P OPTO CARE

P OPTO CARE Power Lens And EYE Care.

16/01/2023

ল্যাসিক চিকিৎসা হলো খুব উন্নত মানের একটি চিকিৎসা পদ্ধতি।এই চিকিৎসার দ্বারা চোখের স্বাভাবিক দৃষ্টি ফিরে আসে এবং কোনো প্রকার ব্যাথা যন্ত্রনা হয় না বললেই চলে। চক্ষু চিকিৎসকগণ (আই সার্জেন) এই চিকিৎসা করে থাকেন।

30/11/2022

অ্যাস্টিগম্যাটিজম কি? আসলে অ্যাস্টিগম্যাটিজম হলো চোখের দৃষ্টিগত একটি সমস্যা যাকে ইংরাজিতে বলা হয় রিফ্র্যাকটিভ এরর, অর্থাৎ রেটিনার ওপরে সঠিক জায়গায় আলোক প্রতিফলিত হয় না।এর উপসর্গ হলো দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে যাওয়া,প্রচন্ড মাথা যন্ত্রনা, চোখে স্ট্রেন পড়া, ট্যারা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এরফলে আক্রান্ত ব্যক্তি বস্তুর আকৃতি সঠিকভাবে দেখতে পায় না, কখনো কখনো বাঁকা দেখতে পায়। বেশি দেরি করলে সমস্যা চরম আকার ধারণ করে। একমাত্র পাওয়ার লেন্সের মাধ্যমেই চিকিৎসা করা হয় এছাড়া লেসার চিকিৎসাতেও এর চিকিৎসা হয়, সাধারণত সিলিন্ডার পাওয়ার লেন্সের মাধ্যমে চিকিৎসা করা হয়,এই ধরনের লেন্সের মধ্যে অ্যাক্সিস থাকে, সঠিক অ্যাক্সিস অনুযায়ী সঠিক পাওয়ার লেন্স প্রয়োগের মাধ্যমে এই রোগটির সম্পূর্ণ সমাধান করা যায়।

24/11/2022

হাইপারমেট্রোপিয়া হলো এমন একটি দৃষ্টিগত সমস্যা,যেটা যেকোনো বয়সেই হতে পারে। বিশেষতঃ যখন আলোক প্রতিফলন রেটিনার পেছনে প্রতিফলিত হয় তখন কাছের জিনিসগুলো দেখতে অস্বচ্ছ মনে হয়।হাইপারমেট্রোপিয়া আসলে ফারসাইটেডনেস অর্থাৎ দূরদৃষ্টতা।মাথাযন্ত্রনা,মাথা ঝাপধরাভাব,কাছের দৃষ্টি অস্বচ্ছতা এবং এথেকে ভমিটিং টেনডেনসিও তৈরি হতে পারে। পাওয়ার লেন্স ব্যবহার করে এর চিকিৎসা করা হয়। চিকিৎসকের কাছে গিয়ে চোখ পরিক্ষা করে তারপর সঠিক পাওয়ার নিতে হবে এবং তা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া থেকে সুস্থ হওয়া যায়। যদিও হাইপারমেট্রোপিয়া তিনধরনের হয়। অ্যাক্সিয়াল হাইপারমেট্রোপিয়া,কারভেচার হাইপারমেট্রোপিয়া এবং ইনডেক্স হাইপারমেট্রোপিয়া।সেক্ষেত্রেও পাওয়ার লেন্সের মাধ্যমেই চিকিৎসা করা হয়। বিশেষ ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি পৃথক হতে পারে।

16/11/2022

ARC কথার পুরো অর্থ হলো অ্যান্টি রিফ্ল্যাকশন কোটিং।এই ধরনের কোটিং বা প্রলেপ চশমার লেন্সের ওপরে থাকার ফলে বিভিন্ন ধরনের খারাপ আলোক রশ্মি থেকে চোখ সুরক্ষিত থাকে। বিশেষ করে অতিবেগুনি রশ্মি(UV Rays) বা এবং বিভিন্ন ধরনের রেডিয়েশনের হাত থেকে চোখকে সুরক্ষিত রাখে। আজকের দিনে মোবাইল ফোন,ল্যাপটপ,টিভি,এল ই ডি আলো, নানা ধরনের রেডিয়েশনের কারনে চোখের নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে এমনকি ছানি রোগের কথাতো সকলের জানা আছে । পাশাপাশি সেল ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা প্রচুর ঘটছে।তাই আমরা যারা চশমার পাওয়ার লেন্স ব্যবহার করি তারা ARC/Blue Cut লেন্স ব্যবহার করুন। আরো জানতে +91 92336 32157

13/11/2022

আধুনিক চশমার লেন্সের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট লেন্স হলো প্রোগ্ৰেসিভ লেন্স। অর্থাৎ এই লেন্সের সবচেয়ে সুবিধাজনক দিকটি হলো কোনো বিভাগ থাকে না অথচ দূরে, নিকটে এবং মাঝামাঝি দেখা যায়।এই লেন্সের মধ্যে কোনো ফোকাল পয়েন্ট থাকে না, কিন্তু যেমন খুশি দেখা যায় এবং অত্যন্ত স্বচ্ছ্বতার সাথে দেখা যায়।এই লেন্সের মধ্যে কোনো এজ মার্ক দেখা যায় না। যোগাযোগ +91 92336 32157 .

12/11/2022

উৎকৃষ্ট প্রোগ্ৰেসিভ লেন্স দৃষ্টির স্বছতা নিশ্চিতভাবেই বৃদ্ধি করে,,, যোগাযোগ +91 92336 32157

11/11/2022

Please contact for colour contact lens +91 92336 32157 আধুনিক মেকআপ, লাইফস্টাইল বা সৌখিনতার জন্য রঙীন চোখের জুড়ি নেই এটা সর্বজনবিদিত,এই কারণে উন্নত মানের অধিক স্বচ্ছ্ব রঙীন কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা যেতেই পারে,,,,,,,,

11/11/2022

Contact no +91 92336 32157 মনে রাখবেন আমরা এক অধিক রেডিয়েশনের যুগে বাস করি, মোবাইল ফোন, কম্পিউটার,এল ই ডি আলো এবং নানা ধরনের ইলেকট্রনিক গ্যাজেট থেকে বিচ্ছুরিত ক্ষতিকারক আলোকরশ্মি থেকে চোখকে বাঁচাতে BLUE CUT LENS ব্যবহার করবেন।

Address

Ramgopal Sen Street
Santipur
741404

Telephone

+919233632157

Website

Alerts

Be the first to know and let us send you an email when P OPTO CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category