
21/06/2025
Diabetic foot ulcer (যেটা ড্রেসিং করছিলাম )
যাদের সুগার আছে তারা পায়ের যত্ন নিন পা টাকে মুখের মত পরিষ্কার করুন। এই ভদ্রলোকের সমস্ত আঙুল গুলো কেটে বাদ দিতে হয়েছে। বুড়ো আঙুলটাও কেটে হয়তো বাদ দিতে হবে। তাই যাদের সুগার আছে ভয় পাবেন না আমি এই ছবিগুলো পোস্ট করি সচেতন করার জন্য পায়ে চাপা জুতো পড়ুন পায়ে বোরোলিন কিংবা গ্লিসারিন অথবা নারকেল তেল (শীতকালে বসে যায়)পা টাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে প্রতিদিন রাত্রেবেলা লাগাবেন।পায়ের যত্ন নিন নিজের যত্ন নিন সুগারের ওষুধ নিজের ইচ্ছামত বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। কুসংস্কারে বিশ্বাস করবেন না আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি ভরসা রাখুন। দেখবেন আপনি অনেক সুস্থ আছেন।