01/09/2025
ভ্রান্ত তথ্য ও কিডনি।
মিথ ৪। সুগার প্রেসারের ওষুধ টানা খেলে কিডনির ক্ষতি হয়।
- সুগার বা প্রেসার হলে সাধারনত (কিছু ব্যতিক্রম আছে) ওষুধ সারাজীবন চালিয়ে যেতে হয়। ডাক্তারবাবুর পরামর্শ মত নিয়মিত সুগার প্রেসার চেক করা দরকার, সেই মত ওষুধ বাড়াতে বা কমাতে বা পাল্টাতে হয়। অনেক সময় ওষুধ ছাড়া শুধু জীবনপ্রণালীর পরিবর্তন দ্বারাই চিকিৎসা সম্ভব। কিছু ক্ষেত্রে ভেতরে থাকা রোগ খুঁজে বের করে তার চিকিৎসা করতে হয়। যেমন মাস তিন আগে এক তরুন দেখাতে এল, প্রেসার ২২০/১৩০, ৫ রকম ওষুধ খেয়েও কমছে না, Renal artery Doppler করাতে বেরলো Renal artery Stenosis..একই রকম প্রেসার নিয়ে আসা তরুনের বেরলো Pheochromocytoma.. এসব রোগ চিকিৎসা করলে নিরাময় করা সম্ভব।
- সুগার বা প্রেসার থাকলে কিডনির পরীক্ষাও (Serum Creatinine & Urinary ACR) বছরে অন্তত একবার করা দরকার, কারণ বহুক্ষেত্রে কিডনির রোগে উপসর্গ থাকে না। সুগার প্রেসার control এ রাখতে পারলে শুধু কিডনি নয়, শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গও ভালো থাকে। কিছু ক্ষেত্রে কিডনির রোগের প্রথম উপসর্গ প্রেসার হতে পারে, আবার কিডনির রোগ এলে সুগার কমে যেতে পারে.. এগুলি খেয়াল রাখা দরকার।
- সুগার বা প্রেসার ওষুধ দেওয়ার সময় পেসেন্টের সব দিক বিবেচনা করে ওষুধ দেওয়া উচিত । বয়স, ওজন, জীবিকা, কিডনি ও হার্টের অবস্থা ইত্যাদি দেখে আমরা তা ঠিক করি। একটি ওষুধ একজনের জন্য ভালো হলেও অন্যের জন্য তা ক্ষতিকর হতে পারে। এসব ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিছু guideline আছে, যা কিছু বছর বাদে বাদেই updated হয়, তার সাথে চিকিৎসকের clinical judgment- এই দুই মিলিয়ে ওষুধ ও জীবনপ্রণালী ঠিক করা হয়। বিভিন্ন ওষুধের কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, ওষুধ চললে সেগুলোও নজর রাখতে হয়। তাই সুগার প্রেসার হলে ডাক্তারবাবুর পরামর্শ মত চলবেন, নিজের ইচ্ছেমতো বা অন্যের কথা শুনে ওষুধ ঠিক করবেন না। এতে ভবিষ্যতে সুফল পাবেন।
-
নেক্সট চেম্বার তারিখ - 05/09/2025
শুক্রবার