15/09/2024
সব বিরোধী দল এবং তাদের অনুগত ইউটিউব চ্যানেল যারা বলছেন ডাক্তাররা নবান্নে ধুলোয় গড়াগড়ি দিল, কালীঘাটে ঘাড় ধাক্কা খেল তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি এই ডাক্তাররা লালবাজার, নবান্ন এবং কালীঘাট তিন জায়গাতেই পৌঁছে প্রশাসনের সর্বোচ্চ স্তরে মুখোমুখি কথা বলছেন,আর আপনারা এই তিন জায়গার ৫০০ মিটারের মধ্যেও ঢুকতে পারেননি। মিটিং হয়নি সেটা তাদের শর্ত পূরণ হয় নি বলে ।কাজেই শিক্ষিত মানুষের অরাজনৈতিক আন্দোলন কে ছোটো করার যে আপ্রাণ চেষ্টা করছেন বা এই আন্দোলন থেকে রাজনৈতিক লাভ নেওয়ার যে চেষ্টা করছেন সেটা হচ্ছেনা বলে তাদের অসম্মান করছেন সেটাও জনসাধারণ দেখছে।ক্ষমতায় আসতে হলে অনেক কৃচ্ছসাধন করতে হয়।পাঞ্জাবি পাজামা পরে সেন্ট পাউডার মেখে বড় বড় কথা বলে সেটা হয়না।কাউকে অসম্মান করার আগে নিজেদের দিকে দেখুন।ডাক্তাররা কেউ চেয়ার চায়নি,তারা কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন না বলে খুব জ্বালা ধরছে? কারণ ডাক্তাররা লড়ছে তাদের সহকর্মীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে, সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে ভালো পরিষেবা পান এবং ভবিষ্যতের চিকিৎসক রা যারা পাস করে জনগণের চিকিৎসা করবেন তারা যেন প্রকৃত চিকিৎসক হন তার জন্যে।আপনাদের ক্ষমতায় আনার জন্য বা নিজেদের ক্ষমতায় আসার জন্যে নয়।আর আপনার এসেই বা ভালো করবেন কে তার নিশ্চয়তা দেবে?আগের জামানা আমরা সবাই দেখেছি, আর যারা এখন প্রধান বিরোধী দল তাদের সমর্থকরাই বলুন তো আপনাদের মুখ কে? নিজেকে প্রশ্ন করুন তাহলেই উত্তর পেয়ে যাবেন।রাজনৈতিক দল রাজনীতি করেই ক্ষমতায় আসে, অন্যের অরাজনৈতিক আন্দোলন কে চুরি করে নয়। ডাক্তারদের দেখানো আন্দোলনের পথেই এক বিরোধী দল লালবাজার অভিযান করছে। যার যা লড়াই তাদের কেই করতে দিন তাদের মতো করে।জনগণ কিন্তু সব দেখছে সব বোঝে, কোনটা আসল আর কোনটা অভিনয় সেটাও পরিষ্কার তাদের কাছে।দায়িত্ববান বিরোধী হয়ে উঠুন আগে তারপর তো দায়িত্ববান শাসক হবেন।জনগণের দায়িত্ব তখন জনগণ ই আপনাদের হাতে তুলে দেবে।নিজেদের দায়িত্বশীলতার প্রমাণ দিন আগে।কারো রাজনৈতিক ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য নয়।ভেবে দেখুন আপনার বাড়ির বাচ্চাটা যদি ওই ভাবে রাস্তায় রোদ বৃষ্টিতে পরে থাকত আর কেউ তাদের অসম্মান করতে আপনারও হয়তো আমার মত অনুভূতি হতো।ভালো থাকবেন সবাই।