10/07/2025
একটি আবেদন
সামাজিক দায়বদ্ধতা উন্নত মূল্যবোধকে পাথেয় করে এক দল প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও সমাজ সংবেদনশীল মানুষকে নিয়ে ২০১৬ সালে গঠিত হয় "মাদাম কুরি মেমোরিয়াল ট্রাস্ট এন্ড রিসার্চ সেন্টার"। এই প্রতিষ্ঠানের মেডিকেল আউটডোরে জেনারেল প্র্যাকটিশনার, মেডিসিন, গাইনিকোলজি, নিউরোলজি, সহ আরো অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর ব্যবস্থা আছে। এই প্রতিষ্ঠানেই আছে অত্যন্ত সুপরিচিত ডেন্টাল হার্ট, যেখানে প্রশিক্ষিত ডেন্টাল সার্জেনরা উন্নত মানের দন্ত ও মুখগহ্বর চিকিৎসা করেন। এখানে গভীর আন্তরিকতার সঙ্গে উপযুক্ত মূল্যে যথাযথ উন্নত পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ।
শুধু তাই নয়, প্রখ্যাত চিকিৎসক প্রয়াত ডাঃ ননী গুহ প্রতিষ্ঠিত ও অতি সুপরিচিত ক্যালকাটা হার্ট ক্লিনিক ও হাসপাতালের অনুপ্রেরণায় ও প্রত্যক্ষ সহযোগিতায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের জন্য চিকিৎসা শিবির পরিচালনায় আমরা বদ্ধপরিকর।
ন্যায্য মূল্যে সঠিক ও সুচিকিৎসার জন্য আপনারা আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। রোগীর দ্রুত আরোগ্য লাভই আমাদের লক্ষ্য। এই মহতী প্রচেষ্টায় চাই আপনাদের আন্তরিক সহযোগিতা।
ধন্যবাদান্তে
মাদাম কুরি মেমোরিয়াল ট্রাস্ট এন্ড রিসার্চ সেন্টার
বিঃ দ্রঃ এখানে Autoclave, Glass bead Sterilizer, Formalin Chamber এর মাধ্যমে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়।
-----------------------------------------------------------------------------
ডেন্টাল হার্ট, ডিরোজিও সরণি, ওয়ার্ড-২০, আয়ুর্বেদ ভবনের পাশে, সুভাষপল্লী, শিলিগুড়ি, দার্জিলিং - ৭৩৪০০১