রতিটি জেলায় থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট কর্মসূচি পালন করা হবে । রাজ্যজুড়ে ১০০ জন প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষ প্রচারক গড়ে তোলা হবে। লক্ষ্য আমাদের একটাই - বিয়ের আগে কোষ্ঠী বিচার নয় থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা জরুরি।
---------------------------------------------
মীর আসরাফুল করিম- সভাপতি, ইফতিকার আলম - সম্পাদক, জিয়াউল আলম - সহ : সম্পাদক ও রফসানজানি - কোষাধক্য করে ২৭ জনের মুর্শিদাবাদ জেলা নতুন কমিটি গঠন করা হয়েছে।
---------------------------------------------
স্বাগত ভাষণ দেন সম্পাদক মন্ডলী সদস্য ইফতিকার আলম। অধিবেশনে আলোচনা করেন ডা: পল্লব কুমার দে সমাজকর্মী রাজেশ পালিত,ফজলুল হক, অধ্যাপক সঞ্জয় মন্ডল সহ ১১জন জেলা প্রতিনিধি। শোক প্রস্তাব পাঠ করেন সমাজসেবী মধুসূদন ঘটক।
সভা পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী নুরুল হক,স্বপন বন্ধু,আশীষ বাগ ও আইনজীবী আয়ূব আনসারী। ২৩ জেলা থেকে মোট ১৩৪ জন রক্তদাতা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের মুখপত্র 'জীবন বার্তা' ২য় সংখা প্রকাশিত করা হয়েছে।
# সকলকে এই কর্মসূচি সফল করতে অনুরোধ করা হচ্ছে।
#বিন্দুবিন্দুরক্তদিয়েবাঁচাবোলক্ষপ্রাণ

24/07/2025

মুর্শিদাবাদ জেলার রক্তদান আন্দোলনের সংগঠক বন্ধুদের একত্রিত হওয়ার এই সুযোগ 🙏আমরা থাকছি আপনারা ও আসুন দেখা হবে 👍

20/07/2025

বাদশা দা (অভিনতা বাদশা মৈত্র )আমাদের, ওয়েস্ট বেঙ্গল ভলেনটারি ব্লাড ডোনার্স সোসাইটির মুর্শিদাবাদের প্রস্তুতি সভার বা বর্ধিত সভার সাফল্য কামনায় সকলকে বার্তা দিয়েছেন আমাদের সংগঠনের পক্ষ হইতে বাদশা দাকে ধন্যবাদ জানাই🙏🙏🙏

রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারে কয়েকদিন অন কল  ডোনেশন  এ আমাদের BVBDA এর  ডোনার ব্যাংক থেকে ডোনার যাচ...
18/07/2025

রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারে কয়েকদিন অন কল ডোনেশন এ আমাদের BVBDA এর ডোনার ব্যাংক থেকে ডোনার যাচ্ছিলো
কিন্তু আমরা
"greatest happiness for the greatest number of people"
এই নৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে স্বেচ্ছা রক্তদান শিবিরে বিশ্বাসী তাই আমাদের ইয়ং ব্রিগেডের অন্যতম কর্ণধার রাজ খান কে অনুরোধ করতে 👍
Birbhum
Voluntary Blood Donors Association এর উদ্যোগে এবং সাংবাদিক Raj Khan (সদস্য,BVBDA) এর তত্ত্বাবধানে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড সেন্টারের গ্রীষ্মকালীন রক্তশূন্যতা মেটাতে একটি সান্ধ্যকালীন ইন্ডোর রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উক্ত শিবিরে দুইজন মহিলা ডোনারসহ মোট ১০ জন রক্তযোদ্ধা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতা এবং আয়োজকদের জানাই রক্তিম অভিনন্দন।

#বিন্দু_বিন্দু_রক্ত_দিয়ে_বাঁচাব_লক্ষ্_প্রাণ ।

#এসো_গড়ে_তুলি_রক্তের_বন্ধন ।



❤️

আনন্দবাজার পত্রিকা ১৪/০৭/২৫🌹এই ভাবে বেঁচে থাক মানবিকতা এবং এই দৃষ্টান্ত তুলে ধরার জন্য আনন্দবাজার পত্রিকা কে আন্তরিক ধন্...
14/07/2025

আনন্দবাজার পত্রিকা ১৪/০৭/২৫🌹
এই ভাবে বেঁচে থাক মানবিকতা এবং এই দৃষ্টান্ত তুলে ধরার জন্য আনন্দবাজার পত্রিকা কে আন্তরিক ধন্যবাদ 🙏

14/07/2025

এইভাবে বেঁচে থাক মানবিকতা 👍এই মানবিক দৃষ্টান্তের খবর তুলে ধরার জন্য মাটির খবর কে আন্তরিক ধন্যবাদ জানাই 🙏

Address

Rampurhat
731224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Birbhum Voluntary Blood Donors Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Birbhum Voluntary Blood Donors Association:

Share

Category