Astro Reiki Knowledge

Astro Reiki Knowledge Reiki Therapy Course Level 1 / Level 2 / Level 3 A & 3 B / Master Degree
Corona Reiki
Angel Therapy

Reiki healing for your betar life
14/07/2023

Reiki healing for your betar life

আসছে শ্রাবণ মাস, এই পদ্ধতিতে শ্রাবণ সোমবারে রুদ্রাভিষেক করুন, সম্পদ বৃদ্ধি ও রোগ থেকে মুক্তি মিলবেএই মাসে শিবের আশীর্বাদ...
10/07/2022

আসছে শ্রাবণ মাস, এই পদ্ধতিতে শ্রাবণ সোমবারে রুদ্রাভিষেক করুন, সম্পদ বৃদ্ধি ও রোগ থেকে মুক্তি মিলবে
এই মাসে শিবের আশীর্বাদ পেতে শ্রাবণ সোমবার, শ্রাবণের শিবরাত্রি ইত্যাদির বিশেষ তাৎপর্য রয়েছে। শ্রাবণের সোমবার ভগবান শিবের রুদ্রাভিষেক করা সেরা কাজ বলে মনে করা হয়।

দেবাধিদেব ভগবান ভোলেনাথের প্রিয় মাস শ্রাবণ ১৮ জুলাই ২০২২ থেকে শুরু হচ্ছে। এই পবিত্র মাসটি ভগবান শিবের উপাসনার জন্য উৎসর্গ করা হয়। ভোলেভাণ্ডারীকে খুশি করার জন্য সারা শ্রাবণ মাস জুড়ে ভক্তি সহকারে জলাভিষেক করা হয়। এই মাসে শিবের আশীর্বাদ পেতে শ্রাবণ সোমবার, শ্রাবণের শিবরাত্রি ইত্যাদির বিশেষ তাৎপর্য রয়েছে। শ্রাবণের সোমবার ভগবান শিবের রুদ্রাভিষেক করা সেরা কাজ বলে মনে করা হয়।
শিবের রুদ্র অবতারের রুদ্রাভিষেক আচার-অনুষ্ঠান করলে জীবনের দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। সম্পদ বৃদ্ধির জন্য শ্রাবণ মাসের সোমবার রুদ্রাভিষেক করা শুভ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে শ্রাবণে রুদ্রাভিষেক করা হয়

কোন কোন তারিখে শ্রাবণের সোমবার পড়েছে-
প্রথম শ্রাবণের সোমবার - ১৮ জুলাই ২০২২
দ্বিতীয় শ্রাবণ সোমবার- ২৫ জুলাই ২০২২
তৃতীয় শ্রাবণ সোমবার - ১ আগস্ট ২০২২
চতুর্থ শ্রাবণ সোমবার - ৮ আগস্ট ২০২২
পঞ্চম শ্রাবণ সোমবার - ১৫ আগস্ট ২০২২

শ্রাবণ সোমবারের রুদ্রাভিষেক ও পূজার পদ্ধতি-
শ্রাবণ সোমবার, আপনি মন্দিরে বা বাড়িতেও শিবলিঙ্গের রুদ্রাভিষেক করতে পারেন।
রুদ্রাভিষেকের আগে গণেশ, মাতা পার্বতী, ব্রহ্মদেব, মা লক্ষ্মী, নবগ্রহ, মাতা পৃথিবী, অগ্নি দেব, সূর্যদেব এবং মা গঙ্গাকে ধ্যান করে পূজা করুন। তারপর রুদ্রাভিষেক শুরু করুন
রুদ্রাভিষেক করার সময় শিবলিঙ্গকে উত্তর দিকে রাখুন এবং যারা রুদ্রাভিষেক করছেন তাদের পূর্ব দিকে মুখ করা উচিত।
শ্রাবণ সোমবার সূর্যোদয়ের পূর্বে স্নান ইত্যাদি থেকে অবসর গ্রহণ করে শ্রাবণ সোমবার উপবাসের সংকল্প নিন।
তারপর শৃঙ্গিতে গঙ্গাজল ঢেলে শিবলিঙ্গে নিবেদন করুন। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব তান্ডব স্তোত্র জপ করুন।
শিবকে গঙ্গাজল অর্পণের পর ভগবান ভোলেনাথকে দুধ, দই, ঘি, মধু, আখের রস, সরিষার তেল, সুগন্ধি নিবেদন করুন। রুদ্রাভিষেকের সময় শিব মন্ত্রগুলি জপ করতে হবে।

এবার সাদা চন্দনের পেস্ট তৈরি করে শিবলিঙ্গ তৈরি করুন। এরপর শিবের উদ্দেশ্যে পান, ধান, সুপারি, বেলপত্র, ধূতরা ফুল, আকন্দ ফুল, ছাই, নারকেল ইত্যাদি উৎসর্গ করুন এবং দেবতাকে ফল ও মিষ্টি নিবেদন করুন।
পরিবারের সঙ্গে শিবের আরতি করুন। শিবের আরতির পর সারা ঘরে অভিষেক জল ছিটিয়ে দিন। অভিষেকের সময় শিব মন্ত্রগুলি জপ করা শুভ বলে মনে করা হয়।
ধূপ, প্রদীপ দিয়ে ভোলেনাথের পুজো শেষে পরিবারের সঙ্গে আরতি করা ও প্রসাদ বিতরণ করা প্রয়োজন। এমনটা বিশ্বাস করা হয় যে শিবের রুদ্রাভিষেকের জল সারা বাড়িতে ছিটিয়ে দিলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে গ্রহের অশুভ প্রভাবও কমানো যায়।

Money Plant: মানি প্ল্যান্টে এই জিনিসটি বাঁধলেই ঘুরবে ভাগ্যের চাকা, হতে পারেন কোটিপতিবাড়ির আশেপাশে গাছপালার রোপন করলে এ...
08/07/2022

Money Plant: মানি প্ল্যান্টে এই জিনিসটি বাঁধলেই ঘুরবে ভাগ্যের চাকা, হতে পারেন কোটিপতি

বাড়ির আশেপাশে গাছপালার রোপন করলে একদিকে যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় তেমন অন্যদিকে বাড়িতে অক্সিজেনের মাত্রা অনেকটাই বেড়ে যায়। বাড়ির ব্যালকনিতে অথবা বাগানে যদি গাছ লাগানো যায় তাহলে মনের শান্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে একটি ইতিবাচকতা তৈরি হয়ে যায়। তবে বাস্তুশাস্ত্র মতে প্রতিটি গাছ ঘরে অথবা প্রত্যেকটি গাছ বাড়ির বাইরে লাগানো যায় না।

এমন কিছু গাছ আছে যেগুলি শুধুমাত্র বাড়ির ভেতরে লাগানো যায় আবার এমন কিছু গাছ আছে যেগুলি শুধুমাত্র বাড়ির বাইরে লাগানো যায়। সঠিক জায়গায় সঠিক দিকে যদি বৃক্ষরোপণ করা যায় তাহলে সেটি বিশেষভাবে উপকারী প্রমাণিত হতে পারে। মানিপ্লান্ট বিশেষজ্ঞদের মাঝে আপনি যদি সঠিক জায়গায় মানিপ্লান্ট রোপন করতে পারেন তাহলে আপনার জীবনে হতে পারে টাকার বৃষ্টি। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দিকে আপনি মানিপ্লান্ট লাগাতে পারবেন।

মানিপ্ল্যান্ট লাগানোর নিয়ম:–
মানি প্ল্যান্ট সব সময় সঠিক দিকে লাগানো প্রয়োজন।
এটি সর্বদা দক্ষিণ-পূর্ব দিকে যদি আপনি লাগাতে পারেন তাহলেই শুভ ফল পাবেন আপনি। খেয়াল রাখতে হবে, ভুল দিকে যদি মানিপ্লান্ট রোপন করা হয় তাহলে বিপরীত ফলাফল দিতে শুরু করে এই গাছ।

বাস্তুশাস্ত্র অনুযায়ী মাটিতে সরাসরি এই গাছ রোপন করবেন না। এই গাছের পাতা মাটির দিকে যেন বেড়ে না যায় সেই দিকেই নজর রাখতে হবে।
গাছটি পরিষ্কার জায়গায় রাখলে তবেই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার বাড়িতে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, শুক্রবার যদি মানিপ্লান্টে লাল সুতো বেঁধে দিতে পারেন তাহলে শুভ লাভ পেতে পারেন আপনি।
কথিত রয়েছে এই গাছ যত দ্রুত এগোতে থাকে, ব্যক্তির আয় ততো দ্রুত বৃদ্ধি পায়।

05/07/2022
শুক্রবারে ৬ রাশির ব্যবসায় দারুন লাভের যোগ রয়েছে, দেখে নিন আজকের রাশিফলগ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে একটি ভব...
24/06/2022

শুক্রবারে ৬ রাশির ব্যবসায় দারুন লাভের যোগ রয়েছে, দেখে নিন আজকের রাশিফল

গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে একটি ভবিষ্যদ্বাণী করা হয়। আজকের রাশিফল ​​আপনাকে চাকরি, ব্যবসা, লেনদেন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক, স্বাস্থ্য এবং সারাদিনের শুভ ও অশুভ ঘটনার পূর্বাভাস দেয়। এই রাশিফলটি পড়ে আপনি আপনার দৈনন্দিন পরিকল্পনা সফল করতে সক্ষম হবেন। আজকের দিনটি কেমন যাবে আপনার, চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল-

মেষ-
শারীরিক অসুস্থতার সম্ভাবনা থাকতে পারে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। দ্বি-মুখী আয়ের সম্ভাবনা রয়েছে। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। দাম্পত্য জীবন সুখের। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন ক্যাটস আই।

বৃষ-
গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেয সুযোগ আসতে পারে। দাম্ভিকতায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে।
আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৮৮। শুভ দিক উত্তর। শুভ রত্ন চুনি।

মিথুন-
শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও কাজের জন্য ব্যস্ত থাকতে পারেন। দুর্ঘটনার যোগ রয়েছে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে।
আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৮৭। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। শুভ রত্ন পান্না।

কর্কট-
আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আয় বৃদ্ধির যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে।
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৭২। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।

সিংহ-
অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। বিবাহের যোগ রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো কাটবে। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।
আপনার শুভ রং কালছে নীল। শুভ সংখ্যা ৩৬। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন মুনস্টোন।

কন্যা-
শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও কাজের জন্য বহু সময় ব্যয় হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে।
আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

তুলা-
খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে।
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২১। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।

বৃশ্চিক-
অংশিদারী ব্যবসায় ভালো ফল আশা করেত পারেন। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। অর্শপীড়ায় ভুগতে হতে পারে। শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। বন্ধুদের সঙ্গে দেখা না হওয়া সমস্যা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।

ধনু-
তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। জনহিতকার কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। ব্যবসায় ভালো আয় হতে পারে। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে।
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৪৪। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

মকর-
বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না

কুম্ভ-
এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলার সম্ভাবনা রয়েছে। অস্ত্রোপচার সফল হবে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে।
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৭। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল।

মীন-
অভিযানে সাফল্য লাভ করতে পারবেন। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে।
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ

22/06/2022

Why Astrology is Important for us?
In this modern age of science and technology it is very tricky to think that does Astrology has any significant to us? There are many religion in the world which does not believe in Astrology and negate them from the core.

But even though we doesnot believe in Astrology or not, but Astrology has a significant imact in our lives.

Astrology is an ancient concept, as old as time, you can say. It is an importance aspect of our lives – our past, present and future. To a great extent, astrology is used to forecast and predict future events and can also be used as a medium to get rid of any kind of mishap related to planetary positions.

19/06/2022
18/06/2022
18/06/2022

Address

D. C. Sen Road, Aurobindo Pally Main Rd, Near Bharti Sevok Sangha
Siliguri
734006

Alerts

Be the first to know and let us send you an email when Astro Reiki Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Astro Reiki Knowledge:

Share