Daktarbabu

Daktarbabu An affordable multispecialty doctors clinic dedicated to low and middle income group. This is the first ever Rs. 11 Clinic in Kolkata

09/04/2023

Cesarean birth can be life-saving for the fetus, the mother, or both. However, the rapid increase in cesarean birth rates without clear evidence of improved maternal or infant outcomes raises significant concern that cesarean delivery is overused.

08/10/2022

This clinic has always been a dream of ours, and it wouldn’t exist without your support.

সবসময় যে রোগ হলেই  #ডাক্তারবাবুর কথা মনে পড়বে, তার কোনো মানে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন শিশু বান্ধব ক্লিনিক সাথে কলকাতার ...
12/08/2022

সবসময় যে রোগ হলেই #ডাক্তারবাবুর কথা মনে পড়বে, তার কোনো মানে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন শিশু বান্ধব ক্লিনিক সাথে কলকাতার গণ্যমান্য বড় বড় ডাক্তারবাবু আর যাবতীয় পরীক্ষা এত কম খরচে কি ভাবে সম্ভব সেটা দেখতেও তো আসা যায়। না কোনো এনজিও নয়, সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগ আর আপনাদের শুভ কামনায় চলা একটি প্রয়াস এর নাম #এগারোটাকায়ডাক্তারবাবু। সম্প্রতি ক্লিনিক এর এক অন্যতম শুভানুধ্যায়ী শ্রীমতী প্রিয়দর্শিনী ঘোষ এসে দেখে গেলেন আমাদের কাজ কর্ম। উনি কি বললেন আর ১১ টাকার ক্লিনিক এর ভিতর টা ঠিক কেমন দেখে নেয়া যাক। দেখতে ক্লিক করুন এই লিংক এ
https://youtu.be/n3vj7r5GT7k

সম্প্রতি  এগারো টাকায়  ডাক্তার বাবু তার সীমিত স্বাস্থ্য পরিষেবার ঝুলি নিয়ে পৌছে গেছিল সোজা অযোধ্যা, মানে এ অযোধ্যা সে অয...
28/06/2022

সম্প্রতি এগারো টাকায় ডাক্তার বাবু তার সীমিত স্বাস্থ্য পরিষেবার ঝুলি নিয়ে পৌছে গেছিল সোজা অযোধ্যা, মানে এ অযোধ্যা সে অযোধ্যা নয় যে হল রাঙামাটির দেশে অযোধ্যা পাহাড়। পৌঁছানো টা সহজ ছিল না, কারণ দেশ এবং ধর্ম বাঁচানোর তাগিদে ট্রেন অবরোধ, ফলে পুরুলিয়াগামী সব ট্রেন বাতিল। শেষে আসানসোল ঘুরে ভোর ৪ টের সময় শত বাধা অতিক্রম করে আমরা সবাই পৌছে যাই বাঘমূণ্ডীর বেস ক্যাম্প এ। রাত দুপুরে গাড়ী করে কোলকাতা থেকে ঝাড়খণ্ড লাগোয়া শুনশান বাঘমূণ্ডী পৌঁছানো আর তার পর পঞ্চায়েত সমিতির কেয়ার টেকারকে ডেকে গেট খোলানো মোটা মুটি আই পি এস ক্লিয়ার করার সমতুল। মনের জোর জোগানোর জন্য রাত ১২.৩০ এ সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ের ইকনমিক্স এর প্রফেসর এণ কে রাজপাল, আমাদের ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো টীমের জন্য রুটি আর খাসির মাংস নিয়ে পুরুলিয়া শহরের পথে দাঁড়িয়ে থাকা এক পরম প্রাপ্তি।
তার পর পুরোটাই এক ভাল লাগা মাখা অভিজ্ঞতা, সকাল সকাল বেস ক্যাম্প থেকে চড়াই উতরাই পেরিয়ে পৌঁছ গেলাম শাল পলাশে ঘেরা বিচ্ছিন্ন হিলটপ কেন্দুঘুটু গ্রামে। বুনো গাছের ফুলে ছোট ছোট হাত গুলো আমাদের বরণ করে নিল। প্রশিক্ষিত পুলিস বাহিনীর ঘেরাটোপে একদল সহজ সরল গ্রামবাসীর সহায়তায় সঙ্গে থাকা ডাক্তার বাবু, টেকনিসিয়ান টিম ৫ মিনিটে শুরু করে দিলেন হেলথ ক্যম্প। এই গ্রাম এখনো সেন্সাস এর আওতার বাইরে তাই বাকী পরিষেবা নিয়ে কিছু না বলাই শ্রেয়। একটা দিন স্বাস্থ্য উৎসবের মেজাজে কেটে গেল। প্রায় ৩৫০ জন মানুষ এসেছিলেন। তার ভিতর শিশু আর মহিলার সংখ্যাই বেশি। আমাদের হেল্‌থ ক্লাব এর পরিষেবার ভিতর ছিল ওজন, পুষ্টি র মান নির্ণয়, ব্লাড প্রেসার রক্তের গ্রুপ ও সুগার পরীক্ষা, জেনারেল মেডিসিন, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞের পরামর্শ, ওষুধ এবং অপুষ্টির জন্য নিউট্রিমিক্স বিতরণ ও পড়াশোনার উপযোগী কিছু খেলনা। উদ্যোক্তাদের তরফে সবার জন্য শাল পাতায় গরম ভাত আর পুষ্টিকর খাবার দাবার এবং পরবর্তী কর্মসূচী আলোচনা দিয়ে শেষ হয় ক্যাম্প। ততক্ষণে দিনের আলো নিভে এসেছে।
এর পর ঘরে ফেরার পালা। ফেরার পথে বরুণ দেব সদয় হলেন ফলে সন্ধ্যে থেকে যথারীতি বিজলি বিভ্রাট। পরের দিন বিকালে ট্রেনে ওঠা পর্যন্ত বিজলি দেখা করেন নি আমাদের সাথে। যারা দেখা করালেন বা আর যাদের কথা না বললেই নয় তারা হলেন আয়োজক রেভিনিউ অফিসার সুমাল্য ঘোষ ও রুপক আদক। স্কয়াড্রেন লিডার সোমা মুখার্জি। জয়া দি, প্রদীপ দা, অভিষেক, গৌতম, রাজীব, ডঃ আবিনাশ রায়, ডঃ মুরমু, নভিন, shirsha, পৌলমী, ও আমাদের প্রিয় ডাক্তার বাবু। #এগারো_টাকার_ডাক্তারবাবু তরফে ধন্যবাদ জানাই #পশ্চিমবঙ্গ_ভূমি_ও_ভূমি_সংস্কার_আধিকারিক_সমিতি'র পুরুলিয়া জেলা কমিটি , বি ডি ও বিষ্ণু পুর ১, ও বাঘমুন্ডী, পশ্চিমবঙ্গ পুলিশ, BOGS, বাঘমুন্ডি পাহারের অধিবাসী ও আনান্দবাজার পত্রিকা কে। https://aaroananda.com/social/article/2384187
আমাদের ডাকলে আমরা আসতে পারি আপনার এলাকাতেও, ভাল থাকুন সঙ্গে থাকুন।
🙂

Egaro Takay Daktarbabu provides much more than just medicines or Doctors  for the elderly. It provides Dignity, Companio...
04/05/2022

Egaro Takay Daktarbabu provides much more than just medicines or Doctors for the elderly. It provides Dignity, Companionship and Expertise.....

24/03/2022

প্রমিস ওয়ার্ল্ড ওয়াইড এর প্রেসিডেন্ট শ্রীমতি জয়া বসু, কলকাতায় এসেছিলেন কয়েকদিনের জন্য। ঘুরে দেখে গেলেন এর কাজকর্ম। ওনার জম্মদিন আর ক্লিনিক এর জন্মদিন দুটোই 11তে। রইল ওনার শুভেচ্ছা আমাদের পাথেয় হয়ে। Visit us to motivate at in where matters

Visit us for Top rated                  at    in   where        matters
21/03/2022

Visit us for Top rated at in where matters

12/03/2022

কলকাতা যেমন একদিকে প্রেমের শহর, ভালবাসার শহর, রূপকথার শহর... তেমনই সেবারও শহর।সারা বিশ্বের মধ্যে একমাত্র শহর ,যেখানে সম্পূর্ণ অপরিচিত মানুষের জন্যও ভাবনা আছে। দূর্ঘটনায় আহতকে হাসপাতালে পৌঁছে দেওয়া আছে।এক বোতল রক্তের জন্য সমাজ মাধ্যমে তোলপাড় আছে।অচেনা অসুস্থের জন্য রাতজাগা আছে।এ শহর মাদার টেরেজার শহর‌।তাই তো কলকাতা কল্লোলিনী তিলোত্তমা।

গত দুবছরে সারা পৃথিবীর সাথে বদলে গেল কলকাতাও।করোনা কাল মানুষকে চোখ রাঙালো-"একা থাকো।গন্ডি রাখো।"চারিদিকের দমবন্ধ করা আতঙ্কের পরিস্থিতিতে, মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভয় পেল। সামাজিক দূরত্বের শাসন বয়ে আনলো একাকীত্ব আর অসহায়তা।এর সাথে যুক্ত হল অসংখ্য মানুষের রুজি-রোজকার বন্ধ হয়ে কর্মহীন হয়ে পরা।

এর সাথে বেশিরভাগ সরকারী হাসপাতাল... কোভিড হাসপাতালে পরিনত হবার ফলে ;সরকারি হাসপাতালের ভরসায় থাকা মানুষগুলি পড়লেন মহাবিপদে।যেখানে দুবেলা খাবার যোগাড় করতেই নাস্তানাবুদ অবস্থা...সেখানে কোন নার্সিং হোম বা 'প্রাইভেটে' চিকিৎসক দেখানোর আকাশ ছোঁয়া খরচ তারা সামলাবেন কিভাবে!

আর এই সমস্যাটা নাড়া দেয় দক্ষিণ কলকাতার বাসিন্দা সুজয় রায়ের ব্যাক্তিগত ভাবনায় , যার ফসল হিসেবে কলকাতা শহর এ সংযোজিত হল এক নবতম পালক। এক অভিনব উদ্যোগ হিসাবে পথচলা শুরু এগারো টাকার "ডাক্তার বাবু" ক্লিনিক এর।এখানে মাত্র এগারো টাকার বিনিময়ে প্রতি সপ্তাহের সোম, বুধ,শনি ও রবিবার স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর চিকিৎসা করেন। #জেনারেল_ফিজিসিয়ান এর সাথে সাথে #শিশু_বিশেষজ্ঞ, #গাইনোকলজিস্ট, #গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, #ডেন্টিস্ট, #চক্ষু_বিশেষজ্ঞ, #নিউট্রশনিস্ট, #ফিজিওথেরাপিস্ট --থাকছেন সকলেই। ডা: সমরেশ ভট্টাচার্য, প্রফেসর ডাঃ তুলিকা ঝাঁ, সার্জেন ড: শ্রেয়সী সরকার, সার্জেন ডা: পার্থ সারথী গিরির মত স্বনামধন্য এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা এখানে যত্নের সাথে উন্নতমানের পরিসেবা দিতে হাজির থাকছেন। মার্চ মাস থেকে হোমিওপ্যাথি বিভাগ ও শুরু হচ্ছে। এখানে বিনামূল্যে ওজন,রক্তের বিভাগ, রান্ডাম সুগার ,রক্তচাপ পরীক্ষা করার সাথে সাথে ও আর্থিক ভাবে দুর্বল দের জন্য চশমা ও কিছু জীবনদায়ী ওষুধ ও অক্সিজেন এর ব্যবস্থাও থাকছে।
সুন্দর করে সাজানো এই ক্লিনিক এর আর একটি বিশেষত্ব হল চিলড্রেন্স কর্নার, অনেক মা এখানে আসছেন যাদের কোলে বা সাথে হয়তো থাকছে একরত্তি শিশু,বাচ্ছারা সেখানে মনের আনন্দে ছবি আঁকছে,রঙ করছে,ছড়া পড়ছে,খেলা করছে।

কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্রসিং এ ,টিপু সুলতান মসজিদের ঠিক বিপরীতে,গত ১১ ই অক্টোবর শুরু হওয়া ক্লিনিকটির বয়স এখন সবে পাঁচ মাস।কোভিড পরিস্থিতি মাথায় রেখে নির্দিষ্ট সংখ্যক রোগীই দেখা হয়। পাঁচমাস পূর্ন হবার আগেই প্রায় ছয়শ সাতাশ জন রোগী এখানে এসেছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ।একমাস বয়সী শিশুসন্তানকে তার বাবা-মা যেমন দেখাতে এনেছেন, তেমনই প্রায় নব্বই ছুঁই ছুঁই মানুষ, পরামর্শ নিতে নিজেই চলে এসেছেন। দেখিয়ে যাবার তিনদিনের মাথায় নিয়ম করে ফোনে বা সরাসরি খবর নেয়া হয় যে কেমন আছেন। রোগীদের বক্তব্য-- "এখান কার ডাক্তার বাবুদের ব্যবহারেই নাকি অর্ধেক রোগ সেরে যায়"। ক্রমশ আর্থিক ভাবে স্বচ্ছল মানুষরাও ভীড় জমাচ্ছেন কারণ ক্লিনিক এর ভিতরের পরিবেশ এবং পরিষেবার মান কলকাতার অনেক হাই প্রোফাইল ক্লিনিককে হার মানায়।এবং তাঁরা ইচ্ছে হলে তাদের সামর্থ্য মত অর্থ প্রদান করছেন।

ডাক্তার বাবু ক্লিনিকটির কর্ণধার শ্রী সুজয় রায়ের মায়ের জন্মদিন এগারো তারিখ।বহু দিন হল মা চলে গেছেন না ফেরার দেশে।মায়ের জন্মদিন উপলক্ষ্যেই এগারো টাকায় ডাক্তারবাবু শুরু করা।

সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে এই ক্লিনিকটি সুষ্ঠ ভাবে চালানোয়, আমাদের পাশে রয়েছেন অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ জন। যার মধ্যে সিনির প্রতিষ্ঠাতাঃ ড: সমীর নারায়ণ চোধুরীর কথা বিশেষ ভাবে উল্লেখ্য। এছাড়াও শ্রীমতি জয়া বসু (দিদি), সোমা মুখার্জি (বন্ধু), গৌতম , শোভন (ভাই) প্রদীপ দা উজ্জ্বল নক্ষত্রের মত আলোকিত করে রেখেছে।
সবার ভালবাসা কে পাথেয় করে আর্থিক ও বহু প্রতিকূলতা কে জয় করে এরকম একটি উদ্যোগ শুরু তো করতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এগারো টাকা তো আসলে প্রতিকী মাত্র। একের পাশে আর এক থাকলেই তো সার্থক হয়ে ওঠে বেঁচে থাকাটুকু। ভালো থাকুক কলকাতা।ভালো রাখুক কলকাতা। ভালোবাসুক কলকাতা। সৌজন্য: পৌলমী রায়

❤️❤️❤️❤️❤️❤️❤️

#এগারোটাকায়ডাক্তারবাবু

An affordable multispecialty doctors clinic dedicated to low and middle income group. This is the f

03/03/2022

11 টাকায় ডাক্তারবাবু, বিগত 5 মাসে বহু মানুষ সুস্থ করে তুলে এক নুতন দৃষ্টান্ত স্থাপন করেছে। 7 দিনের শিশু থেকে শুরু করে 70 পেরিয়ে যাওয়া দ্বিতীয় শৈশবের মানুষদের ও সম্মানের সাথে উন্নত মানের পরিষেবা দিতে সক্ষম হয়েছে এই ব্যাক্তি উদ্যোগে। এই চলার পথে আমাদের মনোবল বাড়াতে বহু শুভানুধ্যায়ী এসে ঘুরে দেখে গেছেন এই কর্মসূচি। তাদের মধ্যে অন্যতম, মাধবীলতা ফাইট ফর হার জাস্টিস এর কর্নধার শ্রী সৌরভ সিকদার। তার জন্য রইল আমাদের অনেক শুভেচ্ছা। আপনাদের জন্যও রইল আমন্ত্রন.




#১১টাকায়ডাক্তারবাবু

Get a wide array of tests and services .....From Biopsy to Thyroid Function Test and from blood and sputum to Urine Test...
22/02/2022

Get a wide array of tests and services .....

From Biopsy to Thyroid Function Test and from blood and sputum to Urine Test ..... covering almost any and every type of pathological test that needs to be availed !!!

Get access to Blood, ECG and numerous other tests just for Rs. 11 ...... only @ Daktarbabu !!! Terms and Condition Applicable




#১১টাকায়ডাক্তারবাবু

09/02/2022

Watch for yourself .....
Two accounts of two different people !!!

A patient and a former UNICEF Official !!!

Daktarbabu Clinic ..... Reaching People, Saving Lives, Reviving Dreams !!!

"Share if you care !!!"

Only Rs. 11 Clinic




#১১টাকায়ডাক্তারবাবু

!! A great feat of its own !!A heartiest congratulations to Dr. P. S. Giri, MS DNB for successfully conducting the first...
06/02/2022

!! A great feat of its own !!

A heartiest congratulations to Dr. P. S. Giri, MS DNB for successfully conducting the first gallstones operation of Daktarbabu Clinic !!!

Really an honour and great pleasure when you can make the lives of others better !!!




#১১টাকায়ডাক্তারবাবু

17/01/2022
Every parent wants their child to be safe, secure and self-dependent !!! Developing skills at a young age is very import...
08/12/2021

Every parent wants their child to be safe, secure and self-dependent !!!

Developing skills at a young age is very important for children !!!

Daktarbabu brings to you ........ The "Children's Corner"

Building and creating something new gives children a strong sense of independence and autonomy !!!

Children will not only feel safer, but will develop through fun and games !!! Traits every parent wants in their kids !!!

Bring your children for a brighter future and a joyful present !!!

"Children's Corner" ..... only @ Daktarbabu !!!




#১১টাকায়ডাক্তারবাবু

Top Gynecology specialists demonstrating excellence. Book a Gynecologist appointment 3rd Saturday of every month at the ...
07/12/2021

Top Gynecology specialists demonstrating excellence. Book a Gynecologist appointment 3rd Saturday of every month at the Kolkata's first ever
#১১টাকায়ডাক্তারবাবু

https://goo.gl/maps/jdBGnhUiZxTuf3QA8

Address

Tollygunge

Opening Hours

Monday 9:45am - 12pm
Saturday 10am - 8pm
Sunday 10am - 8pm

Telephone

+919830063309

Alerts

Be the first to know and let us send you an email when Daktarbabu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Daktarbabu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category