Astro-vastu and life management by Dev Aditya Sarkar

Astro-vastu and life management by Dev Aditya Sarkar This page is alabout astrology and myths , vastu shastra , colours , gemstones , Rudrsksha , occult

ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে। নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর ।
14/08/2023

ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে। নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর ।

11/08/2023

রাস্তার পাশে নরম মাটি , ইচ্ছে হলেই মাড়িয়ে আসি ।
ঘরের কোণে পা মুছে , সতি সাজতে ভালোবাসি ।।

শুক্র + রাহু সম্পর্ক 😀

এমনটা নয় যে সব কিছুই খারাপ , কিছুটা খারাপ তো বটেই ।।

দেব আদিত্য

যদি আপনার বাড়িতে রোজ সকালে সূর্যের আলো পর্যাপ্ত পরিমানে আসে , বিশ্বাস করুন আপনার অনেক সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে ।। ...
16/08/2022

যদি আপনার বাড়িতে রোজ সকালে সূর্যের আলো পর্যাপ্ত পরিমানে আসে , বিশ্বাস করুন আপনার অনেক সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে ।। চেষ্টা করবেন উদিয়মান সূর্যের রশ্মি সরাসরি যাতে ঘরে প্রবেশ করে । নিচে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি এটা আপনারা ফ্রেম করে নিজের বসার ঘরের পূর্ব দিকের দেওয়ালে লাগাবেন ।। বাড়িতে রোজ সকালে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবেন অথবা শুনবেন , এছাড়া সূর্যদেব কে অর্ঘ্য দান একটি খুব পূণ্য কর্ম আর এটা সবাই করতে পারে । আমরা তো সনাতনী তাই পূজা পাঠ , জপ ইত্যাদি নিয়েই আমাদের জীবন , তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সব জিনিস গুলোকে নিজের জীবনে নিয়ে আসুন , প্রথম প্রথম হয় তো একটি সমস্যা হবে বা করতে ইচ্ছে করবে না , কিন্তু দেখবেন যে কিছুদিন যখন মন দিয়ে এগুলো করবেন তখন এগুলো ছাড়া আর থাকতে পারবেন না ।। জীবন অনেক ভালো থাকবেন

দেব আদিত্য সরকার

আমার কাছে অনেক  প্রেমিক যুগল আসেন , বলেন  তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না, একটু কিছু করুন দাদা। নিজেদের মধ্যে বিশ্বাস...
09/02/2022

আমার কাছে অনেক প্রেমিক যুগল আসেন , বলেন তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না, একটু কিছু করুন দাদা। নিজেদের মধ্যে বিশ্বাসের জায়গা টা ঠিক রাখুন আগে ।। বিশ্বাসই সব ।। শুধু হাসি বা শুধু কান্না নিয়ে সম্পর্ক হয় না , একটা সম্পর্কে হাসি কান্না দুটোরই গুরুত্ব আছে ।। একটা আছে জন্যই আমরা অপর একটি বুঝতে পারি , অনুভব করি ।। যখন কাউকে ভালোবাসেন তখন তার সব কিছুকেই গ্রহণ করুন , নিজেদের মধ্যে কথা বলে শর্ট আউট করে নিন সব কিছু ।। একদিন তো আপনারা মিলেই এই সম্পর্ক টাকে একটু একটু গড়ে তুলেছেন , এবং ভবিষ্যতেও এটাকে যত্ন করা টা আপনার দায়িত্বের মধ্যে পড়ে ।। দেব আদিত্য সরকার শুধু পথ দেখাবে চলতে কিন্তু আপনাদেরই হবে, এটা ভুলবেন না । একে অপরের মনোভাব কে সন্মান করুন , সমস্যা নিজেরাই মিটিয়ে নিন , দেব আদিত্য সরকার আর কি করবে ।। তন্ত্র মন্ত্র করে ভালোবাসার অসন্মান করবেন না ।। ভালোবাসাটা খুব দামী জিনিস, সবাই পায় না , তাই এর যত্ন নিন ।

আজ ঠিক নেই , কাল সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাস টা নিয়ে চলতে হবে ।। ভালো থাকবেন সবাই , আনন্দ হোক ।।

দেব আদিত্য সরকার 🙂

07/02/2022

যখন সব আপনার বিপরীতে যাবে , কোনো জ্যোতিষ কোনো গণক মশাই যখন কাজ দেবে না তখন নিজেকে মহাদেব শঙ্কর এর চরণে অর্পণ করে দিন , সব ভুলে যান শুধু তার ভক্তি করুন ।

আট কুঠুরী নয় দরজা আটামধ্যে মধ্যে ঝরকা কাঁটা।তার উপরে সদর কোঠা,তার উপরে সদর কোঠা,আয়না মহল তায়।কেমনে আসে যায়,খাঁচার ভিতর অ...
12/01/2022

আট কুঠুরী নয় দরজা আটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা,
তার উপরে সদর কোঠা,
আয়না মহল তায়।
কেমনে আসে যায়,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।....... 🙂🙂

যেগুলো সবাই ফেলে দেয় সেগুলো আমি কুড়িয়ে নিয়ে আসি 😃 , তৎকালীন বাউল সমাজ এবং তন্ত্র চিন্তা - এটা নিয়ে লেখার ইচ্ছে আছে , নিশ্চই খুব তাড়াতাড়ি লিখবো ।। এক দুই দিন এই ছিয়াত্তরের মন্বন্তর খুব iritate করলো ,, ও হরি কি লেখার ধুম 😃 খুব wow তাই না ?? আপদ !! এতবার কৃষ্ণ নাম নিলেও কাজ দিত ।। সে যাক গে , কি করে করুক আমরা খুব তাড়াতাড়ি এই লেখাটা পড়বো , I mean আমিই লিখবো ,, তথ্য সমৃদ্ধ লেখা ।। লেখার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি .....

দেব আদিত্য সরকার

ময়ূরের পালক বাড়িতে রাখা শুভ ,বিশেষ করে দক্ষিণ পূর্বে অথবা লকার এ । কিন্তু শর্ত একটাই পালক টি নিজের থেকেই ময়ূরের শরীর ...
25/11/2021

ময়ূরের পালক বাড়িতে রাখা শুভ ,বিশেষ করে দক্ষিণ পূর্বে অথবা লকার এ । কিন্তু শর্ত একটাই পালক টি নিজের থেকেই ময়ূরের শরীর থেকে পড়া হতে হবে , অন্নথায় কোনো কাজ নাই । আমরা অনেকেই কোনো ফেরিওয়ালার কাছ থেকে ময়ূরের পালক কিনে সেটা বাড়ি নিয়ে আসি এবং সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখি । ময়ূরের পালক রাখতে তো যেকোনো জায়গা তেই পারেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য , কিন্তু সেটা ওই পর্যন্তই শেষ ওর কোনো গুনাগুন থাকবে না , কিন্তু যদি আপনি বাড়ির উন্নতি এবং শুভ বাস্তু - এর জন্য সেটা রাখেন তাহলে অবশ্যই ওই পালকটি স্বাভাবিক ভাবে ময়ূরের পেখম থেকে খসে পড়া হতে হবে । একটু খোজ করলেই পেতে পারেন এরকম পালক , যদি ফরেস্ট গুলোতে কারো চেনা জানা কেউ থেকে থাকে , একটু বলে রাখলেই তারাই রেখে দেবেন আপনার জন্য । তখন সেই পালক বাড়িতে এনে তার গোড়ার দিকটা তে হলুদ রেশমী সুতো দিয়ে বেঁধে , কৃষ্ণ মন্ত্রে উজ্জীবিত করে , ধুপ দীপ দেখিয়ে বাড়ির অগ্নি কোণে অথবা আলমারিতে রাখতে হয় - এটা খুবই শুভ । আপনার বাড়ি যদি উত্তর মুখী হয় তাহলে আপনার মুখ্য দুয়ারে ভেতরের দিকেও এই পালক টি রাখতে পারেন বাড়ির উন্নতির জন্য ।

বিশেষ বিশেষ কিছু সময়ে এই পালক গুলোকে বের করে আবার পুনরুজ্জীবিত করতে হবে , যেমন বৃহস্পতি বারের পূর্ণিমা , রাস পূর্ণিমা , দেব উত্থান একাদশী , দোল পূর্ণিমা , দীপাবলী , নবরাত্রি ইত্যাদি মুহূর্তে । এরসাথে স্ফটিকের একটি মালাও রাখতে রাখতে পারেন , দেখুন স্ফটিক কে সমৃদ্ধি সূচক এবং দেবীর অনুগ্রহ প্রাপ্ত উপাদান হিসেবে স্বীকৃতি দেওয়া আছে । আবার কোনোদিন যখন শুধু স্ফটিক নিয়ে আলোচনা করবো তখন দেবীর সাথে স্ফটিক কিভাবে ওতপ্রোত ভাবে জড়িত এটা নিয়ে আলোচনা করবো । আমাদের মহা বাস্তু তে ময়ূরের পালক কে শুভ বস্তু এবং কিছু কিছু বাস্তু সমস্যার সমাধান করার একটি টুল হিসাবে বলা হয়েছে । আমাদের তন্ত্র তে ময়ূরের পালকের উল্লেখ মেলে , এমনকি আমারই ঘনিষ্ঠ উত্তরাখণ্ডের একজন তান্ত্রিক আছেন তিনি নিজেই কর্ম করার সময় ময়ূরের পালক ব্যাবহার করেন । তার সাথে যোগাযোগ আজ আমার ৮ বছর প্রায় , অনেক কিছু জেনেছি , শিখেছি তার কাছে । অমায়িক পার্সোনালিটি আর খুব হেল্পফুল মানুষ , এখন বয়সের ভারে কিছুটা নত । বলবো একদিন তার কথা , তার ৩৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতার কথা তন্ত্র নিয়ে ।

কিছু কথা ,

বন্ধুরা পেশায় আমি সিভিল ইঞ্জিনিয়ার , কোনো কিছুই প্র্যাক্টিক্যাল না করে কোনো সিদ্ধান্তে উপনীত হই না । জ্যোতিষ শাস্ত্র , বাস্তু সূত্র , তন্ত্র ইত্যাদি বিষয় গুলো নিয়েও আমি একটু অন্যরকম চিন্তা ভাবনা রাখি । যেকোনো বিষয় কেই গ্রীন সিগন্যাল দেওয়ার আগে নিজেই বহুবার বহু জায়গা তে পরীক্ষা করি - is it working or not , if it's properly working and goal oriented then go for it . Otherwise throw it away , এটা আমার সূত্র । আমি দুনিয়ার মালা কবচ পরি না , বিশেষ কোনো অনুষ্ঠান ব্যতীত লাল বা সাদা কাপড় পরি না , সব কটি আঙ্গুলে আংটি পরি না । মাথায় লম্বা লাল সিদুরের টিপ পরি না ............ আচ্ছা সমাজ কি আমায় জ্যোতিষ বাস্তু বিদ হিসাবে মেনে নেবে ?? 😆😆😆😝

সব্বাই অনেক অনেক ভালো থাকবেন আর সবাই কে ভালো রাখবেন । আনন্দ হোক 🙏

দেব আদিত্য সরকার
Astro-vastu consultant and blogger
9609506862 ( WhatsApp only )

আশা করি আপনারা সবাই ভালো আছেন , ঠিক যেমনটি আজ সকালে বলেছিলাম ঝাড়ু নিয়ে একটি পোস্ট দেব তাই লিখছি । আজকে ঝাড়ু নিয়ে যা ...
02/11/2021

আশা করি আপনারা সবাই ভালো আছেন , ঠিক যেমনটি আজ সকালে বলেছিলাম ঝাড়ু নিয়ে একটি পোস্ট দেব তাই লিখছি । আজকে ঝাড়ু নিয়ে যা যা বলবো সেগুলো যদি একটু মেনে চলতে পারেন তাহলে আশা করি অনেক সমস্যার সমাধান মিলতে পারে । খুবি সামান্য কিন্তু গৃহস্থালির একটি অপরিহার্য জিনিস - ঝাড়ু । আমরা প্রায় প্রত্যেকেই ব্যাবহার করে থাকি সময়ে সময়ে , কিন্তু ব্যাবহার করা হলেই ফেলে রাখি ঘরের একটি কোণে - আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এরকম করবেন না , অনেক সমস্যা হতে পারে কিন্তু হয় তো আমাদের মাথায় একবারের জন্যও আসবে না যে এটা ঝাড়ুর কারণে হতে পারে । আমরা সব জিনিস যতটা সহজ ভাবি ততটা নয় , আবার খুব একটা কঠিন ও না - একটু চেষ্টা করলেই সব manage করা যায় । কিন্তু গুগল বাবার বা WhatsApp University এর টুকরো টুকরো জ্ঞান নিয়ে যখন ই আমরা মাতব্বরি টা মারতে যাই ঠিক তখনই উৎপাত গুলো শুরু হয় , সুতরাং শরীর খারাপ হলে যেমন আমরা ডক্টর এর উপদেশ মেনে চলি ঠিক তেমনি জিবনে কোনো সমস্যার সম্মুখীন হলে সোজা চলে যাবেন সেই বিষয়ে যোগ্য ব্যক্তির কাছে , আর সময় নষ্ট নয় ।

যাই হোক অনেক কথা বলে ফেললাম , এবার ঝাড়ু তেই ফিরে আসি । আমাদের scriptures এই ঝাড়ু কে লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে বা লক্ষ্মী প্রাপ্তি এবং অলক্ষ্মী বিদায় এর উপাদান সমূহের একটি বলা হোয়েছে । লক্ষ্মী প্রাপ্তি এবং অলক্ষ্মী বিদায় এর আরো যতগুলো উপাদান সম্পর্কে scriptures এ বর্ণনা মেলে আগামী তে প্রত্যেকটি নিয়ে আলোচনা করব এক এক করে । ঝাড়ু লক্ষ্মী প্রাপ্তি এবং অলক্ষ্মী বিদায় এর একটি খুব গুরুত্বপূর্ণ অংশ , মনে রাখবেন ঝাড়ু তে কোনোদিন যাতে পা না লাগে , বা ব্যাবহার করা হলেই ফেলে দিয়ে রাখবেন না যেখানে সেখানে , আর্থিক ক্ষতি হতে পারে , কোনোদিন শনিবারে ঝাড়ু কিনবেন না হওয়া কাজ আটকে যাবে । ঋগবেদ এ যে শ্রী সুক্তের পাঠ আমরা পাই সেখানেও মন দিয়ে পড়লে লক্ষ্মী অলক্ষ্মী নিয়ে অনেক তথ্য পাবেন । চেষ্টা করবেন ঝাড়ুর কাজ হয় গেলে সেটা একটু আড়ালে রাখার যাতে বাইরের লোকের নজর না পড়ে যারা আপনার বাড়িতে আসছেন , আর ঝাড়ু , মপ ইত্যাদি সব সময় ঘরের পশ্চিম দিকে রাখবেন একটি নির্দিষ্ট স্থানে , আর সব সময় শুইয়ে রাখবেন দাড় করিয়ে নয় । যখন ঘরে ঝাড়ু দেবেন চেষ্টা করবেন উত্তর দিক থেকে শুরু করে দক্ষিণ দিকে গিয়ে শেষ করতে , যত আবর্জনা সব দক্ষিণে নিয়ে গিয়ে একত্রিত করে ডাস্টবিনে ফেলে দেবেন , আর ডাস্টবিন এর ঢাকনা যাতে কোনো সময় খোলা না থাকে ( ডাস্টবিন নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করবো ) । ঝাড়ু বাথরুম এ বা রান্না ঘরে একদম না কিন্তু - ঠিক না । পাকামি মেরে নিজের বাড়ির ঝাড়ু পুরানো হয় গেছে তাই কাউকে দিয়ে দিয়েন না আবার , চরম অশান্তি হবে । আর শেষে বলে রাখি ঝাড়ু কোনোদিন বেডরুম এ বেড এর নিচে রাখবেন না , লক্ষ্মী অসন্তুষ্ট হন । আমার এত বছরের সাইট ভিজিট ( বাস্তু এবং সিভিল ) , চোখের সামনে দেখা বিভিন্ন ঘটনা , গ্রহদশা ঠিক কিন্তু কাজ কর্ম নাই , বাস্তু ঠিক কিন্তু উন্নতি নাই - দেখতে দেখতে তেতো হয়ে গেলাম । তাই নিজের ব্যক্তিগত অনুভব থেকে বলছি এই জিনিস গুলো একটু মেনে চলুন , দেখবেন অনেক ভালো থাকবেন ।

কিছু কথা

আমি টাকা নিয়ে কাজ করি আর আগামীতেও করবো , এরজন্য আমার কোনো কুণ্ঠাবোধ নেই বরং আমি গর্বিত যে আমি শারীরিক এবং মানসিক পরিশ্রম করে উপার্জন করি । শনিবার দিন আমি কোনো ফী নেই না , এই দিনটা আমি রেখেছি তাদের জন্য যারা মেধাবী , পরিশ্রমী কিন্তু আর্থিক পক্ষ দুর্বল । যাদের আর্থিক দিক দুর্বল তাদের জন্য আমি সব সময় প্রস্তুত কিন্তু তাদের জন্য নয় যারা কেএফসি আর দমিনোজ নিয়ে থাকেন লম্বা গাড়ি চড়েন অথচ আমাকে ফী দেওয়ার সময় গরীব । এগুলো কথা আমি সবার সামনে বলতে পারি কারন আমার মনে কোনো রকম ভয় নেই , যতটা নেই তার থেকে অনেক বেশি দিয়ে দেই , সারাজীবন দিয়ে যাবো কিন্তু যোগ্য ব্যক্তি দের ।

নমস্কার বন্ধুরা , ভালো থাকবেন সবাই আজ তবে আসি 🙂

দেব আদিত্য সরকার

আমার সব আপনজন দের শুভ সন্ধ্যা , আশাকরি সবাই ভালো আছেন , আসল কথা কি এখন যে দিনকাল চলছে তাতে আমরা একে অপরের একটু খোজ খবর ন...
26/10/2021

আমার সব আপনজন দের শুভ সন্ধ্যা , আশাকরি সবাই ভালো আছেন , আসল কথা কি এখন যে দিনকাল চলছে তাতে আমরা একে অপরের একটু খোজ খবর নেবো এটাই অনেক , তাই না ? ব্যবসা বাণিজ্য তো আগেও করে এসেছি আর আগামীতেও করবো । কিন্তু সম্পর্ক গুলো সব থেকে বড় পাওয়া আমার কাছে ।

অনেকে মেসেজ করেছিলেন , জানতে চেয়েছেন পারদ শিবলিঙ্গ সম্পর্কে , তাই আজকে এই নিয়েই একটু কথা বলি । বাড়িতে যে সমস্ত শিবলিঙ্গ রাখা যায় পারদ লিঙ্গ বা পারদেস্বর তার মধ্যে অন্যতম । এখন প্রায় সব জায়গাতেই পাওয়া যায় পারদ শিবলিঙ্গ , আহামরি কিছু না কিন্তু সেই লিঙ্গ কি আপনার জন্য ? পারদ লিঙ্গ বলতে আমরা পুরাণে যার বর্ণনা পাই এটা কি সেই লিঙ্গ ?

একটু বলি যে পারদ লিঙ্গ দুই রকম হয় , একটা ঔষধি বদ্ধ আর একটা কেমিকাল দ্বারা ট্রিট করা । যেগুলো কেমিকাল দ্বারা তৈরী সেগুলো যত্র তত্র সর্বত্র বিরাজমান , দিনে ৫০০ পিস চাইবেন দিয়ে দেবে । একটু বিজ্ঞান টা বুঝুন এর পেছনের - আমরা সবাই জানি যে পারদ একটি তরল ধাতু , এখন এই তরল পদার্থ দিয়ে তো আর শিবলিঙ্গ তৈরি করা সম্ভব নয় তাই একে একটা কঠিন রূপ দেওয়ার জন্য দুটি পদ্ধতি আছে যেটা আমি একটু আগেই বললাম যে একটা ঔষধিবদ্ধ আর একটা কৃত্রিম উপায়ে , কেমিকাল দ্বারা।
এ প্রসঙ্গে আরো বলি যে ঔষধিবদ্ধ পারদ সে লিঙ্গই হোক বা গুটিকাই হোক সেটি শুধু মাত্র আপনার নাম গোত্র আর জন্ম নক্ষত্র দিয়ে তৈরি হয় , শুধু আপনার জন্য , আপনার জন্ম নক্ষত্রে এর নির্মাণ কার্য শুরু হয় এবং যেদিন আপনার নক্ষত্র আবার আসে সেদিন এই কাজটা সম্পন্ন করা হয় । কেউ চাইলেও তাকে দেওয়া সম্ভব নয় তার সময় মতো ....... এখন আপনি একটু নিজের বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করে দেখেন মার্কেটে যে কেজি কেজি পারদ লিঙ্গ মুড়ি মুড়কি র মত বিক্রি হচ্ছে এগুলো আসলে কি ?? Aluminium , chemical নাকি অন্যকিছু ??

সবার কাছে আমার অনুরোধ আপনারা কারো কথা শুনবেন না , গল্পে কান দেবেন না - আমার কথাও শুনতে হবেনা , নিজে পড়াশুনা করুন , যেই জিনিসটা আপনার চাই সেটা কতটা আসল সেটা নিজেরা যাচাই করুন - দেখবেন কোনো দেব আদিত্য সরকার এর দরকার পড়বে না । নিজেরাও শিক্ষিত হন - অন্যকেও করুন । জ্যোতিষ একটি খুব সুন্দর বিদ্যা - জাদু না ।

আবার দেখা হবে কোনো অন্য প্রসঙ্গ টেনে , ভালো থাকুন আর সকল কে ভালো রাখুন । আনন্দ হোক 🙂

দেব আদিত্য সরকার
Astro-vastu consultant and blogger
9609506862

বাঙালির রান্নাঘর থেকে এই গরমের দুপুরে ব্যালকনি তে বসে আম মাখা খাওয়া - সর্বত্রই লবন 😀 । কেমন আছেন আপনারা ? আশা করছি সব ম...
24/10/2021

বাঙালির রান্নাঘর থেকে এই গরমের দুপুরে ব্যালকনি তে বসে আম মাখা খাওয়া - সর্বত্রই লবন 😀 । কেমন আছেন আপনারা ? আশা করছি সব মিলিয়ে আছেন একরকম ভালোই এই মন খারাপ এর দিনে । সে যাই হোক সব দিন তো আর সমান যায়না , আগামী তে ভালোদিন নিশ্চই আসবে , শুধু মন টা শক্ত করে আর কয়েক দিন কাটিয়েই দেই চলুন না । থাক, বরং আজকে একটু বাস্তু নিয়ে কথা বলি । বিভিন্ন জায়গা তে আজকাল দেখতে পাই বাস্তু বিষয়ক অনেক পোস্ট , বেশির ভাগ কপি পেস্ট , ভালো পোস্ট গুলো ঢাকা পড়ে এইসব জঞ্জাল এ । তাই চেষ্টা করি নিজেই লেখার , নিজের মতো করে লেখার যত টুকু পারি ।

"লবন" - বাস্তু তে অপরিহার্য উপাদান , শুধু মাত্র একবাটি ভর্তি লবন দিয়ে আমরা ছোট ছোট অনেক বাস্তু সমস্যার সমাধান করতে পারি । তন্ত্র তেও লবন ব্যাবহৃত হয় বিভিন্ন উপায়ে , আজকে আর তন্ত্র তে যাচ্ছি না, আজকে বাস্তু টা নিয়ে একটু বলি । ঈশান কোণের দোষ খুবই মারাত্মক মনে করা হয় বাস্তু তে , কিন্তু ঈশান ছাড়াও আরো কিছু গুরুতর দোষ বাস্তু তে দেখা যায় যেগুলো খুব খারাপ ফল দিয়ে থাকে । কিন্তু যদি কিছু কিছু জিনিস মেনে চলতে পারি তাহলে এই দোষ গুলি কিছুটা হলেও কম প্রভাব দেবে ।

🏵️পূর্ব দিক কে পরিবারের কল্যাণের দিক বলে
🏵️দক্ষিণ দিক হল ধন-সম্পত্তি, সৌভাগ্যর দিক
🏵️ঈশান কোণ পরিবার কে এগিয়ে নিয়ে যায়
🏵️বায়ু কোণ সম্পর্ক তৈরিকে প্রভাবিত করে

ওপরের লেখা এই চারটি স্থান যদি কোনো কারনে দূষিত হয় তাহলে লবন দিয়ে আমরা এর সামান্য প্রতিকার করতে পারি । বাথরুম এ একটি কাঁচের বাটি তে লবন রাখা , সপ্তাহে দুই তিন বার লবন জলে গুলে সেই জল দিয়ে ঘর মোছা , কোনো অসুস্থ ব্যক্তির বিছানার পাশে লবন রাখা , sea salt water দিয়ে স্নান করা সপ্তাহে দুদিন - এছাড়াও লবন এর আরো অনেক ব্যাবহার আছে বাস্তু তে যেগুলো দোষ দেখে নির্ধারণ করতে হয় । আগামীতে যেগুলো নিয়ে আমরা আরো বিশদ আলোচনা করবো । যেতে যেতে এক দুটো সিম্পল টিপস্ দিয়ে যাচ্ছি যেগুলো কাজে লাগবে । লবন কখনো খোলা রাখবেন না , লবন কখনো প্লাস্টিক এর পাত্রে রাখবেন না , আর লবন কোনোদিন শুক্রবার এ কাউকে দান করবেন না - আর্থিক দিক থেকে সমস্যা হতে পারে ।

পরবর্তী পোস্ট এ "বাস্তু ধুপ " নিয়ে আলোচনা করবো , নিজেরা কিভাবে এই ধুপ বাড়িতেই বানাতে পারি কিইই বা এই ধুপ এর গুনাগুন ইত্যাদি । সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন । আজকে আসছি , আবার কথা হবে ।

দেব আদিত্য সরকার
09609506862

শুভ সকাল বন্ধুরা , আমি দেব আদিত্য সরকার আজকে আপনাদের সাথে খুব সংক্ষেপে এবং খুব স্পেসিফিক কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করবো ...
20/10/2021

শুভ সকাল বন্ধুরা , আমি দেব আদিত্য সরকার আজকে আপনাদের সাথে খুব সংক্ষেপে এবং খুব স্পেসিফিক কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করবো সেলেনাইট ক্রিস্টাল নিয়ে । এখানে আজ যা কিছুই লিখবো তার সবটাই নিজস্ব পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে পেয়েছি , বিভিন্ন ভাবে একের অধিক মানুষের ওপর পরীক্ষা করে এবং নিজস্ব কিছু নিযমকানুন মেনে যা পেলাম সে সব আজ আপনাদের সাথে ভাগ করে নিতে চাই ।। প্রথমেই বলে রাখি বন্ধুরা যে এটা আমার নতুন পেজ যা একটু একটু করে সাজিয়ে তুলছি , এই পেজে আমার নিজস্ব লেখা তো থাকবেই কিন্তু তার সাথে সাথে পেয়ে যাবেন আরো এরকম অনেক তথ্য জ্যোতিষ ,বাস্তু , রত্ন , রুদ্রাক্ষ , মানব জীবনে তন্ত্রের গুরুত্ব এবং সর্বোপরি তন্ত্র এবং কু সংস্কার এর মধ্যে যে সূক্ষ্ম একটি রেখা আছে সেটিকে উন্মোচন করার চেষ্টা করবো । এত দিনের অভিজ্ঞতায় যা পেলাম " মানুষ মরিয়া হয়ে চেষ্টা করে উন্নতি করার কিন্তু ভুলে যায় বা বুঝে উঠতে পারেনা যে কি করা উচিৎ আর কোনটা ছেড়ে দেওয়া উচিত বা দূরে থাকা উচিত " ।

দেখুন বন্ধুরা , ইন্টারনেট নিয়ে যদি চলেন তাহলে বার বার ভুল হবে কারণ একটু লক্ষ করে দেখবেন ইন্টারনেটে একটি জিনিসকেই বহু ভাবে উপস্থাপন করা হয়েছে , সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল হয় যে কোনটা ঠিক বা ভুল ।। আর আমাদের দৈনন্দিন জীবনের এত ব্যাস্ততার মধ্যে প্রায়শঃই সম্ভব হয় না যে দিনের পর দিন কোনো একটি জিনিস নিয়ে পড়ে থেকে পরীক্ষা করতে , তাই তো অধরা টা অধরাই রয়ে যায়। তাই আমার গ্রুপ এবং পেজের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কোনটা রাখবেন আর কোনটা বাদ দেবেন , সে কোনও জিনিস হোক অথবা চিন্তাধারা । বাকি তো আপনারা নিজেই বিবেকবান , বুদ্ধিমান মানুষ তাই একটু নিজেরাও বিচার করে নেবেন । চোখ বন্ধ করে আমার ওপর কিছুই ছাড়বেন না ।। চলুন দুই চার কোথায় সেলেনাইত সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেওয়া যাক । বেশি কঠিন ভাষায় লিখবো না বা আজকে এই ক্রিস্টাল এর মলিকুলার কম্পাউন্ড নিয়েও ব্যাক্ষা দেবো না , সোজা কথায় বলবো এটা কি কাজে লাগতে পারে ।। আসুন জেনে নেই ।।

প্রথমত বলে রাখি এই ক্রিস্টাল নেগেটিভ এনার্জি কে ব্লক এবং সেটাকে পজিটিভ এনার্জি তে কনভার্ট করার জন্যে সম্প্রতি খুব প্রচলনে এসেছে । জিনিসটা দেখতে অনেক টা ফিটকিরির মতো, আর খুব নরম । বেশি চাপ দিলে বা শেপ দেওয়ার চেষ্টা করলে ভেঙে যাওয়ার ভয় থাকে । তাই এটা দিয়ে কোনো মালা বা ব্রেসলেট বানানো খুব কঠিন , এই ব্যাপার টা অনেকেই জানেন না তাই অনলাইন ৯৬% মানুষ সিন্থেটিক সেলেনাইট কম দামে কিনে নিয়ে আসেন । এবং খুব স্বাভাবিক ভাবেই এর কোনো রেজাল্ট তারা পান না । দুঃখ পান অনেকেই যে এত দাম দিয়ে কিনে এনে জিনিসটা কাজে লাগলো না ।। অনেকের মন খারাপ হয় , ভাবেন যা - আর কিনবো না কোনোদিন । 🙂 তাই একটু বুঝে শুনে এবং যারা ক্রিস্টাল ইত্যাদি জিনিস নিয়ে থাকেন তাদের সাথে পরামর্শ করা খুব দরকার । নাহলে ঠকতে হবে লিখে রাখুন । সেলেনাইট , যেমন বললাম যে আমাদের বাড়ির ভেতরকার যেকোনো হার্মফুল এনার্জি কে আবসর্ব করে সেটাকে অনেক সে সময় ব্লক করে দেই অথবা কনভার্ট করে পজিটিভ এনার্জি তে ।। এই কারণে বাড়ির বাস্তু একটু গড়বড় থাকলেও খুব সহজেই এই ক্রিস্টাল ব্যাবহার করে ট্রিট করা সম্ভব হবে । আনেক যারা আমার সাথে যোগাযোগ করেন ,নিজের বা নিজের প্রিয়জনদের ভবিষ্যৎ অথবা বাড়ির কোনো সমস্যার কথা বলেন তখন তাদের একটাই অভিযোগ থাকে যে টাকা আসছে না , ব্যাবসা আগের মতো নেই , ছেলে মের পড়াশুনা নিয়ে খুব চিন্তিত , পরিবারের বাকি সদস্যদের সাথে রেলেশনশিপ ক্রাইসিস ।। আমি ব্যক্তিগত ভাবে দেখেছি হরস্কপ মোটামুটি ভালোই , বাড়িতেও তেমন গুরুতর কোনো সমস্যা নেই অথচ তাও সেরকম কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না । তখন আমি তাদের বাড়িতে selenite ব্যাবহার করে থাকি ,, কখনো রাফ স্টোন হিসাবে কোথাও রেখে দিতে বলি , আবার কখনো একটা পিস কোথাও টেবিলে রাখতে বলি , অবশ্যই বাস্তু সিদ্ধান্তই চুড়ান্ত মেনে নিয়ে । এবং আমি দেখি ওনারা নিজেই আমাকে মাস দুইএকের মধ্যে ফোন করে বলেন যে এখন একটু ভালো লাগছে দাদা , এখন আর বাড়িতে ঢুকলেই রাগ উঠছেনা , কাজ করার নতুন উদ্যম পাচ্ছি , পরিবারের সদস্য রাও প্রায় ঠিক থাক ই আছে , এক কথায় একটা লেবেলে আশা গেছে । এগুলো শুনে সত্যিও আনন্দিত হই ,, ভালো লাগে খুব যখন আপনাদের সকারাত্মক প্রতিক্রিয়া গুলো পাই ।

কিভাবে রাখবেন , কোথায় রাখবেন , কতটা রাখবেন এই সব কিছুই অঙ্ক , সবার অঙ্ক সবার সাথে মেলেনা ,তাই এক এক জনকে এক এক ভাবে ব্যাবহার করতে বলি ।। আপনাদের রেজাল্ট নিয়ে কথা আর আমার ওই দুটি শব্দ শুনতে খুব ভালো লাগে " দাদা ভালোআছি " 🙂

আজ selenite ব্যাবহার নিয়ে লিখলাম , আবার কোনো সময় অন্য কিছু নিয়ে লিখবো । আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই পেজ এ লাইক , কমেন্ট , রিভিউ ইত্যাদি দিয়ে আমাকে এগিয়ে চিলতে সাহায্য করুন , যাতে কিছু জানা অজানা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে পারি ।। কারোর যদি এই ক্রিস্টাল নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে WhatsApp । মেসেজ করে কথা বলতে পারেন ।
সকলের জন্য বৃষ্টিভেজা সকালের শুভেচ্ছা , সকলেই খুব ভালো থাকুন , আনন্দ হোক ।।

দেব আদিত্য সরকার
Astro-vastu consultant and blogger
For appointments - 9609506862

19/10/2021

রিভিউ সেকশন এ একটা করে রিভিউ নিশ্চই দেবেন নিশ্চই যদি আমার লেখা এবং আমার কাজ ভালো লাগে ।।

Address

Siliguri

Telephone

+919609506862

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astro-vastu and life management by Dev Aditya Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram