30/04/2022
একটি প্রশ্ন অনেকেই করে থাকেন তা হলো হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি একই সাথে পাশাপাশি খাওয়া যায় কি না ? এর উত্তর একই সাথে হ্যা এবং না । ব্যাপারটা কি রকম ??
যদি হোমিওপ্যাথি শাস্ত্র মতে অর্থাৎ ACCORDING TO THE HAHNEMANNIAN THEORY( ORGANON OF MEDICINE) অনুযায়ী ব্যাপারটা দেখা হয় তবে দুটো ওষুধ পাশাপাশি খাওয়া উচিত নয়।এমনকি হোমিও ওষুধ চলার সময় কোনো রকম ঔষধি গুন সম্পন্ন খাবারও নিষিদ্ধ( যেমন — তেতুঁল,হলুদ,নিমপাতা,লবণ,পেঁয়াজ, রসুন ইত্যাদি ইত্যাদি) । কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়ে ওঠে না।অতীত কালে হয়তো সেটা সম্ভব হতো কারণ তখনকার জলবায়ু ,খাদ্য , জল সব কিছুই বিশুদ্ধ ছিলো এবং মানুষের শরীরে PURE DISEASE EFFECT পাওয়া যেত। এতো MIXED UP SIGN AND SYMPTOM পাওয়া যেতো না।
কিন্তু বর্তমান পরিবেশ ,জলবায়ু ,খাদ্যগুণ ইত্যাদি সম্পূর্ণ ভিন্ন হওয়ার জন্য MIXED UP DISEASE SYMPTOMS ই বেশি। তাই দুটো ওষুধ পাশাপাশি খাওয়া যেতে পারে।
দুটো ওষুধের MODE OF ACTION যেহেতু আলাদা তাই কোনোটা কারোর কাজের বাধা সৃষ্টি করে না।
আমি আমার 25 বছরের অভিজ্ঞতায় দেখেছি দুটো ওষুধ অন্তত আধ ঘণ্টা থেকে দুঘন্টা ব্যবধানে খেলে দুটোই খুব ভালো ভাবে কাজ করে(অনেক ডাক্তারের সাথে আমার মতের মিল নাও থাকতে পারে তার জন্য আমি দুঃখিত)।