
04/07/2025
Breakfast with my daily essential nutrition 🩵
অনেকেই কোথাও ঘুরতে গেলে বলে যে এই সব নিউট্রিশন ব্যাগে জায়গা নিয়ে নেবে, তাই নিয়ে যাবো না🌝😄
পোশাক দুটো কম নিতে আমরা পারি না,জুতো ব্যাগ কম নিয়ে এই Shaker cup, Afresh, Personalized program গুলো নিতে পারি না আমরা??
কিন্ত রোগ হলে ঠিক মেডিসিন নিয়ে যাবো😄🌝
নিজের শরীরের জন্য প্রতিদিন এই নিউট্রিশন দরকার, কিন্ত সেটা ব্যাগে জায়গা পায় না!
মানুষ নিজের স্বাস্থ্যের জন্য সচেতন নয় বলেই তো আজ এই অবস্থা স্বাস্থ্যের!
ভাবনা চিন্তা কে পরিবর্তন করতেই হবে। আমার বাড়িতে বাবা প্রশান্ত দুই জনেই Herbalife Nutrition এর প্রায় সব প্রোডাক্ট ব্যবহার করে। তাই বাড়িতে সব থাকে ,তাও পাপাই যখনই বাড়িতে আসে, তার ব্যাগে তার ছোট্ট এমন সাপ্লিমেন্ট বক্স নিয়ে আসে। কারণ আমি Herbalife এ আসার পর ওকে নিয়ে এই এগারো বছর যেখানেই গেছি,ওর Herbalife Nutrition ওকেই গুছিয়ে নিতে বলেছি। ছোটো বেলার অভ্যাস।
নিউট্রিশন কে জীবনে অংশ করতে হবে। 🩵