Rishra Matri Sadan Hospital

Rishra Matri Sadan Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rishra Matri Sadan Hospital, Hospital, 89/133/132 Bangur Park, Rishra.

18/09/2025
ভ্রান্ত তথ্য ও কিডনি। মিথ ৪। সুগার প্রেসারের ওষুধ টানা খেলে কিডনির ক্ষতি হয়।- সুগার বা প্রেসার হলে সাধারনত (কিছু ব্যতিক্...
01/09/2025

ভ্রান্ত তথ্য ও কিডনি।

মিথ ৪। সুগার প্রেসারের ওষুধ টানা খেলে কিডনির ক্ষতি হয়।

- সুগার বা প্রেসার হলে সাধারনত (কিছু ব্যতিক্রম আছে) ওষুধ সারাজীবন চালিয়ে যেতে হয়। ডাক্তারবাবুর পরামর্শ মত নিয়মিত সুগার প্রেসার চেক করা দরকার, সেই মত ওষুধ বাড়াতে বা কমাতে বা পাল্টাতে হয়। অনেক সময় ওষুধ ছাড়া শুধু জীবনপ্রণালীর পরিবর্তন দ্বারাই চিকিৎসা সম্ভব। কিছু ক্ষেত্রে ভেতরে থাকা রোগ খুঁজে বের করে তার চিকিৎসা করতে হয়। যেমন মাস তিন আগে এক তরুন দেখাতে এল, প্রেসার ২২০/১৩০, ৫ রকম ওষুধ খেয়েও কমছে না, Renal artery Doppler করাতে বেরলো Renal artery Stenosis..একই রকম প্রেসার নিয়ে আসা তরুনের বেরলো Pheochromocytoma.. এসব রোগ চিকিৎসা করলে নিরাময় করা সম্ভব।

- সুগার বা প্রেসার থাকলে কিডনির পরীক্ষাও (Serum Creatinine & Urinary ACR) বছরে অন্তত একবার করা দরকার, কারণ বহুক্ষেত্রে কিডনির রোগে উপসর্গ থাকে না। সুগার প্রেসার control এ রাখতে পারলে শুধু কিডনি নয়, শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গও ভালো থাকে। কিছু ক্ষেত্রে কিডনির রোগের প্রথম উপসর্গ প্রেসার হতে পারে, আবার কিডনির রোগ এলে সুগার কমে যেতে পারে.. এগুলি খেয়াল রাখা দরকার।

- সুগার বা প্রেসার ওষুধ দেওয়ার সময় পেসেন্টের সব দিক বিবেচনা করে ওষুধ দেওয়া উচিত । বয়স, ওজন, জীবিকা, কিডনি ও হার্টের অবস্থা ইত্যাদি দেখে আমরা তা ঠিক করি। একটি ওষুধ একজনের জন্য ভালো হলেও অন্যের জন্য তা ক্ষতিকর হতে পারে। এসব ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিছু guideline আছে, যা কিছু বছর বাদে বাদেই updated হয়, তার সাথে চিকিৎসকের clinical judgment- এই দুই মিলিয়ে ওষুধ ও জীবনপ্রণালী ঠিক করা হয়। বিভিন্ন ওষুধের কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, ওষুধ চললে সেগুলোও নজর রাখতে হয়। তাই সুগার প্রেসার হলে ডাক্তারবাবুর পরামর্শ মত চলবেন, নিজের ইচ্ছেমতো বা অন্যের কথা শুনে ওষুধ ঠিক করবেন না। এতে ভবিষ্যতে সুফল পাবেন।
-
নেক্সট চেম্বার তারিখ - 05/09/2025
শুক্রবার

রাখী বন্ধন উৎসব।।
09/08/2025

রাখী বন্ধন উৎসব।।

০৭/০৮/২০২৫ বৃহস্পতিবার , সুভাষ নগর , রিষড়া নিবাসী  শ্রী ব্রজ গোপাল সাহা,রিষড়া মাতৃ সদন হসপিটালে  প্রয়াত হন। তার প্রয়াণ...
08/08/2025

০৭/০৮/২০২৫ বৃহস্পতিবার , সুভাষ নগর , রিষড়া নিবাসী শ্রী ব্রজ গোপাল সাহা,রিষড়া মাতৃ সদন হসপিটালে প্রয়াত হন। তার প্রয়াণের পর পরিবারের অনুমতিতে ওনার মূল্যবান চক্ষু দুটি পশ্চিমবঙ্গ সরকারের *কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আই *বিভাগে পাঠানো হয় দুজন দৃষ্টিহীনকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এই মহান দানের জন্য ওনাকে ও ওনার পরিবারকে আন্তরিক শ্রদ্ধা জানাই।

আন্তরিক শুভেচ্ছা জানাই কোন্নগর আই ব্যাঙ্ক সোসাইটি, শ্রীরামপুর সেবাকেন্দ্র ও চক্ষুব্যাঙ্ক কে, যাদের মাধ্যমে এই মহান কাজটি সম্পন্ন হলো।

রিষড়া মাতৃ সদন হসপিটাল।

📞 03379680014

Address

89/133/132 Bangur Park
Rishra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rishra Matri Sadan Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category