18/04/2024
PCOS, PCOD ও Diabetes এগুলো এমনি রোগ যেগুলো পুরোপুরি ঠিক হয় না। আপনি আপনার life style পরিবর্তন করে এই রোগ গুলিকে control এ রাখতে পারেন।
যেমন- physical activity বাড়াতে হবে চেষ্টা করুন রোজ ৩০-৪০ মিনিট হাঁটতে, এছাড়া low glycaemic index খাবার খাদ্য তালিকায় যোগ করুন (যেমন আপেল, পেয়ারা, আঙুর, মুসুম্বি লেবু) স্যালাড, শাক সবজি বেশি করে খান, lean protein যেমন চিকেন, ছোট মাছ, ফাইবার যুক্ত খাবার খাওয়া বাড়ান, hydrated থাকুন, খাবারে nuts, seeds যোগ করুন, refined cereals এর পরিবর্তে whole grain খান।
Daily life এর healthy tips পেতে page টি follow করুন।
Diet Consultation ও lifestyle modification এর জন্য ইনবক্স করতে পারেন অথবা dt.taniyaghosh@Gmail.com এই mail I'd তে e-mail করতে পারেন।
Dietician Taniya Ghosh