04/05/2024
কবিগুরু রবীন্দ্রনাথ আশীর্বাদ ধন্য বোলপুর শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকায় রাজ্য সরকারের সহযোগিতায় এবং গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতি, স্বাধীন ট্রাষ্ট, স্বতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট ও আরো বেশ কিছু সংস্থার প্রচেষ্টায় "শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী" গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই মেডিকেল কলেজ ও হাসপাতাল, নার্সিং কলেজ, প্যারামেডিকেল কলেজ, ফার্মেসী কলেজ, আইটিআই, পলিটেকনিক, বি.এড, ডি.এল.এড কলেজ গড়ে তোলা হয়েছে। খুব শীঘ্রই এখানে আয়ুর্বেদিক কলেজ, আয়ুশ কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান যেমন গড়ে তোলা হবে, সেভাবেই এখানে KG থেকে PG বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তাছাড়াও রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ও সহযোগিতায় এলাকার মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে entrepreneur করে এগিয়ে নিয়ে আসার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এই আন্তর্জাতিক মানের স্বাস্থ্য উপনগরীর অংশ হিসাবে এখানে একটি অত্যাধুনিক স্পোর্টস একাডেমী, কালচারাল একাডেমী সহ বিভিন্ন রিক্রিয়েশন ক্লাব তৈরী করা হবে। আগামী ২০২৭ সালের মধ্যে এই পুরো প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে।
আগামী ১১ মে ২০২৪, শনিবার, বিকাল ৪টে থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের (www.smcbangla.com) লেকচার হল - ২ তে মহিলাদের entrepreneur হিসাবে গড়ে তুলতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগ্রহী সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাই।