26/11/2025
Shimla Manali Group Tour
🍀🍀🍀 🍀 শিমলা কুলু মানালি ভ্রমন 🍀🍀🍀🍀
রূপসী বাংলা ট্র্যাভেল ক্লাব - শ্রীরামপুর
📞9748929574
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
❤️জেনে নেওয়া যাক আমাদের ০৯ রাত্রি ১০ দিনের ভ্রমণের বিবরণ।❤️
👉প্রথম দিন : হাওড়া থেকে রাতে নেতাজি এক্সপ্রেসে যাত্রা শুরু করবো আমাদের স্বপ্নের সিমলা মানালি ট্যুর এর জন্য।
👉দ্বিতীয় দিন : আজ আমাদের সারাদিন আর সারা রাত কাটবে ট্রেনে গল্পে আড্ডায়।
👉তৃতীয় দিন : অনেক ভোরে চন্ডিগড় স্টেশন এ নেমে আমরা রওয়ানা দেবো শিমলার উদ্দেশ্যে পথে যেতে আপনারা দেখবেন পিঞ্জরে গার্ডেন সেখান থেকে হোটেল। আজ দুপুর থেকে আপনাদের খাবারের ভার আমদের। দুপুরে খাবার পর পায়ে হেটে আশেপাশের কিছু দর্শনীয় স্থান আপনারা দেখতে যেতে পারেন, যেমন - কালীবাড়ি , দি রিজ, মল রোড,১৫৭ বছরের পুরোনো ক্যাথিড্রাল চার্চ। রাত্রিযাপন শিমলাতে।
👉চতুর্থ দিন : এই দিন আপনারা দেখবেন শিমলার কিছু বিশেষ দর্শনীয় স্থান, যেমন - শিমলা কুফরি, হিমালয়ান চিড়িয়াখানা, জ্যাকুর হিল, জ্যাকুর মন্দির, ফ্যাগো, গ্রীন ভ্যালি,সংকটমোচন মন্দির, অ্যাডভান্স স্টাডি।
আজ সন্ধ্যায় পায়ে হেঁটে দেখে নেবো মল রোড এর কিছু বিশেষ ব্রিটিশ স্থাপত্য। সেদিনের রাত্রিযাপন শিমলাতে।
👉পঞ্চম দিন : শিমলা থেকে মানালি
পথ দীর্ঘ ২৬৪ কিলোমিটার, সময় লাগবে প্রায় পাঁচ ঘণ্টা। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরোব শিমলা পরিদর্শন করতে। দেখতে পাবেন - পান্ড দাম, সুন্দর নগর লেক, কুল্লু ভ্যালি ও কুল্লু শাল তৈরী কারখানা। আজকে দুপুরের খাবার হবে যাত্রা পথে। সন্ধার মধ্যে আমরা পৌঁছাবো মানালি হিল স্টেশনে যা অত্যন্ত সুন্দর এবং চারিদিক পাহাড় বেষ্টিত।
👉ষষ্ঠ দিন : মানালি থেকে রোটাং পাস (৫১ কিলোমিটার)। এটি সমুদ্র তল থেকে প্রায় ৩৯৭৯ মিটার উপরে অবস্থিত। (রোটাংপাশ ও অটল টানেলের যাবার খরচ প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়)।
এরপর আমরা যাবো সোলাং ভ্যালি (এখানে আপনারা নিজ খরচায় বিভিন্ন দু সাহসিক খেলাধুলায় যোগ দিতে পারেন, যেমন- প্যারা গালাইন্ডিং , শোনো বিকিং, স্কেটিং ইত্যাদি)। এছাড়া আছে রাহালা জলপ্রপাত, কোঠি গ্রাম, গুলাবা। দুপুরে হোটেল এ এসে লাঞ্চ সেরে নেবো। আজ রাত্রিযাপন মানালি হোটেল।
👉সপ্তম দিন : এইদিন আমরা দেখে নেবো স্থানীয় দর্শনীয় স্থান যেমন - হিরিম্বা দেবীর মন্দির, বেয়াস নদীর পূর্ব দিকে অবস্থিত ৪০০০ বছরের পুরোনো বিশিষ্ট মুনির মন্দির , বন বিহার, মনেস্ট্রী ,মানালি বাজার, ক্লাব হাউস।
রাত্রিযাপন মানালিতে।
👉অষ্টম দিন :এবার আমাদের ফেরার সময়। সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো মানালি থেকে চন্ডিগড় এর উদ্দেশ্যে। আজকের ব্রেকফাস্ট পর্যন্তই খাবারের ভার আমাদের।আজকের যাত্রাপথ ২৪০ কিলোমিটার।আজ দুপুরে হোটেল বা ধাবায় আপনাদের খেয়ে নিতে হবে যে যার মতো নিজ খরচে।রাতে আমরা ট্রেন ধরবো চন্ডিগড় থেকে।
👉নবম দিন : আজ সারাদিন আর রাত আমাদের ট্রেনই কাটবে।
👉দশম দিন : সকালে হাওড়া স্টেশন পৌঁছে যে যার মতো বাড়ির পথে রওনা দেবো আর এর সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতির অ্যালবামে যুক্ত হবে আর একটি পাতা।
🌻প্যাকেজে আমরা যা যা দিচ্ছি 🌻🌿🌿🌿🌿🌿
🔺স্লিপার ক্লাস যাওয়া আসা ট্রেনের টিকিট
🔺 উল্লেখিত সমস্ত সাইটসিন
🔺পরিবার অনুযায়ী রুম
🔺স্ট্যান্ডার্ড ক্যাটাগরি হোটেল
🔺গাড়ি টেম্পো ট্রাভেলার / ট্রাভেরা
🔺 মর্নিং টি,ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার
❌️ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়❌️🌿🌿🌿🌿🌿🌿
📌ট্রেনের খাবার
📌যে কোনো রকম প্রবেশ মূল্য এবং কোনো রকম রাইড খরচ
📌কুলি খরচ, কোনো রকম পানীয় খরচ
📌রুম হিটার খরচ
📌উপর এ উল্লেখ নেই এমন কোনো খরচ
👉কিছু বিশেষ তথ্য: রোথাং পাস সারা বছর বরফে ঢাকা থাকে তাই আমরা বিএসএফ অনুমোদন যোগ্য স্থান পর্যন্তই নিয়ে যেতে পারবো।
রোটাং পাস এবং অটল টানেল এর পারমিশন যাত্রা প্যাকেজর মধ্যে যুক্ত নয় ও তুষার বস্ত্র + জুতো স্থানীয় দোকান থেকে ভাড়া করে নিতে হবে আলাদা ভাবে।
♥️পরিচালনায় :-♥️
🌻রূপসি বাংলা ট্র্যাভেল ক্লাব, শ্রীরামপুর হুগলি
RUPASI BANGLA TRAVEL Rupasi Bangla Travel-club
ট্রেড লাইসেন্স নম্বর :- 0917P34872410750
MSME REG NO.:- UDYAM-WB-07-0012874
IRCTC AUTHORISED RAIL TICKET, FLIGHT TICKET BOOKING AGENT & ALL INDIA TRAVEL PROVIDER
♥️অফিস: শ্রীরামপুর স্টেশনের পাশেই, F 48 SGS সুপার মার্কেট, শ্রীরামপুর হুগলি।
যোগাযোগ: 9748929574