
03/07/2025
✅ সাপে কামড়ানোর পরে হাসপাতালে রোগীর শিরায় সিরিঞ্জ দিয়ে রক্ত নিয়ে সেটি কয়েক মিনিট দাঁড় করিয়ে রেখে পর্যবেক্ষণ করার কাজটি করা হয় মূলত DIC (Disseminated Intravascular Coagulation) বা কোগুলোপ্যাথি বুঝতে। সহজভাবে বললে, এটা পরীক্ষা করার জন্য যে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধছে কিনা।
কেন এমন করা হয়?
অনেক বিষাক্ত সাপের (বিশেষত ভাইপার প্রজাতির) কামড়ে রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট হয়ে যায় বা অস্বাভাবিক হয়ে যায়।
সিরিঞ্জে নেওয়া রক্ত কয়েক মিনিট রেখে দিলে যদি তা জমাট না বাঁধে, তাহলে বোঝা যায় যে রোগীর রক্তে ক্লটিং সিস্টেম নষ্ট হয়েছে — যা সাপের বিষের কারণে হতে পারে।
এ অবস্থায় দ্রুত এন্টিভেনম, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা (FFP) বা অন্য সমর্থনমূলক চিকিৎসা শুরু করা হয়।
এটি একটি বেডসাইড টেস্ট — সাধারণ, দ্রুত এবং খুবই কার্যকর — গ্রামে বা ছোট হাসপাতালে যেটা করতে বিশেষ ল্যাব প্রয়োজন হয় না।
বি:দ্র: এখন বর্ষাকাল চলছে। রাত্রে অসাবধানতাবশত চলাফেরা করতে গিয়ে অনেকেই সাপের কামড়ে হাসপাতালে আসতেছে। আমরা অবশ্য অবস্থান বিবেচনা করে রোগীদেরকে হাসপাতালে ভর্তি করে রাখি।রোগীর শারিরীক অবস্থা বিবেচনায় পরবর্তীতে ছুটি কিংবা উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়ে থাকে।
#নিউ কেয়ার এন্ড কিওর কমপিউটার প্যাথল্যাব
সিউরি বাস ষ্ট্যান্ড, বীরভূম
Mob no : 086299 79043 , 7908941760
New Care & Cure Computer Patholab
Rofikul Hossain