11/07/2025
# # যুদ্ধ মধ্যপ্রাচ্যে # #
সুমন সর্বহা
হামাস হুতি হিজবুল্লাহ্
মধ্যপ্রাচ্য জুড়ে
ইরাণ সাথে জোট বেঁধেছে
হাড্ডাহাড্ডি লড়ে সেই
-- ইজ্রায়েলের ডরে।
মাঝে মাঝেই সুযোগ পেলে
ঝাপিয়ে পড়ে ওরা
ড্রোন চালিয়ে আঘাত হানে
ঘুসপেটিরা সেথা
এদের পিছে নিঃশব্দে ইরাণ
জোগান দেয় সামনে
এসে যুদ্ধে কভু
দাঁড়ায় না তো কেউ।
সে কারণে ইজ্রায়েলের
টারগেট তিন দল
হামাস হুতি হিজবুল্লাহ্
করছে ভারি ছল।
মেরে মেরে
তিন দলেরে করছে
কুপোকাৎ
ইরাণ এখন না পেরে
তার স্বরুপ প্রকাশিছে
রাখ ডাক আর নেই
তৈরী হলে
এ্যটোম বোমা,প্রথম
প্রথম প্রয়োগ
তেল আভিবেই,সেই
বোমাটি ফেলে
ইজ্রায়েলকে মাটির নীচে
মিশিয়ে মারবেই।
ইজ্যায়েল ও সে কারণে
ইরাণী বোম আর
বানিয়ে ফেলার সুযোগ
কভু দেবেনা এবার।
প্রথম ধাপে,
শত্রু-সেনার শীর্ষ পদ-ধারী
চার জনকে এক আঘাতেই
কোতল করে দিল
পরমানু বিজ্ঞানীরা
মুখ্য ভুমিকায়,
এক ই সাথে অক্কা পেলো
প্রথম সে হামলায়
কি ভীষণ এ আক্রোশ
'ধ্বংস রূপেন সংস্থিতা'
ধরলো আপন রূপ:
এবার আক্রমনে, দু'শো প্লেন
গভীর রাতে এ্যটাক করে সেথা
পরমানবিক পরীক্ষাগার
ধ্বংস হলো সোজা
পিছিয়ে গেলো
নিউক্লিয় প্রোগ্রাম :এখন
আঘাত চলছে প্রতিদিন
ক্ষয় ক্ষতি দুই দলেরি
যুদ্ধ বিরামহীন
ডোনাল্ড চাচা
এই সুযোগে নামল মাঠে
কাজে, সোজা কথায়
বলল সহজ করে,শর্তহীন
যুদ্ধ বন্ধ করো নয় তো
ইরাণ গাজার মতো
আস্তো পুড়ে মরো।
কেউ এলোনা,
ইরাণ একা জেহাদ করে
রাখবে অধিকার
মাথা নত করবে না সে
যুদ্ধ ছাড়া ফয়সালা নেই আর।।