Madam Curie Memorial Trust & Research Centre

Madam Curie Memorial Trust & Research Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madam Curie Memorial Trust & Research Centre, Medical and health, Dirojio Sarani, Ward 20, Subhas Pally, Siliguri.

On 2016, “MADAM CURIE MEMORIAL TRUST & RESEARCH CENTRE” is founded by some trained Doctors, Nurses, technologist and social workers on the basis of social commitment and high moral ethics.

জন্মদিনে স্মরণ করি বিজ্ঞানীআচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে“...I have seen and understood that no person, no race, no count...
02/08/2025

জন্মদিনে স্মরণ করি
বিজ্ঞানী
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে

“...I have seen and understood that no person, no race, no country, no one can stand up without being truthful.... No great achievement can be acquired on the basis of lies. Accept the truth and honour it. Not behind the scenes, or in the secret chamber of the mind - uphold the banner of truth with fresh, radiant affection in front of the world, fearlessly, with the spine straight. "

- Acharya Prafulla Chandra Ray

|| ইন্দ্র মিত্রের পুস্তক 'করুনাসাগর বিদ্যাসাগর' বই হইতে উদ্ধৃত ||(আনন্দ পাবলিশার্স প্রকাশিত)"...ঠাকুরদাসের আশ্রয়দাতা জগদ...
29/07/2025

|| ইন্দ্র মিত্রের পুস্তক 'করুনাসাগর বিদ্যাসাগর' বই হইতে উদ্ধৃত ||
(আনন্দ পাবলিশার্স প্রকাশিত)

"...ঠাকুরদাসের আশ্রয়দাতা জগদ্দুর্লভ সিংহের কোন পরিচিত ব্যক্তি আসিয়া কহিল আপনার পরিচিত অমুক সপরিবারে ওলাউঠা রোগে আক্রান্ত হইয়াছে। সে একান্ত দরিদ্র। কেহ তাহাকে চিকিৎসা করিয়া বাঁচাইবে এমন উপায় দেখি না। ঈশ্বরচন্দ্র তথায় উপবিষ্ট ছিলেন, তিনি শুনিয়া কাহাকেও কিছু কহিলেন না। আন্তরিক বড়ই ব্যথা পাইলেন। সন্ধ্যার পরেই পাক সমাধা করিয়া দীনবন্ধু ও শম্ভুকে আহার করাইয়া পিতার ভোজনের আয়োজন করিয়া সেই পীড়িত ব্যক্তিবর্গের নিকট উপস্থিত হইলেন। তিনি দেখিলেন তাঁহারা পাঁচ জনেই শয্যাশায়ী হইয়াছে জল পিপাসায় অত্যন্ত কাতর। মধ্যে মধ্যে তাহারা বমি ও মলত্যাগ করিতেছে। ঈশ্বরচন্দ্র তৎক্ষণাৎ এক গৃহস্থের বাটী হইতে এক কলসী জল আনিলেন এবং চমকী ঠুকিয়া প্রদীপ জ্বালিলেন। তিনি সকলকে জল পান করাইয়া ডাক্তার ডাকিতে গেলেন।

ঈশ্বরচন্দ্রের ভ্রাতা হরচন্দ্র ওলাউঠা রোগে অকালে কালগ্রাসে পতিত হয়েন। তদবধি তাহার মনে এই সংস্কার বদ্ধমূল হয় যে যদি কেহ ওলাউঠা রোগীর পিপাসা দূর করিতে পারে তাহা হইলে শতকরা বার আনা লোকের জীবন রক্ষা হইতে পারে। একদিন একটা নিমন্ত্রণ সভায় ডাক্তার রূপচাঁদবাবুর প্রমুখাৎ শুনিয়াছিলেন যে ওলাউঠা রোগে রোগীকে যত জল খাওয়াইতে পারিবে ততই তাহার উপকার হইবে ।

ঈশ্বরচন্দ্র রূপচাঁদবাবুর অন্বেষণে যাইতেছেন সৌভাগ্যক্রমে তাহার সহিত পথিমধ্যে দেখা হইল। ঈশ্বরচন্দ্র রোগীদিগের অবস্থা সমুদায় যথাযথ রূপচাঁদবাবুকে কহিলেন। রূপচাঁদবাবু বলিলেন চল পুলীষে একবার জানাই। গবর্ণমেন্ট হইতে যদি অনাথ ব্যক্তিবর্গের যদি কিছু সাহায্য করিতে পারি। ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ও নবাব নেজামত হইতে দুঃখী ব্যক্তির চিকিৎসার জন্য পুলীষের হাতে টাকা ও ঔষধ আছে। উভয়ে বড় বাজারের পুলীষের নিকট উপস্থিত হইলেন। পুলীষ সাহেবকে সংবাদ দিবা মাত্র তিনি কতকগুলি ঔষধের পীল দিলেন। এবং কহিলেন খুব সাবধান যেন জল অনেক না খায়। জল না খাইলে ভাল হয়। রূপচাঁদ কহিলেন সাহেব আপনার উপদেশানুসারেই চলিব। কিন্তু এখন তাঁহাদিগের মলমূত্র পরিষ্কারের জন্য একটা লোক আবশ্যক। সাহেব অতি দয়ালু ও উচ্চ বংশের লোক ছিলেন। তিনি একটী মেথরানীকে সরকার হইতে নিযুক্ত করিয়া দিলেন। এবং পথ্যের খরচ যাহা লাগিবে তাহার জন্য সর্কারে বিল করিতে বলিলেন। রূপচাঁদ কহিলেন কে অগ্রে খরচ দিবে যে পরে বিলের টাকা আদায় হইলে সে উহা পরিশোধ করিয়া লইবে। সাহেব কহিলেন আমি নিজ হইতে দুইটি টাকা দিলাম। ইহা আমার নিজের দান জানিবেন। এখন রূপচাঁদ ঈশ্বরকে সঙ্গে লইয়া রোগীদিগের নিকট আসিলেন। রোগীদিগকে দেখিয়াই কহিলেন বড় মন্দ অবস্থা। পুলীষের পীল খাওয়াইয়া উহাদিগকে অনর্থ কষ্ট দিও না, কেবল জল খাওয়াও। যদি উপকার হয় ইহাতেই হইবে। মেথরানী দ্বারা মল ও বমি পরিষ্কার করাইয়া লও। আমি বাটী হইতে পুরাতন ধৌত কাপড় পাঠাইয়া দিতেছি। তাহা জলে ভিজাইয়া উহাদিগের গাত্র মার্জনা করিবে। রূপচাঁদ ডাক্তার বাটী যাইয়া দুইটি বেদানা কিঞ্চিৎ মিছিরি ও এক কলসী উত্তম পানীয় জল ও ধৌত বস্ত্রখণ্ড পাঠাইয়া দিলেন।

মেথরানী বিষ্ঠা ও বমনের অপবিত্রতা মাত্র দূরীভূত করিয়া প্রস্থান করিল। ঈশ্বর এখন একাকী রোগীদিগকে রূপচাঁদবাবুর উপদেশানুসারে পিপাসার জল যোগাইতেছেন। ক্রমে শিশুত্রয় কথা কহিল। এখন ঈশ্বরচন্দ্রের মনে শ্রম সার্থক বোধ হইতে লাগিল। এই সময় তাহার মনে মানবীয় ধর্মশাস্ত্রের বচন উদিত হইল।

জলেন পাচয়েদন্নং জলে জীবঞ্চ দৃশ্যতে।

এবং অগ্নি পূরাণের চিকিৎসা প্রকরণের যথা শ্রুত বচনও তাহার চিত্ত ক্ষেত্রে উদিত হইল!

অজীর্ণে ভেষজং বারি জীর্ণে বারি বল প্রদং।

এইরূপে রাত্রি অবসান কালে স্ত্রীলোকটা কহিল বাবা তুমি সমস্ত রাত্রি জাগিয়া বড় দুঃখ পাইয়াছ। একবার বাবুদিগের বৈঠকখানায় শয়ন কর। বাবুরা অতি ভদ্র লোক। ঈশ্বরচন্দ্র বুঝিলেন ইহারও উপকার হইয়াছে। স্ত্রীলোকটা ভাবলি এমন দয়াময় বালক যদি না ঘুমাইয়া পীড়িত হয় তবে তাহাদিগকে আর কে দেখিবে। ঈশ্বরচন্দ্র দিবার প্রথম ভাগ তাহাদিগের নিকট অতিবাহন পূর্বক তাহাদিগকে মিছিরি ও বেদানা পথ্য দিয়া বাসায় প্রস্থান করিলেন। প্রস্থান সময়ে গঙ্গার ঘাটে স্নান সমাধা করিয়া না গেলে বাসার লোক ও গৃহস্থ জগদ্দুর্লভ বাবু যদি শুনেন যে ওলাউঠা রোগীর সেবায় নিযুক্ত ছিল সংস্পর্শাক্রান্ত রোগ-অনায়াসে বাসায় প্রবিষ্ট হইবে বিশেষতঃ রাত্রি জাগরণের পর স্নান করাই সর্বতোভাবে বিধেয় সেইজন্য বড়বাজারের ঘাটে স্নান করিতে যাইলেন। তথায় রূপচাঁদবাবুর সঙ্গে সাক্ষাৎ হইল। তিনি কহিলেন রোগীরা কিরূপ আছে। ঈশ্বর কহিলেন সমস্তই মঙ্গল। রূপচাঁদ কহিলেন তোমাকে আর দুই দিন ভূগিতে হইবে। ঈশ্বর কহিলেন তাহাও কি আপনাকে কহিতে হইবে। উহা আমার নিজের কর্তব্য জ্ঞান করিয়াছি। রূপচাঁদ কহিলেন আমার কর্তব্যও আমি করিব।
ঈশ্বরচন্দ্র স্নানান্তে বাসায় আসিলে দীনবন্ধু কহিলেন দাদা কালি আপনি রাত্রিতে গিয়াছেন এখন কত বেলা হইয়াছে দেখুন দেখি। আমাদিগের আহারাদি কিছুই হয় নাই। বাবা আপনাকে মধুসূদন ঠাকুরদাদার বাসায় অনুসন্ধানে গিয়াছেন। ঈশ্বরচন্দ্র কোন কথা না বলিয়া পাক আরম্ভ করিলেন। এমন সময় ঠাকুরদাস উপস্থিত হইয়া জিজ্ঞাসিলেন কালি রাত্রিতে কোথা ছিলি কাহাকেও কিছু বলিস নাই। আমি বেলা হইল দেখিয়া মধুসূদনের বাসায় অনুসন্ধানে গিয়াছিলাম। সে কহিল কালি তুমি তাহার সঙ্গে দেখাও কর নাই। সে আরও বলিল ও অঞ্চলে ওলাউঠার পীড়া প্রবলভাবে বিস্তৃত হইতেছে হয়ত কোন সতীর্থের পীড়ার সংবাদ পাইয়াছে তাহার সেবা শুশ্রুষার জন্য তথায় গিয়াছে। ঈশ্বরের অন্তঃকরণ অত্যন্ত মায়ায় আচ্ছন্ন পরোপকার করিতে পারিলে তাহার আহ্লাদের সীমা থাকে না। এই কথা শুনিয়া বাসায় প্রত্যাগমন করিলাম। ব্যাপারখানা কি বল দেখি শুনি।

ঈশ্বরচন্দ্র দ্বিরুক্তি করিলেন না। ঠাকুরদাসও ব্যস্ততাপ্রযুক্ত আর কিছু কহিলেন না। পূর্ববৎ সকলের আহারাদি সমাধা হইয়া গেল। ঠাকুরদাস আফিস যাত্রা করিলেন। ঈশ্বরচন্দ্র দীনবন্ধুকে কহিলেন কলেজে যাইয়া আমাদিগের শ্রেণীর অধ্যাপককে কহিবি দাদা আজি এক স্থানে পীড়ার সংবাদ পাইয়াছেন তাহাদিগের সেবা শুশ্রুষার জন্য তিনি তথায় উপস্থিত থাকিবেন। তাহারা অতি দরিদ্র সূতরাং দাদা শুনিয়া থাকিতে পারিলেন না। দীনবন্ধুকে এই কথা বলিয়া ঈশ্বরচন্দ্র প্রস্থান করিলেন ।

ঈশ্বরচন্দ্র রোগীদের নিকট উপস্থিত হইয়া দেখিলেন রূপচাঁদ ডাক্তার সভৃত্য তথায় উপস্থিত আছেন। রূপচাঁদ ঈশ্বরচন্দ্রকে কহিলেন তোমার সেবায় সকলেই জীবন পাইল এবং আমার জলচিকিৎসায় অব্যর্থ ফল দেখাইতে পারিলাম। তোমার মত প্রকৃত সুবুদ্ধি কৰ্ম্মঠ এবং পরোপকারী ব্যক্তিকে না পাইলে আমার জল চিকিৎসার অব্যর্থ ফল দেখাইতে পারিতাম না। আজি হইতে তোমার নিকট চির কৃতজ্ঞতাপাশে বদ্ধ রহিলাম।...."


একটি আবেদনসামাজিক দায়বদ্ধতা উন্নত মূল্যবোধকে পাথেয় করে এক দল প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও সমাজ সংবেদনশীল ম...
10/07/2025

একটি আবেদন

সামাজিক দায়বদ্ধতা উন্নত মূল্যবোধকে পাথেয় করে এক দল প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও সমাজ সংবেদনশীল মানুষকে নিয়ে ২০১৬ সালে গঠিত হয় "মাদাম কুরি মেমোরিয়াল ট্রাস্ট এন্ড রিসার্চ সেন্টার"। এই প্রতিষ্ঠানের মেডিকেল আউটডোরে জেনারেল প্র্যাকটিশনার, মেডিসিন, গাইনিকোলজি, নিউরোলজি, সহ আরো অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর ব্যবস্থা আছে। এই প্রতিষ্ঠানেই আছে অত্যন্ত সুপরিচিত ডেন্টাল হার্ট, যেখানে প্রশিক্ষিত ডেন্টাল সার্জেনরা উন্নত মানের দন্ত ও মুখগহ্বর চিকিৎসা করেন। এখানে গভীর আন্তরিকতার সঙ্গে উপযুক্ত মূল্যে যথাযথ উন্নত পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ।
শুধু তাই নয়, প্রখ্যাত চিকিৎসক প্রয়াত ডাঃ ননী গুহ প্রতিষ্ঠিত ও অতি সুপরিচিত ক্যালকাটা হার্ট ক্লিনিক ও হাসপাতালের অনুপ্রেরণায় ও প্রত্যক্ষ সহযোগিতায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের জন্য চিকিৎসা শিবির পরিচালনায় আমরা বদ্ধপরিকর।
ন্যায্য মূল্যে সঠিক ও সুচিকিৎসার জন্য আপনারা আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। রোগীর দ্রুত আরোগ্য লাভই আমাদের লক্ষ্য। এই মহতী প্রচেষ্টায় চাই আপনাদের আন্তরিক সহযোগিতা।

ধন্যবাদান্তে
মাদাম কুরি মেমোরিয়াল ট্রাস্ট এন্ড রিসার্চ সেন্টার

বিঃ দ্রঃ এখানে Autoclave, Glass bead Sterilizer, Formalin Chamber এর মাধ্যমে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়।

-----------------------------------------------------------------------------
ডেন্টাল হার্ট, ডিরোজিও সরণি, ওয়ার্ড-২০, আয়ুর্বেদ ভবনের পাশে, সুভাষপল্লী, শিলিগুড়ি, দার্জিলিং - ৭৩৪০০১


Make an appointment 81167 40402
07/07/2025

Make an appointment
81167 40402

Remembering Madam CurieOn her death anniversary
04/07/2025

Remembering
Madam Curie
On her death anniversary

Dr. Raj Barman MBBS(WBUHS)MO, Dhupguri Sub Divisional Hospital Available at MCMTRC On every Wednesday 10am-2pm
30/06/2025

Dr. Raj Barman
MBBS(WBUHS)
MO, Dhupguri Sub Divisional Hospital

Available at MCMTRC
On every Wednesday 10am-2pm

Dr. Shibani Dhali, BDS (WBUHS)Available at Dental Heart (A unit of MADAM CURIE MEMORIAL TRUST & RESEARCH CENTRE)To make ...
30/06/2025

Dr. Shibani Dhali, BDS (WBUHS)
Available at Dental Heart (A unit of MADAM CURIE MEMORIAL TRUST & RESEARCH CENTRE)

To make an appointment call at: 074785 67326





For more plz visit:
https://www.facebook.com/share/p/1FEvqRXDFF/

কালিম্পং জেলার লাভাতে ম্যাডাম কুরি মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড রিসার্চ সেন্টার ও মেডিকেল সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে এক...
03/02/2025

কালিম্পং জেলার লাভাতে ম্যাডাম কুরি মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড রিসার্চ সেন্টার ও মেডিকেল সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে একটি ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

আপোষহীন ধারার বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস পালন করুন
23/01/2025

আপোষহীন ধারার বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস পালন করুন

This World Tuberculosis Day let's raise awareness and demand universal TB screening for All._________________________For...
24/03/2024

This World Tuberculosis Day let's raise awareness and demand universal TB screening for All.
_________________________
For appointment call: +917478567326
Madam Curie Memorial Trust & Research Centre


World Health Organization (WHO)

উত্তরবঙ্গ সংবাদ২৫ ফেব্রুয়ারী '২৪
27/02/2024

উত্তরবঙ্গ সংবাদ
২৫ ফেব্রুয়ারী '২৪

শিলিগুড়ির সুভাষপল্লীতে অবস্থিত "মাদাম কুরি মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড রিসার্চ সেন্টার" এর উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী একটি ফ...
26/02/2024

শিলিগুড়ির সুভাষপল্লীতে অবস্থিত "মাদাম কুরি মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড রিসার্চ সেন্টার" এর উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। ১১৪ জন মেডিকেল ও ডেন্টাল পেশেন্টকে চেকআপ করা হয়। উপস্থিত ছিলেন জেনারেল ফিজিশিয়ান ডাঃ শাহরিয়ার আলম, ডাঃ সুশ্রী সঙ্গীতা জেনা, ডাঃ রাজ বর্মন এবং ট্রাস্টের ডেন্টাল ডিপার্টমেন্ট "ডেন্টাল হার্ট" এর ডেন্টাল সার্জেন ডাঃ অপূর্ব মন্ডল ও ডাঃ সজীব বিশ্বাস। এলাকার সাধারণ মানুষ উৎসাহের সাথে ক্যাম্পটিকে সাফল্যমন্ডিত করতে সাহায্য করেছেন।
দীর্ঘ ৭ বছর ধরে ন্যায্য মূল্যে এখানে দন্ত ও মুখগহ্বরচিকিৎসা করা হচ্ছে। এখন জেনারেল ফিজিশিয়ান, নিউরোলজি ও গাইনোকলজি বিভাগের চিকিৎসাও হয়।

Address

Dirojio Sarani, Ward 20, Subhas Pally
Siliguri
734001

Opening Hours

Monday 10am - 2pm
4pm - 8pm
Tuesday 10am - 2pm
4pm - 8pm
Wednesday 10am - 2pm
4pm - 8pm
Thursday 10am - 2pm
4pm - 8pm
Friday 10am - 2pm
4pm - 8pm
Sunday 10am - 2pm
4pm - 8pm

Telephone

+917478567326

Alerts

Be the first to know and let us send you an email when Madam Curie Memorial Trust & Research Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Madam Curie Memorial Trust & Research Centre:

Share