স্বাস্থ্যবন্ধু মানভূম

  • Home
  • India
  • Purulia
  • স্বাস্থ্যবন্ধু মানভূম

স্বাস্থ্যবন্ধু মানভূম পুরুলিয়া জেলার জনস্বাস্থ্যের মুখপত্র

23/07/2025
চলছে চলুক! তাই না?
23/07/2025

চলছে চলুক! তাই না?

চোখ থাকুক এই খবর গুলোয়
19/07/2025

চোখ থাকুক এই খবর গুলোয়

ডাক্তারের ডিউটি রুম, রোগী দেখার ঘর দুটোর অবস্থাই বেহাল এই বর্ষায়।
14/07/2025

ডাক্তারের ডিউটি রুম, রোগী দেখার ঘর দুটোর অবস্থাই বেহাল এই বর্ষায়।

ECG এমন একটি বিষয় যা বন্ধ থাকার মানে হচ্ছে হার্ট এটাক রুগীর চিকিৎসা সঠিক সময়ে শুরু করতে না পারা। সদরে পৌঁছাতে পৌঁছাতে সব...
11/07/2025

ECG এমন একটি বিষয় যা বন্ধ থাকার মানে হচ্ছে হার্ট এটাক রুগীর চিকিৎসা সঠিক সময়ে শুরু করতে না পারা। সদরে পৌঁছাতে পৌঁছাতে সব শেষ। একটা তালা জীবন আর মৃত্যুর নির্ণায়ক হয়ে দাঁড়িয়ে আছে।

আর কতোদিন?
09/07/2025

আর কতোদিন?

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চোখ রাখুন। টিচিং হসপিটালের চিকিৎসার সাফল্যের গল্প তো অনেক পড়েন কাগজে কিন্তু প্রাথমিক স্বাস্থ্...
08/07/2025

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চোখ রাখুন। টিচিং হসপিটালের চিকিৎসার সাফল্যের গল্প তো অনেক পড়েন কাগজে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সমস্যাগুলোর জন্যই ডাক্তার পেশেন্টের সম্পর্ক খারাপ হয়ে যায় সর্বত্র। গোড়ায় গলদ থাকলে কোনও স্তরেই অবস্থার উন্নতি হবে না। পেশেন্টকে সিরিয়াস পেশেন্ট হতে দেওয়ার আগেই আটকানো, সিরিয়াস কেস হলে সময় থাকতেই সঠিক জায়গায় রেফার করা এই দুই কাজের জন্যই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।

চোখ থাকুক এই খবরগুলোয়
25/05/2025

চোখ থাকুক এই খবরগুলোয়

প্রেসার সুগারের ওষুধের দাম বাড়ার মানেটা জানেন? আজীবন যে ওষুধ চলবে তার দাম বাড়লো, একদিনের বড়ি নয়। শুধু প্রেসার সুগার নয় আ...
01/04/2025

প্রেসার সুগারের ওষুধের দাম বাড়ার মানেটা জানেন? আজীবন যে ওষুধ চলবে তার দাম বাড়লো, একদিনের বড়ি নয়। শুধু প্রেসার সুগার নয় আজীবন চলে এরকম অনেক ওষুধেরই দাম বাড়লো। ২-৪ টাকা বেশি না দাদা, যখন দোকানের বিলটা হয়, বা হাসপাতালের বিলটা হয় তখন যারা সেটা মেটায় তারাই জানে ঠিক কতোটা দিতে হয়, ২% হলেও সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর বছরের পর বছর চলা ওষুধের দাম বাড়লে তো কথাই নেই। সবাই ঘুরে এলেন তো কুম্ভ মেলা থেকে? টিভিতে ২৪ ঘন্টা আইআইটি বাবাকে দেখলেন, এখন মালদা মুর্শিদাবাদ, বাংলাদেশ পাকিস্তান বেলুচিস্তান করে যাচ্ছেন নিশ্চয়ই। নাকি ক্রিকেট নিয়ে মোবাইলে জুয়া খেলছেন? এখনও বুঝবেন না কী চলছে!

07/01/2025

নাহ্ শুরুটা হিউম্যান মেটানিউমোভাইরাস দিয়ে করব না। শুরুতেই যার কথা বলব তার নাম মুকেশ চন্দ্রকর, পেশায় সাংবাদিক। চার টুকরো লিভার, ভাঙা পাঁজর, মটকানো ঘাড়, খুবলে বের করা হৃৎপিণ্ড এই হলো তার ময়না তদন্ত রিপোর্ট। কী সম্পর্ক এই ঘটনার সাথে এই ভাইরাসের? সম্পর্ক আছে।

সে ছিল ছত্তিসগড়ের এক সাংবাদিক, কিছু অসাধু ব্যক্তির কয়েকশ কোটিটাকার দুর্নীতি নিয়ে খবর করায় প্রাণ হারাতে হলো। আদিবাসীদের উপর হওয়া অত্যাচার নিয়েও সরব ছিলেন তিনি। প্রবীর পুরকায়স্থ যিনি নিউজ ক্লিক (Newsclick) চালান, মহম্মদ জুবেইর যিনি অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা(Alt News), এঁরাও সাংবাদিক, সত্যি কথা বলতেন, সেই অপরাধে জেল হয়েছিল, এখন ছাড়া পেয়েছেন কোর্টে কেস লড়ছেন। গৌরী লঙ্কেশকেও সত্যি কথা বলার দাম দিতে হয়েছে, খুন করেছে হিন্দুত্ববাদীরা।

হ্যাঁ, ভারতবর্ষ সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ানক, সবচেয়ে খতরনাক দেশ, এখানে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে মেরে দেওয়া হয়েছে। এখানে যাঁরা সৎ সাহসী সাংবাদিক তাঁদের পরিণতি মৃত্যু অথবা জেল। এখানকার মিডিয়া কেবল বিভ্রান্তি ছড়ায়, ফেক নিউজ ছড়ায়। এখানে যেভাবে মেটানিউমোভাইরাস নিয়ে খবর করা হচ্ছে গোটা বিশ্বের সমস্যা হয়েছে সেই নিয়ে, ভারত সরকার তো বটেই অন্যান্য স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীনের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোলের অফিস সকলেই বিবৃতি দিয়েছে এটা স্বাভাবিক সর্দি কাশি জ্বর, যা শীতকালে চীনের উত্তরভাগে যেখানে বেশি ঠান্ডা পরে সেখানে স্বাভাবিক ভাবেই হয়ে থাকে। ICMR কে বিবৃতির পর বিবৃতি দিতে হচ্ছে ওরে বাবা রে কিছু নয় রে, সর্দি কাশি জ্বর এটা। এতে সুস্থ স্বাভাবিক লোকেদের ফুসফুসের তীব্র সংক্রমণ ঘটিয়ে প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পাঁচ বছরের কম বয়সের বাচ্চা, অথবা বয়স্ক মানুষদের, বা ক্যান্সার পেশেন্টদের একটা অংশের সিম্পটম গুলো কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং সেক্ষেত্রে নিউমোনিয়া দেখা দিতে পারে, যা যেকোনও ভাইরাল সর্দিকাশির জন্যই প্রযোজ্য। এটি ইনফ্লুয়েঞ্জা বা কোভিডের মতো নয়, এমনকি এটা কোনও নতুন ভাইরাসই নয়। মেটানিউমোভাইরাস আমাদের দেশেও আছে, আমরা যেসব সর্দিকাশিকে ভাইরাল বলে কাটিয়ে দিই, এন্টিবায়োটিক পর্যন্ত দিই না এটা সেরকম।

কিন্তু মিডিয়া কী করলো? যে মিডিয়া চীন নিয়ে ভয়ানক সব খবর করছিল সেই এখন আবার বলছে ভয়ের কিছু নেই। বলতে বাধ্য হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে বলছেন। কিছুদিন আগে বাংলাদেশের মতো দেশের কাছে ভারতের মিডিয়া কে লজ্জিত হতে হয়েছে এতোটা হাস্যকর ভুলভাল তথ্য পরিবেশন করায়। আপনি WHO লিখে Human Metapneumovirus Update লিখে গুগলে সার্চ করুন শুধু ভারতের খবরের চ্যানেলের লিংক পাবেন। এতো কঠিন একটি ভাইরাসের নাম মনে রাখতে হবে না। মিডিয়ার নাম নিয়ে যে ভাইরাসগুলো আমাদের বিভ্রান্ত করছে, পারলে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করুন।

Address

Purulia

Telephone

+917583913907

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্যবন্ধু মানভূম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to স্বাস্থ্যবন্ধু মানভূম:

Share