20/10/2021
শুভ সকাল বন্ধুরা , আমি দেব আদিত্য সরকার আজকে আপনাদের সাথে খুব সংক্ষেপে এবং খুব স্পেসিফিক কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করবো সেলেনাইট ক্রিস্টাল নিয়ে । এখানে আজ যা কিছুই লিখবো তার সবটাই নিজস্ব পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে পেয়েছি , বিভিন্ন ভাবে একের অধিক মানুষের ওপর পরীক্ষা করে এবং নিজস্ব কিছু নিযমকানুন মেনে যা পেলাম সে সব আজ আপনাদের সাথে ভাগ করে নিতে চাই ।। প্রথমেই বলে রাখি বন্ধুরা যে এটা আমার নতুন পেজ যা একটু একটু করে সাজিয়ে তুলছি , এই পেজে আমার নিজস্ব লেখা তো থাকবেই কিন্তু তার সাথে সাথে পেয়ে যাবেন আরো এরকম অনেক তথ্য জ্যোতিষ ,বাস্তু , রত্ন , রুদ্রাক্ষ , মানব জীবনে তন্ত্রের গুরুত্ব এবং সর্বোপরি তন্ত্র এবং কু সংস্কার এর মধ্যে যে সূক্ষ্ম একটি রেখা আছে সেটিকে উন্মোচন করার চেষ্টা করবো । এত দিনের অভিজ্ঞতায় যা পেলাম " মানুষ মরিয়া হয়ে চেষ্টা করে উন্নতি করার কিন্তু ভুলে যায় বা বুঝে উঠতে পারেনা যে কি করা উচিৎ আর কোনটা ছেড়ে দেওয়া উচিত বা দূরে থাকা উচিত " ।
দেখুন বন্ধুরা , ইন্টারনেট নিয়ে যদি চলেন তাহলে বার বার ভুল হবে কারণ একটু লক্ষ করে দেখবেন ইন্টারনেটে একটি জিনিসকেই বহু ভাবে উপস্থাপন করা হয়েছে , সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল হয় যে কোনটা ঠিক বা ভুল ।। আর আমাদের দৈনন্দিন জীবনের এত ব্যাস্ততার মধ্যে প্রায়শঃই সম্ভব হয় না যে দিনের পর দিন কোনো একটি জিনিস নিয়ে পড়ে থেকে পরীক্ষা করতে , তাই তো অধরা টা অধরাই রয়ে যায়। তাই আমার গ্রুপ এবং পেজের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কোনটা রাখবেন আর কোনটা বাদ দেবেন , সে কোনও জিনিস হোক অথবা চিন্তাধারা । বাকি তো আপনারা নিজেই বিবেকবান , বুদ্ধিমান মানুষ তাই একটু নিজেরাও বিচার করে নেবেন । চোখ বন্ধ করে আমার ওপর কিছুই ছাড়বেন না ।। চলুন দুই চার কোথায় সেলেনাইত সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেওয়া যাক । বেশি কঠিন ভাষায় লিখবো না বা আজকে এই ক্রিস্টাল এর মলিকুলার কম্পাউন্ড নিয়েও ব্যাক্ষা দেবো না , সোজা কথায় বলবো এটা কি কাজে লাগতে পারে ।। আসুন জেনে নেই ।।
প্রথমত বলে রাখি এই ক্রিস্টাল নেগেটিভ এনার্জি কে ব্লক এবং সেটাকে পজিটিভ এনার্জি তে কনভার্ট করার জন্যে সম্প্রতি খুব প্রচলনে এসেছে । জিনিসটা দেখতে অনেক টা ফিটকিরির মতো, আর খুব নরম । বেশি চাপ দিলে বা শেপ দেওয়ার চেষ্টা করলে ভেঙে যাওয়ার ভয় থাকে । তাই এটা দিয়ে কোনো মালা বা ব্রেসলেট বানানো খুব কঠিন , এই ব্যাপার টা অনেকেই জানেন না তাই অনলাইন ৯৬% মানুষ সিন্থেটিক সেলেনাইট কম দামে কিনে নিয়ে আসেন । এবং খুব স্বাভাবিক ভাবেই এর কোনো রেজাল্ট তারা পান না । দুঃখ পান অনেকেই যে এত দাম দিয়ে কিনে এনে জিনিসটা কাজে লাগলো না ।। অনেকের মন খারাপ হয় , ভাবেন যা - আর কিনবো না কোনোদিন । 🙂 তাই একটু বুঝে শুনে এবং যারা ক্রিস্টাল ইত্যাদি জিনিস নিয়ে থাকেন তাদের সাথে পরামর্শ করা খুব দরকার । নাহলে ঠকতে হবে লিখে রাখুন । সেলেনাইট , যেমন বললাম যে আমাদের বাড়ির ভেতরকার যেকোনো হার্মফুল এনার্জি কে আবসর্ব করে সেটাকে অনেক সে সময় ব্লক করে দেই অথবা কনভার্ট করে পজিটিভ এনার্জি তে ।। এই কারণে বাড়ির বাস্তু একটু গড়বড় থাকলেও খুব সহজেই এই ক্রিস্টাল ব্যাবহার করে ট্রিট করা সম্ভব হবে । আনেক যারা আমার সাথে যোগাযোগ করেন ,নিজের বা নিজের প্রিয়জনদের ভবিষ্যৎ অথবা বাড়ির কোনো সমস্যার কথা বলেন তখন তাদের একটাই অভিযোগ থাকে যে টাকা আসছে না , ব্যাবসা আগের মতো নেই , ছেলে মের পড়াশুনা নিয়ে খুব চিন্তিত , পরিবারের বাকি সদস্যদের সাথে রেলেশনশিপ ক্রাইসিস ।। আমি ব্যক্তিগত ভাবে দেখেছি হরস্কপ মোটামুটি ভালোই , বাড়িতেও তেমন গুরুতর কোনো সমস্যা নেই অথচ তাও সেরকম কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না । তখন আমি তাদের বাড়িতে selenite ব্যাবহার করে থাকি ,, কখনো রাফ স্টোন হিসাবে কোথাও রেখে দিতে বলি , আবার কখনো একটা পিস কোথাও টেবিলে রাখতে বলি , অবশ্যই বাস্তু সিদ্ধান্তই চুড়ান্ত মেনে নিয়ে । এবং আমি দেখি ওনারা নিজেই আমাকে মাস দুইএকের মধ্যে ফোন করে বলেন যে এখন একটু ভালো লাগছে দাদা , এখন আর বাড়িতে ঢুকলেই রাগ উঠছেনা , কাজ করার নতুন উদ্যম পাচ্ছি , পরিবারের সদস্য রাও প্রায় ঠিক থাক ই আছে , এক কথায় একটা লেবেলে আশা গেছে । এগুলো শুনে সত্যিও আনন্দিত হই ,, ভালো লাগে খুব যখন আপনাদের সকারাত্মক প্রতিক্রিয়া গুলো পাই ।
কিভাবে রাখবেন , কোথায় রাখবেন , কতটা রাখবেন এই সব কিছুই অঙ্ক , সবার অঙ্ক সবার সাথে মেলেনা ,তাই এক এক জনকে এক এক ভাবে ব্যাবহার করতে বলি ।। আপনাদের রেজাল্ট নিয়ে কথা আর আমার ওই দুটি শব্দ শুনতে খুব ভালো লাগে " দাদা ভালোআছি " 🙂
আজ selenite ব্যাবহার নিয়ে লিখলাম , আবার কোনো সময় অন্য কিছু নিয়ে লিখবো । আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই পেজ এ লাইক , কমেন্ট , রিভিউ ইত্যাদি দিয়ে আমাকে এগিয়ে চিলতে সাহায্য করুন , যাতে কিছু জানা অজানা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে পারি ।। কারোর যদি এই ক্রিস্টাল নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে WhatsApp । মেসেজ করে কথা বলতে পারেন ।
সকলের জন্য বৃষ্টিভেজা সকালের শুভেচ্ছা , সকলেই খুব ভালো থাকুন , আনন্দ হোক ।।
দেব আদিত্য সরকার
Astro-vastu consultant and blogger
For appointments - 9609506862