19/11/2021
's_day
পুরুষ জাতির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তা হলো যে কোন সময়ে সোসাল মিডিয়া কিংবা সোস্যাল প্লাটফর্মে ওনাদের নিয়ে হৈচৈ কম হয়। ওনাদের সমস্যা নিয়ে আলোচনা কম হয় কিন্তু তারা কখনোই এ বিষয়ে অভিযোগ করেন না ❤️
জ্বরের অস্বস্তি, পেটে ব্যাথা, মাথা ব্যাথা, হাত পা এর আঙ্গুল কেটে যাওয়ার কষ্ট গুলো তো মানুষ হিসেবে ওদের ও সমান, তাহলে ওরা কি বেশি সহিষ্ণু? আমরা যে বাস এর সিট্ এ বসা টা নিজেরাই নিজেদের অধিকার বলে মনে করে নি, ওরা কি তাহলে তুলনামূলক বেশি মানিয়ে নিতে জানে?❤️❤️
আমি কখনো কোন পুরুষ কে শপিং মলে গিয়ে সবার আগে নিজের জামা পছন্দ করতে দেখিনি, আমি অন্তত দেখিনি। সবার শেষে নিজেদের টা বেছে নেওয়াটা কি তাহলে এটাই প্রমাণ করে যে ওরাও কম্প্রোমাইজ করে, আমরা বুঝতে চাইনা ❤️❤️❤️
বাজারে যাবার সময় কি গো কি আনবো প্রশ্ন করাটা ওদের বোকামি নয় হয়তো স্ত্রী বা মা কোনটা রান্না করতে চাইছে তার প্রাধান্য। তাহলে কি ওদের কাছে ও প্রায়োরিটি সংসার টা? আমরাই বুঝি না ❤️❤️❤️❤️
রেগে গিয়ে একবার কিছু বেশি বলে ফেললে তারপর ১০০ টা বেশি কথা শুনে হজম করে হেসে উড়িয়ে দেওয়াটা হয়তো আসল পুরুষত্ব, আমরা রাগ টাই দেখি❤️❤️❤️❤️❤️
আমি অনেক পুরুষ কে দেখেছি women's day তে গাদা গাদা পোস্ট করতে, কিন্তু আজ খুব কম মেয়েরা পুরুষ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে অভিমান কম করাটাও হয়তো প্রমাণ করে যে ওরা বেশি মানিয়ে নিতে জানে আমরা বুঝিনা ❤️❤️❤️❤️❤️❤️
আমি বিতর্ক করতে চাই না, শুধু এটাই বলছি সব পুরুষ সমান নয়, এই যে ফেসবুকে রোজ এত হ্যাপি কাপল দেখি তারাও তো পুরুষ। ধর্ষক রা যদি ঘৃনিত হন তাহলে আসল পুরুষ রা প্রশংসিত হবেন না কেন? পুরুষ এবং নারী একে অপরের পরিপূরক ❤️❤️ আজ বিশ্ব পুরুষ দিবসে সমস্ত সেই পুরুষদের জন্য রইলো একরাশ অভিনন্দন এবং সন্মান যাদের জন্য আমাদের নারীত্ব পরিপূর্ণ ❤️❤️ এ হেন সকল পুরুষ রা ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু সময় বের করে ওনাদের প্রশংসা করুন 🙏।
Collection from Juhi di 💚
ছবিটি সংগৃহীত ❤️