Optometry Tomorrow

Optometry Tomorrow An educational & cultural platform for students, teachers & practitioners of optometry department. Learn to listen with your eyes

optometry tomorrow মানেই...
30/03/2025

optometry tomorrow মানেই...

এবারের বিশেষ আয়োজন...সবার জন‍্যে..❤
22/03/2025

এবারের বিশেষ আয়োজন...

সবার জন‍্যে..❤

Toric transposition easy guide
22/09/2024

Toric transposition easy guide

প্রতিবাদ করিহে ভব কান্ডারী..✊✊আজকে আমাদের কালো দিন। চিকিৎসক মহলের বনধ। কারন সবার জানা। সেটা আর লিখছি না। লিখছি আমাদের চা...
17/08/2024

প্রতিবাদ করি
হে ভব কান্ডারী..✊✊

আজকে আমাদের কালো দিন। চিকিৎসক মহলের বনধ। কারন সবার জানা। সেটা আর লিখছি না। লিখছি আমাদের চারপাশে থাকা কিছু ঘুনধরা মানসিকতাকে নিয়ে। যারা না বদলালে এই দিন আমাদের বারবার দেখতে হবে বিভিন্ন নামে বিভিন্ন রকমে। কেউ মানসিক চাপে খুন হবে একদিন। কেউ আত্মহত্যা করবে। কেউ একদিন শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষন হবে কেউ রোজ ধর্ষন হবে মানসিকভাবে। অপ্টোমেট্রিতে এই বাংলায় যে কি দূরবস্থা তা বলার অপেক্ষা রাখেনা। একটা সরকারি কাউনসিল অবধি নেই আমাদের। গাইডলাইন যা আসে সেন্ট্রালের আসে।আমরা ফলো করি বা মেনে চলি। চাকরি! ১৮ হাজার দেয় চুক্তিভিত্তিক তাও অপথালমিক অ‍্যাসিস্টান্ট পোষ্টে ডিপ্লোমা হোল্ডারদের। আমাদের ব‍্যচেলরদের নিয়োগ হবে এমন বিজ্ঞপ্তি 2023 এর সেপ্টেম্বরে একটি বের হয়। তার খবর নেই আর। হচ্ছে হবে। এই চলছে। তাই সরকারি কিছু নেই আমাদের যা আছে সব বেসরকারী। যেখানে যতটা ভালো আছে খারাপ আছে তার দশগুন। চারবছর আটটি সেমেষ্টার ও একটা হসপিটাল ইন্টার্নশিপের পর আমাদের বেসরকারী মহলে চাকরি জোটে ৮-১৫হাজার Salary তে বেসরকারী হাসপাতাল ও ১২-২০ হাজার salary তে বেসরকারী অপ্টিকাল চেনে। সেখানে কাজতো হয় তার সাথে আর কি কি হয় তা নিম্নরূপে বর্ণনা করা হলো-

১)ব‍্যবসা হয়। তুমি যত ছানি পারো ক‍্যাম্প করে তুলে এনে হাসপাতালে দাও। ছানি না থাকলেও বলো ছানি আছে। কোনোভাবে যদি একটু মাইনাস লেন্স দিয়ে দূরে দেখিয়েছো আর ছানির রোগী হাত থেকে ফসকেছে তো তোমার চাকরি যাবেই।

২)ব‍্যবসা হয়।তুমি ভিশন সেন্টারে বসে সেখানের একজন মাধ‍্যমিক পাশ ম‍্যানেজারের কথায় উঠবে বসবে।সে যদি তোমাকে দূরের পাওয়ার দিতে মানা করে তবে ভূলেও দেবেনা। সে রেডিমেড কাছের পাওয়ারের চশমা এনেছে ৪০ টাকায় কিনে। সেওটা ৪০০তে বেচবে কি করে দূরের পাওয়ার দিলে। তাই দূরে দেখতে পায়না মানেই ছানি আর কাছে দেখতে পায়না মানেই ড‍্যামেজারের চশমা। মুখে টুঁ শব্দটি করবে -তোমার চাকরি যাবে।

৩)মগজধোলাই হয়। তুমি অমুক হাসপাতালে কাজ করলে বাইরে চেম্বার করতে পারবেনা। কারন সেখানকার সার্জেন রাও তাইই করেন। আরে ওনারা নন প্রাকটিসিং জন‍্য একবারে প্রায় দু লাখটাকা মাসে নিয়ে নেন। সেখানে মাত্র বিশ হাজারি একটা অপ্টোম এই নিয়ম মেনে ভাতে মরবে কেন! না কিচ্ছুটি বললেই তোমার চাকরি যাবে। এমন অবস্থা করা হবে তোমার সিভির যে কোলকাতার কোথাও কোনো চোখের হাসপাতালে তুমি চাকরি পাবে না।

8)মগজধোলাই হয়।তুমি এখানে ইন্টার্নশীপ শেষ করেছো ঠিক আছে কিন্তু তুমি কাজ শেখোনি।(নির্লজ্জের বাচ্চারা শিকার করবে না যে তোমার কাজ না শেখাটা আসলে আমাদেরই অপদার্থতা) তাই ছ মাস ফ্রি সার্ভিস দাও বা অর্ধেক মায়নায় কাজ করো। রাজি থাকলে আগে ছ মাস পর সার্টিফিকেট পাবে। নয়তো ফল্ট দেখিয়ে তোমার কেরিয়ারের সাড়ে বাড়ো বাজানো হবে।

৫)মানসিক অত‍্যাচার হয়।হঠাৎ সব কলিগের স‍্যালারি বা বোনাস নিয়মমাফিক আসবে। তোমারটা আসবে না। তুমি যাবে অফিসে,বলবে বসের সাথের তোমার রেপো ভালো করতে পারোনি তাই আগে উনাকে সন্তষ্ট করো। নতুন কেউ একটু ভালো রিফ্রাকশন বা বায়োমেট্রি করলে যখনই রোগীরা প্রসংসা করবে তখনই সিনিয়রমহল অসন্তষ্ট হয়ে বসের কান ভাঙাবে নানা ভাবে। নতুন কেউ ভালো ডিসিস ট্রিটমেন্ট জানলেতো আরও বড়দোষ। ক্ষমানেই। কথায় কথায় বলবে তুমিতো সার্জেন। তারপর দমাবে তোমার এইনেই ওই নেই এই সেই সাত সতেরো বলে। লজ্জা থাকে যখন একজন ষাট বছর বয়সী সার্জেনের দালাল নতুন অপ্টোমকে দু কিলোমিটারের মধ‍্যে কোনো চেম্বার থেকে তুলে দেয়।এমনকি ফোনে হুমকি পর্যন্ত দেয় মিথ‍্যে মামলায় ফাঁসিয়ে দেবার।

৬)মানসিক অত‍্যাচার হয়। যখন টেষ্ট লেখার চাপ আসে। যার থেরাপি দরকার নেই তাকেও থেরাপি দিতে চাপ দেয় মাধ‍্যমিক পাশ নন্দু ফন্দু ম‍্যানেজারকে এর জন‍্যে একটু রাগদেখালেই প্রতিশোধ নিয়ে নেয়। এমনকি কিছু রিসেপশনিষ্টের এতো ক্ষমতা যে তারা একজন গ্রাজুয়েট অপ্টোমেট্রিষ্টকে এসে বলে দেয় কাকে পাওয়ার দিতে হবে আর কাকে টেষ্ট। সেই নন্দু ফন্দু ম‍্যানেজার ক‍্যাম্পে লেডি অপ্টোম নিয়েগিয়ে যখন দেখে শতাধিক মানুষ বিকেলের ক‍্যাম্প,রাত হয়ে যাবে। নিজে গা ঢাকা দেয় অজুহাত দেখিয়ে। ক‍্যাম্প শেষে সেই লেডি অপ্টোম হাতে ট্রায়াল বক্স এবং আরও যা আছে সব হাতে,কাধে নিয়ে একা একা বাড়ি /সেন্টারে ফেরে। ভয় পায়। রাস্তায় আততায়ীর ভয়। চাকরি যাবার ভয়। আরও কত কি। এমনকি আজকে স্ট্রাইকের দিনেও একটি বেসরকারী হাসপাতাল তাদের ভিশন সেন্টার খোলারেখে অপ্টোমকে অনিচ্ছা সত্বেও বসতে বাধ‍্য করেছে।

আরও আছে। প্রজেক্টের নামে,প্রাকটিকাল নম্বরের নামে,ভালো ইন্টার্নশীপ পেতে এমনকি সেই ইন্টার্নশীপে মাঝরাতে বায়োমেট্রি করার নামে অনেক নোংরামি হয়। সবসময় শারীরিক যে হতে হবে তার কি মানে। মানসিক ধর্ষনের শিকার এই বাংলার সমগ্র অপ্টোমেট্রি ডিপার্টমেন্ট। সব প্রমান আছে। প্রচুর screesnshot, প্রচুর ভয়েজ মেসেজে আর্তনাদ কান্না। কেউ সাহস করে চাইবেন সেটা যদিও দুঃসাহস হবে। সত‍্যি বলছি একটা রেকর্ডিং একরাত ঘুমোতে দেয়না। শেষ চার বছরের একসাথে দিলে সহ‍্য করতে পারবেন তো! পারলে চাইবেন।

সবই হচ্ছে হবে।
এদিকে কতবার কতভাবে ধর্ষন হলে তাকে ধর্ষিতা বলা যায়?
-কে রাখে খোজ!

অবিলম্বে এই অচলায়তনের পরিবর্তনের দাবি জানাই। এই নোংরা কর্মক্ষেত্রের interpersonal politics এর মুখে আগুন। ধিক্কার জানাই।

নীচের ছবিতে একজন তিলোত্তমা বা অভয়ার জীবনের করুন সত‍্যি তুলে ধরা। কত অভয়া কত তিলোত্তমা তারার মতো খসে যায় রোজ বাস ট্রাম লোকাল ট্রেনে -কে রাখে খোজ!

এই RG KAR হাসপাতালের নির্মম হত‍্যাকান্ডে ও ধর্ষনের দ্রুত বিচার চাই। এমন শাস্তি হোক যাতে উপরের অত‍্যাচারি দল বোঝে যে কি হতে পারে ফলাফল।



16/08/2024

Optometry society of Bengal মেম্বারদের নিরপেক্ষ ভোটের ওপর সিধ‍্যান্ত নিয়েছে যে, RG কর হত‍্যাকান্ডের প্রতিবাদে ও দ্রুত ন‍্যায় বিচারের দাবিতে শনিবার (১৭/০৮/২০২৪) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ঘন্টা OPD পরিসেবা ও চেম্বার বন্ধ থাকবে। (Except on call emergency ).

এই আটঘন্টা বনধ সফল করার আর্জি জানায় optometry tomorrow এবং OSB মেম্বারদের।

Please drop your pen & torch for 8hrs
🙏

A great meeting with DELHI OPTOMETRISTS ASSOCIATION Thankful to Dr.Anil Tyagi sir  for this revolutionary movement 🙏
15/07/2024

A great meeting with DELHI OPTOMETRISTS ASSOCIATION

Thankful to Dr.Anil Tyagi sir for this revolutionary movement 🙏

21/06/2024

📘একনজরে Orthoptics

👉দুটা চোখের পাওয়ার ও ভিশন সমান হলে তাকে Isometropia এবং সমান না হলে তাকে Anaisometropia বলে।

👉Anaisometropia তে পাওয়ারের তারতম‍্যে retinal image size এর পার্থক‍্য ঘটে।সেটাই anaiseikonia.
1D তারতম‍্যে 1% রেটিনাল ইমেজ সাইজে পাথাক‍্য আসে। এভাবে 2.5% অবধি পার্থক‍্য সহজে মানুষ গ্রহন করতে পারে। 4D /4% পর্যন্ত কোনো কোনো young individual রা accept করে থাকে সর্বোচ্চ। এর বেশি তারতম‍্যে fusion ঠিকমতো কাজ (দুটা ছবিকে merge) করতে না পারায় refractive diplopia হতে দেখা যায়। কিন্তু যদি যে চোখে পাওয়ার বেশি সেই চোখের ভিশন যদি পাশের চোখের সমান না হয় BCVA তে তবে 4% Change এ Diplopia হবে না। কারন একটা চোখ Already suppressed. Fixing eye পাশের চোখটাই theoritically.

👉আলো কোনো বস্তুতে পড়লে সেই বস্তুর ছবি কর্নিয়া ও লেন্স হয়ে রেটিনাতে যে ছবি তৈরী করে তা SMP এবং সেই দুই ছবি monocular cues দ্বারা ব্রেনে সঠিকভাবে পৌছলে এবং merge হয়ে একত্রিত হলে সেটা Fusion এবং সেটায় Depth বেড়ে finally যে নিখুত চিত্র তৈরী হয় সেটা stereopsis. এই তিনটে জিনিসই হলো BSV এর গ্রেডস।

👉দুটা চোখ বরাবর ঠিক দেখতো। ভালো ছিল। হঠাৎ নার্ভ ও মাসেলের সমস‍্যার জন‍্যে একচোখ ট‍্যারা হলে সেই চোখের Visual axis যথারীতি ঘুরে যায়। সেজন‍্যে দুটা monocular cue fusion properly করতে ব‍্যর্থ হয়। image overlapping হয়। সেইজন‍্যেই paralytic squint এ strabismic Diplopia দেখা যায় কিন্তু congenital squint এ যায়না কারন ট‍্যারা চোখ already supress থাকে ও সেখানে strabismic amblyopia থাকে। ব্রেন ভালো চোখটা চেনে ওটা দিয়েই দেখে।

👉Amblyopia এমন একটি অবস্থা যেটায় জীবনের শুরুর সময় থেকে refractive error (Refractive /anasiometropic amblyopia) বা strabismus (Strabismic amblyopia) বা কোনো pathological reason (Stimulus deoriviation amblyopia )যেমন congenital cataract, corneal opacity এর কারনে SMP ঠিক করে না হওয়ার জন‍্যে হয়। এক্ষেত্রে ব্রেন ও চোখের মধ‍্যবর্তী পথে সমস‍্যা থাকে কিন্ত pathological কিছু না এবং এর জন‍্যে পিনহোল দিলেও vision improve হয়না। একমাএ প্রেশার দিয়ে stimulation করে চিকিৎসা করা হয় পুরো cause correct করে। সেটা refraction হোক বা cataract sx. আগে SMP develop করাতে হয় তারপর stimulation দিয়ে fusion. 6 -10 বছর বয়সে ব্রেনের বিকাশ পরিপূর্ণ হবার পর আর এইরোগের চিকিৎসা আপাতত সম্ভব হয়না।

👉বাচ্চাদের ক্ষেত্রে high hyperoic anaisometropia থাকলে বাচ্চা কাছে বেশ চাপ দিয়ে দেখার চেষ্টা করে accommodation এবং MR এর ওপর চাপ দিয়ে। এভাবে একসময় Accommodation infacility হয় ও MR প্রথম অবস্থায় একটু ও পরবর্তীকালে আরও বেশি কর্মক্ষমতা হারায়। এই কারনেই uncorrected hyperopia থেকে প্রথমে esophoria ও পরে accommodative esotropia হতে দেখা যায়। বেশিদিন এমন থাকলে যে চোখে পাওয়ার বেশি সেটায় strabismic amblyopia এবং যেটায় পাওয়ার কম সেটায়ও Eso deviation হতে দেখা যায়। (example of concomitant squint).

👉মাঝবয়সীদের ক্ষেত্রে অতিরিক্ত কাছের কাজ করার ফলে MR এ প্রেশার বাড়ে এবং Near point of convergence ক্রমত কাছ থেকে দূরে যায়। কাছে এলে MR হাল ছাড়ে fusional break হয়। সেজন‍্যেই কখনও দুটা দেখা যায় লেখা বা কখনও মাথা ব‍্যথা করে। এবং এভাবে accommodation exess হয়ে কোনো চোখ school myopia develop করে বা কোনোচোখে near এ exophoria এর জন্ম হয়। কারও বা দুটাই হয় এবং পরবর্তীতে exotropia হয়ে যায় যে চোখে fusional break বেশি আগে হচ্ছে সেই চোখটায়। Normal Npc 8-10cm

👉বয়স্কদের ক্ষেত্রে অন‍ান‍্য রোগের কারনে কখনও cranial nerve palsy হয়। যেই নার্ভ যে muscle কে supply করে সেই নার্ভ ড‍্যামেজ হলে সেই muscle টাও হবে এটাই স্বাভাবিক আর যেই muscle খারাপ হবে চোখ সবসময় তার বিপরীত muscle এর দিকে যাবে elasticity এর জন‍্যে। এটাই paralytic squint (noncommitant). এবং এই কারনেই 3Rd nerve palsy তে strong musle MR আগে বসে যায় এবং চোখ LR অর্থাৎ কানের দিকে চলে যায় তার সাথে এই একই নার্ভ যেহেতু lid এর muscle LP কে supply দেয় সেটা অকেজো হলে ptosis হবে। SO কে 4th nerve supply দেয় তাই 4th nerve palsy তে চোখ hypertropic অর্থাৎ উপরে বা IR/SR এর দিকে টেনে যায়। LR কে 6th nerve supply দেয় সেজন‍্যে LR palsy মানেই চোখটাকে MR টানবে। ডানদিকের LR এ সমস‍্যা হলে মাথা ডানদিকে ও বামদিকের LR এ সমস‍্যা হলে মাথা বামদিকে বেকে থাকবে। যেই nerve ঘেটেছে সেই নার্ভের মাসেলের দিকে চোখ মুখ ফিরিয়ে নেবে মানে যাবেই না।

বাকি detail (including tests) community এর only refraction গ্রুপে পড়ানো হবে practically. 🙏

09/06/2024

Professional Practice Management & Approaching Techniques

Speakers:- 1. Shubhayu Majumder
2. Krishnendu Paul

Host:- Ajeyo Roy (President - OSB)

Optometry tomorrow এর পক্ষ থেকে এবার লোকসভা ভোটে বিপুল জয়লাভের জন‍্যে আমাদের মাননীয়া মূখ্যমন্ত্রী Mamata Banerjee madam ...
06/06/2024

Optometry tomorrow এর পক্ষ থেকে এবার লোকসভা ভোটে বিপুল জয়লাভের জন‍্যে আমাদের মাননীয়া মূখ্যমন্ত্রী Mamata Banerjee madam এবং সবার প্রিয় Abhishek Banerjee sir কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 💚💚🙏🙏
একই সাথে Indian National Congress এর Rahul Gandhi sir কেও আমাদের কমিউনিটির তরফে অনেক শুভকামনা জানাই💚🙏

আমাদের এই প্রফেশন এতোদিন Non Political ছিল। এইবার থেকে আমরা সরাসরি রাজনৈতিক ভাবে activities করতে চাইছি National level এ INDIA জোট এবং পশ্চিমবঙ্গে All India Trinamool Congress কে সমর্থন করে এই প্রথম আমরা একটি whatsapp গ্রুপও খুলেছি interested দের সাথে নিয়ে। আমরা পূর্ন সমর্থন এবং সহযোদ্ধা হবার প্রতিজ্ঞাবদ্ধ হলাম ও আশারাখি ভবিষ্যতে আমাদের optometry প্রফেশনে এই ধারা অব‍্যহত থাকবে।

নীচে আমাদের প্রথম পলিটিকাল হোয়াটসাপ গ্রুপের লিন্ক দেয়া হলো। প্রফেশনাল অপ্টোমেট্রিষ্ট ও শুভানুধ‍্যায়ী যারা Interested অবশ‍্যই জয়েন করে নেবেন।

https://chat.whatsapp.com/LGXvk1mFaBr2sDFsDX4Dkm

ধন‍্যবাদ🙏

12/05/2024

Topic: OT & Optometry by Optom. Pinaki Das

Address

Siliguri

Telephone

+918392085527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Optometry Tomorrow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Optometry Tomorrow:

Share