Datta Diagnostic and Polyclinic

Datta Diagnostic and Polyclinic Datta Diagnostic and Polyclinic, a fully modern pathological laboratory and Counultant Doctors' hub.

01/12/2020

Woth constant demand from Sagardighi people DATTA DIAGNOSIS will be open very soon. Follow the page for further updates.

23/11/2020

আমাদের সত্বর দরকার :-
১) সাগরদীঘি এলাকার জন্য একজন,
২) ইসলামপুর এলাকার জন্য একজন,
৩) বহরমপুর এলাকার জন্য তিনজন ,
মোট পাঁচজন ট্রেনী ফ্রেশ মেডিক্যাল সার্ভিস মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ।
পুরুষ অথবা মহিলা। নিজস্ব টু হুইলার থাকতে হবে।

আরো দরকার:-
একজন ব্যক্তিত্ব সম্পন্ন ২৮+ বয়সের স্মার্ট মহিলা ইন হাউস সেলস ম্যানেজার।

এবং একজন ২৮+ বয়সের অভিজ্ঞ পুরুষ মার্কেটিং ম্যানেজার।

*ট্রেনী মেডিক্যাল সার্ভিস মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ রা ট্রেনিং আলাউন্স পাবে 3000 টাকা মাসে
+ TA DA বাবদ 2000 টাকা
= মোট 5000 টাকা ।
+ ইনসেনটিভ।
সফল ট্রেনী রা তিন থেকে ছ মাসের মধ্যে পার্মানেন্ট পোস্ট পাবে , সফলতার মান অনুযায়ী,5000-6000 টাকা বেতনে, সাথে বোনাস পিএফ ইত্যাদি।

ইন হাউস মহিলা সেলস ম্যানেজার এর বেতন নেগোশিয়েবল ।
তাকে অবশ্যই বহরমপুর বাসী হতে হবে এবং নিজস্ব টু হুইলার থাকতে হবে।
এই লাইন এ যথেষ্ট অভিজ্ঞতা থাকতেই হবে। এবং প্রচুর প্রাসঙ্গিক কন্টাক্ট থাকতে হবে। এই কাজ হবে মিনিমাম কমিটমেন্ট এর ভিত্তিতে। বেতন ছাড়াও ইনসেনটিভ ও কমিশন ও পাবেন। তাকে মিনিমাম মাসে দশ হাজার টাকা+ পেতেই হবে ইনসেনটিভ সহ।

অভিজ্ঞ মার্কেটিং ম্যানেজার এর বেতন ও নেগোশিয়েবল + টি এ+ ডি এ+ ইনসেনটিভ+কমিশন। তাকে মোট মিনিমাম প্রতি মাসে ইনসেনটিভ সহ 25000 টাকা পেতেই হবে।
**সংশ্লিষ্ট লাইন এ প্রচুর অভিজ্ঞতা ও প্রচুর কন্টাক্ট থাকতেই হবে।

পূর্ণ বায়োডাটা সহ সমস্ত শিক্ষাগত ও আই ডি ডকুমেন্ট এর জেরক্স ও দু কপি ছবি অ্যাটাচ করে নিচের ঠিকানায় জমা দিন অথবা ই মেইল করুন :- bangiyachikitsalay@gmail.com
Website: www.bangiyachikitsalay.vom
Phone:03482-260515
Mobile : 9332047722
Thikana :-
Bangiya chikitsalay
68,Swarnamayee Road.(Opposit-Murshidabad Medical College Hospital.)
Baharampur Murshidabad

22/06/2020

।।বিশেষ স্বাস্থ্য শিবির।।
ডাক্তার অনির্বাণ দত্ত র উদ্যোগে
রোগ নির্ণয় ও বঙ্গিয় চিকিৎসালয় এ

আগামী 1st July Cardiologist Dr S Rana MBBS MD DNB - (Cardiology) ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন তথা চিকিৎসক দিবস ( ডক্টরস ডে) উপলক্ষ্যে বঙ্গিয় চিকিৎসালয়ে বেলা ১১ টা থেকে রুগী দেখবেন

মাত্র ১০০ টাকায়।

ওইদিন বিশিষ্ঠ ডাক্তার বাবুরা করোনা আবহে আগামীতে মানুষের স্বাস্থ্য বিধি অভ্যাস ও জীবন যাপন নিয়ে আলোচনা করবেন উপস্থিত রুগীদের মধ্যে।

সবটাই কঠোর স্যস্থ্য বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে হবে।

সঙ্গে সুগার ও হিমোগ্লোবিন পরীক্ষা ফ্রী।

সবাইকে একটা করে মাস্ক দেয়া হবে বিনামূল্যে।

সীমিত সংখ্যক রুগী দেখবেন।

*এ ছাড়াও লিপিড প্রোফাইল LFT থাইরয়েড সহ সব টেস্ট এ ২০% ছাড় ।

* সীমিত সংখ্যক রুগী।সীমিত সংখ্যক ব্লাড টেস্ট।
* সত্বর নাম তালিকভুক্ত করুন।

# সুগার লিপিড প্রোফাইল ও এল এ ফ টি র রুগীদের ১২ ঘণ্টা উপসে থেকে বেলা ৯.৩০ এর মধ্যেই স্যাম্পল দিতে অনুরোধ করা হচ্ছে।
ফোন 03482-260515.
09332047722. মেডিক্যাল কলেজের বিপরীতে।
বঙ্গীয় চিকিৎসালয়।
ই মেইল bangiyachikitsalay@gmail.com.

21/06/2020

Inbox for details :

অদ্ভুত আঁধার এক ছেয়ে গেছে পৃথিবীতে আজ।

*একটি ডাঃ অনির্বাণ দত্ত উদ্যোগ বঙ্গীয় চিকিৎসালয় রোগনির্ণয় র প্রয়াস:*

এই ভয়াবহ করোনা আবহে আগামী ১ লা জুলাই ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে র ডাক্তার দিবসে *বিশিষ্ঠ হৃদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার সইদ রানা MBBS MD DNB (cardiology)* বঙ্গীয় চিকিৎসালয় এ পরামর্শ দেবেন ১১ টায়।
সীমিত সংখ্যক রুগী দেখবেন, ও তাদের সুগার ও ই সি জি করা হবে মাত্র ১০০ টাকায়।
স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এই বিশেষ স্বাস্থ্য শিবির বঙ্গীয় চিকিৎসালয় এ।
*নাম লেখান 03482260515/ 9332047722.*

26/05/2020

Corona পজিটিভ রোগী র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং‌ সাগরদিঘী র বিভিন্ন এলাকা বন্ধ করে দেওয়ার জন্য দত্ত ডায়াগোনস্টিক বন্ধ থাকবে। আপনার রিপোর্ট সংগ্রহ করুন।

23/05/2020

আমরা এখন FNAC রিপোর্ট করছি। এই রিপোর্ট সর্বত্র গৃহীত হবে।

If want you can listen the repeat telecast of my interview on COVID19 from a Pathologist's point of view, in Akash Vani ...
18/05/2020

If want you can listen the repeat telecast of my interview on COVID19 from a Pathologist's point of view, in Akash Vani Murshidabad at 6:40 pm today.

Dr. Anirban Datta
MD Pathology

11/05/2020

করোনা সংক্রান্ত গুজব ছড়াবেন‌ না। দোষী প্রমাণিত হলে জেল ও জরিমানা দুই হতে পারে। স্বাস্থ্য বিধি মানুন। সুস্থ থাকুন।

04/05/2020

Dr. Anirban Datta
Tomorrow
From 11 am to 1 pm

দত্ত ডায়াগোনসটিক র তরফ থেকে সাগরদিঘী থানার পুলিশ কর্মীদের দুশো সার্জিক্যাল মাস্ক দেওয়া হলো। লক ডাউন সফল করতে পুলিশ অক্...
24/04/2020

দত্ত ডায়াগোনসটিক র তরফ থেকে সাগরদিঘী থানার পুলিশ কর্মীদের দুশো সার্জিক্যাল মাস্ক দেওয়া হলো। লক ডাউন সফল করতে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে চলেছে। সকলে সর্বতো ভাবে সাহায্য করুন।

08/04/2020

Datta Diagnostic will remain open from 7:30 am to 2 pm.
দত্ত ডায়াগোনসটিক আগামীকাল থেকে
সকাল‌ ৭:৩০ থেকে বেলা ২ টো ওবধি খোলা থাকবে।

24/03/2020

দত্ত ডায়াগোনসটিক ২৭ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হবে। সকলের অসুবিধে র জন্য দুঃখিত। প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন। বাড়িতে থাকুন। সুস্থ থাকুন।

Address

Sagardighi High School Road, Opposite To United Bank
Sagardighi
742226

Opening Hours

Monday 7am - 7pm
Tuesday 7am - 7pm
Wednesday 7am - 7pm
Thursday 7am - 7pm
Friday 7am - 7pm
Saturday 7am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Datta Diagnostic and Polyclinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram